নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত ১১.৫৫ মিনিট, ১৪ আগষ্ট ২০১৫ ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুলশানের বাড়ি । চারিদিকে আলোক শজ্জা ! আর কিছু কিছুক্ষন পরেই ১৫ই আগষ্ট । প্রতিবারের মত এবারও ১২ টা ১ মিনিটে কেক কেটে দিন টি উজ্জাপন করার পরিকল্পনা গ্রনন করা হয়েছে । সকল প্রস্তুতি সম্পন্ন । দলের সকল সিনিয়র নেতা কর্মী বাসা এসে হাজির । খুব বড় একটি কেক টেবিলের সামনে রাখা আছে । ঠিক তার বিপরীত দিকে একটা ছোট মঞ্চ তৈরি । কেক কাটার পরে বেগম খালেদা জিয়া নেতা কর্মীদের উদ্দেশ্য কিছু কথা বলবেন ! কয়েকটি টিভি চ্যনালের কর্মীরা এসেছে । তারা লাইভ খবর সম্প্রচার করবেন । সকল প্রস্তুতি সম্পন্ন !
দেওয়ালে সাজানো বড় ঘড়িতে ঢং করে ঘন্টা বেজে উঠলো ! রাত ১২ টা বেজে গেছে । সবাই অপেক্ষা করছে বেগম খালেদা জিয়ার কেক কাটার জন্য । সিড়ি বেয়ে বেগম খালেদা জিয়া নিচে নেমে এলেন । সবার দৃষ্টি তার দিকে দিকে । তিনি আস্তে আস্তে সিড়ি দিয়ে নেমে আসছেন ! ক্যামেরার ক্লিকের আওয়াজ আসছে একটু পরপর । হঠাৎ করে কিছু একটা হল ! বেগম খালেদা জিয়া কেকের দিকে না গিয়ে মঞ্চের দিকে এগিয়ে গেলেন !
সবার অবাক হল । তিনি মাইক হাতে নিলেন । চারিদিকে পিন-পতন নিরবতা ! কারো মুখে কোন কথা নেই । কেউ কিছু বুঝতে পারছে না ।
বেগম খালেদা জিয়া বললেন
-১৯৭৫ সালের এই দিনে আমাদের একজন মহান নেতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল । আজকে আমাদের দেশের জন্য শোকের দিন । আজকে আমি কেক কাটবো না ।
বিদ্যুতের মত এই খবর সারা দেশে ছড়িয়ে পড়লো । বঙ্গবন্ধু শেখ মুজিব কে শ্রদ্ধা জানিয়ে বেগম খালেদা জিয়া কেক কাটেন নি ।
ব্রেকিং নিউজ দেখাতে লাগলো টিভিতে ।
ফেসবুক ব্লগ সব জায়গায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে গেল । মাত্র ছোট্ট একটা পদক্ষেপ সারা বাংলাদেশের মানুষের কাছে বেগম খালেদা জিয়াকে অন্য এক আসনে নিয়ে গেল মুহুর্তেই ।
খবর পৌছাতে দেরি করলো না প্রধানমন্ত্রীর কাছেও । তারপর .....
থাক....... বেশি কল্পনা করা ভাল না !
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন:
২| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: থাক....... বেশি কল্পনা করা ভাল না !
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: হুম !!!
৩| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৬
আমার পথ চলা ১ বলেছেন:
বঙ্গবন্ধুর মৃত্যুদিনে আওয়ামী লীগের কাছে বঙ্গবন্ধুর চেয়ে আওয়ামী লীগের কাছে গুরুত্ব পায় খালেদা জিয়ার জন্মদিন! আওয়ামী লীগ জোর করে সবকিছু আদায় করতে চায়। এটা করতে গিয়ে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের সম্পত্তি বানিয়ে ফেলেছে। আজ সারাদিন টিভিতে যা দেখলাম শুধুমাত্র আওয়ামী লীগ ও তার অংগ সংগঠন গুলোই শোক দিবস উদযাপন করছে। এটা কার ব্যর্থতা?
আর যে জাসদের গণবাহিনীর প্রত্যক্ষ উষ্কানীতে বঙ্গবন্ধু নিহত হলেন, তারাতো বর্তমানে বঙ্গবন্ধু কন্যার আচলের ছায়াতে বসে মুচকি হাসছে! যে মতিয়া'রা শেখ মুজিবের গায়ের চামড়া দিয়ে জুতা বানাতে চেয়েছিলেন, তাদের শোক দিবস পালনকে মানুষ ..... হিসেবে মনে করে। কারন এরা সবাই এখন আওয়ামী পন্থী! বড়ই বিচিত্র এই দেশ!
