নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-কি হল ? বারবার ফোন দিচ্ছো কেন ?
ও পাশ থেকে কোন আওয়াজ পাওয়া গেল না কিছু সময় । আমি জানতাম নিহিন কথা বলবেও না । আমার গলার আওয়াজ যখন একটু উচু হয় তখনও কখনও কথা বলে না । চুপচাপ শুনে যায় । এটা তো আজকালকার প্রেমিকাদের ভেতরে দেখাই যায় না ।
প্রেমিকা !
শব্দটা শুনে নিজেই খানিকটা হেসে উঠলাম । নিহিন তখনও ফোনের ওপাশেই রয়েছে । আমি বললাম
-কি ব্যাপার কথা বলছো না কেন ?
-না মানে ....
-একবার দেখলে না ফোন কেটে দিলাম । এর অর্থ কি ?
ওপাশ থেকে আবারও কোন কথা নেই । আমি বললাম
-আগে কতবার বলেছি যে যখন ফোন কেটে দিবো তার মানে আমি বিজি বারবার এতো ফোন দেওয়া কিছু নেই ।
-আচ্ছা !
আচ্ছা শব্দটা শুনেই মনে হল নিহিনের চোখে পানি চলে এসেছে । এই মেয়েটাকে আমি মাঝে মাঝে কিছুতেই বুঝতে পারি না । এমন মেয়ে আমি এর আগে দেখিও নি । এমন কেন এই মেয়েটা । একটু খারাপ লাগলো । এটো কঠিন কথা না বললেও হয়তো চলতো । কি্তু কাজের সময় মানুষ জন ফোন দিলে আমার কেন জানি খুব মেজাজ গরম হয়ে ওঠে ! আমি বললাম
-আমি কাজ করছি ।
-আচ্ছা কাজ শেষ করে ফোন দিও ।
-আচ্ছা দিবো । কিন্তু তুমি ঘুমিয়ে পড় । অনেক রাত হবে ।
-আচ্ছা ।
-আচ্ছা না । তুমি জেগে থাকবে না । ঘুমিয়ে পড় ।
-আচ্ছা !
নিহিন যদিও বলল যে আচ্ছা আমি খুব নিশ্চিত জানি যে নিহিন ততক্ষন পর্যন্ত জেগে থাকবে যতক্ষন পর্যন্ত আমি ওকে ফোন না দিবো । এই মেয়েটা এমনই । এমন কাজই করে যাবে । নিজে যা বুঝবে তেমনই করবে । অন্যেরা কি বলছে কেন বলছে সেটার দিকে কোন লক্ষ্য নেই ।
আমার সাথে পরিচয়টাও এমন ভাবেই হয়েছিলো । মোবাইলে কথা হত । আসলে একটা সময়ে আমার এমন কাউকে দরকার ছিল যার সাথে আমি ওকে শেয়ার করতে পারি । ওর সাথে পরিচয়ের পর থেকে ওর সাথে অনেক কথা হত । আস্তে আস্তে ওর সব কিছুই আমি জানতে পারি ঠিক তেমনি ও আমার সব কিছু জানতো । একদিন হঠাৎ করেই ও বলে বসলো যে ও আমাকে পছন্দ করে । খুব করে ধমক দিলাম । এমন না যে আমি কারো সাথে প্রেম-ট্রেম করবো না কিংবা করি নি আসল ব্যাপাটা হচ্ছে মেয়েটা আমার থেকে বেশ ছোট । আমার স্টুডেন্টও ওর থেকে এক বছরের সিনিয়র । বয়সের পার্থক্যটা প্রায় ৮/৯ বছর ।
আমি যতই মানা করতে চাইলাম নিহিন যেন ততই জেদ চেপে ধরে বসে রইলো । একদিন এমন একটা কাজ করে বসলো যে আমি অবাক না হয়ে পারলাম না । আমার কখন কোথায় যাই কি করি সেটা ও জানতো । বিশেষ করে যে সময়টাতে আমি খুব ডিপ্রেস ছিলাম কারো সাথে কথা বলার দরকার ছিল তখন নিহিনের সাথে কথা বলতাম । অনেক কথা বলতাম । এই কথাটা আসলে আমি কোন ভাবেই অস্বীকার করতে পারবো না যে আমার খারাপ সময়ে সে আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে । সেখান থেকেই অনেক কথাই নিহিনের সাথে শেয়ার করা হত ।
একদিন টিউশনী যাচ্ছি । পরিবাগের ওভার ব্রীজের মাঝখানে এসেছি এমন সময়ই কেউ একজন আমার পেছন থেকে আমার নাম ধরে ডাক দিল । তাকিয়েই প্রথমে কাউকে চিনতে পারলাম না কিন্তু একজনকে দেখতে পেলাম । ধবধবে সাদা রংয়ের কামিজ আর সাদা লেগিংস পরা । চুল খোলা । মেয়েটা হাত দিয়ে নিজের চুল গুলো একপাশে সরিয়ে দিতে দিতে আমার দিকে এগিয়ে আসতে লাগলো । মেয়েটার হাতে তাজা মেহেদীর রং দেখতে পেলাম ।
নিহিন !
