নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-এতো রাইতে এই খানে কি করেন ?
আমি এক মনেই একটা দিকে তাকিয়ে ছিলাম । ঘড়িতে রাত একটার কিছু বেশি বাজবে হয়তো । পকেটে মোবাইল রয়েছে, বের করতে ইচ্ছে করছে না । প্রশ্ন কর্তার দিকে ফিরে চাইলাম । ফিরে তাকিয়ে দেখি প্রশ্ন কর্তা একা নন । তার সাথে আরও একজন আছে । পরনে খাকি পোষাক তবে পুলিশের না, নাইট গার্ডের । সাথের জনের এক হাতে বড় একটা চায়ের ফ্লাক্স অন্য হাতে একটা বালতি ! যে হাতে ফ্লাক্স ধরা সেই হাতেই একটা পলিথিনের প্যাকেকে সিগারেটের অনেক গুলো প্যাকেট !
আমার পরনে অনামিকার দেওয়া কালো রংয়ের একটা পাঞ্জাবী ! মোটামুটি বেশ ভাল দামী ! এই পোশাকে আমাকে মোটামুটি নিরীহ আর ভদ্র মনে হয় ! আমি মোটামুটি মুখটা নীরিহ করে বললাম
-কিছু না বসে আছি !
-এইখানে কি !
-দেখছেন না বসে আছি ! হাটছিলাম । হাটতে হাটতে ক্লান্ত হয়ে গেছি তাই বসে জিরিয়ে নিচ্ছি !
আমার কথা শুনে মনে হল না নাইটগার্ড সাহেব খুব একটা বিশ্বাস করলেন ! আমার দিকে সন্দেহের দিকে তাকাতে লাগলেন । নিশ্চয়ই আমাকে নেশা খোর মনে করছে । যদিও তা মনে করার কথা না !
-কতক্ষন বইবেন !
-সেই তো বলা মুশকিল ! যতক্ষন ভাল লাগে !
ভ্রাম্যমান চাওয়ালার সাথে কি যেন আলোচনা করে নিল সে । মনে হয় আমার দিকে তাকিয়ে একটু দ্বিধায় পরে গেছে । তারপর আমার দিকে তাকিয়ে বলল
-এইটা ভদ্দোর লোকের এলাকা !
-আপনার কি মনে হয় ? আমি কি অভদ্রলোক ?
-ভদ্দোর লোকেরা এতো রাতে বাইরে থাকে না ! যান যান !
এইকথা বলেই নাইট গার্ড হাটা দিতে উদ্ধত হলেই আমি বললাম
-আচ্ছা ! যাচ্ছি ! আগে এক কাপ চা খেয়ে নেই তারপর যাই ! !
তারপর চাও্য়ালার দিকে তাকিয়ে বললাম
-চা সাহেব, তিন কাপ চা বানান ! ভাল করে !
তিন কাপ শুনে দুজনেই আবারও আমার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে ! সোডিয়াম লাইটে আমি সেই চেহারা দেখতে পাচ্ছি স্পষ্ট ! চা ওয়ালার মনে স্পষ্ট দ্বিধা ! আমি মানুষ একজন চা বানাতে বললাম তিন কাপ ! ঘটনা কি !
আমি বললাম
-আরে আমি এক কাপই খাবো !
-তাহলে বাকি দুইকাপ ?
চাওয়ালার প্রশ্ন !
-একটা এই গার্ড সাহেবের জন্য ! সারা রাত এতো কষ্ট করে মানুষ কে পাহারা দেয় ! আমি কি তাকে এক কাপ চা খাওয়া তে পারি না ! আর অন্য কাপ আপনার জন্য চা সাহেব !
চা চলে এল আধা মিনিটের ভেতরেই ! দেখলাম দুজনেই এক সাথে বসে চা খেতে শুরু করেছে । বসেছে আমার থেকে একটু দুরে ! আসলে অনেকের সাথেই নাইট গার্ডের নিশ্চই দেখা হয় ! কেউ মনে হয় এতো রাতে এদের কে এমন ভাবে চা খাওয়াই নাই !
আমি নাইট গার্ডের দিকে তাকিয়ে বললাম
-দেশ কোথায় গার্ড সাহেব ?
