নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাম্পাসে যাওনের সুযোগ কইম্যা গ্যাছেগা। খুব এক্টা যাইতারি না এহন। মাগার খোদার কৃপায় গত তিন জুমা পর্লাম ইউনিভার্সিটি সেন্ট্রাল মসজিদে। এর ভিত্রে দুই শুক্রবারেই এক মজার দৃশ্য দেখার সৌভাগ্য হইল। ব্যাপক বিনোদন!
দেখি, আমাগো ভিসি স্যার মসজিদের পেছনের দিক্কার মূল গেটের মুখে বইসা খুউব মনোযোগের সাথে মুনাজাত কর্তাছেন আর উনার পার্সোনাল নিরাপত্তারক্ষীগণ মুনাজাত না কইরা বাইর হইতে চাওয়া পাব্লিকরে খেদাইতাছে, য্যানো উনার সামনে দিয়া কেউ না যাইতারে... কেউ সাম্নে দিয়া গ্যালে আবার নামাজ হইবো না। দ্যাক্লেই ক্যামন জানি সুলতান সুলেমান, সুলতান সুলেমান ভাব আইসা পড়ে।
পাব্লিকও উনারে ঘিরে দাড়াইয়া দ্যাক্তাছে। আমিত পুরাই ফিদা! যে মনোযোগ উনি এইহানে দ্যাখাইতাছেন, কষ্ট কইরা এক্টু আগে আইসা মসজিদের ভিত্রে খাড়াইয়া হেইডা দেখাইলে ভাল হইতো। পাব্লিকের ঝামেলা কম হইত। পরের নির্বাচনে উনি শিক্ষামন্ত্রী হইতে চাইতাছেন কিনা কে জানে। যাউকগা, সামনের শুক্রবারে সবাই আইসেন, সাথে বইমেলার টিকেট ফ্রি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪২
পদ্মপুকুর বলেছেন: ভাই আপ্নের মুখে ফুল্চন্দন পড়ুক। মাগার আমার ভিসি হওনের খ্যামতা নাইক্কা.....
আর মোনাজাত নামাজের অংশ না। কথাটাতো ওইখানেই। ম্যাক্সিমাম বাঙালি মনে করে মোনাজাত না করলে নামাজ অসম্পূর্ণ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৪
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
লেখা ও মন্তব্য উভয়ই অনেক মজার হয়েছে...
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০
ভাবুক কবি বলেছেন: সবার মুখেই ফুলচন্দন পড়ুক
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৫
অগ্নি সারথি বলেছেন: পুরাই সার্কাস!! কুন ইসকুলের ভিসি হেয়?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৯
পদ্মপুকুর বলেছেন: আপ্নেও বস সার্কাস দেখাইলেন, ইনিরে চিনেন না? নাগরিকত্ব থাকবোনা কিন্তুক
৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮
নতুন নকিব বলেছেন:
''ইনিরে চিনেন না? নাগরিকত্ব থাকবোনা কিন্তুক''
-বিলক্ষন হাচা কথা!
ভাল আছেন তো?
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
পদ্মপুকুর বলেছেন: অবশ্যই ভাল আছি। না থেকে উপায় আছে!! আপ্নের খবর কি?
৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৮
অগ্নি সারথি বলেছেন: দুক্কিত! তহন ঠিক ঠাহর কইরা দেকতারিনাই। থুক্কু!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৩
পদ্মপুকুর বলেছেন: শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তাইলে আবার গোড়া থেইক্কা চাল দেন। নাইলে খেলুম না!
৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৪
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অগ্নি সারথি বলেছেন: দুক্কিত! তহন ঠিক ঠাহর কইরা দেকতারিনাই। থুক্কু!
তাইলে আবার গোড়া থেইক্কা চাল দেন। নাইলে খেলুম না!
৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দ্যাক্লেই ক্যামন জানি সুলতান সুলেমান, সুলতান সুলেমান ভাব আইসা পড়ে।
জব্বর কইছেন
+++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫০
পদ্মপুকুর বলেছেন: হ ভাই, ওইডাই মনে হইতাছিল। পুরানোদের মধ্যে আপ্নারেই নিয়মিত দেখি... ভাল থাকবেন
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১২
সুমন কর বলেছেন: জুতা পায়ে মুনাজাত করা যায় !!! আমি কিন্তু জানি না !
