নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ইসলাম ধর্মে সালাম ও সালামের জবাব দেবার সঠিক উচ্চারণঃ
সম্পাদনাঃ নূত মোহাম্মদ নূরু
ইসলাম ধর্মে সালামের গুরুত্ব অপরিসীম। সালাম শান্তির প্রতীক। সালামে রয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এক ব্যক্তি রাসুলুল্লাহ (সাঃ)-কে প্রশ্ন করলেন, ইসলামের কোন কাজ সবচেয়ে ভালো? রাসুল (সাঃ) বললেন, ' ক্ষুধার্থকে খাবার খাওয়ানো এবং পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেওয়া।' (বোখারি : ১২)। তবে আমাদের অনেকেরই সালাম দিতে গিয়ে বা সালামের উত্তর দিতে গিয়ে অজান্তেই ভুল হয়ে যায়। সালাম দেবার সহি উচ্চারণঃ
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। সংক্ষেপে আসসালামু আ'লাইকুম। অর্থাৎ আপনার উপর রহমত ও বরকত নাজিল হোক।
অজ্ঞতার কারণে আমাদের মাঝে সালাম দেবার কয়েকটি ভুল পদ্ধতি রেয়েছে, যেমনঃ
১. স্লামালাইকুম। যার অর্থঃ
উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ)
২. আসসালামালাইকুম। যার অর্থঃ
আপনার মৃত্যু হোক (আস্তাগফিরুল্লহ)
৩. স্লামালিকুম। যার অর্থঃ
আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ)
৪. আসলা মালিকুম > যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়।
অপর দিকে উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল শব্দের ব্যবহার। যাতে গজব,অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়। ❌ :
যেমনঃ
১। অলাইকুম সালাম।
২। অলাইকুম আস-সালাম।
৩। আলিকুম সালাম।
(নাউজুবিকল্লাহি মিন জালিক!)খানে
আস্তাগফিরুল্লহ্ আ'জিম!
তাই, কখনোই এভাবে সালাম দিবেন না। এতে অর্থ পরিবর্তন হয়ে যায়। সবসময় সালাম দিবেন এইভাবে✔
আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। অর্থাৎ আপনার উপর শান্ত
আর সালামের জবাবেঃ
ওয়া-আলাইকুমুস সালাম ওয়া-রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু " আপনার উপর শান্তি এবং আল্লাহর করুণা ও তাঁর নেয়ামতসমূহ বর্ষিত হোক")। অর্থাৎ
১। সালামে আমি আপনার শুধু শান্তি কামনা করলাম,
২। আর জবাবে আপনি আমার জন্য শান্তি, রহমত ও বরকত কামনা করলেন।
এ যেন ইসলাম ধর্মের শাশ্বত,চিরসুন্দর বিধান। যেখানে একটির বিনিময়ে তিনটির দোয়া করা হয়। তাই আরবী দেখে বা বিজ্ঞজনের কাছে সালাম ও তার জবাব এর সহীহ উচ্চারণ শিখে নেয়া উচিৎ ।
সূত্রঃ সময়ের কণ্ঠস্বর ডট কম
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মীর ভাই ধন্যবাদ আপনাকে
লেখার সূত্র দেয়া আছে দেখুন যেখানে
লেখকের নাম নাই। ওখান থেকে সূত্র নিয়ে
লেখাটি সম্পাদনা করা হয়েছে।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫৪
কামাল৮০ বলেছেন: আমি অনেক কে বলতে শুনেছি,চালামালাইকুম।নিয়ত ভাল থাকলে,আল্লাহ মনের কথা বুঝে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: কামাল সাহেব, দিল পরিস্কার থাকলেই কী ভুল উচ্চারণে এমন সালাম, জবাব দেয়া যাহ যার অর্থ দাঁড়ায় অমঙ্গল কামনা!
