নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ আজ বৃষ্টির মন খারাপ

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৫



বৃষ্টি আমার কোনদিনই ভাল লাগে না । বিশেষ করে বর্ষাকালের প্যাঁনপ্যানে বৃষ্টিতে বিরক্ত ধরে যায় । আর বৃষ্টির সাথে আমার অঘোষিত একটা শত্রুতা ছিল সব সময় । আমার যখন আমার বাইরে যাওয়ার প্রয়োজন পড়তো কোন কাজে তখনই এই বদ বৃষ্টি এসে হাজির । আর একবার শুরু হলে আর শেষ হওয়ার নাম নেই ।
আজকেও টিউশনী থেকে বাসায় ফেরৎ যাওয়ার সময় সেই বৃষ্টি শুরু হয়ে গেল । বিকেল বেলা আকাশটা ছিল একদম পরিষ্কার । আকাশে একটু মেঘ দেখলেই আমি ছাতা নিয়ে বের হই । তখন অবশ্য বৃষ্টি হয় না । কিন্তু যেদিন আমি ছাতা ছাড়া বের হব ঠিক সেদিনই বৃষ্টি নামবে এবং আমাকে ভিজতে হবে ।

ঢাকার বাস গুলোতে বৃষ্টি হলেই ভীড় বেড়ে যায় । কোথায় বৃষ্টির দিকে সবাই বাসায় বসে থাকবে, তা না, বৃষ্টির দিনেই যেন সবাই আরও বেশি বেশি করে বাইরে বের হয় । আমার বিরক্তি আরও বাড়তে থাকে । আমি বিরক্তি নিয়ে বাসের ভীড়ের মধ্যে দাড়িয়ে আছি । মাঝে মাঝে বাস চলছে আবার থামছে । আমার বিরক্তি বাড়েই চলেছে ।

ঠিক সেই সময়েই আমার বিরক্তিটাকে আরও একটু বাড়িয়ে দিতে ফোনটা বেজে উঠলো । একবার মনে হল ফোনটা ধরবো না কিন্তু এই সময়ে বাসা থেকে ফোন আসে । না ধরলে মা হয়তো চিন্তা করবে । আমি ফোনটা বের করে দেখলাম ফোন মা করে নি । বৃষ্টি করেছে ।

আমি এই বর্ষার বৃষ্টিকে এতো অপছন্দ করি আর আমার জীবনে বৃষ্টির অভাব নেই । আমার ছাত্রীর নাম বৃষ্টি । দুজন ক্লাসমেটের নামও বৃষ্টি । ফেসবুক ফ্রেন্ড লিস্টে কতজন বৃষ্টি নামে আছে, হিসাব নেই । তার উপর এই এখন যে মেয়েটা ফোন দিয়েছে তার নামও বৃষ্টি । এই এতো বৃষ্টি নিয়ে আমি কোথায় যাবো !!

অন্য কারো ফোন হলে কেটে দিতাম হয়তো কিন্তু বৃষ্টি বলেই হয়তো দিলাম না ।

-কোথায় তুমি ?
-বাসের ভেতরে !
-বাসায় আসো !
-এখন ?
-হুম ! এখন !
-কিন্তু এখন ......
-কোন কিন্তু ফিন্তু না এখনই আসো !

আমাকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে বৃষ্টি ফোন রেখে দিল । মেয়েটা সব সময় এরকমই আচরন করে । কদিন হল মেয়েটাকে চিনি কিন্তু আচরনে মনে হয় কতদিনেরই না চেনা সে আমার । আমাদের এমন কোন সম্পর্কও তৈরি হয় নি । কথা হয়, মাঝে মাঝে দেখা হয় ব্যাস এই টুকুই ।
তারপর নিজের কাছে প্রশ্ন করলাম আসলেই কি এই টুকু ?
জানি না ! আসলে বৃষ্টির সাথে পরিচয় থেকে শুরু করে কোন কিছুই নিয়ম মাফিক হয় নি । মেয়েটার আচরন আমার কাছে সব সময় গোলমেলে লাগে । আমি মেয়েটাকে ঠিক মত আজও বুঝতে পারি নি । অবশ্য বুঝার খুব একটা চেষ্টাও করি নি ।

