নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মোবাইল বয় !!
© নূর মোহাম্মদ নূরু
আমি এক মোবাইল বয় মোবাইল আমার জান,
এই যুগেতে মোবাইল ছাড়া থাকে কী আর মান।
সকাল দূপুর সন্ধ্যা বেলা হেডফোন দিয়া কানে,
লেখা পড়া শিকায় ওঠে মন মজে রয় গানে।
গোসল খানায়, টয়লেটে যাই মোবাইল নিয়ে হাতে,
কানে থাকে হেডফোনের তার বাজনা বাজে তাতে।
হেলে দুলে নাচন কোদন বাথ রুমেতে চলে,
কানে যায়না কোন কথাই কে কখন কি বলে।।
খেলাধুলা হয়না করা মোবাইল গেমেই মজা,
ঢিসুম ঢুসুম গুল্লি ছুড়ে মারি অনেক রাজা।
সবই আছে মোবাইল মাঝে যখন থাকে নেট,
আসল কাজটি হয়না করা সব কাজে হয় লেট।
রাতের বেলা ঘুম আসেনা দেখি নানান ছবি,
সকাল বেলা হয়না দেখা কখন ওঠে রবি।
খাবার খেতে মন লাগেনা উপোসে যায় দিন।
দিনে দিনে সে কারনে হচ্ছে শরীর ক্ষীন।
ভালো কথা বললে কেহ গায়ে জালা ধরে,
সৌজন্যতা ভদ্র আচার কেঁদে কেঁদে মরে।
গুরু জনে মান্য করা রাখি শিকেয় তুলে,
মোবাইল নিয়ে থাকি আমি সব কিছু ভুলে।
মোবাইল ধ্যান, মোবাইল জ্ঞান, মোবালেই মধু,
মোবাইলেই করে রাখে দিন রাত মোরে যাদু।
এমনি করে দিবা রাতি বারো মাসই চলে,
এ কারনে সবাই আমায় মোবাইল বয় বলে।
প্রকাশকালঃ ৭ আগস্ট ২০২২ ইং
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঢাবিয়ান ভাই আপনাকে ধন্যবাদ।
মোবাইল ফোনের স্ক্রিনের রেডিয়েশন শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি তাদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত করে। বলা হয়ে থাকে ' শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ।' এভাবেই যদি শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হতে থাকে। তবে তাদের ভবিষ্যৎ হবে অন্ধকার। এছাড়াও মোবাইল ফোন ব্যবহারে ব্যবহারকারীর হার্ট অ্যাটাকের আশংকা বেড়ে যায়। রক্তচাপ বেড়ে যায়। মেজাজ খিটখিটে হয়ে যায়। ক্ষুধামন্দা দেখা দেয়।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯
জুন বলেছেন: পোলাপান এর কথা বলেন ক্যান নুরু ভাই? এই যে রাজস্ব কর্মকর্তা বেকুটিয়া ফেরীঘাটের পন্টুন থেকে নদীতে পরে মারা গেলো সেও তো মোবাইল কানে। আর ফোন কানে রেললাইন পাড়ি দিতেও কত ছেলে বুড়ো শেষ হলো। কি অবস্থা দুনিয়ার
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপু কেউ কী ইচ্ছা করে দোষ নিজের কাধে নিতে চায়! বুড়া হয়েছিতো তাই পুলাপানের উপর দিয়া চালাইয়া দিলাম। তবে মাওবাইল ফোন আসক্তি যতোটা না বুড়াদের জন্য ক্ষতির কারণ তার চেয়ে বেশী ক্ষতি করে শিশু, কিশোর ও যুবাদের। তাদের লেখা পড়া নষ্ট হয় ভবিষ্যৎ হয় অন্ধকার যতটা বুড়াদের হয়না।
মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১০
আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,
এখনকার বাস্তব চিত্র একেছেন!
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আহমেদ জী এস ভাই, কথাতো বলি বাস্তবতার নিরিখে কিন্তু কেউ মূল্যায়ন করেনা।
তবে সান্তনা " গরীবের কথা বাসি হলেই ফলে"
মন্তব্য প্রদানের জন্য ধব্যবাদ।
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯
পোড়া বেগুন বলেছেন:
কঠিন বাস্তবতার ছোঁয়া আছে ছড়ায়!
আপনাকে ধন্যবাদ, ছড়ায় বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ পোড়া বেগুন। ছড়াটি পড়ার জন্য।
ছড়া, কবিতা গানে বাস্তবতার ছোঁয়া না থাকলে তার
গ্রহণযোগ্যতা থাকেনা। কল্পনার রঙ তুলিতে ছবি
আঁকা যায় বাস্তবতা নয়।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মোবাইল নিয়ে আবেগ দিয়ে অনেক কথাই এলো,
সত্য কথা, বড়ই তিতা, যবে হজম হলো!
মোবাইলে হাতে, কাজের ফাঁকে, ইতি-উতি তাকাই,
ওটা ছাড়া, সব ছন্নছাড়া, এই বিশ্বে সবাই!