আসলে আমরা আমাদের অজ্ঞতার কারণে দায়সারাভাবে সালাম ও জবাব দিই। অথচ আল্লাহ তাআলা কুরআনেই শিখিয়েছেন; কেউ সালাম দিলে তার চেয়ে উত্তম শব্দে উত্তর দেয়া চায়। সূরা নিসার ৮৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘‘যখন কেউ তোমাদের সালাম করে, তখন তোমরা তাকে তদপেক্ষাও উত্তম পন্থায় সালাম (জবাব) দিও কিংবা (অন্ততপক্ষে) সেই শব্দেই তার জবাব দিও। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর হিসাব রাখেন।’’
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: আমি একজনকে বাংলায় বলছি আপনার উপর শান্তি বর্ষিত হোক। তিনি আমার উপর রেগে গেসেন অহেতুক। অথচ আমি মন থেকে উইশ করছি। সালাম না দিয়ে মনে মনে উইশ করলেও তো হয়। যদিও কথা শুরু করার আগে ও দেখা হলে আমি আগেই সালাম দেই। ছোটদের দেইনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে। সালাম বাংলায় দিলে ক্ষতি নাই। তবে
আরবী একটি হরফের উচ্চারণে কম পক্ষে দশটি নেকী হাসিল
হয়। বাংলা অক্ষর উচ্চারনে এই সুযোগ আছে কিনা আমার
জানা নাই।
ছোটদেরও সালাম দেয়া যায়, যাতে করে তাদের মাঝেও সালাম দেবার চর্চা
চালু হয়।
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ ভোর ৪:৩২
ককচক বলেছেন: নিয়ত গুরুত্বপূর্ণ। তবে অবশ্যই শুদ্ধ উচ্চারণের চেষ্টা করা ভালো।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে,
নিয়্যতের সাথে আমলও থাকতে হয়।
আমি নিয়্যত করলাম ফজরের নামাজ পড়ার,
কিন্তু নামাজের জন্য অন্যান্য কাজ যেমন সুরা পাঠ,
রুকু, সেজদা করলাম না; তাতে কী আমার নামজ হয়ে যাবে?
শুধু নিয়্যত নয় সাথে আমলও থাকতে হবে।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি যতটুকু জানি যে আসসালামালিকুম এর অর্থ হলো বিদায় আপনাকে ।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নিবর্হণ নির্ঘোষ।
আপনি বলেছেন আসসালামালিকুম
এর অর্থ হলো বিদায় আপনাকে।
তবে এটা কোন বিদায়? এটা শেষ বিদায়।
আসসালামালাইকুম। এর অর্থঃ
আপনার মৃত্যু হোক (আস্তাগফিরুল্লহ)
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৫
আলমগীর সরকার লিটন বলেছেন: বাংলা ভাষা কি আল্লাহ্ ভাষা না
তাহলে আরবি ভাষা নিয়ে এত
কথা কেনো আল্লাহ কাজ বাংলায়
করলে ক্ষতি কি আমি বুঝি না;
নূর দা ভাল থাকবেন
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই।
আল্লাহর কাজ বাংলা ইংরেজী,পসতু, হিন্দী,
যে ভাষা তেই করেন না কেনো তা তিঁনি বুঝেন।
তবে কিছু কাজ আরবী উচ্চারণেই করতে হয়।
আযান বাংলা ভাষায় দিলে হবে, সুরা কেরাত বাংলায়
বললে নামাজ হবে? কোরআনশরিফ আরবী উচ্চারণে
না পড়লে কী নেকীর আশা করা যায়?
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:১২
জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট। +
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ জুল ভার্ন সাহেব পোষ্টে +দেবার জন্য।
ভালো থাকবেন
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:১৭
নতুন বলেছেন: উচ্চারনে একটু এদিক উদিকের ঝামেলায়া না গিয়ে।
আপনার উপর শন্তি বর্ষিত হউক বললেই তো ঝামেলা চলে যায়।
কস্ট কইরা আরবি তে বলার কি দরকার?
আরেকটা জিঙ্গাসা।নিচের এই আরবি উচ্চারন এবং অর্থ এটা কি সঠিক?
অজ্ঞতার কারণে আমাদের মাঝে সালাম দেবার কয়েকটি ভুল পদ্ধতি রেয়েছে, যেমনঃ
১. স্লামালাইকুম। যার অর্থঃ
উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ)
২. আসসালামালাইকুম। যার অর্থঃ
আপনার মৃত্যু হোক (আস্তাগফিরুল্লহ)
৩. স্লামালিকুম। যার অর্থঃ
আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ)
৪. আসলা মালিকুম < যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নতুন নকীব ভাই।প
ধর্মীয় পোষ্টের আপনি শুধু মাস্টার নন; আপনি হলেন
প্রিন্সিপ্যাল।আপনি আমার চেয়ে অনেক বেশী জ্ঞান রাখেন
এসব ব্যাপারে। আপনি সঠিক বলেছেন যে,
আপনার উপর শন্তি বর্ষিত হউক বললেই তো ঝামেলা চলে যায়।
কস্ট কইরা আরবি তে বলার কি দরকার?
ভাই কষ্ট না করলে কী কেষ্ট মিলে?
আমার জানামতে উপরের আরবি উচ্চারন এবং অর্থ সঠিক।
আপনার সন্ধেহ থাকলে ভালো কনো আলেম এর কাছ থেকে
জেনে নিতে পারেন।
ধন্যবাদ আপনাকে আমার ব্লগে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদানের জন্য।
৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪৪
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: না না সালামা মানে কেবল চিরতরে বিদায় নয় সাধারণ বিদায় অর্থেও প্রকাশ পায় !!