বৃষ্টি সাথে আমার পরিচয়ও এই বৃষ্টির ভেতরেই । তাও আবার খুব বেশিদিন আগেও না । সবে মাত্র বসন্ত কালটা পড়েছে । আকাশে টুকটাক মেঘ জমলেও বৃষ্টি হয় না । কেবল ভয় দেখিয়েই চলে যায় । সেদিনের কথা ভিন্ন । টিউশনে যাবো বলে বাইরে বের হয়েছি । তার আগে আট নাম্বারে একটা কাজ ছিল । কাজ শেষ করে বাসে উঠতে হবে । সে জন্য রাস্তার ওপাশে যাওয়া লাগবে ।
আকাশে তখন মেঘ জমে একাকার হয়ে গেছে । একবার মনেহল বাসায় গিয়ে ছাতাটা নিয়ে আসি । খুব বেশি দুরে না বাসাটা । কিন্তু পরে আবার মনে হল একবার বাসে উঠতে পারলে আর সমস্যা নেই । আর এখন বৃষ্টি শুরু হয় নি, নাও হতে পারে । আমি এক রাস্তা পার হয়ে মাঝের আইল্যান্ডের উপরে এসে দাড়ালাম । ঠিক তখনই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল । আর আমার এমনই কপাল যে ঠিক তখনই দুধারে গাড়ি গুলোও তীব্র গতিতে চলা শুরু করলো । আমি রাস্তায় নামতেও পারছি না গাড়ির জন্য । বাধ্য হয়ে ভিজতে শুরু করলাম । আইল্যান্ডের উপর লাগানো গাছের ছায়ায় নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়লাম । বিরক্তিতে মন ভরে গেল ।

আমি যখন নিজেকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে ব্যস্ত তখন পাশে তাকিয়ে দেখি কালো রংয়ের সেলোয়ার কামিজ পরে একটা মেয়ে আমার পাশে দাড়িয়ে বৃষ্টিতে ভিজছে । হাত দুটো আকাশের দিকে বাড়িয়ে দেওয়া । মনে হল সে বৃষ্টিটাকে খুব ভাল ভাবেই উপভোগ করছে । আমার কি মনে হল বললাম
-খুব মজা লাগছে ?
মেয়েটি আমার কথা শুনে চোখে মেলে তাকালো । তারপর বলল
-কেন ? আপনার লাগছে না ?
-বিরক্ত লাগছে !
-আহ ! বৃষ্টিটাকে উপভোগ করতে শিখুন জনাব । দেখবেন কত চমৎকার একটা জিনিস !
-কোন দরকার নেই । ধন্যবাদ !

আমি তখনও সামনে তাকিয়ে আছি কখন গাড়ির চাপ একটু কমবে আর আমি রাস্তা পার হব । টিশনীতে যাওয়া লাগবে । একবার মনে হল আজকে টিউশনীতে না যাই, তারপর মনে হল নাহ, যেতে হবে । কামাই দেওয়া যাবে না । কালকে এমনিতেই যাই নি ।

মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল
-আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি কোথায় যেতে চাচ্ছেন ? কোথায় ?
-টিউশনীতে যাবো । কিন্তু দেখেন কি অবস্থা ! আজকে না গেলে আমার খবরই আছে ।
-কখন যেতে হবে ?
-এই তো ৫টার দিকে । মগবাজার !

মেয়েটা কি মনে করে আমার দিকে তাকিয়ে রইলো কিছুটা সময় । তারপর হাত ইশারা করে কাকে যেন ডাকলো । আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে একটা কালো ফ্যারারী এসে থামলো আইল্যান্ডের পাশে । আমার দিকে তাকিয়ে বলল
-আপনি গাড়িতে উঠুন । চলুন আপনাকে মগবাজার পৌছে দিয়ে আসি !

আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না । এই মেয়ে আমাকে মগবাজার পৌছে দিতে চাচ্ছে কেন হঠাৎ ! এই মেয়ের সমস্যা কি !
মেয়েটি মনে হচ্ছে আমার মনের কথা বুঝতে পারলো আমার দিকে তাকিয়েই । তারপর বলল
-আসলে বৃষ্টি আমার খুব বেশি পছন্দ । আমার মায়েরও খুব পছন্দ ছিল । তাই তো আমার নাম বৃষ্টি রেখেছে । যখন দেখি এই কেউ এই চমৎকার বৃষ্টির উপর বিরক্ত হয়ে আছে মনে হয় যেন আমার উপরেই সে বিরক্ত হয়ে আছে । আমি সারাটা সময় প্রার্থনা করি যেন বৃষ্টি হয়।
আমি কি বলবো ঠিক বুঝলাম না । বৃষ্টি বলল
-কই আসুন ! ভয় নেই । আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাবো না !

