নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

গল্পঃ অপাত্রে অনুভুতি !!

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০১




তিথির আম্মু এখন তিথির সাথে খুব মেজাজ গরম করে কথা বলার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই পারছেন না ! তবুও গলার যথা সম্ভব কঠিন করে বলেন

-তুই আর ঐ ছেলের সাথে মিশবি না ! এটাই আমার শেষ কথা !

শেষ কথা বলে তিথির আম্মু উঠে চলে গেল ! সে যদি আর কয়েকটা সেকেন্ড বেশি থাকতো থাকতো তাহলে ঠিকই টের পেয়ে যেত যে বকা শুনে তিথি যে মন খারাপ করে ছিল সেটা অভিনয় ! তিথির পক্ষে বেশিক্ষন মন খারাপের অভিনয় করে থাকা কষ্টের । মাঝে খানে খুব কষ্টে সে হাসি সামলেছে । যদি বকা খাওয়ার মাঝেখানেই তিথি ফিক করে হেসে দিত তাহলে ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে যেত !

তিথির আম্মু রুম থেকে বের হতেই আমি আয়নায় দিকে তাকিয়ে ফিক করে তিথি হেসে দেয় !
মনে মনে বলে আম্মু টা এমন কেন হয়েছে ? কিচ্ছু বুঝে না । বললেই কি একজনের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া যায় ! তাও আবার আবীরের মত একজন সাথে !

যখন তিথি এমন কিছু ভাবছে ঠিক তখনই তিথির ফোন টা বেজে উঠে ! রিং টোন টা শুনেই বুঝে গেল কে ফোন করেছে । আবারও মনে মনে বলে ছেলেটা কি ওর মনে কথা বুঝতে পারে ? কোন প্রকার টেলিপ্যাথি ব্যাপার স্যাপার কি আছে নাকি !
এর আগেও তিথি ব্যাপার টা লক্ষ্য করেছে । যখনই তিথির আবীরের সাথে কথা বলতে ইচ্ছে করে কিংবা ওর কন্ঠ শুনতে ইচ্ছে করে ঠিক তখনই আবীরের ফোন চলে আসে । কেমন করে কে জানে !

তিথি আবীরের ফোন টা কেটে দিয়ে ফোন ব্যাক করে ! সব সময় এমনটাই করে ।

-হ্যালো !
তিথি হ্যালো বলবে, তার আগেই ওর মনে হল যেন আবীরের কোন কারনে মন খারাপ । ওর কন্ঠ এমন কেন শোনাচ্ছে ! কিছু কি হল ? হঠাৎ একটা অজানা আশংকায় ওর মন টা কেমন অস্থির হয়ে ওঠল !
-কি হয়েছে ?
ওপাশ থেকে কিছুটা সময় নিরবতা ! তারপর আবীর বলে
-না কিছু হয় নি তো !
-না ! অবশ্যই কিছু হয়েছে । তোমার কন্ঠ এমন কেন শোনাচ্ছে ? নিশ্চই কিছু একটা হয়েছে !
-আরে বাবা ! এতো চিন্তা কেন কর ? কিছু হয় নি ! আমাকে নিয়ে এতো চিন্তা কর কেন ? মাঝে মাঝে ভাল লাগে না !

তিথি কি বলবে ঠিক বুঝতে পারে না ! আয়নার দিকে তাকিয়ে দেখলো ওর চোখে পানি জমতে শুরু করেছে । এমন টা বারবার হয় । বাবা মায়ের কিংবা পরিচিত মানুষের কাছ থেকে কঠিন কথা শুনলে সেটা সহ্য করার ক্ষমতা ওর ভিতর খুব ভাল করেই আছে । কিন্তু এই ছেলেটাস কাছে একটু কঠিন কথা শুনলে কেমন জানি মনের ভিতর ঝড় শুরু হয় । মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে কোথায় চলে যায় !

ছেলেটা কি একটুও বুঝতে পারে না ওর এই অনুভুতির কথা গুলো ! আর ইদানিং ওর ব্যবহার গুলোও যেমন কেমন হয়ে গেছে । আর আগের মত নাই !

তিথির কিছুটা সময় লাগলো নিজেকে সামলানোর জন্য ! তারপর বলে
-আচ্ছা ! ঠিক আছে ! তোমাকে যে বসুন্ধারায় যেতে বলেছিলাম গিয়ে ছিলে ?
-হুম !
-হুম কি কথা ! তারপর ?
-তার আর পর নাই ! ওখানে কি আমাদের মত ছা-পোষা মানুষ গুলোর যাওয়া মানায় ?
-শুনো প্রতি দিন এক কথা শুনতে ভাল লাগে না ! যা দেখে আসতে বলেছিলাম দেখেছ ?
-আচ্ছা বাদ দাও তো !
-বুঝেছি ! তোমাকে বলে কোন লাভ নেই !
-আরে বাবা ! জিনিস পত্রের যা দাম ! ব্লেজার একটা পছন্দ হয়েছিল ! দাম কত জানো ? ৪২৩৫ টাকা ! এতো টাকা দিয়ে কেনা সম্ভব !
-হুম ! বুঝলাম ! আর ?
-আর কিছু না ! আচ্ছা বিকেলে দেখা হবে ! কেমন ! এখন রাখি !