-বিক্রমপুর !
-আরে সর্বনাশ ! তাই নাকি ! আপনি দেখি দেশি লোক ! আসেন পাশে এসে বসে ! নাম কি আপনের ?
-সোলাইমান ইসলাম !
-আরে সোলাইমান ভাই ! এই ইট কাঠের শহরে বিশেষ করে এই রাতের বেলা নিজ লোক পাওয়া তো ভাগ্যের ব্যাপার ! আসেন আসেন !
আমার দেশ বিক্রমপুর, এই জন্যই মনে হয় গার্ড সাহেব আমার পাশে এসে বসল ! আমি বললাম
-আপনে দেশী লোক তাই আপনেরে বলি কথাটা ! মনটা বিশেষ খারাপ !
-ক্যান ?
-আজকে আমার বিয়ে ছিল !
-বিয়া !
-হুম! বিয়ে ! একটা মেয়ে কে বিয়ে করার কথা ছিল !
-হয় নাই ?
-নাহ !
-বাইচ্চা গেছেন ! বিয়া বড় ঝামেলার কাজ ! যারা করছে তারা বড়ই ঝামেলায় আছে !
বোঝা গেল গার্ড সাহেবের বিয়ে বিষয়ক খুব ভাল অভিজ্ঞতা নেই । আমি চাওয়ালার দিকে তাকিয়ে বলল
-আপনারও কি তাই মনে হয় চা সাহেব ?
চাওয়ালা কিছু বলল না ! তবে কেমন মিষ্টি করে হেসে দিল ! যেন জবাব দিতে লজ্জা পাচ্ছে !
গার্ড সোলাইমান বলল
-ওর কথা কইয়েন না ! আস্তা বউ পাগলা ! বউ যা কয় তাই শুনে ! বউয়ের কথায় নাচে ! নতুন বিয়া করছে না এইজন্য এতো মজে আছে । কদিন কাজ না, তারপর টের পাইবো !
চাওয়ালা প্রতিবাদ করে বলল
-মোটেই টা না ! আমি মেলা দিন বিয়া করছি । ভাইজান কন আমার বিয়ে হইছে সেই ভাদ্র মাসে ! আরেক ভাদ্রমাস আইলো বইলা ! এইডা কি নতুন হইলো কন !
--না মোটেই না !
-তাইলে !!
গার্ড সাহেব কিছু না বলে চায়ে চুমুক দিতে লাগলো ! আমি গার্ডকে বলল
-সিগারেট চলে নাকি !
মুখে কিছু না বললেও মনে হল সে সিগারেট খায় ! আমি চাওয়ালার দিকে তাকিয়ে বলল
-গার্ড সাহেব কে একটা সিগারেট দেন ! আপনেও একটা নেন ! আজকে আমার বিয়ে হয়নি তো এই খুশিটা সেলিব্রেট করা যাক কি বলেন !
সিগারেট মুখে নিয়েই সোলাইমান মিয়া বলল
-বিয়া ক্যান হইলো না ? মইয়া বাইকা বসছে ?
-নাহ ! মাইয়া সোজাই ছিল !
-তাইলে ?
-আমি বাইকা বসলাম !
-মানে কি ? ক্যান ?
-আরে কি বলেন ? একটু আগেই না আপনে কইলেন বাইচ্চা গেছি এখন আবার ক্যান কন ক্যান ?
-আরে আমি কইবার চাইছি আপনে মানা করলেন ক্যান ?
কিছুটা সময় চুপ করে রইলাম !
-কোন কারন নেই । বিয়ে করতে ইচ্ছে করে নি তাই ! একবার না । এই নিয়া ৬ বার মানা করছি । ভাবতে পারেন একটা মেয়ে ছয় ছয়বার আপনাকে বিয়ে করার জন্য বাসা থেকে বের হয়ে এসেছে এবং আবার ফিরে গেছে শূন্য হাতে ।
আমি কথাটা বলে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকালাম । আমাশে যেন আজকে খুব বেশি ঝলমল করছ । চারিদিকে তারার মেলা ! একটা ব্যাপার আমি বেশ ভাল করে দেখেছি প্রতিবার অনামিকা আমাকে যকন বিয়ে করতে আসে আর ফিরে যায় সেদিন রাতে খুব ভাল জ্যোঁছনা থাকে । যেন জ্যোঁছনার বন্যা বয়ে যায় ! এমন কি ঘন বর্ষার সময়ও অনামিকা একবার আমাকে বিয়ে করার জন্য বাসা থেকে চলে এসেছিল । সেদিন রাতেও আকাশে উজ্জল জ্যোঁছনা ছিল । আর ছিল হাজারও তারার মেলা !