এই বলেই মেয়েটা হাসলো । বৃষ্টির পানি মেয়েটার চুল গড়িয়ে গড়িয়ে পড়ছে । আমি কেবল অবাক হয়ে কিছু সময় তাকিয়ে রইলাম বৃষ্টির দিকে । মনে হল এই মেয়ে যদি হয় কিডন্যাপার তাহলে আমি স্বানন্দে কিডন্যাপ হতে রাজি আছি ! আমি আর কিছু না ভেবে গাড়িতে উঠে পড়লাম । বৃষ্টিও ভেজা কাপড় নিয়ে আমার পাশেই উঠে পড়লো ।

মগবাজার নামিয়ে দিয়ে বৃষ্টি আমার দিকে তাকিয়ে বলল
-বৃষ্টি ব্যাপারটা কিন্তু খারাপ না । একবার একটু মন দিয়ে দেখলেই হল । বৃষ্টিকে আর ঘৃণা করবেন না কেমন !
আমি কেবল একটু হাসার চেষ্টা করলাম । বৃষ্টিও প্রতি উত্তরে একটু হেসে গাড়ি নিয়ে চলে গেল । আমি দাড়িয়েই রইলাম আরও কিছুটা সময় ।


বৃষ্টিদের বাসার সামনে দাড়িয়ে আছি । বলতে গেলে পুরোপরি ভিজে গেছি । বৃষ্টির বেগ যেন আরও বেশি বেড়েছে । অবশ্য একটু আগে যে পরিমান বিরক্ত লাগছিলো এখন অবশ্য তেমন লাগছে না । একটু ঠান্ডা ঠান্ডা লাগছে অবশ্য ।

বৃষ্টিদের বাসাটা ধানমন্ডির সব থেকে অভিজাত এলাকাতে । এখানে উচু উচু বিল্ডিংয়ের মাঝে বেশ কয়েকটা দুতলা আর তিন তলা বাসা আছে । বৃষ্টিদের বাসাটাও ঠিক তেমন একটা ।
আমি এর আগেও কয়েকবার এই বাসায় এসেছি । বাড়ির দাড়োয়ান আমাকে ভাল করেই চেনে । তবুও আমি গেটের সামনেই দাড়িয়ে রইলাম কিছুটা সময় । আজকে কেন জানি হঠাৎ করেই বৃষ্টিতে ভিজতে খারাপ লাগছে না । বিরক্তও লাগছে না ।
গেট খুলে গেল । ছাতা হাতে দাড়োয়ানকে দেখতে পেলাম
-আফা মনি আপানরে ভেতরে যাইতে কইছে !
-ভিজে গেছি তো !
-অসুবিধা নাই । আসেন !

ঐদিনের ঘটনার পরে আমি ভেবেছিলাম বৃষ্টির সাথে মনে হয় আর কোন দেখা হবে না । তবে এটা নিশ্চিৎ ছিলাম যে মেয়েটাকে আমার মনে থাকবে । মেয়েটারও হয়তো আমার কথা মনে থাকবে ।
ঠিক এক সপ্তাহ পরে আবারও বৃষ্টির সাথে দেখা হয়ে গেল । এবং ওদের বাসার সামনেই । ক্যাম্পাস থেকে একটা সার্ভের কাজ করছিলাম । আমার বাসা যেহেতু এদিকে আমার দায়িত্ব পড়ে ছিলো এই এলাকায় খোজ নেও । সেই কাজই করছিলাম তখনই বৃষ্টি আমার পেছনে এসে দাড়িয়ে পড়লো ।
-আরে আপনার নামই তো ঐদিন জানতে চাই নি !
আমি ঘুরে তাকিয়ে দেখি বৃষ্টি !
আমি একটু হাসার চেষ্টা করলাম । বললাম
-বলা হয় নি আর কি !
তারপরই টুকটাক কথা শুরু । বললাম কেন এখানে এসেছি । আমি ঐ এলাকাতে উদ্বাস্তু মানুষ গুলোর ব্যাপারে তথ্য নিচ্ছিলাম । ঐদিন বৃষ্টি পুরোটা সময় আমার সাথেই ছিল । ওর নাকি মজাই লাগছিলো । তারপর থেকেই আমার যোগাযোগ শুরু । কথা বার্তা শুরু .. আপনি থেকে তুমিতে আসা ।