আমি সত্যি অবাক না হয়ে পারলাম না । এই মেয়েটার সাথে আমার কোন দিন আগে দেখা হয় নি । কেবল ফোনেই কথাই হয়েছে । আর আজকে সরাসরি আমার সামনে ।
আমি কোন কথা না বলে কেবল তাকিয়েই রইলাম মেয়েটার দিকে ।
নিহিন আমার কাছে এসে বলল
-পছন্দ হয়েছে ?
-কি !
-আমাকে ?
-মানে ?
-মানে মনে নেই । তুমি একদিন বলেছিলে মনে নেই, সাদা সেলোয়ার কামিজ পরা হাতে মেহেদি আর চুল খোলা অবস্থায় কোন মেয়ে যডি আমাকে এসে প্রোপোজ করে তাহলে তুমি তার প্রেমে পড়ে যাবে ।
-নিহিন ! তুমি.....।
-পাগল আমি.....
আমি কোন কথা বলতে পারলাম না । মেয়েটা আসলেই পাগল হয়ে গেছে ।
নিহিন বলল
-তোমার সাথে মিন্টু রোডে হাটবো একটু ! হাটবে ?
নিহিনের দিকে তাকিয়ে আমি মানা করতে পারলাম না । কোন ভাবেই এমন আহবান মানা করার উপায় নেই । সেদিন থেকেই শুরু । মেয়েটা আমার সাথে প্রায় প্রতিদিনই দেখা করতে আসতো । আমার ভেতরে সে কি দেখেছিলো আমার জানা নেই । আমাকে ছাড়া যেন তার চলবেই না এমন একটা ভাব । আমার দিকে তাকিয়ে এমন ভাবে সে কথা বলতো যেন আমি ছাড়া আসে পাশে আর কেউ নেই ! আমি এই ব্যাপারটা কিছুতেই মন থেকে সরাতে পারতাম না ।
তবে আমি কেন জানি ভয় পেতাম । আমি ভয় পেতাম নতুন কোন সম্পর্কে জড়াতে । কিন্তু নিহিনকে ইগনোর করতে পারতাম না । কোন ভাবেই । খাতের কাজটা শেষ করতে প্রায় রাত দুইটা বেজে গেল । আমি নিশ্চিত জানি এখনও নিহিন জেগেই আছে । ওকে ফোন করতে গিয়েও কেন জানি করলাম না । হঠাৎই একটা কথা মনে হল । কাজটা যদিও খানিকটা পাগলামো হয়ে যাবে তবুও কেন জানি করতে ইচ্ছা হল কাজটা !
-হ্যালো !
নিহিনও হ্যালো বলে কিছুটা সময় চুপ করে রইলো । আমি বললাম
-আছো ?
-হুম ! কাজ শেষ ?
-হু । তুমি এখনও জেগে আছো ?
-হুম । তোমার সাথে কথা না বললে ঘুম আসতো না ।
-কেন আসতো না ? আমি কি ঘুমের ঔষধ ?
নিহিন হেসে উঠলো । তারপর বলল
-আমার জন্য তুমি যে কি সেটা যদি তুমি বুঝতে ।
-এখন ঘুম আসবে ?
-আসবে !
-আচ্ছা এখনও তোমার ঘরের লাইট জ্বলছে । ওটা অফ করে দাও ।
কিছু সময় কোন কথা হল না । তারপরই হঠাৎই নিহিন বলল
-তুমি কোথায় ? আমার হোস্টেলর সামনে ?
ওর গলাতে আশ্চার্য একটা উত্তেজনা শুনতে পেলাম ।
-তুমি সত্যিই আমার হোস্টেলর সামনে ?
-হ্যা ।
-আমি আসছি ।
-খবরদার না । এতো রাতে হোস্টেলের বাইরে বের হলে তোমাকে রাস্টিকেট করে দিবে । তুমি কেবল জানলার সামনে এসো, তাহলেই আমাকে দেখতে পাবে ।
-দিক । জাহান্নামে যাক সব কিছু !
ঠিক মিনিট তিনেকের মাথায় আমি ওদের হোস্টেলর হেট খোলার আওয়াজ শুনতে পেলাম । তাকিয়ে দেখি নিহিন দরজা খুলে বের হয়ে আসছে । ঠিক বের হয়ে না, ও দৌড়ে আসছে । আমি জানি, ও আমাকে ঠিক ঠিক এসে জড়িয়ে ধরবে । মাঝ রাতের বেলা, নির্জন রাস্তাতে একটা মেয়ে দৌড়ে রাস্তা পার হয়ে এগিয়ে যাচ্ছে দাড়িয়ে থাকা একটা ছেলে দিকে । অদ্ভুদ একটা দৃশ্য ।
কেন জানি আমার আবারও ভয় করতে লাগলো ।
কারো সাথে জড়িয়ে যাওয়ার ভয় !
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন:
২| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬
আরণ্যক রাখাল বলেছেন: ্যা ফয়েজ ভাই বলেছেন: ভুতের মুখে রাম রাম।
লুল পাবলিকেরা সম্পর্কে জড়াতে চায় না!!!
০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন:
৩| ১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই রসময়
গুপ্ত নয় কিন্তু
++++++
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪
অপু তানভীর বলেছেন:
৪| ১৫ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আজ পরলাম । ভাল লাগল ।
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভুতের মুখে রাম রাম।
লুল পাবলিকেরা সম্পর্কে জড়াতে চায় না।
আপনি বেসম্ভব ভালা পুলা এই কথা বলে লাভ নাই।কারণ আমি আপনার সব পোষ্ট পড়ছি।