নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোশ্যাল মিডিয়া হলো একটি ভার্চুয়াল পাবলিক প্লেস।
বাস্তব জীবনে একটি সরকারি রাস্তা বা চার রাস্তার সংযোগ স্থান।
এখানে আইন রক্ষাকারী আছেন , আছেন ভদ্রলোক , শিক্ষক ,ছাত্র ,বিজ্ঞানী ,মন্ত্রী , কুলি ,পকেটমার্ , চোর গৃহিনী
ব্যাবসায়ী ,চাকরিজীবী ..... সহ সব ধরণের লোক। রাস্তায় মলম বিক্রি করার লোক যেমন আছে ,তেমন আছে
গাড়িতে চলার লোক আছে রিকশা ,হেটে যাবার লোক আছে ,ভাষণ দেয়ার লোক আছে। ....ইত্যাদি। কেউ তালি পায়
কেউ গালি খায় ,কেউ আবার দুটোই।
কে কখন কার সাথে কি ব্যবহার করবে তা কেউ জানে না। যেমন হাঁটার সময় শরীরের সাথে ধাক্কা লাগলে কেউ বলেন সরি
আবার কেউ উল্টো ব্যাবহার করেন।
তাই বলে -
রাস্তায় চলাচলতো বন্ধ রাখা যায় না। বরং আরো সাবধানে চলতে হয়। এড়িয়ে চলতে হয়।
এখন আসি ভারতের সেই পরিচালকের (আলী আকবর ) বিষয়ে {(ঠুনকো অজুহাতে ধর্ম ত্যাগ)
ইসলাম থেকে হিন্দু বা হিন্দু থেকে ইসলাম সেটা বিষয় নয় } . যিনি সোশ্যাল মিডিয়ায় কিছু গুরুত্ব পূর্ণ কথা বলছিলেন
কেউ কেউ বা বেশির ভাগ লোক তার কথায় সহমত হচ্ছিলেন পক্ষান্তরে গুটিকয়েকজন তার কথায় তাচ্ছিলতা দেখাচ্ছিলেন।
একজন জাতীয় পুরস্কার প্রাপ্ত লোক যদি সোশ্যাল মিডিয়া ব্যাপারটি না বুঝতে চান ,
তাহলে আমাদের মতো অল্প শিক্ষিত লোক তাকে কেমনে বুঝাই !?
যে -এটাতো আপনার প্রাইভেট জায়গা নয় ,পাবলিক প্লেস ,সব ধরণের লোকের আনাগোনা এখানে ......
.
[[মূল সংবাদটি খবর টাইমস অব ইন্ডিয়ার -ভারতের জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক আলি আকবর
শুক্রবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সস্ত্রীক ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করার ঘোষণা দেন
খবরে বলা হয়, বিপিন রাওয়াতের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেন আলি আকবর। তার অভিযোগ,
এ পোস্টে অনেক মানুষ ‘হা হা’ রিয়েক্ট দেন। এতেই ক্ষুব্ধ হন জাতীয় পুরস্কার জয়ী এ পরিচালক। তিনি বলেন আমি প্রথমে একজন ভারতীয়।]]
।
উপসংহার - তিনি বলেছেন ,তিনি (আলী আকবর)প্রথমে একজন ভারতীয়।
আমি একজন মুছলিম ,মানুষ হিসাবে প্রথমে আমি একজন মুসলিম ,তারপর আমি একজন বাংলাদেশী বা ভারতীয়
১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ধর্মকে উছিলা করে অপপ্রচার,।ব্যাক্তিস্বার্থ
২| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ইসলাম ধর্ম ত্যগ করে তিনি যদি কোন ধর্মই গ্রহন না করতেন সেটা ছিল উত্তম কাজ।তিনি অন্ধ ডোবা থেকে পচা ডোবায় পড়েছেন।বেঁচে থাকার জন্য ধর্মের প্রয়োজন হয় না,প্রয়োজন হয় একটা কিছু কাজ করার।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৬
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।
কাজ দিয়ে ধর্ম পালন উত্তম। পেশা হিসাবে কাজ না করলেও চলে ( পৈতৃক বা ...সম্পত্তি থাকলে )
৩| ১১ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: ধর্মে বিশ্বাস এবং ধর্মব্রত পালন নিতান্তই ব্যক্তিগত বিষয়। পাবলিক ফোরামে ঘোষণা দিয়ে এ বিশ্বাস পরিবর্তনের কথা জানানোর কোন প্রয়োজন নেই, যদি না এর পেছনে কোন উদ্দেশ্য থেকে থাকে।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।তাই মনে হয়।
৪| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৪
রাজীব নুর বলেছেন: ২ নং মন্তব্যকারীর সাথে একমত।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।মত পরিবর্তনশীল
৫| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:০৯
চাঁদগাজী বলেছেন:
সব ধর্মই ভুল ধারণার উপর প্রতিষ্ঠিত; হিন্দুধর্ম পালন সহজ, ইহা সবচেয়ে প্রাচীন ধর্ম হওয়াতে, ইহা ১০০ ভাগ রূপকথা।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৫
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ধারনা বিষয়গুলি ভুল,যেহেতু মৃত্যু ছারা চুরান্ত কিছু নেই।
৬| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:০৯
নেওয়াজ আলি বলেছেন: আসলে উনি অবুঝ এখনো। তবে উনার ব্যক্তিগত ব্যাপার
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৩:১৭
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ। ব্যাক্তিগত ব্যাপারে বক্তৃতা শিশুরাই (!) করে
৭| ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৪৫
নূর আলম হিরণ বলেছেন: হিন্দু ধর্ম থেকে কেউ মুসলিম হলে সেই ব্যক্তি যতটা না ঢাকঢোল পিটায় তার চেয়ে বেশি পিঠায় অন্য মুসলিমরা।
১২ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:৩০
প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ঠিক বলছেন
©somewhere in net ltd.
১| ১১ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪২
জ্যাকেল বলেছেন: পুরস্কার প্রাপ্ত হইয়া উনি উর্ধে উঠে গেছেন মনে হয়। তা নাহইলে চোরের সাথে রাগ করে কলাপাতায় ভাত খাওয়ার কারণ কি? উনি নিঃসন্দেহে-
হয় আরএসএস এর এজেন্ডা বাস্তবায়ন করতেছেন
নয় প্রজ্ঞা বলতে কোন টার্মের সাথে উনার সম্পর্ক নাই।