বৃষ্টির আজকে মন খারাপ । এই জন্যই ও আমাকে এখানে ডেকে নিয়ে এসেছে । মেয়েটার দিকেই তাকিয়ে বুঝতে পারলাম । এর আগেও এমনটা হয়েছে । বৃষ্টি মন খারাপ কিংবা ভাল থাকলেও ও আমাকে ডেকে নিয়ে আসে । আমার সাথে কথা বলে আড্ডা মারে ।

আমি ওদের বাসার ছাদের দাড়িয়ে আছে । তখনও তুমুল বৃষ্টি হচ্ছে । বৃষ্টি দাড়িয়ে আছে ছাদের মাঝেই । মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সেখানে বৃষ্টির চেহারাটা আরো ভাল করে ফুটে উঠছে । আমি দাড়িয়ে রইলাম দুজনেই বৃষ্টিতে ভিজতেছি । কারো মুখে কোন কথা নেই । আমি আগ বাড়িয়ে কোন কথা জানতে চাইলাম না । কেন জানি মনে হল মেয়েটা নিজ থেকেই বলবে !

বৃষ্টি হঠাৎ বলল
-আজকে আমার জন্মদিন !
-আরে তাই নাকি ? আগে বল নাই তো !

আমি বৃষ্টির আরও কাছে এগিয়ে এলাম । মেয়েটার মুখটা আসলেই বিসন্ন মনে হচ্ছে । নিজের জন্মদিনের দিন কোন মেয়ের মন খারাপ থাকতে পারে আমার জানা ছিল না । বৃষ্টি এমনিতেও চুমচাপ স্বভাবের মেয়ে হলেও মুখটা সব সময় হাসি হাসি থাকে । সুখী সুখী একটা চেহারা লাগে । আজকে এমন মন খারাপের চেহারা কেন ?

-আজকে আমার মায়ের মৃত্যুদিনও ! প্রতি বছর এই দিনে তুমুল বৃষ্টি হয় । শুনেছি আমি যেদিন সেদিনও নাকি তুমুল বৃষ্টি হচ্ছিলো । আম্মুর পছন্দের বৃষ্টির দিনে তার মেয়ের জন্য । আম্মুর কিছুক্ষনের জন্য জ্ঞান এসেছিলো । সেই সময়ে বাবাকে বলেছিলো যে তার মেয়ের নাম যেন বৃষ্টি রাখা হয় !

বৃষ্টির কথা বলতে খানিকটা কষ্ট হচ্ছিলো । কান্না আটকানোর চেষ্টা করলো । আমার তখনই মনে হল মেয়েটা আসলে কতটা দুঃখী । এতো দিন আমি মেয়েটা একটা সুখী মেয়েই মনে করতাম । বড় লোকদের আবার দুঃখ থাকে নাকি । আমি আরেকটু কাছে গিয়ে বৃষ্টিকে আলতো করে জড়িয়ে ধরলাম । কেবল মনে হল মেয়েটার কেবল এখন কাছে থাকা দরকার ।

একটু যে ভয় ছিল না তা কিন্তু না ! কিন্তু মেয়েটা অন্য কোন প্রতিক্রিয়া করলো না বরং আমার মনে হল মাথার রাখার জন্য মেয়েটা এমন কাউকে খুজছিলো । বুকের ভেতরেই মুখ গুজে বৃষ্টি বলল
-এই দিনে বাবা দরজা বন্ধ করে থাকেন সারাটা সময় । রাত ভর ডিংঙ্কস করে । আমার বড় একা একা লাগে । নিজেকে বড় বেশি অপরাধী মনে হয় । মনে হয় আমি জানি না আসতাম পৃথিবীতে তাহলে হয়তো আম্মা আজকে বেঁচে থাকতো !

অনুভব করলো বৃষ্টির কান্নার বেগ প্রাকৃতিক বৃষ্টির বেগের মতই বৃদ্ধি পেয়েছে । আমাকে যেন আরও একটু জোরেই জড়িয়ে ধরেছে । আমি কিছু বললাম না । বৃষ্টিকে জড়িয়ে ধরেই দাড়িয়ে রইলাম । মেয়েটা একটু কাঁদুর । আকাশ যেন বৃষ্টি দিয়ে তার বুক হালকা করে নিচের এই বৃষ্টিও একটুকান্না করুক ।
আজকে দুই বৃষ্টির জল মিলে মিশে একাকার হোক !

