নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কত্তো বড় সাহস !!
(মজা দেই, মজ লই)
© নূর মোহাম্মদনূরু
কত্তো বড় সাহস বেডার লিপিস্টিকের দাগ গালে!
রুটি বেলার বেলুন আজ ভাঙবো বেডার ভালে।
নিত্য ফিরো রাত কইরা কও কাজ জমেছে মেলা,
কাজের নামে অফিসে চলে অনেক রঙের খেলা।
খানা পিনা রঙ লীলায় পার করে দাও রাত,
বইসা থাকি বাসায় এলে দু'জনে খাবো ভাত।
এমনি করে কতো রাতি উপোস গেছে আমার,
জিগাও নাই খাইছি কিনা, তুমি একটা চামার।
বেহুশ হইয়া নাক ডাকিয়া দিচ্ছো তুমি ঘুম,
পেটে আমার ক্ষুধার জ্বালা রাত কাটে নির্ঘুম।
সকাল হলেই তাড়া হুড়া অফিস যেতে হবে,
রুটি বানাই নাস্তা সাজাই কাঁদি যে নীরবে।
এমনি করে দিন চলে যায় মাসের পরে বছর,
চাওনা ফিরে আমার দিকে নাওনা কোন খবর।
কারণেটা কী করছো তুমি আমায় অবহেলা,
একে দুয়ে কারণ তাহার জমা হইছে মেলা।
সুন্দরী পিএস তোমার খাড়া নাকি নাক,
অসময়ে পড়ে তোমার বন্ধ ঘরে ডাক।
কাজের কথার মাঝে নাকি অকাজও চলে,
শোনা কথা দেখি নাই তয় অন্য লোকে বলে।
নানান কথা শুনতে শুনতে কান যে ঝালাপালা,
কি করিবো ভাবতে ভাবতে দিন গিয়েছে মেলা।
ভাবছি এবার খুঁজবো কারণ দেখবো নিজের চোখে,
সত্যিটাকে বের করিবো যা রটছে লোকের মুখে।
পড়বিতো পড় মালির ঘাড়ে রাতে ফিরে এলে,
দেখি লাল লিপিস্টিকের দাগ লেগে আছে গালে।
পিএস বেডি করছে আকাম বসাই দিছে কিস,
গালের থেকে মুছে নিতে করছে বেডায় মিস।
ধরা পইরা হাতে নাতে কাচু মাচু করো,
আর হবেনা এমন কভু বলে দুহাত ধরো।
বলি তারে কঠিন স্বরে থাকতে ঘরে বউ,
কেনো তুমি যাচ্ছো খেতে অন্য ফুলে মৌ?
কয়না কথা দেয়না জবাব মেজাজ গেলো চড়ে,
হইছে অনেক আর রবোনা এই বেডার এই ঘরে।
কত্তো বড় সাহস বেডার আপনারাই বলুন,
রাগের মাথায় তার কপালে ছুড়েছি যে বেলুন।
আপনারা বলেন কামডা কী খারাপ করছি?
প্রকাশকালঃ ১৫ সেপ্টেম্বর ২০২২ ইং
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বয়স হইছে ভাই!
নিজের ছন্দই মিলাতে পারছিনা;
ছড়ার ছন্দও তাই এলো মেলো
হয়ে যাচ্ছে।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনি কি কখনো সনেট লেখার চেষ্টা করছেন?
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি জানি আমার দৌড় কতটুকু!
সনেট লেখা আমার কম্ম নয়, যা
লিখেছেন মহাকবি মাইকেল।
তাই যা পারবোনা বলে জানি
তা নিয়ে বৃথা চেষ্টা করিনা।
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৫৫
পোড়া বেগুন বলেছেন:
ঠিক কাম করছেন ভাবী!
বেডায় বেশী বাড়ছিলো।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার সমর্থন পেয়ে সাহস পেলাম।
নইলেতো ভয়ে ভয়ে ছিলাম জামাই
পিটানোর অপরাধে না আবার হাত
কড়া পড়ে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১১
মোহামমদ কামরুজজামান বলেছেন: মোটেই না ভাইজান।
বেডির কামডা একদম সঠিক ঐছে।
বেডার ঃ দুইডাও বেলুন দিয়া বেলে দেওয়ার দরকার ছিল ঘর ছাইড়া যাওয়ার আগে। তাইলে আর -------------
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাহস পাইলাম আপনার কথায়,
এমন লুচ্চা বেডাগো রাখতে হবে দৌড়ের উপ্রে!
গাছেরটাও খাবা আবার তলারটাও টোকাবা,
তা হবেনা, তা হবে না।
জাগো নারী জাগো বহ্নিশিখা।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
ফুয়াদের বাপ বলেছেন: বেডার ভালে বেলুন বাড়ি
কড়া কন্ঠে কঠিন ঝাড়ি
ঠিক করেছেন দিয়ে আড়ি
থুথু থুকে যান বাবা বাড়ি।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ রে, ফুয়াদের বাপ,
খুশীতে কী দিবো লাফ?
তয় যামুনা বাপের বাড়ি,
সকাল বিকাল দিমু ঝাড়ি।
আর যদি যায় মধু খাইতে,
গলাটা তার ধরবো জাইতে।
মধু তখন হবে বিষ,
বেলুনিতে শিক্ষা নিস!
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা!
তুমি স্বপ্ন চারিণী হয়ে খবর নিওনা।
গান শোনি আর আপনার ছড়া পড়ি।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে গোফরান ভাই,
শুনুন, গান শোনা ভালো মনের ময়লা
কাটে যদি সেটা গান হয়।
ছড়া পড়ার জন্য ধন্যবাদ।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৮
কামাল৮০ বলেছেন: অভিজ্ঞতা থেকেই লিখেছেন মনে হয়।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিজ্ঞতাতো বটেই!
তবে কার কাছ থেকে অভিজ্ঞতা নিয়েছি
তা সময়ই বলে দিবে। আয়নায় একবার
দেখে নিতে পারেন যদি ছায়া দেখা যায়!
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
মজা দেই, মজা লই।
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মজা পাইলেই আমি খুশী।
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৫৬
শেরজা তপন বলেছেন: না না খারাপ হবে ক্যান। বেলুন না পুতা দিয়ে মারার দরকার ছিল- ফাজিল ব্যাটারে
১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুতা দিয়া মারলে বেডা মইরাই যাইতো !
তাই বেলুন দিয়াই শুরু করলাম। পুতাতো
পইরাই আছে! মনে হয় পুতার এস্তেমাল
করতে হবেনা। বেডার শিক্ষা হইছে!
ধন্যবাদ তপন দাদা, মন্তব্যের জন্য।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম দিকে ছন্দ ঠিক ছিল, পড়তে ভাল লাগছিল। মাঝে আর শেষের দিকে ছন্দটা ঠিক থাকলে খুব জমত। ধন্যবাদ...