নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদা আমৃত্যু পূর্ন হবেনা জেনেও নিজ স্বার্থে মানবতার মুখোশ খুলে ফেলি। ভুলে যাই -মৃত্যুর আয়োজনই জীবন https://innalillahi.com/ pitamata.com/ bddesh.com/ ..

প্রতিদিন বাংলা

প্রতিদিনবাংলা

প্রতিদিন বাংলা › বিস্তারিত পোস্টঃ

কটূক্তি শব্দটি সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের বেলায় প্রযোজ্য?

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৫

এর বাইরে অন্য যে কোনো ব্যাক্তি বা পরিবারকে যে যে কোনো ভাষায় আক্রমণ করুক না কেন ,সেখানে কটূক্তি শব্দটি ব্যবহার করা যাবে না। আমার তাই মনে হয়। চলমান একটি উদাহরণ হলো -
মুরাদ সাহেব বা মুরাদ মন্ত্রী প্রাক্তন বা ড : মুরাদ (কোজাক )
এই লোকটি নারী জাতি নিয়ে ,বিভিন্ন মানুষ নিয়ে ,তাদের পেশা নিয়ে যে ধরণের কথা বলেছে তাকে কটূক্তি বলা যাবেনা বলেই ,কোনো মামলা নেই। ফলে -
মুরাদ বিদেশে যাবেন নাকি স্বদেশে থাকবেন, সেটা তাঁর ব্যাপার: স্বরাষ্ট্রমন্ত্রী
উড়াল দিচ্ছে কোজাক মুরাদ (কটূক্তি নয় )

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

রাজীব নুর বলেছেন: সরকারের লোকদের জন্যও ৫৭ ধারা থাকলে ভালো হতো।

১০ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:১৭

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।কটুক্তি ধারাতেই সকল ধারা বিদ্যমান।

২| ১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
কেন?
সে দিন আলাল একটা অতি জঘন্য কথা বললো

১০ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।অবশ্বই জঘন্য কথাটি সরকার প্রধান ও তার পরিবারের সদস্যদের বিষয়ে বলেছে?

৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৬

জ্যাকেল বলেছেন: কটুক্তি করা এই দেশে কঠিন অথচ জ বাইডেন, ট্রাম্পকে নিয়ে টিশার্ট ফাক ইউ ইত্যাদি ইত্যাদি বিক্রি হইতেছে কিন্তু সেখানে কোন মামলা হয় না।
এই দেশে পাবলিক এইসব বলার পরে থানার পরিদর্শক নিজ দ্বায়িত্বে পাবলিক'কে খোঁয়াড়ে ভরেন। শত শত ঘটনা।

১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫

প্রতিদিন বাংলা বলেছেন: ধন্যবাদ।ভালো বললেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.