নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বউ আর বস অলওয়েজ রাইট !!

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৫৭


বউ আর বস অলওয়েজ রাইট !!
(মজা দেই, মজা লই)
© নূর মোহাম্মদ নূরু

অফিস বস আর ঘরের বউ অলওয়েজ রাইট!
ভুলেও কভূ তাদের সাথে করিও না ফাইট।
ফাইট করিলে বসের সাথে চাকুরী তোমার যাবে,
বউয়ের কথার বাইরে গেলে উপোশ দিতে হবে।

বলবে যাহা বস তোমারে ভুল হলেও তা মানো,
খুশী রবে বস যে তোমার পদোন্নতি জেনো।
বউ যা বলে বিনা বাক্যে মেনে নিলে পরে,
হাসি খুশী সুখ চির দিন রবে তোমার ঘরে।

বোকার হদ্দ বস যে তোমার গরু ছাগল পালে,
তাদের নিয়ে বললে কথা দুঃখ আছে ভালে।
মাথায় করে নাচুক তাদের তোমার তাতে কী?
বউয়ের কাজে বাধ সাধিলে রবেনা পাতে ঘী!

কুমীর যদি পানির মাঝে বৈরী কারো হয়,
নদীর মাঝে বাস করা যে তাহার হবে দায়।
গাধা যদিও কভু নাহি করে পানি ঘোলা,
বাঘ তাকে ছিড়ে খেতে ছুঁতা পাবে মেলা ৷

বোকা যারা তারাই শুধু বসের ভুল ধরে,
সেই দোষেতে সব হারিয়ে পথে পথে ঘোরে,
বুদ্ধিমানে সদাই করে বউয়ের গুণ গান।
আদর সোহাগ পায় যে তারা বাঁচে তাদের মান।

থাকতে হলে নিরাপদে বসের তোয়াজ করো,
নাকি সুরে বসের সাথে ভাটিয়ালী গান ধরো।
বউয়ের কথায় ওঠো বসো যেন তুমি দাস,
তা হলেই তেলে ঝোলে খাইবে বারো মাস।

প্রকাশকালঃ ঢাকা-১৮ সেপ্টেম্বর ২০২২ ইং

মন্তব্য ২৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৯

মোহাম্মদ গোফরান বলেছেন: Be your own boss.

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই বস হলে; সবাই নিজের মতো চললে
কেউ কারো কমান্ড না মানলে পরিস্থিতি কী
দাঁড়াবে বুঝতে পারছেন?

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৮

অপ্‌সরা বলেছেন: মাস.......

লাস্টে মাস লিখতে ভুলে গেছো পাগলাভাইয়ু! :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একেই বলে শকুনীর চোখ! B:-/

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: So the power question requires asking: First, who holds resources to effect the change we want, whether it’s changing a law, policy, practice, language? Second, what resources do our people have, whether it’s time, commitment, money, courage to go to jail, discipline? Third, how can we combine our resources to influence what those in power need, whether it’s business as usual, getting elected, staying out of court, keeping a reputation or just minimizing cost?

|Marshall Gsnz|

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
Thank you Gofran sb,
Leadership in organizing is rooted in three questions articulated by the first century Jerusalem sage, Rabbi Hillel: “If I am not for myself, who am I? When I am only for myself, what am I? And if not now, when? – Pirke Avot

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: এক্কেবারে খাঁটি কথার ছড়া

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি কী কখনো অ-খাঁটি কথা বলেছি দস্যু ভাই!
সব সময় আমি খাঁটি কথা বলার চেষ্টা করি। তবে
কেউ বোঝে, কেউ বোঝে না!

