নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
যত দোষ, নন্দ ঘোষ !!
(মজা দেই, মজা লই)
© নূর মোহাম্মদ নূরু
নিরীহ এক কাজের যন্ত্র আমি মোবাইল ফোন,
সকল কাজের কাজী আমি মন দিয়ে তা শোন।
সময় দেখো ছবি তোলো হিসাব নিকাশ করো,
ফোনের মাঝে রিং বাজিলে আমায় কানে ধরো।
বিশ্ব থাকে হাতের মুঠোয় থাকলে ফোনে নেট,
দিন দূনিয়ার খবর যে পাই জানি মুদ্রার রেট।
কোন দেশেতে কখন খড়া ঝড় তুফান কোন দেশে,
কোন দেশেতে যুদ্ধ বাঁধে কেনো, কোন আক্রোশে।
লেখা পড়ার নানান খবর মোবাইলেতে পাই,
এত কিছু দেবার পরেও আমার সুনাম নাই।
সবাই আমার নিন্দা করে মোবাইল নাকি বাজে,
মোবাইলেই খাইছে সমাজ ব্যঘাত ঘটায় কাজে।
পোলা মাইয়া সারাটা দিন মোবাইল নিয়া ঘাটায়,
লেখা পড়া শিকেয় তুলে টিকটকে দিন কাটায়।
কেউ আবার সেলফি তুলে নানান ভঙ্গি করে,
দেখে তাদের বাঁকা ফেস লজ্জাতে যাই মরে।
মোবাইল নাকি সৌজন্যতা খাচ্ছে গিলে গিলে,
আরো নানান দোষ যে চাপায় চমকে ওঠে পিলে।
মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদাবাজি করে,
জিনের বাদশার প্রতারণায় লজ্জাতে যাই মরে।
আমি নাকি অবৈধ প্রেমের জনক না জননী,
আমায় নিয়ে পার করে দেয় কত যে রজনী।
তাদের সকল মন্দ কথার সাক্ষী আমি হই,
এমন শত অভিযোগে মরমে মরে রই।
নিজের বউ ঘুমিয়ে থাকে একা বিছানাতে ,
পরের বউয়ের সাথে কথা বলে নিশি রাতে।
ছেলে মেয়ে পালিয়ে যায় ফোনে প্রেমে পড়ে,
সব হারিয়ে রিক্ত বেশে ফিরে আসে ঘরে।
এখানেতেই শেষ নাহি হয় মোবাইল ফোনের দোষ,
ঘরের বউ মোবাইল ফোনে রাত করে দেয় শেষ।
পরকীয়া মত্ত তারা ঘরে থাকতে নিজের স্বামী,
কেউ আবার ভাগছে নিয়ে নিজের আপন মামী।
অনেক পাগল লাইভে এসে আত্ম হত্যা করে,
ছুড়ি চালায়, গলায় দড়ি আবারামি পিস্তল দিয়ে মরে।
যে মরে তার হয়নাকো দোষ আমায় করে দোষী,
আমি নাকি লাইভ দেখিয়ে হইছি অনেক খুশি!
এর পরেও হয়না যে শেষ অভিযোগের পালা,
লজ্জা আর ঘৃণাতে তাই কানে লাগাই তালা।
আমি মোবাইল যেমন করে নাচাও তেমন নাচি,
দোষের ভাগী আমিই হলে কেমন করে বাঁচি।
যত দোষ নন্দ ঘোষের দই হলো কেন টক?
যা চেয়েছো তাইতো দিছি তুমিই আসল ঠগ।
বায়না দিলে টক দই দিতে অতিথি কম খাবে,
এখন কেনো সেই দোষেতে নন্দের মান যাবে?
আমার উপর দোষ দিওনা নিজে ভালো হলে,
শান্তি রবে ঘরে তোমার গুরুজনে বলে,
সকল কাজে নিও আমার ভালো যে গুণ আছে,
তুমিও রবে শান্তি সুখে আমারও সন্মান বাঁচে।
প্রকাশকালঃ ১২ সেপ্টেম্বর ২০২২ ইং
উৎসর্গঃ প্রিয় সহব্লগার জগতারন দাদা, যার ফরমায়েশে ছড়াটি লেখা।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বহুদিন পরে আমার পোষ্টে আপনার মন্তব্য পেয়ে ধন্য হলাম।
ইদানিং আপনি আপনার পোষ্টে করা মন্তব্যের জিবাবও দেন না।
হেভী ওয়েট ব্লগাররা মন্তব্য করেনও কম, জবাবও দেন কম!
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৫৮
রবিন.হুড বলেছেন: হয়েছে চমৎকার, এ বিষয়ে অমত কার?
মোবাইলের সঠিক ব্যবহার দরকার।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাঁটি কথা বলেছেন,
বউয়ের দোষ ফোনের ঘাড়ে
এটা কেমন কথা!
