নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
চোখ কান খোলা রাখ !!
© নূর মোহাম্মদ নূরু
চোখ কান খোলা রাখ ওরে বেটা মূর্খ,
কেনো আর কি কারণে করিসনা সে তর্ক।
খোলা চোখে দেখা যাবে সাদা আর কালো,
খোলা কানে জানা যবে ভিতর কার ভালো।
বন্ধ চোখে অন্ধ হয়ে রইবি আর কত কাল?
কানের তালা খুলে দিলে হবিনা নাজেহাল।
বন্ধু-স্বজন ভাবিস যারে অন্তরে তার বিষ,
সুযোগে ছোবল দিতে করিছে হিস হিস।
পদে পদে প্রতিক্ষনে ভয়ে ভয়ে থাকি,
মন মাঝে সকাল সাঁঝে কু-গায় কু-পাখি।
নিরাপদে নির্ঝঞ্ঝাটে থাকার যে বড় আশ,
একটু খানি অচেতনে খেয়ে যাই শুধু বাঁশ।
আমার মতো শত শত অন্ধ বধির যারা,
প্রতারণার পাতা জালে নিত্য যে পড়ে ধরা।
এ জাল ছিড়ে বাহির হবার পথ নাহি পাবে,
যত দিন চোখ আর কান বন্ধ করে রবে।
যায়না বোঝা ভালোর মাঝে কোনটা যে শয়তান,
মিষ্টি কথায় তুষ্ট করে কে যে নিবে তোমার জান।
চোখ কান থাকলে খোলা বিপদ রবে দূরে,
মুখোশ পড়া বন্ধু বেশী শয়তান যাবে সরে।
প্রকাশকালঃ ১ সেপ্টেম্বর ২০২২ ইং
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ গোফরান সাহেব।
মাঝ রাতে ছড়া পড়ার জন্য।
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: ছড়াই ব্যবহৃত ছবিটির ডিজাইন সুন্দর।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য সব সময় সুন্দর হয়।
মিথ্যা হয় কৃষ্ণবর্ণ ; কালো।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৩
কামাল৮০ বলেছেন: ছড়া পড়ে ধান্দায় পড়ে গেলাম।গোলক ধাঁধার মতো লাগছে।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোলক ধাধা ছিন্ন করে আলোয় আসুন,
তখন দেখবেন সব ফকফকা!
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৩৯
শূন্য সারমর্ম বলেছেন:
চোখ,কান খোলা রেখে চুরি করে চোরেরা;তবে পুকুর, সাগর,মহাসাগর চুরিতে এত কিছুর বালাই নেই।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোরের দশ দিন আর
গেরস্তের এক দিন!
©somewhere in net ltd.
১| ০১ লা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: সুন্দর ছড়া নূরু ভাই।