নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-আরে ভাই এখনও শুয়ে আছেন ?
আমি শুয়ে শুয়ে টিভি দেখছিলাম ! পাশের ঘরের ছোট ভাই শুভ্র আমার রুমে এসে হাজির !
আমি বললাম
-কেন ? টিভি দেখছি তো !
-খেলা শুরু হয়ে গেছে । দেখবেন না ?
টিভি টা আমার ঘরে ! এমনিতেই পাশের রুম থেকে খুব বেশি আমার ঘরে টিভি দেখতে আসে না বিশেষ করে সব সময় আসে না । তবে বিশেষ কোন খেলা হলে অবশ্য চলে আসে !
আমি কখনই খেলার উপর এতো আকর্ষন বোধ করি না । এমন একটা ভাব কখনই নেই যে খেলা দেখতেই হবে ! কোন প্লেয়ার কত রান করলো কিংবা কার কি রেকর্ড হল এটা নিয়ে আমার কোন কালেই খুব বেশি আগ্রহ জন্ম নেয় নি ! নিজের দেশের খেলা হলে একটু দেখি ! স্কোর টা একটু জানতে ইচ্ছে করে । এই আর কি !
আমি বললাম
-কাদের কাদের খেলা ?
-আপনে না একটা ! আজকে বাংলাদেশ আর ভারতের খেলা ! তাও আবার বাংলাদেশের মাটিতে ! আপনি দেখি কোন খিয়ালই রাখেন না !
-তাই নাকি ?
অন্য খেলার প্রতি আমার খুব একটা আকর্ষন না থাকলেও নিজের দেশের খেলা হলে একটু দেখতে মন চায় ! তার উপর খেলা আজকে ভারতের সাথে । যারা কি না নিজের মাঠ ছাড়া অন্য কোথাও খেলতে যায় না ! নিজের মাঠে তারা খুব ভাল খেলে কিন্তু অন্যের মাঠে গেলে তাদের খবর হয়ে যায় !
এর আগে কতবার খেলতে আমন্ত্রন জানানো হয়েছে বেটা দের । তখন আসে নাই ! এবার এতো সাহস করে চলে এল ?
ব্যাপার টা কি ?
আমি চ্যানেল পাল্টালাম ! ততক্ষনে খেলা শুরু হয়ে গেছে ! ভারত আগে ব্যাটিং করছে !
বলিং করছে কে জানে ?
মাশরাফি মনে হয় ! হুম ! মাশরাফিই তো মনে হয় ! এই ভদ্রলোকের বলিং আমার বেশ পছন্দ ।
আমিও খেলা দেখা শুরু করলাম !
১ ওভার ১ বল !
রান সংখ্যা ৭ !
হুম ! বলে বলেই তো রান !
পুরো স্টেডিয়াম ভর্তি সব আমাদের দেশীও পোলাপাইন ! টাইগারদের উৎসাহ দিচ্ছে ! দেখতেই ভাল লাগে !
মাশরাফি পরের বল টা করলো ! ব্যাটসম্যানের ব্যাটের কোনায় লেগে অফ লেগ সাইডে চলে গেল বল ! একটা রান ।
আমি স্কোরবোর্ডের দিকে তাকিয়ে একটু অবাক হলাম !
রান দেখাচ্ছে ৯ !
কেন ?
৭ রান ছিল !
৮ রান হওয়ার কথা !
আমি ঠিক বুঝলাম না ! টেকনিক্যাল কোন ভুল ? নাকি আগেই ৮ রান ছিল ? আমি ঠিক মত দেখি নি ! আমি আবার মন দিয়ে খেলা দেখতে শুরু করলাম !
কিন্তু পরের বলটার বেলাতেও ঠিক একই কাজ হল ! বিরাট কলি মনে ব্যাটিং এ ! ঠিক মত চিনিও না ! এক রান নিল ! ৯ থেকে ১০ হওয়ার কথা ! কিন্তু হল ১১ মানে কি ?
আমি বললাম
-শুভ্র ?
-জি ভাই ?
-স্কোরটা কি ঠিক আছে ?
শুভ্র আমার দিকে খানিকটা হাসি নিয়ে তাকালো ! আমি খেলার অনেক খবরই জানি না ! খোজ খবরও কম রাখি । কিন্তু দৌড়ে এপাশ থেকে ওপাশে গেলে এক রান হয় এবং সেটাতে ৯ থেকে ১০ এ যাবে এটা তো না বোঝার কিছু নেই !
