নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকাল বেলা।
খায়রুদ্দিন সাহেবের মাঝে মাঝেই পথের মাঝখানে বাথরুমের বেগ চপে যায় ! এমন না যে একটু আগে বাসা থেকে বের হওয়ার আগে সে কাজটা সেরে আসেন নাই । তিনি একটা পাব্লিক টয়লেট থেকে ঢুকে পড়লেন ভেতরে ! কাজ সেরে বাইরে বের হতেই দরজার সামনে বসে থাকা লোকটা কে বললেন
-কত ?
পাব্লিক টয়লেটের সামনে বসে থাকা লোকটার নাম সবু । সে এটা ইজারা নিয়েছে এক বছরের জন্য ! সবু আজকে সকাল থেকেই খুব মজে আছে । দাঁত বের করে হেসে বলল
-কোনডা করছেন ?
-কোন টা করেছি মানে ?
খায়রুদ্দিন সাহেব একটু তেঁতে উঠলেন ! এমনিতেও তার পেট ক্লিয়ার হয় নি । এই বদমাইশ গুলো পাব্লিক টয়লেট দিয়েছে ঠিকই কিন্তু সেটা ঠিক মত পরিস্কার করে না ঠিক মত !
-না মানে ছুডু কাম করছেন নাকি বড় টা ?
-বড় টা !
-ও তাইলে ৫ টাকা !
-ভ্যাট কত পার্সেন্ট ?
সামনে বসা লোকটা মনে হয় খায়রুদ্দিন সাহেবের কথা ঠিক মত বুঝতে পারলো না ঠিক মত !
বলল
-জে স্যার কি কইলেন বুঝি নাই !
-মানে বলতে চাচ্ছি ভ্যাট কত পার্সেন্ট ?
-স্যার ভেট কি ?
খায়রুদ্দিন সাহেব যেন আকাশ থেকে পড়লো ! এই জন্য আজকে দেশের এই অবস্থা ! লোক জন ঠিক মত জানেই না ভ্যাট কি ! যদি ঠিক মত জানেই না ভ্যাট কি তাহলে ভ্যাট দিবে কিভাবে ? দেশ কিভাবে এগিয়ে যাবে কিভাবে !
খায়রুদ্দিন সাহেব বলল লোকটা কে বলল
-ভ্যাট মানে হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স ! ট্যাক্স মানে তো বুঝো !
-জে স্যার !
-এটাও সেরকম ! তবে পার্থক্য হচ্ছে এই ট্যাক্স যে কিনবে সে দিবে !
-কিন্তুক স্যার আপনে আমার কাছ থেকে কি কিনলেন ? আপনে তো আরও দিয়া গেলেন ?
এই বলে সবু খ্যাক খ্যাক করে হেসে ফেলল !
-আরে কিছু কিনি নি ? এই দেখো তোমার জায়গায় আমি বসে বসে আরামের কাজ টা করলাম । এই সার্ভিস টা জন্য তো আমাকে ভ্যাট দেওয়া উচিৎ ! তারপর মনে কর এই যে কেবল কাজই নয় এর সাথে পানি আছে তারপর ব্লিচিং পাউডার যেটা দিয়ে তুমি এসব পরিস্কার কর এই সবের জন্য খরচ হয় না ! সেগুলোর সার্ভিস তো আমার জন্য ই খচর হচ্ছে । সেি হিসাবে আমারই দেওয়া উচিৎ নয় ! বল বল কত পার্সেন্ট ভ্যাট !
-স্যার কত পার্সেন্ট হয় ? আপনে যা ভাল বুঝেন দিয়া দেন !
-হুম !
খায়রুদ্দিন সাহবে বলল
-এমনিতেই ভ্যাট হয় ১৫% কিন্তু এর পেছনে আরও একটু কম হওয়া উচিৎ ! সেবা মূলক তো ! এই ধর ৭% ! তাহলে ৫ টাকার ৭% ভ্যাট হয় ৩৫ পয়সা ! এই নাও
এই বলে খায়রুদ্দিন সাহেব পকেট থেকে ৫ টাকার সাথে একটা ২৫ পয়সা আর একটা ১০ পয়সার কয়েন বের করে দিল ! তারপর হাটা দিল !
সবু কেবল অবাক হয়ে তাকিয়ে রইলো খয়রুদ্দিনের দিকে । কি বলবে ভেবেই পেল না ! এই টা পাগল নাকি ! হাটা চলাও কেমন যেন অতি প্রকৃস্থিত মনে হচ্ছে !
সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হাতে পরে থাকা ২৫ পয়সা আর ১০ পয়সার কয়েনটার দিকে তাকিয়ে রইলো !
তখনই পেছন সবুর কাধে হাত রাখলো !
-কি ভাই কাকে দেখেন !
সবুর তাকিয়ে দেখে তাদের এলাকার এক মুদির দোকানদার ! পাশেই দোকান বলে বাসায় যাওয়ার থেকে এখানেই এসে কাজ শেষ করে !
-কি ? ঐ পাগলা তোমার এখানে কি করে ?
-পাগলা !
