নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তিহার গল্প

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩২





তিহার মন খারাপ থাকলে সারাদিন শুয়ে থাকতে ইচ্ছে করে । কম্বল মুড়িয়ে সারা দিন শুয়ে থাকতে আর গান শুনতে ইচ্ছে করে । কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না ।

অবশ্য ওর আশে পাশে এখন কেউ থাকেও না ! এক হাউজ মেট আছে । এলিন নাম ! ব্রিটিস !

মেয়েটা এমনি ভাল তবে যত ভালই হোক বাংলা না জানা কারো সাথে কথা বলে কি সুখ পাওয়া যায় ! যদি কোন বাংলা মন খারাপের গান কথা এলিকে বলা যায় এলিন চোখ বড় বড় করে শুনবে তারপর বলবে ইটস সাউন্ডস কোয়াইট ফানি ইউ নো !

তখন এমন মেজাজ খারাপ হয় ! তিহার মনে হয় থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দেয় !

কিন্তু চাইলেই কি সব কিছু করা যায় !

এই যেমন এখন আকিবের সাথে কথা বলতে ইচ্ছে করছে কিন্তু আকিবের কোন খোজ নেই । আকিবের সাথে কথা বলার জন্য তিহা সেই সকাল থেকে আছে অথচ তার কোন খোজ নেই ।



গত কাল রাতেও আকিব কথা বলতে পারে নি । কি একটা অফিসের কাজ নাকি আছে সকাল বেলা । সেটার প্রেজেন্টেশন জমা দিতে হবে ।

আরে মাঝ খানে আধা ঘন্টার জন্য কি কথা বলা যায় না !

বদ ছোকড়া !

তিথার অভিমানে মুখ টা ফুলে ওঠে ।

বারবার মনে হয় ছেলেটা এমন কেন করে ?

কেন এমন করে ?

একটু কথা কি বলা যায় না ?

তার কন্ঠস্বর শোনার জন্য তথা যে কত আগ্রহ নিয়ে বসে থাকে সেটা কি সে জানে না ।



তিহা আবার মোবাইল টা হাতে নেয় । কোন মেসেজ আসে নি । হোয়াটস এপসেও কোন মেসেজ আসে নি । তিহার কান্না আসতে থাকে । ইচ্ছে করে গলা ছেড়ে কাঁদতে । ছেলেটা যদি একটু বুঝতো । কত গুলো কথা তাকে কে বলার আছে ।



গত কাল বিকেল ক্যাম্পাস থেকে ফেরার পথে আনমনেই তিহা হাটছিল রাস্তা দিয়ে । ওম নি একটা ছোট্ট বিড়াল ছানা ওর পায়ে সমনে চলে আসে । ওর দিকে কেমন করে তাকিয়ে মিউ মিউ করতে থাকে ।

তিহার এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ নেই । এমন কি আশেপাশের ক্যাম্পাস থেকে ফেরার পথে এই রাস্তাটা একটু নির্জন । ওয়ারউইকের এই দিক টা একটু নিরবই । জায়গাটা একটা পার্কের মত । বাড়ি ঘর ছাড়া কেবল গাছ গাছালিতে ভরা ।



বিড়ালের বাচ্চা এমন মায়া করা চোখে তিহার দিকে তাকিয়ে রইলো তিহা কোলে করে বাচ্চা টাকে ঘরে নিয়ে । মনে হয় অনেক দিন কিছু খাই নি বাচ্চা টা ! এলিন তো প্রথমে দেখেই চিৎকার করেই উঠলো ! রাস্তার ছিল শুনে ফেলে দিয়ে আসতে বলল ।

তিহা শুনে নি । শেষে ভাল করে লিকুইড দিয়ে বিড়াল ছানা কে পরিস্কার করার পরে আর কোন কথা বলে নি ।



তিহা সেই কথা আকিবকে বলার জন্য কতক্ষন ধরে অপেক্ষা করছে কিন্তু জনাবের শোনার সময় কোথায় ! তার উপর বিড়াল ছানার নাম কি রাখবে সেটাও তিহা বুঝতে পারছে না । সেই কখন থেকে বিড়াল ছানা ঘরের ভিতর ঘুরে ঘুরে বেড়াচ্ছে । মাঝে মাঝে মিউ মিউ করে উঠছে । তিহা দেখেও দেখছে না ! তার চোখ বারবার কেবল মোবাইলের দিকে !



