নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

ডাস্টবিনে ছুড়ে ফেলো ভোটকক্ষের সেকেলে কাপড়ের বেড়া

০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৪


বস্তির টয়লেটের মত দেখতে। ওড়নার মতই অদরকারি এক আপদ। ভোটকক্ষের এক কোণে চতুষ্কোণ কাপড়ের পর্দার কথা বলছি।বিশ্বের কোন সভ্য দেশের ভোটকক্ষে এই পর্দাপ্রথার প্রচলন আছে? এই কাপড়ের বেড়া উন্নয়নের অন্নতম অন্তরায়। ভোটাররূপি দুর্বৃত্তরা ওই কাপড়ের আড়ালে ইচ্ছামত অপকর্ম করার সুযোগ পায়। কি রাজাকার, কি হানাদার কোন বাছবিচার না করে যাকে তাকে ভোট দেয়। রাষ্ট্রের সম্পদ ব্যালট পেপারগুলিকে কলঙ্কিত করে। ব্যালটবাক্সগুলিকেও অপবিত্র করে। এ মেনে নেয়া যায় না।

ভোটারদেরকে প্রকাশ্যে (ওপেনে) সিল মারাতে হবে। আরে ভাই, উন্নয়নের মার্কায় প্রকাশ্যে সিল মারতে কিসের এত দ্বিধা? যে পাকা রাস্তা দিয়ে হেঁটে ভোটকেন্দ্রে এসেছ, এই রাস্তাটা কার? জঙ্গীবাদী পাকিস্তান সরকারের, নাকি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরাকারের? বাংলাদেশ সরকারের মার্কায়, বাংলাদেশ রাষ্ট্রের মার্কায় ভোট দিতে না পারলে পাকিস্তান চলে যাও। রাষ্ট্রবিরোধী মার্কায়, দেশদ্রহী মার্কায় ভোট দিতে কেন এত আগ্রহ? তোমরা কি বাংলাদেশের উন্নয়ন চাও না? ‘বাংলাদেশ’ আবার ‘পূর্বপাকিস্তান’ হোক, তোমরা তা চাও? যারা চায় তারাই ভোটকক্ষের কোণায় কাপড়ের আড়াল খোঁজে।

যারা ওপেনে সিল মারতে দ্বিধা করেছে, তারা নেমকহারামী করেছে। টানা ১০ বছর বাংলাদেশ সরকারের নেমক খেয়েও পর্দার আড়ালে যেয়ে রাষ্ট্রের সাথে বেঈমানী করেছে। মোড়ে মোড়ে, প্রধান ফটকে, সারিতে সারিতে, কক্ষের ভেতরে এত এত লোক অগণিত বার বলে দেয়ার পরও ওপেনে ভোট দেয়নি যারা, তাদের ক্রমিক নম্বরকে লাল বৃত্ত দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভোটকক্ষে প্রবেশ করে এত অবাধ, এত সুষ্ঠু; এত সুন্দর এত শান্তিপূর্ণ পরিবেশ পেয়েও যারা ভোট না দিয়ে ফিরে গেছে, তাদের নামটিও মার্ক করে রাখা হয়েছে। চরম মূল্য দিতে হবে ওদেরকে।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৩

পবিত্র হোসাইন বলেছেন: বোঝার চেষ্টা করছি । #:-S

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬

সাইন বোর্ড বলেছেন: জাতি হিসেবে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারেনা ।

৩| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: কোন মিডিয়া চ্যানেল তো বলল না নির্বাচন কারচুপি হয়েছে। কোনো পত্রিকাও বলল না।

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০

আখ্যাত বলেছেন: অপপ্রচার থেকে বিরত ছিলো
প্রচারের কাজে নিয়োজিত ছিলো

৪| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: ভোটের আগে সরকারদলীয় ১বন্ধুবর বড়ভাই আলাপের ফাকে নৌকায় ভোট চাইলে-
কইলাম, ১০ বছরে সরকারি কোনো সুবিধা আমি ভোগ করে নাই। আপনারা আমাদের রাস্তাটাও ঠিক করেন নাই। বিদ্যুৎ আমাদের আগে থেকেই ছিলো। কেনো ভোট দেবো?
তিনি উত্তরে কইলে, দেশের উন্নয়নের জন্য।
আমি আবার কইলাম, দেবো। আগে আপনাদের এমপি চেঞ্জ করেন। এনারে ভোট দেবো না।

ভয়ে আছি, ছাত্রলীগের কানে এই কথা গেলে- আমার কি হবে?!

গণতন্ত্র কি যারা বুঝে না তারা বাংলাদেশে রাজনীতি করে। তারাই দেশ চালায়। পর্দার আড়ালে ভোট দিয়াও নিরাপত্তাহীনতায় ভোগ্ব -

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৭

আখ্যাত বলেছেন: জুনায়েদ বি রাহমান বলেছেন: “গণতন্ত্র কি যারা বুঝে না তারা বাংলাদেশে রাজনীতি করে”
আমি বলবো: করবেই তো। গণতন্ত্র কি যারা বুঝে, তারা রাজনীতিকে ঘৃণা করে ১০০ মাইল দূরে থাকে।

৫| ০২ রা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

আবু তালেব শেখ বলেছেন: সরকারের কি নিজস্ব টাকশাল আছে??? টাকা গুলো কোথায় পায় বিভিন্ন উন্নয়ন করতে???

০৩ রা জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮

আখ্যাত বলেছেন: এটা কোন প্রশ্ন হইলো?
উন্নয়নের চেতনা বিরোধী প্রশ্ন

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৪

বরুন মালাকার বলেছেন: প্রিয় স্বদেশ এখন ডাকাতদের গ্রাম।।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫০

আখ্যাত বলেছেন: একতার বিজয়
চিরসত্য বিষয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.