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১

অঙ্গনা বলেছেন: এই প্যারায় উনারাই পরেন যারা নিজেদের কে অলওয়েজ রাইট ভাবেন। নিজেরে ভুল না করা এঞ্জেল ভাবেন।
প্যারা নাই প্যারা নাই।
জাস্ট মাঝে মাঝে নিজেরে মানুষ ভাইবেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজেকে নয়; বস আর বউকে রাইট ভাবতে হবে,
তা হলে আর কোন প্যারায় পরতে হবেনা।

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: বেশ বেশ বউ আর বস দুটো না থাকলে জীবনটা কত রঙিন হোত :)

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা এটা অলীক কল্পনা!
দিল্লীকা লাড্ডু এটা, পস্তাতেই
যখন হবে তখন খেয়ে পস্তানোই
ভালো।

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৩

পোড়া বেগুন বলেছেন:
আমার বস আমাকে পোড়াইয়া কয়লা করে দিছে।
আমি কী করে বলি বস অলওয়েজ রাইট?
ভদ্র লোকেরা বউয়ের কথার অবাধ্য হয়না।
আমি বউয়ের অবাধ্য হইনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার চেহারা দেখলেই বোঝা যায় কি ধকল গেছে
আপনার উপর দিয়া।
বউয়ের অবাধ্য হতে অভদ্র হতে হয়;
আপনিতো আবার ভদ্র লোক!

৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

বিশ্বব্যাপী সবাই এটা মানে?

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে মানে সে টিকে যাবে; না মানলে অর্ধচন্দ্র খেয়ে
ছিটকে পড়বে পপাত ধরণীতল!
আর বউয়ের সাথে তর্ক করে মূর্খরা!

৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:২৪

কামাল৮০ বলেছেন: বয়স হয়েছে,অভিজ্ঞতা হয়েছে, ঠিকতো হবেই।অভিজ্ঞতার দাম আছে না।জীবনে একদিনের জন্যও চাকরি করি নাই,তাই এই অভিজ্ঞতাটা নাই।সুখে দুঃখে বৌয়ের সাথে থাকার অভিজ্ঞতা প্রায় পন্চাশ বছর।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামাল সাব এই অভিজ্ঞতা মোটামুটি সবারই আছে তবে চাকুরী যদি না করেন তা হলে হয়তো বসের কথায় প্রতিবাদ করলে কী হ্য তা বুঝবেন না। তবে এত বয়সেও যদি এ
কথাটির যথার্থতা বুঝতে না পারেন তা আপনার পরিণিত জীবনের ব্যর্থতা।
পঞ্চাস বছর কেনো, তারও অধিককাল বউয়ের সাথে থেকেও বুঝতে পারেনা তাদের কথার বাইরে গেলে কি করুন পরিনতি হয়।
আপনিও যে বুঝেন নাই তা বিশ্বাস করতে পারছিনা।

১০| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২০

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নুরু ভাই কবিতা তো হেব্বি হয়েছে। কিন্তু এখন এটুকুও মনে জোর দিয়ে বলতে পারছিনা। কথায় বলে বাতাসের কান আছে।কেতে যে কি হয় ঝুঁকি নেবো নিকো :)

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে দাদা মন্তব্য প্রদানের জন্য।
ঝুঁকি নেবার দরকার নাই, জলে বাস করে কুমিরের
সাথে বিবাদ করা বিপদজনক। বুদ্ধিমানেরা বউয়ের
সাথেও তর্ক করেনা সংসারে শান্তি বজায় রাখার জন্য।

১১| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

রানার ব্লগ বলেছেন: বস আর বৌয়ের মধ্যে বৌয়ের পাল্লা ভাড়ি !

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হুম! কথা সত্যি.
বসের সাথে ঝামেলা করলে চাকুরী যাবে;
চাকুরী আবার যোগার হবে। কিন্তু বউয়ের
সাথে তর্ক করলে না খেয়ে থাকতে হবে।
কামাল ভাই এটা বুঝেনা, তাকে একটু
বুঝান!

১২| ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছন্দময় এবং শিক্ষণীয় একটা কবিতা।

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সাচু ভাই
উৎসাহ প্রণোদিত মন্তব্য প্রদানের জন্য।
ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.