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যপথিক শাইয়্যান ভাই কথা কইছেন খাঁটি
তার পরেও মোবাইল কিন্তু করছে জীবন মটি।
রাত দূপুরে ঘুসুর ফুসুর করে অনেক জনা,
সে কারনে ঘরের সুখে পরকীয়ার হানা।
ব্যঞ্জন পোড়ে উনুনেতে সে খেয়ালতো নাই
মোবাইল ফোনে খাজুরে আলাপ চালিয়ে যাই।
পোঁড়া গন্ধে টনক নড়ে পুঁড়ছে ভাতের হাড়ি,
সে কারনে জামাইর কাছে খাইছে কঠিন ঝাড়ি।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জামাই কেন ঘন ঘন পর-মেয়েকে দেখে,
তাই তো বিবি, রেগে দিব্যি, মোবাইলে প্রেম শেখে!
কলি কালে, গোলমালে, এসব কি যে হয়!
মোবাইল বলে, ছলে-বলে, মাফ যে করতে হয়!
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোবাইল খাইছে লেখা পড়া সান্তি নাই ঘরে,
মাঝ রাতে জিনের বাদসা না জানি কারে ধরে।
সারা রাতে ফিসফিসিয়ে মোবাইলে প্রেম করে,
চিঠি পত্র লেখেনা আর ধরা পরার ডরে।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৩২
গেঁয়ো ভূত বলেছেন:
যা কৈছেন সবই সত্য মাগার সমাধান কি তাই কন।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সমাধান হৈলো পরিমিত আহারের মতো পরিমিত ব্যবহার।
কমও নয় আর বেশীও নয়। প্রয়োজনের বেশী ব্যবহার বিপদ
ডেকে আনবে।
৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৩
কামাল৮০ বলেছেন: মোবাইল দিয়ে আপনি কি করেন।আমি লাইভ শুনি।
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোবাউলে প্রয়োজনীয় কথা বলি, সময় দেখি, জরুরী কিছু ছবি তুলি
আর ব্লগে টুকটাক লেখা লেখি চলে।
৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৪
জগতারন বলেছেন:
+++
কবিতা ভালো লাগলো।
লাইক !!!
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা ভালো লাগার কৃতিত্ব আপনার;
আমি নিমিত্ত মাত্র !
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:২৭
ইসিয়াক বলেছেন:
০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই কি যে বলে !!
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৭
মোহাম্মদ গোফরান বলেছেন: নূরু ভাই?
মুবাইল ছাড়া কি উপায়?
মুবাইল থেকে খেলা দেখি,
মুবাইল থেকেই পোস্টাই।
মুবাইলে ফেবু, মুবাইলে ইনস্টা
মুবাইল দিয়েই ভালো থাকার চেষ্টা।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোবাইল ব্যভারে নিষেধ নাই, তবে বেশী ব্যবহারে সুফল থেকে কুফল বেশী।
সব কিছুরই লিমিটেশন থাকা দরকার। সীমা অতিক্রম করা ভালো নয়। আল্লাহও
সীমা লংঘনকারীকে পছন্দ করেন না।
১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৭
জগতারন বলেছেন:
মোবাইল যে পরকিয়ার বাবা ও মা !
এ নিয়ে একটি সুন্দর কবিতা পেতে চাই আপনার কাছ থেকে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আমি ফরমায়েসী লেখা লিখতে পারিনা।
মনের হরষে লিখতে সাচ্ছন্দ বোধ করি। তবুও
যখন ফরমায়েস করেছেন চেষ্টা করবো অবশ্যই।
১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৭
মরুভূমির জলদস্যু বলেছেন:
আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়ার পরে বছরপার করে দিলাম একটা লুঙ্খাআ মোবাইল দিয়ে। আর একটি কিনতেই হবে এখন।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি অত্যাধুনিক মোবাইল ব্যবহার করিনা।
আমার ভালো কোন মোবাইল নাই।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:২২
শেরজা তপন বলেছেন: নিজের কথা বললেন নাকি ছেলে মেয়ের কথা-গো ভাই?
~ভোরের বেকা হয়না দেখা কখন ওঠে রবি। (টাইপো)
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার কি আর বয় হবার সুযোগ আছে ভাই?
আমি আপনার আমার সবার ছেলে মেয়েদের
কথাই বুঝাতে চেয়েছি। বুঝাতে না পারার
ব্যর্থতা আমার।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: ঘরে ঘরে জন্ম হচ্ছে এমন মোবাইল বয়
হায় হায় কি যেন কি হয় রে কি যে কি হয়।
০৮ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কী আর হবে বলেন,
সবাই সোজা পথে চলেন,
সীমিত আর দরকারী
কথাই শুধু বলেন।
১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:০৮
শেরজা তপন বলেছেন: আমি তো জানি কি বোঝাতে চেয়েছেন আপনি একটুখানি মজা করলাম আর কি
১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাজে অসংখ্য ধন্যবাদ পুনরায় ফিরে আসার জন্য।
বুঝতে পারা ও মজা করার জন্য শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৯
ঢাবিয়ান বলেছেন: মোবাইলে এখন শিশু, তরুন তরুনী বুড়া বুড়ি সবাই আসক্ত