বিড়ালটা আস্তে আস্তে তিহার বিছানার কাছে চলে এল ! মিউ মিউ করতে লাগলো !

তিহা বিড়াল ছানা কে কোলে তুলে নিয়ে বলল

-কি বলবি বল ? এক জনের সাথে কথা বলার জন্য কতক্ষন ধরে বসে আছি জনাবের কোনখোজ নাই ! আর তুই সেই কখন থেকে মিউ মিউ করছিস ? কি বলবি ?

-মিউ মিউ !

-কোন ছেলেটা ?

-মিউ !

-শুনবি ? একটা বদ ছেলে !

-মিউ !

-হুম ! খুব বদ ! কিভাবে আমাকে এসবের ভিতর জড়িয়ে ফেললো টেরই পেলাম না ! জানিস ঐ বদ ছেলেটাকে কিভাবে চিনি ?

-মিউ !



বিড়াল ছানা এমন ভাবে মিউ বলল যেন সত্যি সত্যি সে তিহার কথা বুঝতে পারছে । তিহা আপন মনেই কিছুক্ষন হেসে পড়লো ! সে কি আসলেই বিড়াল ছানা কে বলছে নাকি নিজের আনন্দের মুহুর্তের কথা গুলো আবার মনে করতে ভাল লাগছে ।



বিড়াল ছানাকে আদর করতে করতে কদিন আগের কথা মনে করতে লাগলো !



ওয়ারউইকে ওঠার পর থেকে প্রথম প্রথম বেশ ভালই দিন কাটছিল ! বলতে গেলে প্রথম বারের মত সবাই কে ছেড়ে এই দুর দেশে এসে পরেছে । নতুন দেশ নতুন ইউনিভার্সিটি ।



একটা মজার ব্যাপার ছিল যে ক্যাম্পাসে তিহাই একমাত্র বাঙ্গালী শিক্ষার্থী। প্রথম প্রথম অবশ্য অনেক উপভোগ করেছে বিষয়টা । জীবনে প্রথমবারের মত তার মনে হয়েছে সে মুক্ত, স্বাধীন । কেউ কিছু বলার নেই, সময়মত বাড়ি ফিরার তাড়া নেই । এমন যদি সারাজীবন থাকতে পারতো সে ।

কিন্তু কদিন যেতে না যেতেই সেই সব অনুভুতি কোথায় হারিয়ে গেল ।

নিজের কাছের মানুষগুলোর জন্য, নিজের ভাষায় কারো সাথে কথা বলার জন্য সারাদিন তীর্থের কাকের মত অপেক্ষা করতো !

একটু ছুটি পেলেই সোজা চলে আসতো ইস্ট লন্ডনের বাঙলা কলোনিতে । এখানে ওর এক খালা থাকে । সেই সময়টা একটু শান্তিতে কাটে ।

কিন্তু বেশির ভাগ সময়ে তো থাকতে হত এই ওয়ারউইকেই থাকতে হয় !

সময় কাটানোর জন্যই বাংলা ব্লগের খোজ করা ।

সেই খানেই আকিবের খোজ পায় তিহা ! আবিক ব্লগে গল্প লিখতো ! সেখান থেকেই তার খোজ পায় ! কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে আকিব কে সে আগে থেকেই চিনে ।



তিহার বড় খালার পাশের ফ্ল্যাটে আকিবরা থাকতো ! খালা বাড়ি যাওয়া আসার সময়ে প্রায়ই দেখা হয়ে যেত ! সেই আকিব যে এই আকিব ফেসবুকে এসে তিহা আরও ভাল করে জানতে পারলো !

একই ব্লগে লেখার সুবাধে ফেসবুকে বন্ধুত্ব্য !

এরপরই তিহার মজা করা শুরু । প্রায় প্রায় দিন তিহা আকিবকে নানা কিছু বলে অবাক করে দিতো !

আপনাদের বাসায় ছাদের ১১ টা গোলাপ গাছ আছে তাই না ?