কিছু সময় কেউ কোন কথা বলল না ! সামনের রাস্তা দিয়ে ভুস করে একটা গাড়ি চলে গেল । সোলাইমান মিয়া বলল
-আপনেই সেই মাইয়া কি এই এলাকায় থাকে ?
আমি জবাব না দিয়ে অনামিকাদের বাড়ির দিকে তাকালাম ! বেশ রাত হয়েছে অথচ এখন ওদের বাসার সব গুলো লাইট জ্বলছে । এমন সাধারনত হয় না ! অনামিকা রাত জাগলেও ওর বাবা জলদি জলদিই ঘুমিয়ে পড়ে । আজকে কি সবাই জেগে রয়েছে !
কেন ?
এমন কথা ভাবতে ভাবতেই ফোন বেজে উঠলো । রিংটোন শুনে বুঝে গেলাম অনামিকা ফোন করেছে ।
অনামিকা সাধারনত এতো জলদি রাগ ফেলে আমাকে ফোন করে না ! আমি তো ভেবেছিলাম ও অন্তত দুই তিন দিনের আগে ফোন করবে না !
-হ্যালো !
-হুম !
-এখনও ঘুমাও নাই ?
-দেখতে পাচ্ছো না ?
-আচ্ছা । আচ্ছা ! রাগ কর না প্লিজ ! আমি আসলে তোমাকে এখন আশা করি নি ! আমি তো ভেবেছিলাম যে তুমি হয়তো আমাকে আর ফোনই দিবে না !
-আমিও তাই চাইছিলাম ! আজকে বিকেল বেলা যখন চলে এলাম আমি ভেবেছিলাম তোমাকে আর ফোন দিবো না !
-এতো জলদি দিলে ?
-খুব মজা লাগছে তোমার ?
-না না কি বল !
তারপরই কিছু সময় কোন কথা না ! কিছু সময়ে পরেই আনামিকা বলল
-তোমার মন ভাল ?
-আমার মনের কথা থাক ! তোমার মন ভাল ? আসলে আমি তোমাকে কিভাবে বলব ! তুমি তো আমার অবস্থা জানো তো ? আমি কিভাবে.....
-আচ্ছা বাদ দাও ! কই তুমি ? বাইরে না বাসায় ?
-আরে এতো রাতে কি কেউ ভদ্রলোকের ছেলেরা বাইরে থাকে ? বল ?
-হুম । বুঝলাম । তা তোমার পাশের ঐ দুজন কে ? খুব তো দেখি গল্প জুড়ে দিয়েছো !
আমি কি বলব ঠিক খুজে পেলাম না ! আনামিকা কে বারান্দায় দেখলাম ! আমার দিকে তাকিয়ে হাত নাড়লো !
সোলাইমান মিয়া আমার পাশেই ছিল ! আমার দিকে তাকিয়ে বলল
-এই বাড়ির আফা ?
-হুম !
-আপনে করছেন কি ?
-কেন ?
-হায় হায় ! আপনে জানেন এই বাড়িয়ে কেডা থাকে ? এই বাড়ির মালিকের কত টেকা ? আর আপনে কি করছেন ?
আমি হাসলাম কেবল ! অনামিকা তখনও বারান্দায় দাড়িয়ে ! ফোনে বলল
-কি বলে তোমার পাশে জন !
-তোমার আব্বার অনেক টাকা তাই ! আমি তোমাকে বিয়ে না করে ভুল করেছি সেটা !
-কেন ? তোমার মনে হচ্ছে না যে তুমি ভুল করেছো ?
-হুম মনে হচ্ছে !
-তাহলে ? করবে বিয়ে আমাকে ?
-করবো তো ! তোমাকে ছাড়া আর কাকে বিয়ে করবো বল ?