শুভ্র বলল
-ভাই আপনি দেখি কিছুই জানেন না !
-কি জানি না ?
-আরে দেখছেন না ভারত খেলতে এসেছে বাংলাদেশে !
-তো ?
-জানেন না ভারতের জন্য নতুন নিয়ম হয়েছে !
-নতুন নিয়ম মানে কি ? কি রকম ?
শুভ্র একটু চুপ করে কি যেন ভাবলো ! তারপর বলল
-শুনের ভারত যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে খেলতে যাবে তখন এই নিয়ম লাঘু হবে !
-সেই নিয়ম টা কি ?
-এই আর কি ভারতের ব্যাটিং কালে যদি কোন ব্যাটস ম্যান এক রান নেয় তাহলে সেটা দুই রান যোগ হবে দুই হলে চার ! চার হলে আট !
-আর ছয় হলে ?
-সেটা নিয়ে কিছু হয় নি ! ওরা জানে ওরা ছয় মারতে পারবে না ! তাই ওটা ছয়ই আছে !
-মানে কি ! এটার কোন মানে হল ! আর ?
-আর প্রতিটা ডট বলের জন্য এক রান করে !
আমার মুখ হা হয়ে গেল ! কয় কি !
আচ্ছা এই জন্য এক ওভার এক বলে ৭ রান ছিল ! ওরা এক রানও নিতে পারে নি ! ৭ টাই ডট বল ছিল !
আমার মনে আছে আমি যখন ছোট বেলায় ক্রিকেট খেলতাম তখনকার কথা ! আমার বড় ভাই সব সময় বেশ ভাল ক্রিকেট খেলত ! তাই আমি তার সাথে খেলতে চাইতাম না ! তখন আমার ভাই আমাকে বলতো যে তুই যদি একরান নিতে পারিস তাহলে তোর দুই রান হবে ! চার মারতে পারলে আট রান ! খুশি !
আর প্রথমবার আউট হলে সেটা আউট হবে না !
দেখতে দেখতে বিরাট কলির স্ট্যাম্প উড়ে গেল !
কিন্তু অবাক হয়ে দেখলাম বিরাট কলি মাঠ না ছেড়ে স্ট্যাম্পটা ঠিক করে আবার ব্যাটিং করা শুরু করে দিল ! আর আম্পায়ার ওয়ারলেসে কি যেন একটা কথা বলছেন ! এদিকে বলার মাশরাফিও দেখলাম বল নিয়ে নতুন করে বল করার প্রস্তুতি নিচ্ছেন ! এমন একটা ভাব যেন স্ট্যাম্প উড়ে যাওয়া কোন ব্যাপার না !
মানে কি ?
শুভ্র আমার দিকে তাকিয়ে বলল
-ও ! আরেকটা নিয়ম সেটা হল প্রথম চার জন ব্যাটস ম্যানকে দুইবার করে আউট করতে হবে !
আমার মুখ হা হয়ে গেল !
এই টা নিয়ম !
-কি করবো ভাই বলেন ! ইন্ডিয়া জানেন তো খুব শক্তশালী (!!) এবং সম্মানী (!!) টিম নামে পরিচিত । এই শক্তিশালী ভাব নিয়ে যদি আমাদের সাথে হেরে যায় তাহলে তাদের মান সম্মান টা কোথায় যায় বলেন ! তাই তাদের জয় যেন নিশ্চিত হয় এই জন্য এই নিয়ম বানানো !
দুরও এই খেলা দেখবো না !
এই কথা বলতে বলতে দেখলাম বিরাট কলির স্ট্যাম্প আবারও উড়ে গেল !
যাহ ! শ্লা !
এই বার বেটা সত্যি আউট ! যা বেটা দুরে গিয়া মুড়ি খা !
আমি আবারও বসে পড়ি !
টাইগারদের এই ছাগল গুলোরে এমনিতেই হারাতে পারবে ! হেহেহে !!
ওভার শেষ হলে আমি রান্না ঘর থেকে পিয়াজ কেটে নিয়ে এলাম ! ঘরে মুড়ি আর চানাচুর ছিল ! বিরাট কলি সাজ ঘরে গিয়ে মুড়ি খাক আমি এখানে ঝাল পিয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি খাই আর দাদাদের খেলা দেখি !!