আপনাদের বাড়ির রংটা হলদেটে !

আপনার বাবা একজন এই.......

আপনি এইখানে পড়েন .....

আপনার একটা বিড়াল আছে ! কালো রংয়ের

আরও কত কিছু !



একদিন তো বলেই দিল যে আপনি আজকে সিড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে গিয়েছিলেন ?

আকিব খুব অবাক হত ! এরপর ওদের যোগাযোগ আরও যেন বেড়ে গেল ! ফেসবুক থেকে স্কাইপি তারপর সেখান থেকে হোয়াটস এপস ! কখন যে একে অন্যের অনেক কাছে চলে এল কেউ টেরই পেল না !







তিহা ওর বিড়াল ছানা কে কোলে নিয়ে বারান্দায় এল ! আসার আগে আরও একবার দেখে নিয়েছে আকিবের কোন মেসেজ কিংবা কল এসেছে কি না !

আসে নি !

মন খারাপ লাগছে । লাগছে একটু অস্থিরও ! এমন করেন করছে ছেলেটা ?

এর আগে তো কোন দিন এমন হয় নি !

বিড়াল ছানা কে আদর করতে করতে তিহা বলল

-বাবু ! দেখেছিস তো পচা ছেলেটা আমাকে কিভাবে কষ্ট দিচ্ছে । এভাবে কিভাবে পারে বলতো !



আদর করতে করতে তিহা একটা অদ্ভুদ দৃশ্য দেখলো ! আকিবের মত একটা ছেলে ওর বাসার সামনের রাস্তা পার হচ্ছে ! চোখে কালো ফ্রেমের চশমা, গালে সেই চিরোপরিচিত খোচা খোচা দাড়ি !

তিহার একবার মনে হল সে হয় ভুল দেখছে ।

সারাক্ষন ওর চিন্তা করছে বলে মনেই ওর মত কাউকে এমন মনে হচ্ছে ! আকিব কোথা থেকে আসবে এখানে ?

ওর মত কেউ হবে হয় তো ! তবে ছেলেটা যে বাঙ্গালী কিংবা ভারতীয় এটা পরিস্কার বোঝা যাচ্ছে । কিন্তু তিহার বুকের ভেতর ততক্ষনে একটা ঢিপঢিপ আওয়াজ শুরু হয়ে গেছে !



ওমা ! ছেলেটি দেখি ওর বাসায় দিকেই আসছে ! তিহার মনে আর কিছু আসলো না ! কেবল বারান্দা থেকে দৌড়ে প্রধান দরজার কাছে চলে গেল ! দরজা খুলতেই ছেলেটাকে দাড়িয়ে থাকতে দেখলো !

মুখে একটু দুষ্টামীর হাসি !





-কি বিদেশিনী ?

আকিব তিহাকে প্রায়ই বিদেশিনী বলে ডাকে !

তিহার কেবল মনে হল ও অজ্ঞান হয়ে পড়ে যাবে ! জীবনে এতো বড় সারপ্রাইজড সে আর কখনও হয় নাই !

এই বদ ছেলে এখানে কিভাবে এল !

কিভাবে ?



তিহার কিছু দিন আগের একটা কথা মনে পড়ে গেল ! আকিব একবার কথার ছলে বলেছিল যে ওদের অফিস নাকি কিছু ইমপ্লোয়ীকে বাইরে পাঠাচ্ছে ট্রেনিংয়ের জন্য । তিহা আর কিছু অবশ্য জানতে চাই নি ।



-আমাকে বলবা না একটা বার ?

আকিব হেসে বলল

-তাহলে কি তোমার চোখ এই অপ্রত্যাশিত হাসিটা দেখতে পেতাম !

-বদ পুলা ! পাজি ছোকড়া কোথাকার !



এই বলে তিহা.............





