নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজাকারমুক্ত ব্লগ : ভুলেও ঢুকিস না!!!

অতীত খুড়ি, খুঁজে ফিরি স্বজাতির গুলিবিদ্ধ করোটি

অমি রহমান পিয়াল

বন্ধুত্বে উদার, শত্রুতায় নির্মম : কিছু করার নাই, রাশির দোষ ........................ জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির সম্পর্কে মহানবীর (দঃ) সতর্কবাণী : শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে। তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে)। তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি। কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র। (তিরমিজী)

অমি রহমান পিয়াল › বিস্তারিত পোস্টঃ

দ্য লিজেন্ডারি ক্র্যাক প্লাটুন...

৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৪৮





এটি একটি ছবি, মুক্তিযুদ্ধের সময় তোলা বিরল একটা ছবি। এর সদস্যরা পরিচিত ছিলেন দ্য ক্র্যাক প্লাটুন নামে। খালেদ মোশাররফ এবং ক্যাপ্টেন হায়দারের তত্বাবধানে দুই নম্বর সেক্টরের মেলাঘর থেকে ট্রেনিং নিয়ে আসা এই গেরিলা দলের সবাই ছিলেন ঢাকার ছেলে। ঢাকার অলিগলি হাতের আঙুলের মতোই চিনতেন। তাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিলো ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় বোমা ফাটিয়ে জানান দেওয়া যে মুক্তিযুদ্ধ চলছে। গেরিলারা ঢাকাতেই আছে। মূলত অধিনায়ক মোফাজ্জল হোসেন মায়ার (ডান থেকে তৃতীয়, বসা) নামেই তাদের ডাকা হতো মায়া ক্র্যাক প্লাটুন নামে। ছবিটি সংগ্রহ করা হয়েছে ডাক্তার আবু জাফর ওসমান থেকে (সবার বায়ে বসা)

মন্তব্য ১২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৪০

প্রবাসী পাঠক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পিয়াল ভাই ছবিটি শেয়ার করার জন্য। পোস্টে প্রথম ভালো লাগা।

২| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৯

আবু শাকিল বলেছেন: জানানোর জন্য ধন্যবাদ অমি ভাই।

৩| ৩১ শে আগস্ট, ২০১৪ রাত ২:৪৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: ভাইজান অনেক দিন পরে সামুতে আসলেন।

৪| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:১৮

কলাবাগান১ বলেছেন: ছবির সবাই কে চিনানো যায় না??? উনারা কে কোথায় আছেন??

৫| ৩১ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:১৫

াহো বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৬| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৬

ফয়সাল হুদা বলেছেন: স্যালুট....

৭| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৮

নিজাম বলেছেন: লাখো সালাম এই বীর যোদ্ধাদের। জাতি একদিন এদের যোগ্য সম্মান দেবেই।

৮| ৩১ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:১৮

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেক ধন্যবাদ পিয়াল ভাই, ব্লগে ফিরে আসার জন্য ...

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:০২

আহমদ আফজাল বলেছেন: অনেক ধন্যবাদ পিয়াল ভাই. ক্রমানুসারে সবার নাম দিলে অনেক উপকৃত হতাম. অগ্রিম ধন্যবাদ. :)

১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:১৯

নিয়েল হিমু বলেছেন: অমি রহমান পিয়াল !!!
How is it possible !! :)

১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

সামুস কিং বলেছেন:

চটি পিয়াল আবার ব্যাক করছে B:-/ B:-/ B:-/



আমু ব্লগে ভাত না??? :P :P :P

১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১০

মুন্না২৭ বলেছেন: স্বাগতম চটি পিয়াল ।।

আশাকরি এর পর থেকে রেগুলার সামুতে চটি লিতে জাবেন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.