মন্তব্য ৫৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সুন্দর গল্প।

বৃষ্টিও আমারও প্রিয়।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

অপু তানভীর বলেছেন: বৃষ্টিতে আমার চরম বিরক্তি :D

২| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: আহালে দুঃখী মেয়েটার দুঃখ হলেও গল্পটা তো একদম সুখী সুখী হয়েছে ভাইয়া।:)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

অপু তানভীর বলেছেন: আমি সব সময় সুখের গল্প লিখি তুমি জানো না ??

:):)

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

ভবোঘুরে বাউল বলেছেন: গল্প ভালো হয়েছে তবে বানানের দিকে আরেকটু নজর রাখলে পারতেন। :) শুভকামনা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: আমার গল্পে বানান ভুল থাকবেই । যদি কোন দিন দেখেন আমার গল্পে কোন বানান ভুল নেই তাহলে ধরে নেবেন সেটা আমি লিখি নি !

এখন ঠিক করেছি সব । কে জানে আরো আছে নাকি !!
ধন্যবাদ :)

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

একজন বুদ্ধিমান পাগল বলেছেন: বৃষ্টিতে আমারও চরম বিরক্তি!
গল্প অতি সুন্দর হয়েছে!
এক মুঠো ভাল লাগা............

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):)

৫| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

তাসলিমা আক্তার বলেছেন: শুরুটা হয়েছিল আনন্দ দিয়ে আর শেষ হলো কষ্ট দিয়ে। ঠিক কষ্টও বলা যাবেনা। কষ্টময় সুখ। বৃস্টি যখন বৃস্টিতে ভিজছিল সেই দৃশ্যটা এবং শেষের দৃশ্যটা মন ছুঁয়ে গেলো।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

৬| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাদ পড়া শব্দগুলো মনে মনে পড়ে নিলেও পাঠে খটকা লাগায়... দৌড়ের উপ্রে লিখছেন মনে হইতেছে ;)

আহা বৃষ্টি!!!
আরে নাহ আপনের নায়িকা না.. ঐ আসল বৃষ্টি.. কদ কদ কদ দিন যে ইচ।ে করে ভিজেছি.. খুবই চার্মিং.. আর খেয়াল করলে দেখবেন বৃষ্টির পর চুলগুলো দারুন সিল্কি হয়...:)


++++++++++++++++++

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৮

অপু তানভীর বলেছেন: গল্প পোস্ট করার আগে দুবার রিভিউ দিলাম তবুও কত কিছু বাদ চলে গেল । আবার ঠিক করেছি । এবার মনে হয় আর ভুল নাই তবুও কওয়া যায় না ! :D

৭| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৮

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দরী মেয়ের কাহিনী! পড়তে খারাপ লাগবে ক্যান!

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: তা আবার কইতে :D

৮| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: বৃষ্টির সাথে আপনি সর্বদাই থাকুন।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৯| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩

জেন রসি বলেছেন: বৃষ্টিতে একা ভেজার মজা আছে! কিন্তু এমন ভাবে তেমন কারো সাথে ভেজা হয়নাই! ;)

আছেন কেমন?

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০০

অপু তানভীর বলেছেন: আমারও এমন অভিজ্ঞতা এখনও হয় নাই । কবে হইবে কেডায় জানে !!
আছি জীবিত । আপনার খবর কিতা ?

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০১

শায়মা বলেছেন: দানি দানি ভাইয়ু!!!!!!

ইউ আর সুখী মানুষ তাই সুখী সুখী গল্প!:)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০২

অপু তানভীর বলেছেন: এইটা তো সবাই জানে !

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০২

শায়মা বলেছেন:

৯. ৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩

জেন রসি বলেছেন: বৃষ্টিতে একা ভেজার মজা আছে! কিন্তু এমন ভাবে তেমন কারো সাথে ভেজা হয়নাই! ;)

আছেন কেমন?

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:০০

লেখক বলেছেন: আমারও এমন অভিজ্ঞতা এখনও হয় নাই । কবে হইবে কেডায় জানে !!
আছি জীবিত । আপনার খবর কিতা ?



আহালে জিনিভাইয়ু আর অপু ভাইয়ু!!!!!!!!!!!

তোমাদের দুস্কে আমার কলিজা ফেটে যাচ্ছে!!!!!!!!!!!!