তিথির ফোন রাখার পরেও আরও বেশ কিছুটা সময় কানে ফোন ধরে রাখলো । এমন একটা ভাব যেন ওপাশ থেকে ওর সুন্ধ পাচ্ছে ! ও যেন সেটা বুঝতে পারছে ।

ফোন রেখে তিঠির সবার আগে জারিন কে ফোন দেয় । ওর আর আবীরের সব থেকে কাছের বন্ধুদের একজন । জারিন নিশ্চই জানবে আবীরের কি হয়েছে ।

-কি হল রে তিথি ?
-এই আবীরের কি হয়েছে ?
-কেন ? ও তোকে কিছু বলে নি !
-না । কিছু বলে নি ! কি হয়েছে বল তো !
-আরে আর বলিস না ! একটু আগে ওর ফোন এসেছিল । ছিনকারীর খপ্পরে পরেছিল !
-সে কি কি বলিস ! তারপর ?
-তারপর আর কি !
-তারপর আর কি মানে ? ওকে কিছু করে নি ?
-তেমন কিছু করে নি । কেবল পকেটে যা ছিল নিয়ে গেছে । মোবাইল টাও নিয়ে গেছে ।

তিথি বুঝতে পারে কেন আবীরের মুড কেন অফ ছিল ! একটু সাবধান হবে না ! ভাগ্য ভাল যে কেবল জিনিস পত্রের উপর দিয়ে গেছে । যদি ছুরি টুরি মেরে দিতো তাহলে ? তিথি আর কিছু ভাবতে পারে না । কেবল চিন্তা টা মাথা থেকে বের দেওয়ার চেষ্টা করে ! কিন্তু কোন কাজ হয় না । কল্পনায় দেখতে পায় একজন কালো লোক আবীরের পেট বরারবর একটা ছুরি মেয়ে দিয়ে চলে যাচ্ছে । আবীর পেটে হাত দিয়ে রাস্তায় পরে আছে । একটু সাহায্যের জন্য চিৎকার করছে কিন্তু কেউ এগিয়ে আসছে না ।
তিথি খানিকটা অসুস্থ্য বোধ করতে থাকে । এই ছেলেটার জন্য ওর এতো টেনশন হয় ও জানে না !
কেন এমন হয় ?
নাকি জানে ?

এসব কথা ভাবার মাঝে তিথির তার মাথায় অন্য একটা চিন্তা আসে ! যদি ওর সব কিছু ছিনতাই কারী নিয়ে যায় তাহলে সামনের পুরো টা মাস ও কিভাবে চলবে !
এমন কেন ছেলেটা !
বিপদে পড়েছে একটু বললে কি হয় ? সে কি তার একটুও কাছের মানুষ না ?
তিথির চোখে আবারও পানি আসতে থাকে !! সে সেটা আটকানোর চেষ্টাও করে না !



দুই

-কই তোমার মোবাইল টা দেখি ?
-কেন ?
-আহা ! দেখি !

আবীর কিছুক্ষন চুপ করে থাকে ! তারপর বলে
-মোবাইল নেই !
-মোবাইল কোথায় ? দুপুরে না আমার সাথে কথা বলেছিলে ?
-ম্যাচের একজন কাছ থেকে মোবাইল নিয়ে কথা বলেছিলাম !
-তোমার নিজের মোবাইল কোথায় ?
আবীর আবারও এদিক ওদিক তাকাতে থাকে ! এই প্রশ্নের উত্তরটা সে ঠিক দিতে চায় না যেন !

তিথি বলে
-আচ্ছা আমি তোমার কাছে কেউ না ? আমাকে কেন বল নি যে তোমাকে ছিনতাই কারী ধরেছিল ?
আবীর আরও খানিকটা ইতস্তঃ করে বলে
-তুমি একটু বেশি চিন্তা কর ! তাই বলতে চাই নি ! এতো চিন্তা কেন কর ?
-তুমি বোঝো না আমি কেন এতো চিন্তা করি ! কেন এতো কেয়ার করি ?

আবীর কোন কথা না অন্য দিকে তাকিয়ে থাকে ! তিথি কঠিন কন্ঠে বলে
-অন্য দিকে তাকাচ্ছ কেন ? আমার দিকে তাকাও ! আমার চোখের দিকে !

তারপর আবীর হাত ধরে শক্ত করে !
-এখন তুমি আমার সাথে যাবে !
-কোথায় ?
-জাহান্নামে ! আমার সাথে জাহান্নামে যেতে কোন সমস্যা আছে ?
-না ! আপাতত নেই !


আবার যখন আবীরকে ওর বাসায় সামনে নামিয়ে দিল তখন ১০ টা বেজে গেছে !
-এতো গুলো কেনা কাটা না করলেও কিন্তু চলতো !
-চুপ ! আর একবার বলেছো এই কথা তাহলে কিন্তু খবর আছে !

আবীর কেবল হাসে !
তিথির মন টা হঠাৎ করেই আরও ভাল হয়ে যায় । এমতেও আবীরের আসপাশে থাকলে ওর মন ভাল থাকে । আর যখন ও কোন কারনে হাসে তখন মন টা যেন আরও ভাল হয়ে ওঠে ! মাঝে মাঝে ইচ্ছে হয় যেন ওকে গিয়ে জড়িয়ে ধরে ! কিন্তু লজ্জার কারনে পারে না !

আবীর বলে
-আমি কিভাবে তোমার ঋণ শোধ করবো বুঝতে পারছি না !
-আচ্ছা বাবা হয়েছে ! এখন চুপ থাকো !
এই বলে তিথি আবীরের হাতে একটা খাম ধরিয়ে দিল !
-এটা কি আবার ?
-সামনে যে পুরো মাস পরে আছে সে দিকে লক্ষ্য আছে ! মাস যাবে কিভাবে ?
-আচ্ছা ব্যবস্থা করে নিবো !
-কি ব্যাবস্থা করে নিবেন শুনি ?
-ও আমি দেখবো ! তুমি রাখো তো !
-ঐ তো ! এর ওর কাছ থেইকা ধার নিবেন তো ! তা আমিই না হয় টাকা টা দিলাম ! ঠিক আছে !

আবীরের মুখ দেখে মনে হয় ও যেন কোন কথা খুজে পায় না !

-আর শুনো ! এর ভিতর থেকে ৩০০ টাকা আলাদা করে রাখা আছে । ওটা দিয়ে বাধরুমের জন্য একটা পঞ্জ কিনবে !

আবীর খানিকটা অবাক হয়ে বলে
-তোমার এইটাও মনে আছে ?

কদিন আগে কথায় কথায় আবীর তিথিকে বলেছিল ওর বাধরুমের পঞ্জের কথা ! সেটার ছিড়ে যাওরার কথা ! তিথি সেই কথাটাই ঠিক মনে রেখেছে !

তিথি কোন কথা বলে না ! কেবল মনে মনে বলে তুমি যদি জানতে আমি আরও কত কিছু মনে রেখেছি ! যদি তুমি একটু বোঝায় চেষ্টা করতে। কিন্তু তেমন কিছু বলে না !
-আচ্ছা রাত হচ্ছে ! যাই কেমন !
-সাবধানে যেও !

আবীর কয়েক কদম হেটেছে ঠিক তখই আবারও পেছন থেকে তিথির ডাক শুনতে পায় । তিথির গাড়ির দরজা খুলে বেরিয়ে এসেছে ততক্ষনে !

-কি হল আবার ?
-এই টা নাও !
তিথি ওর আইপড টা আবীর দিকে দিকে বাড়িয়ে দিল !

-আরে ! কেন ?
-আহা ! নাও না কেন ? তুমি সেদিন বলছিলে না তোমার এমপি ফোর টা নস্ট হয়ে গেছে !
-দেখ..... আরে যে মোবাইলটা কিনে দিয়েছো এটাতে গান শোনা যায় ! বাড়তি করে আই পডের দরকার নেই !
-আমি বলছি আছে !
-না নেই !
-মাইর খাবা ! বলেছি না ! আছে !
-আচ্ছা ! মানুষ জন শুনলে কি বলবে বল তো ?
-মানুষ জনের কেয়ার কবে থেকে কর শুনি ? তোমার কাছে কে বেশি গুরুত্বপূর্ন ? আমি নাকি মানুষ জন ?
-তুমি !
-তাহলেই হয়েছে ! এই নাই ! এখানে আমার পছন্দের কিছু গান ভরে দিয়েছি ! রাতে শুনো ! কেমন !


তিথি আবীরের হাতে ওর আইপড টা তুলে দিয়ে আবারও গাড়ির দিকে রওনা দিল ! দরজা বন্ধ করে যখন গাড়ি জানালা দিয়ে মাথা বের করলো তখন হঠাৎ করেই ওর মন খারাপ হল খানিকটা !

আবীর ততক্ষনে গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকে পরেছে । তিথি ভেবেছিল জানলা দিয়ে মুখ বের করলেও ও ঠিকই দেখতে পারে যে আবীর ওর দিকে তাকিয়ে আছে । যতদুর পর্যন্ত ওর গাড়ি দেখা যাবে আবীর ঠিক ওর দিকে তাকিয়ে থাকবে !