বিঃদ্রঃ এই ছোট্ট গল্প কেবল মজা নেওয়ার জন্য লেখা । যদি এই লেখা পড়ে আপনার মনে বিন্দু মাত্র রাগের উদ্ভব হয় তাহলে বুঝতে হবে আপনি একজন টুটটুট !!
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: আপনি লেখেছেন,
"
বিঃদ্রঃ এই ছোট্ট গল্প কেবল মজা নেওয়ার জন্য লেখা । যদি এই লেখা পড়ে আপনার মনে বিন্দু মাত্র রাগের উদ্ভব হয় তাহলে বুঝতে হবে আপনি একজন টুটটুট !! "
হাউকাউ কিছু একটা প্রকাশ করেছেন নাম দিয়েছেন গল্প; আবার বিঃদ্রঃ এ হাউকাউ কি লিখেছেন; জীবনটা ও ভাবনাটা পুরোপুরি হাউকাউ?
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৯
অপু তানভীর বলেছেন: জনাব আপনি মনে হয় আমার ব্যানারে কি লেখা আছে সেইটা ভাল করে দেখেন নি ! একটু করে ভাল করে লক্ষ্য করে তারপর আসুন !
আর আমি হাউকাউই লিখি ! আপনার যদি পছন্দ না হয় সিম্পলি এড়িয়ে চলেন !
ধন্যবাদ !
আর প্রোফাইলের ডান দিকের ব্যানারটা একটু লক্ষ্য কইরেন ! কেমন !
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮
স্বপ্নবাজ অভি বলেছেন:
দাদাদের মিরপুরের 22 গজে ধর্ষণ করা হপে!
উপরে একজন হুদাই হাউকাউ করে ক্যান?
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন: দাদাদের কেবল মিরপুরে না ! সারা বাংলায় এইকাম করা হোক !!
আর হাউকাউ কেন করে কেমনে কমু !
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
সাইলেন্স বলেছেন: টুটুটটদের সংখ্যা একেবারে কম না এদেশে।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন: কথা সত্য ! একেবারে কম না !
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩
নিশাত তাসনিম বলেছেন: চ্রম বিনুদিত হলুম
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
অপু তানভীর বলেছেন: এতো বিনুদিত !!!
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
ভোরের শিশির । বলেছেন: ওহ ভাই । কি দিলেন । + না দিয়ে পারলাম না । আমিও এমন কিছু লিখতে চেয়েছিলাম । তার আগে আপনি ই লিখছেন । ধন্যবাদ ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
অপু তানভীর বলেছেন: আপনার লেখা আগে দিয়ে দেওয়া জন্য আমি ব্যাপুক ভাবে ক্ষমা প্রার্থী !
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮
অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা
অনুগল্প শব্দটা একসাথে হবে মনে হইতেছে।
কিছুটা পড়িলেম ভালোই
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২০
অপু তানভীর বলেছেন: ওকে এখনই ঠিক করে দিচ্ছি !!
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
পাঠক১৯৭১ বলেছেন: প্রোফাইলে কি সব লিখেছেন, তা কোন অর্থ বহন করে না; কি লিখেছেন, সেটাই আসল!
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: আমি কেমন লিখি সেটাই প্রোফাইলে লিখে রাখা !
সুতরাং আপনি যদি আমার লেখা পড়ে হতাশ হন আমি কি করতে পারি ! আপনি জেনেশুনেই যেহেতু ব্লগে ঢুকেছেন !
৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
ভোরের শিশির । বলেছেন: তানভির ভাই । ভাই মজা নিয়েন না । শালার ভারতী গোষ্ঠির ষষ্ঠীপূজা সম্পন্ন করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ত্ব রক্ষা করা সম্ভব নয় ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: ভাই, আমার স্থান থেকে আমরা সারা জীবন প্রতিবাদ করেই যাবো !
হয় আমাদের পরাজয় হবে নয়তো তাদের । মাথা নিচু করে কিছুতেই এগিয়ে চলা নয় !
