নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ছিচ কাঁদুনে ঠঁসা বউ !!
(মজা দেই, মজা লই)
©নূর মোহাম্মদ নূরু
অফিস থেকে সাহেব ফিরে চাইলো যখন কলম,
ঠঁসা বউ দিলো তাকে ঢোল কোম্পানীর মলম!
ভাবছে জামাইর ধরছে মাথা মলম চাইছে তাই,
ভালো হতো টাইগার বাম সেটাতো ঘরে নাই।
কলম চেয়ে মলম পেলে মেজাজ কী ঠিক থাকে,
বললে কিছু কড়া করে পানি ঝরায় নাকে!
সাহেব কয় কাজ নাই বাসায় করোটা কী বসে,
চাইলে পানি আনো চিনি থাপ্পর দিবো কষে।
ঠঁসা বউ ভাবলো তাকে বসতে বলছে পাশে,
লাজুক মনে ঘোমটা টেনে পতির কাছে আসে।
সাহেবের মেজাজ তখন সপ্তমেতে চড়ে,
কঠিন এক ঝাড়ি দিলো চুলির মুঠি ধরে।
ছিচ কাদুনে বউটি বলে দোষ করেছি কী?
জানো তুমি? আমি হলাম করিম মুন্সির ঝী!
আমার বাপের ধমক খেয়ে বিড়ালে ঘাস খায়,
কোন সাহসে হাত তুলেছো তুমি আমার গায়।
আজকে থেকে খানা দানা চুলা হলো বন্ধ,
বুঝি আমি কেনো তুমি খোঁজো আমার গন্ধ!
পানেএ থেকে চুন খসিলে মারতে আসো তেড়ে,
কইনা কিছু তাইতে তোমার সাহস গেছে বেড়ে!
এমনি করে হাজার কথায় পতিকে দেয় ঝাড়ি,
থাকবোনা আর তোমার ঘরে যাবো বাপের বাড়ি।
ভাই আমার শুনবে যখন ধরছো চুলের মুঠি,
তোমার পিঠে ভাঙবে সে যে তেল কুচকুচে লাঠি।
সারা রাতি কান্না কাটি নিদ্রা নাহি আসে,
সখের দুটি বালিশ তার চোখের জলে ভাসে।
এমন ছিচ কাঁদুনে ঠঁসা বউ যাদের ঘরে আছে,
তাদের জীবন এই দূনিয়ায় ষোল আনাই মিছে।
প্রকাশকালঃ ২ সেপ্টেম্বর ২০২২ ইং
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে অল্পতে বা বিনা কারনেই কাঁদে সেটা হলো ছিচ কাঁদুনে,
আর যে কানে কন শোনে, হাঁসকে বোঝে বাঁশ সেটা হলো ঠসা!
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৫
কামাল৮০ বলেছেন: কেউ কেউ ব্লগ ছেড়েই তলে যাচ্ছে
সেই খবর কি রাখেন।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কী মডারেটরের কথা স্মরণ আছে?
যে যাবে সে যাক না,
মিছে তারে নিয়ে ভেবনা।
আসবে যাবে এটাই
চিরয়ায়ত নিয়ম।
তবে নিমো সাহেবের মন্তব্যটা জোশ হয়েছে।
তিনি বলেছেন;
সিন্ডিকেটের মক্ষীরানী সাজুগুজু বেগমের মন্তব্যটা সবচেয়ে জম্পেশ হয়েছে। এছাড়াও ব্লগের তৃতীয় শ্রেণীর ধর্ম বিষয়ক পন্ডিতদের মন্তব্যগুলোও বাঁধিয়ে রাখার মত।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০৯
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া ভালো হয়েছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ছড়াটি পড়ার জন্য।
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৪৫
নজসু বলেছেন:
বিয়ের আগে যাচাই করে নেয়া দরকার ছিলো মেয়ে ঠসা কি না।
বেচারা-বেচারী।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিয়ের ঘটকালী যারা করে তারা কানাকেও সুনয়না বলে জাহির করে।
এক পা আলা জামাইকে বলে সে বিয়ের জন্য এক পায়ে খাড়া!
বুঝবেন কী করে?
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০১
জগতারন বলেছেন:
কবিতা পড়লাম অনেক কষ্ট করে।
কারন কবিতা বাঁকা অক্ষরে লিখার জনযে।
তাই কবিতা ভালো লাগা সত্তেও বলিলাম না।
.।.।.।
আপনার অনেক কবিতা এভাবেই আমি দেখেছি !
সোজা অক্ষরে না লিখে এ ভাবে বাঁকা অক্ষরে লিখার কারন টি যদি বলেন তবে পুলকিত হই।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আপনার অসুবিধার জন্য দুঃখিত। আমিতো আমার অধিকাংশ লেখা
সাধারন(বিজয়) হরফেই লিখি। মাঝে মাঝে একটু ব্যতিক্রম আনবার জন্য
ইটালিক টাইপ ব্যবহার করি। কী কারনে আপনার ইটালিক টাইপের লেখা
পড়তে সমস্যা হয় জানালে বাধিত হবো।
আপনি আমার ব্লগে এসেছেন, মন্তব্য করেছেন এতেই আমি খুশী,
কবিতা ভালো লাগুক আর নাই লাগুক "ডাজ নট ম্যাটার"।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৭
পোড়া বেগুন বলেছেন:
ধোকায় পরে কেউ যেন ছিচ কাদুনে ঠসা বউ ঘরে না আনে
তাইলে তার জীবন আমার মতো পুড়তে পুড়তে কয়লা হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন। পোড়া কপাল না হলে
কারো কপালে এমন ঠসা বউ জোটে।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৭:০৩
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতাটি অসাধারণ হয়েছে। যার কপালে এমন বউ জোটে তার জীবন ষোল আনাই বিষিয়ে যায়---
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাঁটি কথা কইছেন আপু!
ছিছ কাঁদুনি আর ঠসা বউ জীবন
অতিষ্ঠ করে তোলে। যে এমন বউ
পাইছে সে বুঝে তার মজা।
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৬
গেঁয়ো ভূত বলেছেন:
বৌ ছিঁচ কাঁদুনে হোক, আর ঠসা হোক, সাহেব কিন্তু নারী নির্যাতন করে ফেলেছেন! আপনার বাড়ি কি রংপুর এলাকায়? ওদিকের মানুষ কালা অর্থাৎ যারা কানে কম শোনেন তাদেরকে ঠসা বলে। যাই হোক লেখা মন্দ হয় নাই কিন্তু!
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠসা বউ যে বরের পিঠে তেল কুঁচ কুঁচে লাঠি ভাঙার হুমকী দিলো
তা কি শুনেন নাই? খালি পুরুষই নারী নির্যাতন করেনা; নারীরাও
পুরুষ নির্যাতন করে।
না ভাই আমার বাড়ি অংপুর না।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪২
অর্ক বলেছেন: ইয়ে সর্বস্ব প্রাণীর ছড়া।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাথার উপ্রে দিয়ে গেলো;
এন্টিনায় ধরা পড়লোনা কিছুই!
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩১
মোহাম্মদ গোফরান বলেছেন: ছিঁচ কাঁদুনে ও ঠসা মানে কি