-আরে পাগলা ! আসল পাগলা ! মাথায় সারা দিন ভ্যাট ভ্যাট আর ভ্যাট !
-ক্যান !
-আর কইয়েন না ! একবার আমার দোকানে এসে কিনতে এসেছিল ১০০ গ্রাম সাগু ! কিনতে গিয়ে বলে দাম কত ! ভ্যাট কত ! আমার কত কিছু যে বুঝাই লো ! আরে আমি শুনেছি ঐ বেটার বিয়ের সময় নাকি বউরে দেনমোহর ঠিক করার সময় কয় ভ্যাট কত টাকা দিতে হবে ! তখন পাত্রী পক্ষ বুঝে গেলো যে এই লোকের মাথায় সমস্যা আছে । আর বিয়ে হয় নাই ! তারপর থেকে একলাই আছে !
সবু বলল
-ভাই কি হইছিল ? কন দেখি ? মেন্টাল কেইস টা কি ?
-আরে অনেক বছর আগে একবার দেশে সরকার ঠিক করছিল যে শিক্ষার উপরে ভ্যাট বসাবে ! এই লোক ছিল এর পক্ষে ! বুঝেনই তো কিছু দালাল থাকে না সরকার যাই করে না উঠে পরে লেগে যায় সেইটা জায়েজ করার জন্য ! সব জায়গা কেব্ল ভ্যাট ভ্যাট আর ভ্যাট ! সেই টাইপ ! তারপর কি হয় এই লোক ভ্যাট নিয়ে এতো প্যাঁচাল শুরু করে যে এর মাথা আস্তে আস্তে খারাপ হতে থাকে । কিন্তু শেষ পর্যন্ত সরকার বলে শিক্ষার উপর থেকে ভ্যাট বসানো ঠিক না ! এটা তুলে দেওয়া ভাল !
কিন্তু এই লোক এতো গভীরে ঢুকে গেছিলো তার উপর এর ভ্যাট প্রত্যাহার করার ব্যাপার টা ঠিক মত মেনে নিতে পারে নাই ! মনে একটা ধাক্কা লাগে ! তখন থেকেই লোকটা উল্টা পাল্টা কাজ শুরু করে ! সব কিছুতেই কেবল ভ্যাট ভ্যাট আর ভ্যাট !
লোকে একে কি বলে ডাকে জানেন ?
-কি ?
-ভ্যাটম্যান ! রাস্তা দিয়ে হাটলে পাড়ার ছেলেপেলে দুর থেকে ভ্যাটম্যান বলে ডাক দেয় ! তাকে ক্ষেপায় ! সেই ক্ষ্যাপে যায় ! হা হা হা
আর কোন কথা হয় না ! মুদির দোকানদার ভেতরে চলে যায় ! সবু নিজের টুলের উপর বসে থাকে । ভাবতে থাকে ভ্যাট আর ভ্যাটম্যান নিয়ে !
আহা বেচারা !
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
অপু তানভীর বলেছেন:
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
আরণ্যক রাখাল বলেছেন: হে হে
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
অপু তানভীর বলেছেন: হিহিহি
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৪
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
অপু তানভীর বলেছেন:
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২১
ভিটামিন সি বলেছেন: দাদা গল্প তো পুরাই যুগোপযোগী হয়েছে। দাদা, এই কমেন্টে আমি একটা ১৮+ আঞ্চলিক শব্দ ব্যবহার করতে চাই। কারণ আমি এখন দুই লাইনের ছড়া লিখুম তো, সেখানে এই শব্দটা লাগবেই। আপনার অনুমুতি প্রার্থী। আপামনি যারা এই পোষ্ট পড়বেন, আমি আপনাদের কাছেও করজোড়ে ক্ষমা প্রার্থী।
"কত শখ করে চাইছিলাম ভ্যাট,
ছাত্ররা আমারে দেখাইলো চ্যাট"।
কত্ত বড় বড় লেখকেরা কত কিছু লেইখ্যা গেল, আর আমি একটা শব্দ ব্যবহার করলেই দোষ, না?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
অপু তানভীর বলেছেন: ফেসবুক চ্যাট ?
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩২
কাবিল বলেছেন: চমৎকার।
এই ভাবে ভ্যাট ভ্যাট করতে থাকলে অদূর ভবিষ্যতে আপনার গল্পটা কারোর উপর প্রতিষ্ঠিত হতে পারে। হা হা হা
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
অপু তানভীর বলেছেন: এখনই প্রতিষ্ঠিত হয়ে গেছে ! আমাদের এই সামুতেই আছে এমন কত জন
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
ডা: এনামুল হক মনি বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০১
অপু তানভীর বলেছেন:
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৪
রিকি বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন:
এতো জলদি ঘুম ভাঙ্গলো !!
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৮
জেন রসি বলেছেন: স্যাটায়াার চরম হইছে!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন:
৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
ভিটামিন সি বলেছেন: না রে দাদা, ফেসবুক চ্যাট না। এই শব্দটা গেরাম-বাংলায় বহুল প্রচলিত একটি শব্দ। যা সমস্ত মানবকুলের অর্ধেকের একটি বিশেষ অংগের বিশেষ নাম ।
আবুল দাদারে ফেসবুক চ্যাট দিবার যাইবো কোন পাগলে!!!