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪২
অপু তানভীর বলেছেন: গুরু গম্ভীর মন্তব্য না করি !
৪| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩৭
মুদ্দাকির বলেছেন:
উনি কি আসলেই মহান? যদি তাই হন এক সময় এই গল্প সত্যি হবে! আর ১৫ আগষ্টে কি কেউ আর জন্মাবেনা? বিয়ে করবে না? আনন্দ করবেনা?
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: কেউ তো মানা করে নাই । করেন !
৫| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৭
উপপাদ্য বলেছেন: সম্মান বহু দেখানো হয়েছে, এখনো দেখানো হয়। ব্যাক্তি শেখ মুজিবকে কখনোই অশ্লীলভাবে আক্রমন করা হয়না। শুধু তার ডিক্টেটরশীপ ও বিরোধীদলীয় নেতা-কর্মীদের গুম, খুন হত্যা। বাকশাল গঠন, রক্ষী বাহিনীর নির্যাতন এসব বিষয়ে সমালোচনা করা হয়। এবং রাজনীতিতে এটা স্বাভাবিক। কিন্তু যারা সম্মান দেখানোর মর্যাদা দিতে জানেনা তারাই বরং কটুক্তি করে রাজনীতির পরিবেশ নোংড়া করেছেন।
আর বেগম জিয়া কখনোই তার বাড়ী আলোকসজ্জিত করে মহা ধুমধাম করে জন্মদিন পালন করেননি। সেটাও শুধু মাত্র ঐ সম্মান দেখানোর কারনে।
কাকতালীয়ভাবে একজনের মৃত্যদিন ও আরেকজনের জন্মদিন একই দিনে হওয়ায় এতো গ্যাঞ্জাম। পত্রিকাওয়ালা "খবিসেরা" (??) হাইলাইট করে আর আওয়ামী ইন্ডিপন্থিরা আহত হয়।
আওয়ামী ইন্ডিদের উচিত বেগম জিয়ার জন্মদিন ইগনোর করা। হৈ চৈ না করা। কিন্তু তারা তা করবেনা কারন সিম্প্যাথি সিকার যে!! এটাও চেতনা ব্যবসার অন্তর্গত।
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: হুম ! তাই দেখাই যাচ্ছে !
৬| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
গোয়েন্দাপ্রধান বলেছেন: মানে হইল আওয়ামি লিগ দুখ পাবে
আমাদেরও পাইতে হবে
এই হল আওয়ামি মাইন্ডসেট
১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: না । তা পাইতে কেন হইবে ?
৭| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৮
একজন ঘূণপোকা বলেছেন:
অপু ভাই, এই স্বপ্নটাও দেইখেন। জয়ও নিচের পিকটার মত একদিন জিয়ার মাজার জিয়ারতে যাবে।
গণভবন থেকে বেশি দূর তো নয় শহীদ জিয়ার মাজার
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৬
অপু তানভীর বলেছেন: এইটা অনেক আগের ছবি । মেবি ২০০১ এর আগের । তখন রাজনীতি এতোটা খারাপ ছিল না ! তখন বেগম খালেদা জিয়া ১৫ই আগস্টে কেক কাটতেন না !
সেই সময়টা আর নাই ।
৮| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১
একজন ঘূণপোকা বলেছেন:
তার মানে বিএনপি চেইঞ্জ হইসে, আর আওয়ামী লীগ আগের মতই আছে
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
অপু তানভীর বলেছেন: আসলে ২০০১ এর পরে রাজনীতি বদলেছে । আমার যদি ভুল না হয় আমি যতদুর জানি শেখ হাসিনার মেয়ের বিয়ের সময় জিয়া পরিবারকে দাওয়াত দেওয়া হয়েছিল এবং সেখানে তারেক জিয়া গিয়েও ছিল ! তখনকার সময়ে রাজনীতিক দের একে অন্যের উপর সম্মান ছিল । কিন্তু এখন আর সেইটা নেই ।
৯| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:১১
একজন ঘূণপোকা বলেছেন: এইটা ২০০৫ এর ছবি
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৭
অপু তানভীর বলেছেন: হুম !
©somewhere in net ltd.
১| ১৫ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
চমৎকার লাগলো