![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
বাংলাদেশের আধুনিক গানের জগতে যে ক'জন সুপ্রতিষ্ঠিত শিল্পী রয়েছেন তাদের মধ্যে আবিদা সুলতানা বেশ সুপরিচিত নাম। মোটামুটিভাবে ছোটবেলা থেকেই বিভিন্ন সময়ে শ্রদ্ধেয় এই গুণী শিল্পীর গান শুনে আসছি। এত বছর পরেও তার গান কানে বাজে, মনের অজান্তেই অনেক পরিচিত কিছু ট্র্যাক গুণ গুণ করেও গাওয়া হয়। আজ অফিসের কাজ করার মাঝে হঠাৎ করেই উনার একটা গান মনে পড়েছিলো।
তার গাওয়া সবচেয়ে বেশী জনপ্রিয় ট্র্যাকগুলোর মধ্যে একটি হলো "হৃদয়ের অচেনা দুটি নদী"। ১৯৮৩ সালে "ফেরারী বসন্ত" নামের বাংলা চলচ্চিত্রের জন্য তিনি এই গানটি গেয়েছিলেন। গানটি লিখেছিলেন মনিরুজ্জামান মনির আর সুর করেছিলেন শেখ সাদী খান। কি অসাধারণ তার কন্ঠ আর গায়কি। কতটা আবেগ দিয়ে তিনি গানটি গেয়েছেন তা শুনলেই বোঝা যায়। ভাবতেই অবাক ঐ সালেই আমার জন্ম ।
ম্যাডামের গাওয়া "একি বাঁধনে বলো জড়ালে আমায়" তেমনি আরেকটি কালজয়ী ট্র্যাক। বাংলা চলচ্চিত্র "তালুকদার" এর জন্য তিনি এই গানটি গেয়েছিলেন। গানটির কথা লিখেছিলেন মাসুদ করিম আর সুর করেছিলেন শ্রদ্ধেয় সুবল দাশ। জেনে রাখা ভালো সুবল দাশ স্যার গানের তালিম নিয়েছিলেন উপ-মহাদেশের বিখ্যাত ওস্তাদ আলাউদ্দিন খান এর ভাতিজা ওস্তাদ ইসরায়েল খান-এর কাছে।
তার কন্ঠে গাওয়া "জন্ম আমার ধন্য হলো" ট্র্যাকটিও সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এই ট্র্যাকটি আমি সাবিনা ইয়াসমিন ম্যামের কন্ঠে শুনে কতবার আবেগ-আপ্লুত হয়েছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আবিদা ম্যাডামের কন্ঠে শুনেও চোখে পানি চলে এসেছে। গানটি লিখেছেন নঈম গহর আর সুর করেছেন আজাদ রহমান।
ও আমার বাংলা মাগো.. আহা...কি অসাধারন গায়কি!
তার গাওয়া এমনি আরো অনেক অসাধারণ ট্র্যাক রয়েছে যা হয়তো এত স্বল্প পরিসের সব উল্লেখ করা সম্ভব নয়। এই পোস্টের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানাই এই গুণী শিল্পীকে। তিনি আরো বহুদিন আমাদের মাঝে এভাবেই সুরের মাধুরি বিলিয়ে যাবেন এটাই প্রত্যাশা করছি। সেই সাথে তার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।
ছবি কপিরাইট: নাই, আর্ন্তজাল থেকে চুরি করা আমার সামান্য এডিট করা ।
০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০১
ইফতেখার ভূইয়া বলেছেন: জ্বী, ঠিক আছে।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫৪
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: তাঁর বোনেরাও গান করেন। সালমা আলী, রেবেকা সুলতানা। তাঁর গাওয়া 'বিমূর্ত এক রাত্রি আমার মৌনতার সূতোয় বোনা একটি রঙিন চাদর' (কথা ও সুর ড.ভূপেন হাজারিকা) আমার সবচেয়ে প্রিয়।
০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০২
ইফতেখার ভূইয়া বলেছেন: উনার বোনদের ব্যাপারে আমার তেমন একটা ধারনা নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:০৫
খায়রুল আহসান বলেছেন: "হৃদয়ের অচেনা দুটি নদী একটি মোহনাতে মিশে গেছে" - গানটির কথা ও সুর সুন্দর। শিল্পী গেয়েছেনও চমৎকার। ছায়াছবির নামটাও, "ফেরারী বসন্ত", বেশ কাব্যিক এবং মনছোঁয়া।
"একি বাঁধনে বলো জড়ালে আমায়" গানটিও সার্বিক সুন্দর। ভাষা পরিচ্ছন্ন, সুর আবেদনময়, সুকণ্ঠে গীত।
"জন্ম আমার ধন্য হলো মাগো" এবং "ও আমার বাংলা মা তোর" গান দুটিও চির আবেদনময়, অনবদ্য দেশপ্রেমের গান।
০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: মন্তব্য করতে একটু দেরী হয়ে গেল, বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ থাকছে। ম্যাডামের গানগুলো ছোটবেলা থেকেই শুনে আসছি, শুনতে ভালো লাগে পাশাপাশি এক ধরনের নষ্টালজিয়াও কাজ করে। ইদানীং ব্লগে খুব একটা আসতে পারছিনা যদিও আমার ব্যক্তিগত ব্লগে বেশ সময় ব্যয় হয়ে যাচ্ছে। সময় নিয়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ জানবেন স্যার।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১১
রাজীব নুর বলেছেন: হ্যা উনাকে জানি।
উনার স্বামীও গান করেন।