(এই বলে তিহা কি করলো সেটা বরং তিহার উপরেই ছেড়ে দিন ! আসুন আমরা অন্য কোন গল্পের দিকে যাই)

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল্লাগছে!!! B-) B-) ;) B-)) :-B :-B :P

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৯

অপু তানভীর বলেছেন: একজনের ভাল লাগলে তো হইবে না ! অন্য জনেরও ভাল লাগিতে হইবে ;);)

২| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: :P :P
বাই দ্যা রাস্তা, কিছু প্রিন্টিং মিসটেক আছে। ;) ;)

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৯

অপু তানভীর বলেছেন: আমার গল্পে তো বানান ভুল থাকবেই ! এটা জানা কথা :D :D :D

৩| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

মদন বলেছেন: রোজার দিনে কি সব করে বদ পোলাপান

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৭

অপু তানভীর বলেছেন: সঠিক নিয়ত দিয়া গল্প পড়েন ! রোজা ভাঙ্গিবে না ! ;) ;)

৪| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৩

আকিব আরিয়ান বলেছেন: B:-) B:-) B:-) মাদার অফ গড!!! এইটা লিখলেন ভাই????!!! আমি নাম মিলে দেইখা পড়া শুরু করছিলাম কিন্তু কাহিনীও :(( :(( আম্মা আমারে বাঁচাও এই পলায় শিওর জাদু জানে :-B /:)

ভালা কথা এই গল্প মাথায় আসলো কিভাবে??? আমারও একটা গল্প আছে প্রায় একই রকমের B:-) B:-)

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৮

অপু তানভীর বলেছেন: হে হে হে !
সাবধান ! কখন কোন গোপন তথ্য গল্প আকারে ফাঁস হয়ে যাবে কেউ কিন্তু টের পাবে না ;););)

৫| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

হিলিয়াম এইচই বলেছেন: সেইরাম হইসে :-)

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১১

অপু তানভীর বলেছেন: :) :) :) :)
ধন্যবাদ

৬| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫

সেলিম আনোয়ার বলেছেন: ভাল হয়েছে আকিব বদপুলার গল্প। :) ;)

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২১

অপু তানভীর বলেছেন: :D :D :D
থেঙ্কু !!

৭| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০

আকিব আরিয়ান বলেছেন: ইইইইইইইইইহহহহহহহহহহহ আসছে কই থাইকা গোপন কথা নাকি বাইর করবো :-P :-P :-B :-B =p~

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪০

অপু তানভীর বলেছেন: কখন কি হইবে টেরও পাইবেন না কইলাম ;););)

৮| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৩

শাকিল ১৭০৫ বলেছেন: ইয়ে অফু বাই শেষ অংশে কন্যা কি করে তা যদি একটূ ক্লিয়ার করতেন বুঝতে সুবিধা হইতো :P

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪১

অপু তানভীর বলেছেন: রমজান মাসে বদ পুলা কয় কি ! B-)) B-)) B-))

৯| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪২

নিয়ামুল ইসলাম বলেছেন: সবই ষড়যন্ত্র :-P :-P

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০২

অপু তানভীর বলেছেন: :D :D :D

১০| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: বাহ! বাহ! অপুদা, এত্তো এত্তো গুলা তথ্য দিয়া আম্রে ধন্য করে দিলেন, আপনারে আজকে কুন্নো মাইনাচ দিবো না, ডিরেক্ট পিলাচ ;) ;)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৩

অপু তানভীর বলেছেন: সব তথ্যই যে সঠিক এগুলা ভাবলে কিন্তু ভুল করিবেন ! ;););)

বেশির ভাগই কিন্তু আমার বানানো :D :D :D

১১| ১২ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

মামুন রশিদ বলেছেন: গল্প শেষে মধুর সারপ্রাইজ খেলাম :)

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: আহা ! এই সারপ্রইজ যদি কারো কাছ থেকে পেতাম ! জীবনটাই ধন্য হয়ে যেত :):)

১২| ১৩ ই জুলাই, ২০১৪ রাত ৯:২৪

একজন ঘূণপোকা বলেছেন:
তিহার পরিচয় জানতে চাই ;)

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১:০৯

অপু তানভীর বলেছেন: দেখেন উপ্রে তার কমেন্ট আছে ;)

১৩| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

খাঁজা বাবা বলেছেন: সেটাই ভাল
আমরা অন্য গল্প পড়ি :(

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ১:২০

অপু তানভীর বলেছেন: পড়েন অন্য গল্প

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.