বৃষ্টিতে ভেজা ভালো না!!!!!! অসুখ হয়!!!!!!!! গলা বসে যায়, জ্বর হয়, কাশী, সর্দি ইয়াক থু থু থু..... :-P

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:১১

অপু তানভীর বলেছেন: এই জন্যই আমার বৃষ্টি ভালু লাগে না ! :D

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১:২৩

শায়মা বলেছেন: হা হা তাইলে দুস্ক করলা কেনো????????

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

অপু তানভীর বলেছেন: না না না তো :D

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

নাজমুস সাকিব রহমান বলেছেন: সুন্দর গল্প। সরল লেখনী।
ব্যক্তিগতভাবে বৃষ্টি আমারও বিরক্ত লাগে; কিন্তু কিছু করার নেই।
শুভেচ্ছা নেবেন।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৪| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ২:৪১

সচেতনহ্যাপী বলেছেন: ফেরারী গাড়ি!! বৃষ্টি না রোদ কিছুই আসে-যায় না।। তবে বৃষ্টিতে নির্জন পথে একা হাটা একসময় নেশার মতই ছিলো।।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: আমার অবশ্য আগে বৃষ্টিতে বেজার একটা ঝোক ছিল তবে এখন আর সেটা নেই :)

১৫| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
বৃষ্টি ভালো।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: বৃষ্টি নামের মেয়েটি অবশ্যই ভালু :D

১৬| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লাগল ,ধন্যবাদ লেখককে

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

১৭| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫

অলোক সাহা বলেছেন: বড়ই সুন্দর গল্প ভাই

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৪

হন্টক হিমু বলেছেন: বানান গুলোর দিকে খেয়াল করবেন।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: বানান কি এখনও ভুল আছে ?

তাইলে ঐ গুলা আর ঠিক হইবে না :D

১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর গল্প। বৃষ্টির দুঃখ ও মনে হয় কমে গেছে কিছু আপনার কাছে বলতে পেরে ;)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :)

২০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

মায়াবী রূপকথা বলেছেন: বেশ মিষ্টি গল্প! ভাল লেগেছে ভাইয়া :)

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২১| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৮

রিপি বলেছেন:
যথারীতি চমৎকার। ভালো লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২২| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৩:৩০

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার গল্প।

০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

২৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪০

ফয়সাল রকি বলেছেন: চমৎকার লাগলো।
তবে, চরিত্রটা আরেকটু হলেই হিমু হয়ে যেত। তবে হিমুর সাইড নায়িকাদের সাথে দেখা হয় কটকটা রোদের মধ্যে আর এখানে উল্টা.... শেষটাতে অবশ্যই হিমু নায়িকাকে একা ফেলে চলে আসতো কিংবা পলাতক হয়ে যেতো!!! আর গাড়িটাও পাজেরো হতে পারতো!... B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

অপু তানভীর বলেছেন: গাড়ি হিসেবে আমার ফারারীই সব সময় পছন্দ !

২৪| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:১৫

সিলা বলেছেন: আমারো আকাসের এই প্যানপ্যান একদম ভালোলাগে না!
তবে গল্প ভালো হইছে।
ভাইয়া আমার প্রোপিকে আমি কিছু দিতে পারছিনা :(
একটু কস্ট করে জদি সাহাজ্য করতেন......
একটু কি বলেদিবেন প্লিজ।

২৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৭

অপু তানভীর বলেছেন: এই বিষয়ে আপনি মডু সাহেবের সাথে যোগাযোগ করুন । আমি কম জানি আর কি !

২৫| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৫:২৮

সিলা বলেছেন: ???

২৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৮

অপু তানভীর বলেছেন: !!

২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১

চৌধুরী মাহবুব বলেছেন: বৃষ্টি যখন সবুজ ঘাসের চাদেরর উপর কিংবা দীঘির জলে অল্পনা অাকে কিংবা সবুজ পাতার অবয়ব ছুয়ে ঝরে পড়া জল সিগ্ধতা মনের ক্যাম্পাসে একে দেয় এক অজানা সুখের প্লাবন । বৃষ্টি অাসুক বার বার তুমুল গতিতে । ধুয়ে যাক সব কষ্ট, যন্ত্রনা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

অপু তানভীর বলেছেন: বৃষ্টি অাসুক বার বার তুমুল গতিতে । ধুয়ে যাক সব কষ্ট, যন্ত্রনা।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৬

খাঁজা বাবা বলেছেন: বৃষ্টি ঝরে যাক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.