নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক বছর আগের কথা ! দুর দেশে এক জমিদার বাস করতো ! তার নাম লীগেরশ্বর ! জমিদার লীগেশ্বরের ছিল বিস্তার প্রভাব প্রতিপত্তি ! নিজ এলাকায় তার ব্যাপক ক্ষমতা ছিল ! পাইক পেয়াডা নিয়ে সে গ্রামের এক পাশে বসবাস করতো ! গ্রামের অন্য প্রান্তে আরেক জমিদার বাস করতো ! তার নাম ছিল জাতিশ্বর । তারও ক্ষমতা কম ছিল না ! কিন্তু জমিদার লীগেরশ্বরের মত এতো না । তবে তাকেও খাটো করে দেখার কোন বিষয় না ! সেও ছিল জমিদার । সেও পাইক পেয়াডা নিয়ে গ্রামের আরেক প্রান্ত বসবাস করত !
দুই জমিদারের ভিতর ছিল ব্যাপক দ্বন্দ্ব ! কেউ কাউকে দেখতে পারতো না ! দুজনেই চাইতো দুজনার ক্ষতি করতে ! তাদের পাইক পেয়াডাও থাকতো এই বাহানায় কখন ক্ষতি করা যায় !
উল্লেখ করার মত গ্রামে আর লোক ছিল ! তবে সে কোন জমিদার ছিল না । তবে তার প্রভাব কম ছিল না । সে অনেক সুন্দর গল্প বানাতে পারতো ! মিথ্যা গল্প ! মানুষের নামে মিথ্যা রটনা রটাতো সে ! এমন ভাবে বলতো কথা গুলো যে সবাই বিশ্বাস করতো ! তার নাম ছিল মতিচুর ! জমিদার লীগেরশ্বর মতিচুরকে বিশেষ প্রশ্রয় দিয়ে রেখেছিল ! তার অবশ্য কারনও ছিল ! সুযোগ পেলেই মতিচুর জমিদার জাতিশ্বরের নামে আকুথা কুকথা ছড়াতো ! তার সব যে মিথ্যা তা কিন্তু না । কিছু মিথ্যা আবার কিছু সত্য কথা ! যার ফলে মানুষ সহজেই মতিচুরের কথা বিশ্বাস করে নিত । সবাই জমিদার জাতিশ্বরকে ছিঃছিঃ করতো !
তবে গ্রামের কেউ কেউ আবার মতিচুরের এই সত্য মিথ্যার খেল ঠিকই জানতো ! তারা জমিদার লীগেরশ্বরের কাছে এসে বিচার দিতো ! বলত
-জমিদার সাহেব মতিচুর তো মিথ্যা কথা বলতেছে । আপনি কিছু একটা করেন ! ওকে গ্রাম ছাড়া করুন !
জমিদার লীগেরশ্বর উত্তেজিত গলায় বলতো
-আবে শালা ঘেচু ! দুচারটে মিথ্যে কথাই তো বলেছে ! আর তো কিছু করে নি ! এতো চিৎকার চেঁচামিচি কি আছে !
এই ভাবেই দিন চলতে লাগলো ! জামিদার জাতিশ্বরের পাইক পেয়াডারা মতিচুরকে একটুও দেখতে পারতো না ! কথায় কথায় তাকে গাল দিল ! এদিকে জমিদার লীগেরশ্বরের পাইক পেয়াডারা যখন গ্রামের ভিতর ঘুরে বেড়াতো জাতিশ্বরের কাউকে দেখলেই টিটকারি মারতো ! মতিচুর ছড়ানো সত্য মিথ্যা মিলিয়ে তাদের সাথে তর্ক করত ! তাদেরকে গালি দিতো !
জাতিশ্বরের লোকেরাও কম যায় না ! তারা মতিচুর কে লীগেরশ্বরের দালাল বলে গালাগাল করতো !
এভাবেই দিন চলে যাচ্ছিল ! গ্রামের মানুষ মতিচুরের কথা শুনতে লাগলো ! পেছন দিয়ে ক্ষমতাধর জমিদারও কিছু বলতো না মতিচুরকে ! মতিচুর এবার যে কারো বিরুদ্ধেই কথা বলতে শুরু করলো !