এই "চ্যাট" চ্যাট নয়,
আছে আরো পরিচয়।
চ্যাট আমার, তুমি ব্যাটা কিছুই বোঝ না। তুমি আমারে আবুল পাইছো, তুমি চ্যাট বোঝ না, কইলেই হইলো!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫২
অপু তানভীর বলেছেন:
আমাদের অঞ্চলে এই বিশেষ শব্দ বহুল ভাবে প্রচলিত
১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
তিক্তভাষী বলেছেন: দাঁড়ান। আগে হেসে নেই! ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫২
অপু তানভীর বলেছেন:
১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২১
প্লাবন২০০৩ বলেছেন: দারুন হয়েছে ভাই, একেবারে যুগোপযোগী। ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: আহা বেচারা ! :p
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৬
অপু তানভীর বলেছেন:
১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৪
শান্তির দেবদূত বলেছেন: চরম হইছে।
মনে মনে বেশ কিছুক্ষণ হাসলাম লেখাটা পড়ে। তবে বেশিক্ষণ হাসি নাই, কারণ বেশি হাসলে হাসির উপর না ভ্যাট বসায় দেয়
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: কথা সত্য ! হাসির উপরেও আবার ভ্যাট বসাইলে সমস্যা !
১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৮
শায়মা বলেছেন: ইয়াক ইয়াক থু থু !!!!!!
ভাইয়ু!!!!!!!!!!!!!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন:
১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০২
এস কাজী বলেছেন: কি পরিমান হাগু করছে সামনে তার উপর ও ভ্যাট আসছে। আই হোপ সায়মা আপু আমার কমেন্ট পড়ে আবুবিন (বমির) ট্যাবলেট খাবে। একটু ইঙ্গিত দিয়ে দিয়েন আপারে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন:
১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৪
শায়মা বলেছেন: এস কাজী ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
থু!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন:
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪২
স্বপ্নবাজ তরী বলেছেন:
অসাধারণ হয়েছে, ভাই
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন:
১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫
কামরুন নাহার বীথি বলেছেন: ব্লগেতে যেই হারেতে
ধরেছেন ভাই ভ্যাট
দেখার পরে দ্বিগুন হালো
ফুলে ফেঁপে প্যাট।
ভ্যাটের ট্যাকা যোগাড় করতে
বেচতে হবে জমি
এসব কথা চিন্তা করতেই
লাগছে বমি বমি।
তারপরেতেও সাবার সাথে
তালমিলে ভাই চলি
ভ্যাটের ট্যাকা মাফ চাওয়াটা
কেমন করে বলি।
সবার সাথে আমিও আছি
কোনো অসুবিধা নাই
ভ্যাট নিয়ে ভ্যাট ভ্যাটানি
করবোনাকো তাই।
--------------প্রামানিক ভাই এর ছড়া
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৪৯
অপু তানভীর বলেছেন:
১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৫:৪১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হা হা হা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
অপু তানভীর বলেছেন:
২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
ভিটামিন সি বলেছেন: তাইেতা বিল, এই কথা বোঝতে এত টাইম লাগতাছে কেরে?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
অপু তানভীর বলেছেন:
২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের ব্লগীয় ভ্যাটম্যানরা সব নিরব হয়ে গেছে!
ভবিষ্যতে তাদের চিত্রকল্পই কি তুলে ধরেছেন
আর গল্পটা পড়তে পড়তে খালি যেন লোকটারে দেখতে পাচ্ছিলাম-- মাথায় চুল নাই.. মোটা পেট,, মাকুন্দা (যাদের দাড়ি ওঠেনা কখনো) টাইপ ফেস... যে কোন রাবিশ দেখলেই যার কথা মনে পড়ে.. তেমনি কেউ একজন
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন:
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: খায়রুদ্দিন সাহেবের মত এখন আর একটিতে সীমাবদ্ধ নেই,ছড়িয়ে গেছে...।। এদের নিয়মই আজ নাকে-মুখে তুলো গুজে আগামীকাল আবার নতূন ইস্যুতে ঝাপিয়ে পড়া!!
মাঝে মাঝে অবাক হয়ে ভাবি,কালোকে কালো বলার নৈতিক অধিকারটুকুও কি এরা দলতন্ত্রের মুখোসের আড়ালে ঢেকে রেখেছেন!! প্রশ্ন না অবাক শুধুই( আমিও বোধহয় একসময় ব্যাতিক্রম ছিলাম না )।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩১
অপু তানভীর বলেছেন: এখন কি ব্যতিক্রম হয়েছেন ?
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯
অপু দ্যা গ্রেট বলেছেন: মিল্ক ভিটার এর জায়গায় মিল্ক ভ্যাট ..........
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭
অপু তানভীর বলেছেন:
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৩
সুমন কর বলেছেন: হাহাহা........
বাস্তবধর্মী।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ফাটাফাটি