-সত্যি তো ! একদম সত্যি !
-আচ্ছা আমি এখন আসবো তোমার এখানে !
-আরে মাথা খারাপ নাকি ? তোমার বাবা জানলে উপায় আছে !
-সেটা তোমার চিন্তা করা লাগবে না ! আমি এখন তোমার ওখানে আসবো ফুটপাতে বসে চা তোমার সাথে ! ঠিক আছে ! আমি আসছি !
-আরে শুনো ...... আরে..
-বল !
-হাতে করে ১০০ টাকা নিয়ে এসে তো ! পকেটে টাকা নেই চা সিগারেট খেয়ে ফেলেছি ! এখন বিল দিতে পারছি না !
অনামিকা ফোন রেখে দিল !
আমি ফোন রেখে সেলিম মিয়ার দিকে তাকালম !
-কি ? আফা আইতাছে ?
-হুম !
ঠিক মিনিট সাতেকের মাথায় অনামিকা গেট দিয়ে বেরিয়ে এল । সোলাইমান মিয়া আমার পাশ থেকে দুরে সরে গিয়ে বসলো ! চাওয়ালা বলল
-চা দিতাম ?
-হুম ! আরও চার কাপ হয়ে যাক !
অনামিকা আমার পাশে বসে বসে চায়ে চুমুক দিচ্ছে আর ওদের বাসার দিকে তাকিয়ে আছে । এখনও আমার হাত ধরে নি তবে খুব শীঘ্রই আমার হাট ধরবে বলে আমি আশা করছি ! আমাদের থেকে একটু দুরে সোলাইমান মিয়া আর চাওয়ালা বসে আমাদের দিকে তাকিয়ে আছে । মাঝে মাঝে নিজেদের মাঝে কি যেন কথা বলছে ! মুখের ভাব দেখে মনে হচ্ছে কোন একটা বিষয় নিয়ে তারা খুব চিন্তিত ! অনামিকা চা রেখে আমার হাত ধরলো !
সোডিয়াম আলোতেও ওর হাতের মেহেদীর রংটা বোঝা যাচ্ছে বেশ ভাল করেই । প্রত্যেকবার বিয়ের করার ভুত মাথায় আসলেই ওখুব যত্ন করে হাতে মেহেদী দেয় ! আমি মেহেদী রাঙ্গা হাত পছন্দ করি তাই !
আমি উল্টে পাল্টে ওর হাত টা দেখতে লাগলাম ! অনামিকা বলল
-একটা কথা বলবে ?
-হুম !
-তুমি প্রত্যেকবারই এখানে আসতে তাই না ? আমাকে মানা করার পর এখানে এসে আমার জানলার দিকে তাকিয়ে থাকতে ! যতক্ষন আমার ঘরের লাইট অফ না হয় ?
আমি কথার জবাব না দিয়ে ওর হাতের দিকেই তাকিয়ে রইলাম ! মেহেদীর ডিজাইন টা বেশ চমৎকার হয়েছে । নিশ্চয় ইউটিউব দেখে দেখে শিখেছে !
অনামিকা বলল
-লাইট বন্ধ করার পরে তুমি চলে যেতে । কোথায় যেতে ? মেসে ?
-না !
-তাহলে !
-হাটাহাটি করতাম ! বিসন্ন সময়ে রাতে ঘুম আসতো না ! তোমার মুখটা কেন জানি বারবার মনে পড়তো বেশি ! শুয়ে থাকলে সেই অস্তিরতা বাড়তো বেশি ! মাঝে মাঝে আমার কি মনে হয় জানো ?
-কি ?
কিছু বলতে গিয়েও বললাম না ! চুপ করে রইলাম । তাকিয়ে দেখি অনামিকার চোখে পানি টলমল করছে । চাদের আলোতে মনে হচ্ছে যেন কোন অপ্সরী দীঘির মত চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে । সেই চোখে এক রাশ ভালবাসা আমার জন্য ! এখনই টুপ করে হল গড়িয়ে পড়বে ! হঠাৎই ইচ্ছে হল সব বাস্তবতার শিকল ছিড়ে ফেলে ওকে বলি চল এখনই তোমাকে বিয়ে করবো ! আজকে কেউ আমাকে আটকাতে পারবে না ! আমি কালকের কথা চিন্তা করবো না ! চিন্তা করবো কাল কোথায় নিয়ে তোমাকে উঠবো কি খায়াবো ! কেবল আজকের কথা চিন্তা করবো ! আজকে আমাদের সংসার হবে !