এবার একদিন কি হল মতিচুর জমিদার লীগেরশ্বরের নামে কথা ছড়ালো ! আর যায় কোথায় ! লীগেরশ্বরের পাইক পেয়াডারা উঠে পড়ে লেগে গেল মতিচুরের বিরুদ্ধে !
সবার কাছে বলে বেড়াতে লাগলো মতিচুর একটা ভন্ড ! শয়তান ! কেউ যেন তার কথা না শোনে !
গ্রামে মিটিং ডাকা হল ! জমিদার লীগেরশ্বর সেই মিটিংয়ের প্রধান ! সে মতিচুর কে গ্রাম ছাড়া করার কথা বলল ! তারপর এতো দিন ধরে মতিচুর যেই সব অপকর্ম জানা সত্ত্বেরও জমিদার চুপ ছিল সেই অপকর্ম গুলো মানুষের সামনে তার একটা ফিরিস্তি দিতে শুরু করলো ! বলল
বেটা খুব খ্রাপ ! খুব খ্রাপ ! বেটাকে বর্জন কর ! বেটা কেবল মিথ্যা কথা বলে বেড়ায় ! বেটা কে গ্রাম ছাড়া কর !
গ্রামের সেই লোক গুলো যারা আগেই জানতো মতিচুর আগে থেকেই
এমন তারা উঠে দাড়িয়ে বলল
-হুজুর ! মতিচুর তো কেবল মিথ্যাই বলেছে ! আর তো কিছু করে নি ! ওকে গ্রাম ছাড়া করবেন কেন !
মোরালঃ চোর কে প্রথম চুরির সময়ই ধরা উচিৎ ! অন্যের ঘরে চুরি করে এইটা জানা সত্ত্বেও চোর কে প্রশ্রয় দিলে সেই চোরই একদিন আপনার ঘরের সিধ কাটবে !
বিঃদ্রঃ ইহা কেবলই একটা রূপকথার গল্প ! বর্তমান কালের কোন ঘটনার সাথে কোন প্রকার মিলে গেলে লেখককে কিছুতেই এবং কোন ভাবেই দায়ী করা যাবে না !
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩০
অপু তানভীর বলেছেন: শুনে খুশি হইলাম !
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৪৯
প্রবাসী পাঠক বলেছেন: জমিদার লীগেরশ্বর উত্তেজিত গলায় বলতো
-আবে শালা ঘেচু ! দুচারটে মিথ্যে কথাই তো বলেছে ! আর তো কিছু করে নি ! এতো চিৎকার চেঁচামিচি কি আছে !
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৮
অপু তানভীর বলেছেন: আসলে আগে অন্য একটা লাইন লিখেছিলাম । সেন্সরবোর্ড সেটা গ্রহন নাও করতে পারে এই জন্য এডিট করে দিয়েছি !
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১১
ইফতেখার কাদির বলেছেন: চ্রম!
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন:
৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
অনিকেত রহমান বলেছেন: লীগেরশ্বর ! জাতিশ্বর ! মতিচুর ! নাম গুলো কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে____
গপ্পো ভালো লেগেছে ।।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন: মিয়া আপনে তো দেখি আমারে ৫৭ ধারায় আটকায়া দিবেন !
৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
ভিটামিন সি বলেছেন: লীগেরশ্বর ! জাতিশ্বর ! মতিচুর ! --- নামগুলা কানের পাশ দিয়া যাইতেছে অপু মিয়া ভাই।
গল্প ভালো হয়েছে।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০০
অপু তানভীর বলেছেন: কানের পাশ দিয়া গেলেই ভাল । ভিতর দিয়া গেলেই প্রব্লেম
থেঙ্কু !!
৬| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০
আমি তুমি আমরা বলেছেন: কুন ঘটনার পরিপ্রেক্ষিতে লিখলেন? একটু হিন্টস দেন।
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০১
অপু তানভীর বলেছেন: একটু জমিদার গুলার নাম গুলা দেখেন ! এবং কে কোন জিনিস বর্জন করিতে বলতে খিয়াল করে দেখেন !
৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১১
শাপলা নেফারতিথী বলেছেন: হা হা হা..
গল্প ভালো হইছে.
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !!
৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:৩০
নিয়ামুল ইসলাম বলেছেন:
১১ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯
পাঠক১৯৭১ বলেছেন: পছন্দ হয়নি।