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধারণ বিদায় দিবার জন্য বলতে হয়,
আপনার উপর শান্তি বর্ষিত হউক। যার আরবী
উচ্চারণঃ আসসালামু আলাইকুম।
১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১১
নতুন বলেছেন: লেখক বলেছেন:
ধন্যবাদ নতুন নকীব ভাই।প
ধর্মীয় পোষ্টের আপনি শুধু মাস্টার নন; আপনি হলেন
প্রিন্সিপ্যাল।আপনি আমার চেয়ে অনেক বেশী জ্ঞান রাখেন
এসব ব্যাপারে।
ভাই আমি নতুন নকীব না আমি ধর্মে মাস্টার না। তাই জানতে চেয়েছি মাত্র।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্যরি, আমি মনে করেছিলাম নতুন নকীব ভাই।
বয়স হয়েছে, চোখে কম দেখি, কিছু মনে করবেন না
নতুন ভাই। আশা করি আপনি আপনার জবাব পেয়েছেন।
১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: হ্যাঁ আমি খেয়াল করে দেখেছি, বহু লোক সুন্দর করে উচ্চারন করে সালাম দেয় না। এমন কি অনেকে সালামের জবাবও সুন্দর করে দেয় না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য! তবে সহি শুদ্ধভাবে সালাম ও
জবাব দিলে অনেক নেকী হাসিল করা যায়।
অনেক দিন পরে মন্তব্য করার জন্য আপনাকে
ধন্যবাদ খানসাব।
১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: "উটের নাড়িভুড়ি আপনার জন্য" احشاء الابل - امعاء الابل
১. স্লামালাইকুম। উপরের উচ্চারন সম্ভবত এটা না।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আরবী খুব একটা ভালো বুঝিনা।
যারা আরবীতে পারদর্শী তারা জবাব দিবেন প্লিজ!
১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৯
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি ব্যবহারের কথা বলিনি বলেছি যে এই শব্দদ্বয় দ্বারা সাধারণ বিদায়ও প্রকাশ পায় ।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আচ্ছা! ধন্যবাদ আপনাকে।
১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৯
জ্যাকেল বলেছেন: সালাম যে যেভাবেই বলুক না কেন সে শান্তি কামনাই করবে। অতএব এইসব ব্যকরণগত ঝামেলা সাধারণ মানুষের বেলায় প্রযোজ্য নহে।
২৮ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহই সব জান্তা!
তিনিই সব ফয়সালা করবেন।
তবে আরবী উচ্চারণ সহি শুদ্ধ
হওয়া আবশ্যক।
১৫| ২১ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
সাড়ে চুয়াত্তর বলেছেন: নুরু ভাই কেমন আছেন? আপনার শারীরিক অবস্থা এখন কেমন?
১৬| ২১ শে নভেম্বর, ২০২২ রাত ৮:০৬
রানার ব্লগ বলেছেন: নতুন ভাইয়ের জিজ্ঞাসা আমারো জিজ্ঞাসা ছিলো। উত্তর পেয়ে অতটা সন্তুষ্ট না। একটু স্টাডি করতে হবে।
১৭| ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ৮:০৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আপনাকে পরপারে শান্তিতে রাখুন।
১৮| ২৯ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:০১
নতুন নকিব বলেছেন:
আপনার শেষ পোস্টটিতে চিহ্ণ রেখে যাওয়ার জন্যই এই মন্তব্যটি করছি। পরজীবনের অদেখা ভূবনে আপনাকে চির শান্তির জান্নাতে সমাসীন করুন করুণাময় প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলামীন।
১৯| ১৫ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ১:০২
ককচক বলেছেন: স্রস্টা আপনাকে ভালো রাখুক, এই কামনা।
২০| ০৯ ই আগস্ট, ২০২৩ বিকাল ৩:৫৪
নজসু বলেছেন:
ভালোবাসি আপনাকে।
ভালো থাকুন ওপারে।
২১| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা!
আল্লাহ রাব্বুল আ-লামীন আপনাকে শান্তিময় ক্ববর দান করুন, শান্তিময় আলমে বারযাখ দান করুন, শেষ বিচারের দিনে আপনাকে জান্নাতের সম্মানিত অধিবাসীদের সাথে কাতারভুক্ত করে নিন! আপনার পরিবারের সদস্যদেরকে দুনিয়াতে সুরক্ষায় রাখুন!
২২| ৩০ শে অক্টোবর, ২০২৩ সকাল ১১:২৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
২৩| ৩০ শে অক্টোবর, ২০২৩ রাত ১০:২৫
এম ডি মুসা বলেছেন: আমি
দীর্ঘ দিন পর এসে শোকহত হলাম
আপনাকে দেখি পৃথিবীর মুখ থেকে চলে গেছেন নুরু ভাই আপনার আত্নার মাগফিরতা কামনা করছি
ভাল থাকুন পরপারে।
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৫২
মীর ভাই বলেছেন: খুবই উপকারী ও সময়োপযুগী পোস্ট । ধন্যবাদ লেখক কে ।