অনামিকা বলল
-কি ভাবছো ? বিয়ে করবো আমাকে ?
-করবো !
-সত্যি তো !
-হুম !
-সোলাইমান সাহেব !
সোলাইমান মিয়া বলে উঠলো
-জে আফা !
-শুনলেন তো ! কি বলল !
-জে ! আপনারা সাক্ষী থাকলেন !
তারপর আমার দিকে তাকিয়ে বলল
-আজকে আমাদের বাসার সব গুলো লাইট এখনও জ্বলছে । তোমার কৌতুহল হচ্ছে না ?
-আরে হ্যা তো ! আমি সেই কখন থেকে ভাবছি ! কেন বল তো !
অনামিকা হাসলো ! চোখের পানি ততক্ষনে মুছে ফেলেছে । আমার দিকে তাকিয়ে বলল
-এতোক্ষন আমি বাবার সাথে আর্গিউ করছিলাম !
-কি বিষয়ে ?
-তোমার আমার বিয়ে বিষয়ে !
-কি !
-হুম !
তারপর আমার দিকে রহস্যময় চোখে তাকিয়ে থেকে তারপর বলল
-এখনই তোমার সাথে আমার বিয়ে হবে ! বাবা কাজীকে খবর দিয়েছে । অল্প কিছু ক্ষনের ভেতরেই তিনি চলে আসবে !
-মানে কি ! কি বলছো এসব ! দেখো এরকম ভাবে হয় না তো !
-আজকে হবে ! আজকে তুমি আমাকে মানা করতে পারবে না ! কেন বল তো ?
-কেন ?
-ঠিক যে করনে বাবা রাজি হয়েছে তুমি হবে !
আমি অনামিকার কন্ঠের দৃঢ়তা দেখে সত্যি একটু সংকিত বোধ করলাম ! এই মেয়ে তার বাবাকে এমন কি বলেছে !
অনামিকা জামার পকেট থেকে একটা সিসি বের করলো ! আমাকে দেখিয়ে বলল
-এটা কি জানো ?
-কি !
-পটাশিয়াম সায়ানাইড !
খাইছে আমারে ! এই মেয়ে করছে কি !
-বাবা এটা দেখে আর কিছু বলে নি । সোজা কাজীকে ফোন করেছে । কাজী আসলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে ঢুকবে ! যদি না ঢুকো তাহলে .....।
তাহলে কি হবে সেটা আমার বলে দিতে হল না ! তাকিয়ে দেখি সোলাইমান সাহেব আর চাওয়ালা আমাদের দিকে গভীর মনযোগ দিয়ে তাকিয়ে আছে । কি হবে সেটার অপেক্ষায় আছে তারা !
আমি বললাম
-বিয়ে তো সাক্ষী লাগে ! আমার সাথে তো কেউ নেই !
-সাক্ষী লাগবে না !
-আরে তা কি করে হয় ! একবারই তো বিয়ে হয় !
আমি আরও কিছু বলতে যাবো সোলাইমান মিয়া বলল
-আফা আমি ভাইজানের দেশের লোক ! আমি সাক্ষী হমু !
অনামিকা বলল
-সি ! প্রব্লেম সলভ !
আমি তখনও অনামিকার হাত ধরে রেখেছি ! এবার সত্যি সত্যিই মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে ! কোন ভাবেই আটকানো যাবে না !
মিনিট পাঁচেক পরেই দেখলাম একটা কালো রংয়ের গাড়ী ঢুকছে অনামিকাদের বাড়িতে ! অনামিকা উঠে দাড়াতে দাড়াতে বলল
-আমি ভেতরে যাচ্ছি ! ঠিক ৩০ মিনিট পরে তুমি আসবে ! ঠিক আছে ! আর যদি না আসো তাহলে ৪০ মিনিট পার হওয়ার সাথে সাথে আমি ......।
-ঠিক আছে বাবা আমি আসছি ! আর বলতে হবে না !