১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩
ভোরের শিশির । বলেছেন: ধন্যবাদ ভাই । এখন প্রতিবাদ ই আমাদের ভাষা । আমিও চেষ্টা করছি । তবে আপনাদের মত এত জোরালো ভাবে পারি না ।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭
অপু তানভীর বলেছেন: যেভাবে হবে সেভাবেই । যতটুকু স্বাধ্যে পারা যায় ।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪
মহিদুল বেস্ট বলেছেন: বিঃদ্রঃ এই ছোট্ট গল্প কেবল মজা নেওয়ার জন্য লেখা । যদি এই লেখা পড়ে আপনার মনে বিন্দু মাত্র রাগের উদ্ভব হয় তাহলে বুঝতে হবে আপনি একজন টুটটুট !!
চরম ভাবছি কনভার্ট করে ওদেরকে তবিজকবজ হিসেবে গলায় ঝুলানোর কথা বলব যেন তাতেও ওদের চোখ খোলে
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
অপু তানভীর বলেছেন: কুনো তাবিজ কবজে সেই চোখ খুলিবে বলিয়া মনে হয় না !
১২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
মহিদুল বেস্ট বলেছেন: না মানে আমগো কাম আমরা করলাম আর কি... হেগোরে ত কিচ্চু অয় না! মুগুর পড়লেও যা বজ্র পড়লেও তা...
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন:
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভারত একটা টুটটুট।
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: টুটটুট !!
হাঁচা কথা হামা ভাই
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: খেলার বাকি অংশটুকু আরও ইন্টারেস্টিং ছিল। ৩৬ ওভার ৪ বলে ১৯৩ রানে ভারত অল আউট। ভারতের অধিনায়কের আবেদনের ভিত্তিতে ম্যাচ রেফারী ওয়ান ডে থেকে বদলে টি ২০ ম্যাচ হিসাবে ঘোষণা করেন। যদিও শেষ রক্ষা হয়নি। বাংলার টাইগাররা ১৬ ওভার ৫ বলে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বিজয়ী হয়।
বিঃদ্রঃ এই কমেন্ট পড়ে আপনার মনে বিন্দু মাত্র রাগের উদ্ভব হয় তাহলে বুঝতে হবে আপনি একজন টুটটুট !!
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:২১
অপু তানভীর বলেছেন:
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৬
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: সকাল বেলা সেই রকম মজা পেলাম।
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
অপু তানভীর বলেছেন:
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১২
সিদ্ধার্থ. বলেছেন: আদপেই তাই (শ্রীনিবাসন এমন দাবি করলেও অবাক হব না ।)
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৯
অপু তানভীর বলেছেন: হেহেহহে !!
অবাক হওয়ার কিছু নাই !
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৯
নাজিম-উদ-দৌলা বলেছেন:
ভাইরে কওয়া যায় না, যেই অবস্থা হইতেছে, অদুর ভবিষ্যতে এমন কিছু নিয়ম হইতেও পারে!
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৮
অপু তানভীর বলেছেন:
কিচ্ছু কওয়া যায় না !
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১
প্রোফেসর শঙ্কু বলেছেন: যাই করুকগে, বাংলাদেশের ক্রিকেট স্পিরিটের কাছে ওসব কিছু না!
ভাল লাগল লেখা।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
অপু তানভীর বলেছেন: আসলেই তাই ! হারুক কিংবা জিতুক সব সময় আমরা আমাদের ক্রিকেট টোমের পাশে । আমাদের স্পিরিটের কাছে ওসব কিছু না!
ধন্যবাদ !!
১৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩
আমি তুমি আমরা বলেছেন: আপনার দেখি তিন লাখ হিট হয়ে গেল। অভিনন্দন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
অপু তানভীর বলেছেন:
ধন্যবাদ
২০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার মুখ হা হয়ে গেল !
এই টা নিয়ম !
-কি করবো ভাই বলেন ! ইন্ডিয়া জানেন তো খুব শক্তশালী (!!) এবং সম্মানী (!!) টিম নামে পরিচিত । এই শক্তিশালী ভাব নিয়ে যদি আমাদের সাথে হেরে যায় তাহলে তাদের মান সম্মান টা কোথায় যায় বলেন ! তাই তাদের জয় যেন নিশ্চিত হয় এই জন্য এই নিয়ম বানানো !
Great Bamboo!!! and of-course unclean!!!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
অপু তানভীর বলেছেন:
২১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:১৩
আমি রেদওয়ান বলেছেন:
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:০৭
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫০
মুশাসি বলেছেন: পুত্তুম পিলাচ +++