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪
পদ্মপুকুর বলেছেন: আমি যদ্দুর জানি, নামাজ এবং মোনাজাত একদমই আলাদা বিষয়। মোনাজাত মানে হল সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া, প্রার্থনা করা। তাই যে কোন অবস্থাতেই আপনি মোনাজাত করতে পারেন। জুতা পায়ে বা খালি পায়ে থাকাটা কোন বিষয় নয়।
১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
পলাশমিঞা বলেছেন: উনি নিশ্চয় পিরাকি পাইছেন!
১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভিসি সাব শিক্ষামন্ত্রী হইলে প্রশ্নপত্র ফাঁস কী বন্ধ হইব?
১২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
শূণ্য পুরাণ বলেছেন: অামাগো ভিসিসাব বহুত চালাক অাছে ভাইধন,অাপনিও কম না।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০
পদ্মপুকুর বলেছেন: আই কিচ্ছি?
১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কিচ্ছু কমু না। একদম চুপ। এবার সবাই যা মনে করে করুক। আমার মনেও ডেম কেয়ারের একটা ভাব আইসা পড়ছে।
১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৬
অভিলাষ মাহমুদ বাকলিয়া বলেছেন: আমার কোন মন্তব্য নাই
১৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
কালীদাস বলেছেন: হো হো জুতা পায়ে এত ভাবের সাথে মুনাজাত!!!
ভদ্রলোককে একবার বলেছিলাম আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে নিজের সিভি আপলোড করতে। কথা ঘুরিয়ে ফেলেছিলেন সাথে সাথে
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৮
পদ্মপুকুর বলেছেন:
১৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৬
কলাবাগান১ বলেছেন: ভিসি স্যার যদি জামাতি হতেন, তাহলে আপনার পোস্টের টাইটেলে নমাজ শব্দটা নামাজ ই লিখা হত
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৬
পদ্মপুকুর বলেছেন: আপ্নে অ্যাতো প্যারা লইতাছেন ক্যান?
১৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৯
মোস্তফা সোহেল বলেছেন: স্যারের নামে কেউ উল্টা পাল্টা কইবেন না
২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭
পদ্মপুকুর বলেছেন: আমি কইনাইক্যা
১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
রাসেল ০০৭ বলেছেন: ছূড কালে আমরা সিনেমা দেখতাম ----- ভিসিয়ারে ।
১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪০
বিজন রয় বলেছেন: আ আ ম স আরেফীন সিদ্দিক। অনেক বড় নাম!!
২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৭
টারজান০০০০৭ বলেছেন: পজিটিভলি নেননা। একটা মানুষরে তো মসজিদমুখী করা কঠিন কাজ। আল্লাহ তারে নামাজে নিছে।এক আধটু ভুল হইলে ভুইলা যান। মস্করা করেন ক্যান? @ সত্যের ছায়া, আপনি কি তার দিল চিরা দেখছিলেন সে কি নিয়তে নামাজ পড়ছে ? হুদাই একখান কথা কইয়া দিলেন?
২১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
হামিদুর রাহমান খান বলেছেন: খাইসে
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মুনাজাত নামাজের অংশ নয়। মুনাজাতের সময় যে কেউ সামনে দিয়ে যেতে পারবে, স্বাভাবিক কাজ কর্ম করতে পারবে। যারা এমনটা করেছে তারা না জেনে করেছে। মসজিদের জামায়াতের নামাজ শেষ হলে চলাচলের পথে নামাজ আদায় বা মোনাজাত না করাই অধিক শ্রেয় বা ভালো মোনাজাত হতে পারে।
ভিসি সাব আলোচনায় আসার জন্য এমন করে থাকতে পারেন। আলোচনায় আসার জন্য ধর্ম একটা ভালো মাধ্যম। সেটা অনেকে ব্যবহার করছে। আপনি ব্লগে ভিসি সাবরে নিয়ে এসেছেন। পরবর্তীতে আপনার ভিসি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।