অনামিকা চলে গেল ! চাওয়ালা আমাকে আরও এক কাপ চা দিল । আমি চায়ে চুমুক দিতে দিতে সোলাইমান মিয়া বলল
-ভাইজান আপনে এইখানে বসেন ! আমি যামু আর আমু !
-কোথায় যাচ্ছেন !
-আরে বিয়াতে যাইতেছি । একটা প্রস্তুতির ব্যাপার আছে না ! এই গার্ডের পোষাক পরে কি বিয়াতে যাওন যায় নাকি ! জামাডা বদলাইয়া আসি !
-আচ্ছা আসেন !
চাওয়ালাও বলল
-তাইলে আমিও যাই ! বদলাইয়া আসি কি বলেন ! জিনিস পাত্তি এইখানেি থাকলো ! আমি যামু আর আমু !
-যান !
দুজনেই বলতে গেলে দৌড়ে চলে গেল ! আমি চায়ে চুমুক দিতে লাগলাম ! সত্যি সত্যি তাহলে বিয়ে হতে যাচ্ছে আজকে !!
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
অপু তানভীর বলেছেন: আসেন জলদি !
২| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৬
ঘুম হ্যাপি বলেছেন: ভালো লাগলো
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
অপু তানভীর বলেছেন:
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
হাসান মাহবুব বলেছেন: হুমায়ূনী ছাপ আছে লেখায়।
অসংখ্য টাইপোতে ভরা। একবার কড়া করে রিভাইজ দিয়ে এডিট করো।
গল্প বিশেষ ভালো লাগে নাই।
শুভবিকেল।
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
অপু তানভীর বলেছেন: এতোবার রিভাইস দিলাম তবুও বানান ভুল !! কি যে করি !!
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭
কামরুন নাহার বীথি বলেছেন: মিঞা ভাই বিয়া করবা না, এইবার ঠ্যালা সামলাও!!!!
আমি সাধারণ পাঠক, বিশ্লেষণ করতে জানি না!!
গল্পটা আমার কিন্তু ভাল লেগেছে!!
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৫| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৩১
রানার ব্লগ বলেছেন: হিমু সিরিজের কোন এক বই এর কোন এক অংশ
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭
অপু তানভীর বলেছেন: কোন বইয়ের কোন অংশ ?
৬| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: আমি বোদ্ধা না,তাই নিজের মত করেই বলছি, কিছু অংশ বাদ দিয়ে "উল্টো" করে লিখলেই আমার ডায়রীর একটি পাতা হয়ে যেতো।।
১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: সেই অংশ টুকু লিখে ফেলুন দেখি !
৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১১
Robib বলেছেন: গল্প সেই হইছে
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৩০
সচেতনহ্যাপী বলেছেন: সেরেছে!! এরচেয়ে এককোপে গলাটা কুচ করে কেটে নিন।। তাও গল্প লেখার চেয়ে কম কষ্টকর ।।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৬
অপু তানভীর বলেছেন: আরে গল্প লেখার কথা কে বলেছে । আপনি লিখবেন নিজের কথা । কোন সমস্যাই হবে না !
৯| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৩
আরণ্যক রাখাল বলেছেন: ভালো| হিমু তানভীর
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭
অপু তানভীর বলেছেন:
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৭
সচেতনহ্যাপী বলেছেন: একটু দম নেন,একবার এমন লিখতে যেয়ে যে গালি হজম করেছিলাম,তারপরও?? ন্যাড়া কয়বার বেলতলায় যায় ??
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন: কার কাছ থেকে ?
যাক সমস্যা নেই আমাকে ইমেইল করে দেন ! আমি নিজের মত করে আরেকটা গল্পের অবতারনা করে ফেলি
১১| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫০
সচেতনহ্যাপী বলেছেন: বাংলার ঈগল।। ঠিক উল্টোটিই লিখবেন।। কারন আমি আমার সবকিছু বিসর্জন দেয়ার পরও!!