পরিশিষ্টঃ

-মামা, এই নাও তোমার মোবাইল !
-লাগবে না !
-লাগবে না মানে কি ?
-এই দেখ !
-একি মাম্মা নতুন মোবাইল ! কবে কিনলা ? কত নিলো ! আজকে দুপুরে তোমার মোবাইল খানা নিয়ে একটু বাইরে গেলাম আর এরই ভেতরে নতুন মোবাইল !!
-বুঝতে হবে !
-আইপড ও দেখি কিনছো ?


আবীর কোন কথা না বলে বিছানায় গা এলিয়ে দেয় ! আগামী কাল ওর জন্য একটা বিশেষ দিন । অনেক দিনের পরে নামিলার সাথে দেখা হতে যাচ্ছে । আজকের আগেও একটু টেনশনে ছিল । ওর সাথে কিভাবে দেখা করতে যাবে কি নিয়ে যাবে । কি পরে যাবে ।
আপাতত সব সমস্যার সমাধান হয়েছে । হাতেও টাকাও এসেছে বেশ কিছু ! মেয়ে গুলো এটো বোকা কেন হয় ! আবীর মনে মনে হাসে !
এখন আগামী দিন টা সব প্লান মোতাবেক গেলেই হয় !

মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৩

রহস্৪২০ বলেছেন: মেয়ে গুলো এটো বোকা কেন হয় ! :(

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: হুম ! কেন হয় !!

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭

খেলাঘর বলেছেন:




কুসুমে কীটবাস?

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: সেই রকমই কিছু একটা !

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তো গল্পে একটু ভিন্নরকম মজা ।।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু ! :):)

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১২

নিয়ামুল ইসলাম বলেছেন: আপনে অনেক খারাপ । :-0 :-0

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:০৮

অপু তানভীর বলেছেন: সে কি কেনু কেনু !!

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৪০

অঘটনঘটনপটীয়সী বলেছেন: মেয়ে গুলো এত্ত বোকা কিভাবে যে হয়!!!

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৯

অপু তানভীর বলেছেন: আসলেই এতো বোকা হয় কিভাবে !

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

জাদিদ বলেছেন: ইন্টারেস্টিনং!!

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৬

অপু তানভীর বলেছেন: হুম ! দেখা যাচ্ছে !

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:২৫

ঢাকাবাসী বলেছেন: ভাল গল্প।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:১৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪৪

নিয়ামুল ইসলাম বলেছেন: :( :(

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

অপু তানভীর বলেছেন: :D :D

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

অপূর্ণ রায়হান বলেছেন: ধাক্কা খেলাম ভ্রাতা !!!! :(


+

ভালো থাকবেন খুব ।।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৮

অপু তানভীর বলেছেন: প্রায় সত্য ঘটনা নিয়ে লেখা ! সত্য সব সময় ধাক্কা দেওয়ার মতই !

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৪

অপ্রতীয়মান বলেছেন: পরিশিষ্টের আগ পর্যন্ত যথেষ্ট রোমান্টিকতা আর শুভ্র একটা ভাব ছিল যা তারপর টুইস্ট হয়ে গেল।

গল্প ভালো লেগেছে, কিন্তু টুইস্ট মন খারাপ করে দিল।

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: মন খারাপ হইলে সমস্যা ! :(

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

রাজু মাষ্টার বলেছেন: যথেষ্ট বাস্তব,কিন্তু এ বাস্তবগুলোর জন্যি ই পৃথিবীর সবকিছুতেই বিশ্বাসের পাল্লাটা দিন দিন হাল্কা হয়ে যাচ্ছে......
গল্প বরাবরের মতই ভালো...

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩১

একজন ঘূণপোকা বলেছেন:
দারুন!!
+++++++++++

২২ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫০

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৬

শূন্য সুমিত বলেছেন: আপুদের সংখ্যা বেশী না ভাইদের সংখ্যা বেশী????....... :D :P

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩

অপু তানভীর বলেছেন: সমানে সমানে ! কেউ কারো থেকে কম না !

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৫

জলমেঘ বলেছেন: ছেলেগুলো এতো পাজী

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪২

অপু তানভীর বলেছেন: ভালা পুলাও আছে কিন্তু !

১৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৩

শূন্য সুমিত বলেছেন: মনে হয় আপুদের সংখ্যাই বেশী........... :P

২৮ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪০

অপু তানভীর বলেছেন: হয় তো ! ;)

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:২২

অনন্ত আরেফিন বলেছেন: দুনিয়া অনেক খারাপ! তবে আপনার লেখা পড়তে ভালো লাগে!++

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৭| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০৭

অজানিতা বলেছেন: X( X(( X(

২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.