নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত মনের মানুষ

অহরহ

অহরহ › বিস্তারিত পোস্টঃ

মন তুই দেখলিনারে, চিনলিনারে.............. @ ভোলাভালা মুসলিম মুমিন মননশীলতা!!!???

১৩ ই জুলাই, ২০২৩ দুপুর ১:১১



মুমিন মুসলিমরা নির্দ্বিধায় মনে করে আল্লাই একমাত্র সব, রাজত্ব শুধু তাঁরই। বাদবাকি সব তুচ্ছ। তাদের : আল্লা, মোহাম্মদ, মোহাম্মদের উড়ন্ত বোরাক গাধা, আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ করা, ৬০০ ডানাওয়ালা জিবরাইল, জান কবজের আজরাইল, সিঙ্গা হাতে ইসরাফিল, দুই কাঁধে ঘাপটি মেরে বসে থাকা কিরামান কাতেবী ফেরেস্তা, পানির বাদশা মিকাইল, মুসা নবীর লাঠির আঘাতে নীল দড়িয়া দুই ভাগ, মাছের পেটে ইউনুস মনী, জিন, জিনের আসর, কালো যাদু, ফেরেস্তাদের কেরামতি, ৬০ হাত লম্বা আদম, বাঁকা পাজরের বিবি হাওয়া, আদম পুত্রদ্বয় হাবিল-কাবিলের খুনাখুনি এবং আপন ভাই-বোনের সঙ্গমে জনসংখ্যা বৃদ্ধির সূত্রপাত ...... এ সবই কষ্টি পাথরে যাচাই করা সত্য, একমাত্র সত্য এবং 'বৈজ্ঞানিক ভাবে সত্য।

পক্ষান্তরে মুমিন মুসলিমরা মনে করে অন্য সব ধর্মের যত্তসব হাস্যকর কল্প কাহিনী!? কেউ বৃষ্টির দেবতা, কেউ ফসল উৎপাদনের দেবতা, কেউ ধনদৌলতের দেবী, কেউ রোগের দেবী এবং বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের আরো বিভিন্ন দেব-দেবী বিরাজ করছে। ভূত-প্রেত, হনুমান, রাক্ষস, দৈত্য, দানব, দেব-দেবী সম্পর্কিত নানা ধরনের অর্থহীন বিশ্বাস দুনিয়ার বিভিন্ন অমুসলিম জাতির মধ্যে গড়ে উঠেছে। রোজ কেয়ামতের দিন তাদের এসব মিথ্যা, কাল্পনিক বস্তু সমুহ কোন কাজে আসবেনা।


মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি একজন নাস্তিক
ধর্ম নিয়ে কথা বলা ,আপনার সাজেনা ।

..............................................................
ব্লগে গল্প, কবিতা , সাহিত্য আলোচনায় আসুন ।

২| ১৪ ই জুলাই, ২০২৩ ভোর ৪:১৪

চারাগাছ বলেছেন:
আপনি সেটা বললেন সেটা মুসলমানরা মনে করে। এখানে মুমিন শব্দটা বসানো উচিত না।

৩| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ৭:৫৬

কামাল১৮ বলেছেন: এ সব ঠাকুর মার ঝুলির গল্প।এর কোনটারই কোন বাস্তবতা নাই।আছে বিশ্বাস

৪| ১৪ ই জুলাই, ২০২৩ সকাল ৮:০১

শার্দূল ২২ বলেছেন: ধর্মিয় ভাবে আপনার অবস্থান স্পষ্ট করেন , তাহলে আমাদের কথা বলতে সুবিধা হবে। সবার মতামতকে প্রাধান্য দিয়েই আলোচনা করার মানসিকতা থাকা উচিৎ।

২০ শে জুলাই, ২০২৩ ভোর ৫:৪৬

অহরহ বলেছেন: আমি মানুষ, ভুয়া ধর্মে বিশ্বাস করি না। ধন্যবাদ।

৫| ১৪ ই জুলাই, ২০২৩ বিকাল ৩:০৩

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বলতে চান?

২০ শে জুলাই, ২০২৩ ভোর ৫:৪৬

অহরহ বলেছেন: !!!?????

৬| ১৭ ই জুলাই, ২০২৩ সকাল ১১:৩০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি কি বিশ্বাস করেন সেটা বলুন তার পর না হয় আলোচনা হবে।

২০ শে জুলাই, ২০২৩ ভোর ৫:৪৯

অহরহ বলেছেন: ভুত, পেত্নি, জিন, হনুমান, জিবরাইল, মা কালি, আল্যা............ সব বিশ্বাস করি। এবার বলেন??

৭| ২৯ শে জুলাই, ২০২৩ বিকাল ৪:১০

হাফিজ রাহমান বলেছেন: ভাই! আপনি এক মন্তব্যে বললেন, 'আমি মানুষ, ভুয়া ধর্মে বিশ্বাস করি না। ধন্যবাদ।' আবার অন্য মন্তব্যে বললেন, 'ভুত, পেত্নি, জিন, হনুমান, জিবরাইল, মা কালি, আল্যা............ সব বিশ্বাস করি। এবার বলেন??।' এখানে তো সংঘর্ষ বেধে যাচ্ছে। আপনার পরিচয়টা পরিষ্কার করুন। আপনি কি আস্তিক না নাস্তিক? যদি আপনি নাস্তিক হন তবে আপনার সাথে কথা আছে। সঙ্গ দিবেন তো? ধন্যবাদ।

৮| ০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৩

Shuaib Tushib বলেছেন: আচ্ছা আপনি কী মনে করেন,কী ভাবেন? একটু শুনি।

৯| ০৩ রা অক্টোবর, ২০২৩ বিকাল ৫:৫৭

Shuaib Tushib বলেছেন: 'অবুঝ' 'মুমিন-মুসলিম'রা এগুলো ভাবে।মনে করে।তো, জনাব আপনি তো "তাদের" চেয়ে চিন্তায় বুদ্ধিতে উন্নত।অগ্রসর।তা আপনার ভাবনাগুলো বলে আমাদের যদি একটু উপকার করতেন.

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৯:৪৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




উদাসী স্বপ্ন ভাই ছাড়া এ জাতীয় আলোচনা করার মতো লোক ব্লগে কম আছন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.