এমনকি সবও।। মানে বৈন্ষমধর্ম নিয়েও!!বুঝেছেন?? ওরই বড়বোনের বক্তব্য।।
আমি পারি না আমাার ব্যর্থতায়।। কেন জানি।।
মনের গহীনে রাখা এক দূর্বলতা প্রকাশ!! মুছে ফেলবেন কি।।
১২ ই অক্টোবর, ২০১৫ রাত ২:১৩
অপু তানভীর বলেছেন:
১২| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩১
জাহিদ ২০১০ বলেছেন: এইডা কিন্তু ঠিক না।।।। এই পোলা এতো বিয়া বিয়া করতাছে মাগার কেউ হেতেরে বিয়া করায় না ক্যারে????????
১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
অপু তানভীর বলেছেন: কেউ এই বিষয়ডা বুঝিলো না ! কেবল আপনে বুঝিলেন ! আফসুস !!
১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৩
জাহিদ ২০১০ বলেছেন: ধুর মিয়া আপনি একটা বারও দাওয়াত দিয়া কাচ্চি বিরায়ানী খাওয়াইবেন সেইটা না,,,,, খালি আফসুস করেন
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: উপায় নাই গোলাম হোসেন উপায় নাই !
১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৬
রায়হান চৌঃ বলেছেন: ভাই...... এই বিয়ে টা আপনার কত নাম্বার বিয়ে..?
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: হিসেব নাই
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৩
তামান্না তাবাসসুম বলেছেন: মজার
১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৭
অপু তানভীর বলেছেন:
১৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩
অপু দ্যা গ্রেট বলেছেন: আর এক কাপ হয়ে যাক /////
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
অপু তানভীর বলেছেন: আমি চা কম খাই ! তবুও হয়ে যাক এক কাপ চা !
১৭| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩০
অন্যসময় ঢাবি বলেছেন: আপনি গিয়েছিলেন তো শেষ পর্যন্ত ? না যাওয়াই ভালো, বিয়া বহুত জক্কি জামিলার ব্যপার :প
১৪ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
অপু তানভীর বলেছেন: সেই কথা আর কে কইতে পারে অবশ্য না গিয়েও তো উপায় নেই । কন্যা যে হুমকি দিয়া গেলু
১৮| ২২ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
আব্দুল্যাহ বলেছেন: এক কাপ চা পেলে আমিও ছেড়ে বসি, বিয়েতে যোগ দিতে পারব বলে আশা করছি।
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০২
অপু তানভীর বলেছেন: আশা করতে থাকেন ! দেখেন কে আবার কোন দিক দিয়ে চলে আসে
১৯| ২২ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: আয় হায়.. এইডা ফস্কাই গেল কেমনে???
তাইতো বলি! পাশের ফ্লাটে অত রাইতে বাত্তি জ্বলে কেনু! আর তারপর দিনই উনি আমার লগে সেইরাম পাল্টি নিলেন ..... যেন চিনেই না!
থাক আপ্নেরে আর আমাদের সম্প্কের কথা বইলা দুসক দিতে চাই না.. হাজার হোক বিয়া হইতে যাইতেছে. বইলা কথা
ভাবনারা অলি গলিতে কত ভাবনার বসত!!!!!!!!!!!!!!!!!!! তাই ভাবি আপনার গল্প পড়ে পড়ে
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
অপু তানভীর বলেছেন:
তা কি বসলেই হবে আমার ভাগ্য টা লাগবে
২০| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৭
নিষ্কর্মা বলেছেন: এই নিয়া কয়ডা বিয়া কর্লেন??
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৭
অপু তানভীর বলেছেন: হিসেব চলতে আছে । দেখা যাক কোথায় শেষ হয় ?
২১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:১৮
পাবনার তাঁরছেড়া বালক বলেছেন: আমি নতুন কাপড় পরে আসি। বিয়ে খেতে হবে!!
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭
অপু তানভীর বলেছেন: কাউকে দাওয়াত দিমু না কইলাম
২২| ২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: তো বিয়েটা কবে করছেন ভ্রাতা? সব গল্পে বিয়ের ছোঁয়া, বোঝা যাচ্ছে বিয়ের ফুল ফুটলো বলে।
২৬ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন: কয়দিন মাথায় ভুত চাপছিলো । কেবলই বিবাহের গল্প লিখেছি । এখন আবার ভুত নামিয়া গেছে
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৯
গেম চেঞ্জার বলেছেন: আমিও চায়ে একটা চুমুক দিয়ে আসি!! কি কন।