বউরে বলার মুরোদ নাই
ফোনকে বলো যা-তা!
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩০
জগতারন বলেছেন:
কবিতা পাঠে আনন্দানুভুতি!
কবির প্রতি সুভেচ্ছা ও অভিন্দন জানাই।
প্রথম লাইক।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনাকে ধন্যবাদ।
কবিতা/ ছড়াটি আপনাকে উৎসর্গ করতে পেরে ধন্য আমি।
লাইকের জন্য কৃতজ্ঞতা।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৫
ফেনা বলেছেন: বাহ বাহ......
বেশ মজা পাইলাম।
এক কথায় দারুণ বলেছেন।
কেমন আছেন দাদা???
১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফেনা ভাই, অনেক দিন পরে
আপনার ফিরে আসার জন্য শুভেচ্ছা।
ছড়ায় মজা নেবার জন্য ধন্যবাদ।
আমি ভালো আছি আলহামদুল্লিয়াহ।
আপনি কেমন আছেন? ভালো থাকুন
সব সময়।
৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৩
পোড়া বেগুন বলেছেন:
অসাধারণ! চরম সত্য কথা!
দোষ করে মানুষ তা বিবেচনায়
না নিয়ে দোষ চাপায় মোবাইলের ঘাড়ে।
কবিতায় প্লাস+
১২ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি আর করবেন এটাই মোবাইল ফোনের ভাগ্য!
কথায় আছেনা, উপকারীকে বাঘে খায়!
এত উপকার করেও সব দোষ মোবাইলের
ঘাড়ে। প্লাসের জন্য ধন্যবাদ।
৬| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৮
কামাল৮০ বলেছেন: আঠারো বছর বয়স হওয়ার পর,ছেলে মেয়েদের হাতে স্মার্ট ফোন দিতে হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবই ঠিক আছে তবে করনা সব ওলট পালট করে দিয়েছে।
দুধের বাচ্চাদেরও অন লাইন ক্লাশ করার নামে স্মার্ট ফোন হাতে
নিতে বাধ্য করছে।
৭| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২
কালো যাদুকর বলেছেন: দোষ মোবাইলের না, মোবাইল ব্যবহারকারির সে তর্ক পরে। আগে আপনার মোবাইল নম্বরটা দেন। আভিনন্দন করে টেকস্ট করি।
কবিতা অসাধারন হয়েছে।
১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ভাইয়া বলবী না আপু তা বুঝতে পারছি না!
ব্লগে কোন এক লেখায় জনৈক মন্তব্য কারিনী আপনাকে
আলু সম্মোধন করায় মাথায় চাপ সৃষ্টি হয়েছে। এখন যদি
আমি আপনাকে মোবাইল নাম্বার দেই তা হলেতো
মোবাইলের না দোষ হবে আমার নয়তো আপনার।
তবে আপনার আন্তরিকতায় মুগ্ধ হয়েই আপনার
অভিনন্দন বার্তা গ্রহণ করে ধন্য হলাম।
সবসময় সাথে রইবেন প্রত্যশা রইলো।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৮
কালো যাদুকর বলেছেন: আপনি আমাকে ভাইয়া বলেই বলতে পারেন। ওটা টাইপো ছিল নিশ্চইয়।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপনার কথাই শিরোধার্য।
Nur Mohammad Nuru
ম্যসেঞ্জারে এড করে নিতে পারেন
ইচ্ছা হলে।
৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪৯
জগতারন বলেছেন:
(একটি ফরমায়েশি ছড়া)
না বললে ভালো হইতো।
কেউ যদি গান গাইতে পারে,
তাহার কাছে আরও একটি গান শুনতে চাওয়া !য়া
একটি ফরমায়েশি (গান বা ছড়া/ কবিতা) বলা যাবে না।
[স্বীকার করেন তারাতারি নইলে কিন্তু Revolution ! .।.।]
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দাদা,
আপনার আদেশ পালন করতে পেরে আমি ঋণ মুক্ত হলাম।
অনুরোধ/পছন্দের গান কবিতা হলে তা ফরমায়েশিই হয়।
ড়েভলুতিওন করার আবশ্যকতা নাই, আপনার কথাই ঠিক
তবে তাল গাছটি আমার।
১০| ১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন:
খাইছে আমারে, এতোবড় ছড়া লিখলেন ব্যাটা মুঠফোনটাকে নিয়ে!!
ছড়া ও ছন্দ বরাবরের মতোই ভালো হয়েছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বেচারা মুঠো ফোনের দুঃখটা বিবেচনায়
নিয়ে তাকে একটু সান্তনা বাণী শোনান।
সব দোষ কেনো তার ঘাড়ে চাপে?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে