নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুর ব্লগারদের মতে, কে হতে পারে নতুন জাতির পিতা ? B:-/

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৩




ব্লগে এসে জানতে পারলাম যে দেশের জাতির পিতা বদল হইছে। নতুন সরকার আর বঙ্গবন্ধু শেখ মুজিবকে জাতির পিতা হিসাবে মনে করে না। তাদের বক্তব্য হচ্ছে ফ্যাসিস্ট সরকারের চাপিয়ে দেওয়া কোন কিছুই আর মেনে নেওয়া হবে না । সব কিছু হবে নির্মোহ বিশ্লেষণের মাধ্যমে ! উত্তর কথা । দেখেন আপনারা ক্ষমতায় যা ভাল মনে করেন। আমাদের আর কী বলার আছে !
যাই হোক, আমাদের নতুন জাতির পিতা কে হতে পারে সেটা নিয়ে আমাদের সামুর ব্লগাররা কী ভাবছেন সেটা নিয়ে আলোচনা করা যাক। তাদের নির্মোহ বিশ্লেষণে কে হতে পারে নতুন জাতির পিতা তার একটা সম্ভাব্য তালিকা দিলাম নিচে। চাইলে আপনারাও নিজেদের পছন্দের নাম যোগ করতে পারেন।
১. হযরত ইব্রাহিম (আ)
২. লর্ড মাউন্ট ব্যাটেন
৩. আলী জিন্নাহ
৪. হোসেন শহীদ সোহরওয়ার্দী
৫. মাওলানা ভাসানী
৬. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান
৭. শহীদ জিয়াউর রহমান
৮. হুসাইন মুহাম্মাদ এরশাদ
৯. ড. মুহাম্মাদ ইউনুস
১০. জাহাঙ্গির আলম

আপাতত আমার এই না গুলোই মনে আসছে। আপনারা চাইলে নতুন নতুন নাম যুক্ত করতে পারেন ।

মন্তব্য ৪৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৮

আহরণ বলেছেন: একটিও না। নতুন জাতির পিতা : গো-আজম।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: বাহ ! আপনার ভাল পছন্দ !

২| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪২

আমি সাজিদ বলেছেন: সাত মার্চ আর পনেরো আগস্টকে মুছে ফেলা উচিত নয়। শেখ মুজিবের সমালোচনা হতে পারে কিন্তু বাঙালি জাতির কিংবদন্তী নেতা হিসেবে মুজিবের প্রাপ্য সম্মান তাঁকে দিতে হবে। তবে তার মানে এই না যে বাকি প্রবাদপুরুষদের মুছে দেওয়া হবে, যেমন আওয়ামী সরকার দিয়েছিল।


রাষ্ট্র সংস্কার করাটা দরকার। মনে প্রাণে চাই এতদিনের নোংরা রাজনৈতিক সংস্কৃতি মুছে যাক। রিসেট বাটন মানে বাংলাদেশের জন্ম মুছে ফেলা নয়। এইজন্য যদি দালাল ট্যাগ খেতে হয়, আপত্তি নাই। মজার বিষয়, এই ব্লগে আওয়ামী বিরোধীতার জন্য স্বাধীনতা বিরোধী ট্যাগ খেয়েছি। স্বাধীনতা যুদ্ধের কথা মনে করিয়ে আওয়ামী ট্যাগ খেয়েছি।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: সাতই মার্চের ভাষণ আর সাতই মার্চ দিসব এক না । সাতই মার্চ দিবস পালিত হয় এই ২০২১ সাল থেকে । এটা বন্ধ করলেই কি আর না করলেই কি !
বঙ্গবন্ধু শেখ মুজিবের এই অবস্থা আমি বলব আওয়ামীলীগের গত ১৫ বছরের কর্মফল ! আর কিছু না। আপনি হয়তো একটা ব্যাপার খেয়াল করে দেখবেন গত ১৫ বছরে শেখ মুজিবের নাম ছাড়া আর অন্য কোন জাতীয় নেতার নাম সরকারী ভাবে উচ্চারিত হয় নি। আওয়ামীলীগ সেটা হতে দেয় নি । এখন তাদের সাথেও সেই একই কাজ হচ্ছে !

এসবে আসলে কিছুই যায় আসে না । শেখ মুজিবের জন্য যাদের মনে শ্রদ্ধা আছে তারা আজীবন শ্রদ্ধা করে যাবে । সরকারী কোন প্রজ্ঞাপন জারি করে তাকে বসানো কিংবা হটানো যাবে না !

৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৫

রূপক বিধৌত সাধু বলেছেন: এ দেশে কোটি কোটি বলদ আছে ইব্রাহিম (আ.)- এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গুলিয়ে ফেলে। পাকিস্তানে মনে হয় না কেউ জিন্নাহকে অস্বীকার করে। বিজেির মতো দল গান্ধী বিরোধী হলেও গান্ধীকে জাতির জনক হিসেবে মান্য করে। আমাদের দেশের বলদগুলোরই সমস্যা।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: অন্য দেশের সাথে আমাদের দেশের তূলনা না দেওয়াই ভাল ! আমরা সব কাজে ইউনিক !!

৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮

ডার্ক ম্যান বলেছেন: নটীর পোলাদের নাকি একাধিক জাতির পিতা বা স্থপতি লাগবে।
হতে পারে বাজার ইস্যু থেকে পাবলিকের নজর ঘোরানো।
১৫ আগস্টের পর খুনী নটির পোলারা যেমন খুশি তেমন করছিলো। কিন্তু ৩ মাসও টিকতে পারে নাই। তাদের বাপেরা তাদের দেশ ছাড়া করছে।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: অনেকেই হয়তো মনে করছে নাহিদ হয়তো বাচ্চা তাই এসব আবোল তাবল বলছে । এতো বড় কথা তার একার পক্ষে কোন চিন্তা ভাবনা ছাড়াই তো আর বলা সম্ভব না ! এটা নিয়ে অবশ্য আওয়ামীলীগ বেশ ব্যস্ত রয়েছে । এটা সরকার জন্য ভাল !

৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৪

রানার ব্লগ বলেছেন: কুত্তা আজম

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: বাহ, দুইজন পাওয়া গেল !

৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬

আমি সাজিদ বলেছেন: ঐতিহাসিক ৭ মার্চ দিবসের মধ্যেও আমি খারাপ কিছু দেখছি না। বরং কারও জন্মদিন বা শিশু দিবস এগুলোর সমালোচনা করা যেতে পারে।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: ঐ যে বললাম, থাকলেই কি আর না থাকলেই কি! এটা এমন আলোচনার কোন বিষয় না। কিছুই যায় আসে না ।

সাতই মার্চের ভাষণের গুরুত্ব সব সময় থাকবে । আলাদা দিবস ছাড়া ৫০ বছর থাকতে পেরেছে, সামনেও পারবে !

৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:০২

ডার্ক ম্যান বলেছেন: দেখেন এরা ডিসেম্বর পার করতে পারে কিনা।

পাবলিকের পেটে দানা না পড়লে এদের খুবলে খাবে। আমার আপনার সামর্থ্য আছে বলে ভালো মন্দ কিনে খেতে পারছি। অনেক মানুষের এখন অবস্থা খারাপ।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন: দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না আনলে পারলে এটা সরকারের জন্য একটা বড় মাথা ব্যাথা হয়ে দাড়াবে । তবে নামানোর মত ঘটনা ঘটবে বলে মনে হয় না, অন্তত যতদিন আর্মি ব্যাকড আছে তত দিন তো নয় ! গত ফকরুদ্দিন সকরারের সাথে মিলিয়ে ফেললে ভুল হবে! যদি আর্মির ভেতরে ক্যু ঘটে তবে অবশ্য আলাদা কথা !

৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১২

শিশির খান ১৪ বলেছেন: ইসলাম ধর্মের অনুসারী হলে তো হজরত ইব্রাহিম ( আ ) জাতির পিতা। সজীব ওয়াজেদ জয়ের নাম লিস্টে ঢুকান নাই কেন ? মহিলা তো এখনো বলে এটা আমার বাপের দেশ। এরা দেশটারে জমিদারি মনে করে আর আমরা সবাই উনাদের প্রজা। সেই জন্য ব্যাংক এ পাবলিকের জমানো টাকা নিজের মনে করে সিঙ্গাপুরে নিয়া গেছে। প্রত্যেক বছর ১৫ ই আগস্ট আসলেই আওয়ামীলীগের চার্লি গুলা বিরিয়ানি পাকানোর খরচের নামে চাঁদা তুলতো । বাপ ওদের টাকা দেওয়া লাগে আমার কি এক যন্ত্রনা ছিল আল্লাহ বাচাইছে।১৫ ই আগস্ট মানে সারা দিন মাইকে উচ্চস্বরে একই ভাষণ বার বার বাজবে কে অসুস্থ কে মারা গেলো সেটা দেখার দরকার নাই।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: জয়ের নাম ঢুকাইলে আবার তারেক জিয়ার নামও ঢুকাইতে হবে । এই কারণে নাম দুইয়া বাদ দিছি তবে অধিক দাবী থাকলে নাম উঠবে নিশ্চিত !!

স্বাধীনতা, বিজয় আর মাতৃভাষা দিবস বাদ অন্য আর কোন জাতীয় দিবস রাখার দরকার নেই, অন্তত যে সব দিবসে জনগনের কাছ থেকে চাঁদা তুলে মাইকিং নুইসেন্স সৃষ্টির সুযোগ থাকে এমন সব দিবস বাদ দেওয়া উচিৎ ।

৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৮

ইলি বলেছেন: শেখ মুজিবের জন্য যাদের মনে শ্রদ্ধা আছে তারা আজীবন শ্রদ্ধা করে যাবে।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: এটাই সব থেকে বড় কথা ।

১০| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩০

সৈয়দ কুতুব বলেছেন: এসব কোটার উপদেষ্টা এবং তাদের সরকার কি বললো তাতে কারো কিছু আসে যায় না। যা চিরন্তন সত্য তা আবার ঘুরে ফিরে আসবে। এই ইন্ট্রাম সরকার কে দলীয় সরকার দের মতো আচরণ করতে দেখা মোটেও ভালো বিষয় নয়। এই সরকার আগের সরকারের দ্বারা সৃষ্ট সমস্যা সমাধান করবে, অর্থনীতি সচল করবে, ন্যায় এর শাসন প্রতিষ্ঠা করবে এই আশা নিয়ে সবাই বসে আছে। কিন্তু ইন্ট্রাম সরকারকে ব্যস্ত দেখা যাচ্ছে অন্য বিষয় নিয়ে।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

অপু তানভীর বলেছেন: অদরকারি কাজের দিকে সরকার যদি বেশি মনযোগ দিচ্ছে । যেখানে দরকার কাজের দিকে মনযোগ দেওয়া দরকার বেশি তাদের । সবার আগে প্রয়োজনীয় সংস্কার করে যথা দ্রুত নির্বাচন দেওয়ার দিকে মনযোগ দেওয়া উচিৎ তাদের

১১| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: জাতির পিতা জে. ওসমানী। কারণ যে যত ঘোষণাই দেক না কেন যুদ্ধ জয় না হলে জাতি জন্ম লাভ করতো না। ভারত ও পাকিস্তান গান্ধি ও জিন্নাহর আন্দোলনের ফসল। সেজন্য তাদের জাতির জনক হওয়া ঠিক আছে। কিন্তু বাংলাদেশ হলো যুদ্ধের ফসল, সে যুদ্ধ সংঘটিত হয়েছে জে. ওসমানীর নেতৃত্বে। সংগত কারণে ওসমানীই জাতির জনক। বেচারা নেহায়েত ভ্রদ্রলোক ছিলেন বলে তাঁকে জাতির জনকের আসন না দিয়ে ঠকানো হয়েছে। আমি এর তীব্র ন্দিা করছি এবং তাঁকে জাতির জনক ঘোষণার জোর দাবী জানাচ্ছি। আর পাঁচই আগষ্ট যদি স্বাধীনতা দিবস হয় এবং এ স্বাধীনতার নেপথ্যে যদি ডা. শফিক থাকেন তবে তো তাঁকে জাতির জনক বলা ন্যায় সঙ্গত। জামায়াত এ কান্ড ঘটিয়েছে রেসটা শেখ হাসিনা বলেছেন, সেটা সোনাগাজী বলেছেন, সেটা এখন জামায়াতও বলছে। সুতরাং ৫ আগষ্ট হিসাবে জাতির জনক ডা. শফিক এবং ১৬ ডিসেম্বর হিসাবে জাতির জনক জে. ওসমানী। এ দু’জনের মধ্যে গণভোটে যিনি জিতবেন তিনিই হবেন আমাদের জাতির জনক।

বঙ্গ বন্ধু ও জিয়ার ঘোষণায় কিছুই হতো না যদি আমরা যুদ্ধটা জয় করতে না পরতাম। এ সরল হিসাব সবাইকে বুঝতে হবে।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

অপু তানভীর বলেছেন: আরে বাহ বাহ, আপনি দেখি অনেকগুলো নাম সাজেস্ট করলেন । আপনার ব্যাপারটা মাথায় নেওয়া হল !

১২| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নতুন স্বাধীনতার পাবার পর তাদের জাতির পিতা হতে পারে - আবু সাইদ আর বড় আব্বা হতে পারেন অধ্যাপক ইউনূস।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

অপু তানভীর বলেছেন: আপনার কাছ থেকে তো সোনামিয়ার নাম আশা করেছিলাম । আপনি এ কোন নামে দিলেন !

১৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৫

কামাল১৮ বলেছেন: জাতির আবার একজন পিতা লাগবে কেনো।রাষ্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শেখ মুজিব।তার সাথে আরো অনেকেই ছিলো যারা দেশের কৃত্তিসন্তান।তাদের সবাইকেই আমরা স্বরণ করবো যার যতটুকু পাওনা।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

অপু তানভীর বলেছেন: হ্যা এটা অবশ্য ঠিক বলেছেন ! শেখ হাসিনার আমলে দেশের অন্য সব কৃতি সন্তানদের একেবারে মুছে ফেলে কেবল শেখ মুজিবের নাম বসানো হয়েছে । এই নিয়মের পরিবর্তন দরকার !

১৪| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ৯:১৩

রাসেল ০০৭ বলেছেন: লিস্টে একটা নাম বাদ পড়সে ।
নতুন জাতির পিতা হিসেবে আমি হযরত সোনাগাজীর নাম প্রস্তাব করছি।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

অপু তানভীর বলেছেন: ভাল করে তাকায়া দেখেন ! ;)

১৫| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০১

জুল ভার্ন বলেছেন: জাতির পিতা খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে ব্লগ থেকেই তাকে বেছে নাও- যিনি নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করেন।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

অপু তানভীর বলেছেন: আরেকটু ভাল করে তাকায়া দেখেন ! ;)

১৬| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৭

হাসান কালবৈশাখী বলেছেন:
ইউনূসের রাজনীতির জন্য ৭ই মার্চ বা মুজিব কোন সমস্যা হওয়ার কথা না।
সমস্যা শিবির জামাতের।
কথিত সংস্কারের নামে ইউনুস সাহেব সর্বত্র জামাতীকরণ করে যাচ্ছেন।
উনুস আমেরিকান নির্দেশে কাজ করছে।
আর জামাত আগেই আমেরিকার কাছে অঙ্গীকার করেছে যে ক্ষমতায় গেলে আজীবন আমেরিকার চাকর হয়ে থাকবে।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

অপু তানভীর বলেছেন: জামাত স্বপ্ন দেখতে থাকুক । এদেশের মানুষ যত পাগলই হোক জামাত কোন দিন ক্ষমতায় আসবে না । এই কথাটা লীগের লোকজনও খুব ভাল করেই জানে । জামাতের এই জুজুর ভয় লীগই ছড়িয়েে রেখেছে।

১৭| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অনেক বড় প্রশ্ন।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

অপু তানভীর বলেছেন: প্রশ্ন থাকলেই উত্তর থাকবে।

১৮| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের পিতা আছেন একজনই তিনি। আমাদের আর পিতা লাগবে না। মাতাও লাগবে না। কাউকে বানাতেও চাই না।
তবে সত্য ন্যয় পরায়ন শাসক চাই শুধু

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

অপু তানভীর বলেছেন: এটা আসলে সবারই চাওয়া । সত্য আর ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করা !

১৯| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪

কিরকুট বলেছেন: গু আজম কে করে দিন। সময় তো এখন এমনি, যা করবেন তাই সহী।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

অপু তানভীর বলেছেন: আরে আপনাকে নিয়ে তিনজন এই দাবী জানাইলো !

২০| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২১

মোহামমদ কামরুজজামান বলেছেন: যেহেতু সামুর ব্লগারদের মত, সেই হিসাবে সামুর চাঁন কিংবা সোনা :(( তথা চাঁদগাজী / সোনাগাজীই হতে পারে এ পদের সবচেয়ে ভাল দাবীদার।

তাকেই ঘোষনা করা হউক ---------------

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৩

অপু তানভীর বলেছেন: ভালা করে তাকায়া দেখেন । ;)

২১| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৫

মামুন ইসলাম বলেছেন: এ বিষয়ে আমার ধারনা নেই। আমাকে ইতিহাস পড়তে হবে।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

অপু তানভীর বলেছেন: কম জানাই ভাল । যত জানবেন তত মাথা খারাপ হবে !!!

২২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সোনাগাজী দেশের জন্য নয় মাস যুদ্ধ করেছেন। তিপ্পান্ন বছর দেশের ভাবনা ভাবতে আকুল হয়েছেন। জাতির পিতা হিসাবে তাঁর নাম প্রস্তাব করা খারাপ না।

১৯ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৫

অপু তানভীর বলেছেন: আপনার মত আমারও একই বক্তব্য ! তবে ভাল করে তাকিয়ে দেখুন লিস্টের দিকে !

২৩| ১৯ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৪১

পুরানমানব বলেছেন: ডার্ক ম্যান বলেছেন: নটীর পোলাদের নাকি একাধিক জাতির পিতা বা স্থপতি লাগবে।
এই বে_শ্যা_র পোলা কি ভাতাপ্রাপ্ত হেলমেট বাহিনীর গুন্ডা ? নাকি কাউয়া কাদেরের জারজ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.