নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

একটি ভূত সঙ্গীত !!

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৪


একটি ভূত সঙ্গীত !!
(মজা দেই,মজা লই)
© নূর মোহাম্মদ নূরু

আমরা ভূতের দল,
আমরা ভূতের দল,
পঁচা মরা খেয়ে মোরা
বাড়াই বুকের বল।
তাই মরা পচা পাইতে মোরা
করি অনেক ছল।
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।

রানী মোদের বাস করেন
তাল গাছেরই মাথায়,
সেথায় বসে নাকি সুরে
ভূতের রাজ্য চালায়,
মরা পঁচা না জুটিলে
তোলে ভূতের ছাল!
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।

মেছো ভূত আর গেছো ভূতে
মন্ত্রণা দেয় তারে,
কুমন্ত্রণায় পইয়া তার
বুকে সাহস বাড়ে।
সেই সাহসে অনেকেরে
করে নাজেহাল।
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।৷

শাকচুন্নী আর গেছো ভূতে
চুরী করে শাক,
মেছো ভূতে সেসব দেখে
করে ভীষণ রাগ।
রাগ বাড়িলে চক্ষু তাহার
হয়ে যায় লাল
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।

মামদো ভূতে নজর রাখে
তেতুল গাছে বসে,
সে জানে কোন ভুতে
কারে ভালোবাসে,
বেহাল কিছু দেখলে পরে
সেই ধরে হাল।
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।

সব ভূতেরা থাকবো হেথায়
খাইবো পঁচা গলা,
কেউ আসলে মোদের রাজ্যে
করবো ফালা ফালা।
ভূতের রাজ্যে মানুষ এলে
হবে অন্তিম কাল,
আমরা ভূতের দল
আমরা ভূতের দল।

বিঃদ্রঃ ভূতদের পক্ষ থেকে ব্লগের প্রখ্যাত সুরকার,শিল্পী সুবর্ণ ভাইকে অনুরোধ তিনি যেন অনুগ্রহ করে ভূতদের এই কোরাস গানটির সুর দিয়ে তার কণ্ঠে পরিবেশন করে ভূতদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেন!

প্রকাশকালঃ ২০ আগস্ট ২০২২ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৫

শূন্য সারমর্ম বলেছেন:


ভুতেরা মরে ভুত হয়?

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূতেরা মরে গেলে
মামদো ভূত হয়!
আর মেয়ে ভূতেরা
হয় পেত্নী!

২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৩৮

মোহাম্মদ গোফরান বলেছেন: এগুলো বাদ দেন। দেশের মানুষের পক্ষে ছড়া লিখুন। কেউ না পড়লেও লিখুন।

২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নির্দোষ ছড়া গানে সমস্যা কি হলো?
আমার নীতি নতজানু নয়। আমি আমার
মনের আনন্দে লিখি, কেউ আনন্দ পেলে
সেটা আনার বাড়তি পাওয়া। আর না
পেলে সেটা আমার দুর্ভাগ্য। তাই বলে
নীতি বিসর্জন দেইনা।

৩| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
হঠাত ভূতদের নিয়ে ছড়া-কবিতা শুরু করলেন যে গুরু?

২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাধাগুলোকে মানুষ করতে গিয়ে
মেরে ফেলেছিলাম। এখন সব মরা
গাধাগুলো ভূত হয়ে আমাকে প্রতি
নিয়ত ভয় দেখাচ্ছে, তাই তাদের
তুষ্ঠ করতে এই গান দিয়ে ভূতদের
অর্ঘ্য দিচ্ছি।

৪| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... মজাদার ছড়া

২১ শে আগস্ট, ২০২২ রাত ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুনায়েদ ভাই ভূত সঙ্গীত !
ছড়া/কবিতা না।
ভূতদেরওতো
গান গাইবার
শখ হইতে পারে,
বলেন ঠিক কিনা?

৫| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ৮:৫৯

রেজাউল৮৮ বলেছেন: নূরু সাহেব , আপনাদের গ্রুপে তো চারজন ছিলেন, ছবির পঞ্চম জন কে? উহা কি শমসের সাহেবের গড সান , যার ক্ষমতায় ভরসা রেখে শমসের সাহেব এতদিন মাস্তানি করেছেন? সেই ভদ্রলোক তো আপাতত পরিস্থিতির চাপে পল্টি খেয়েছেন।
যাহোক, ছবিটা এডিট করে চারজনের করে দেন , বেশি মানানসই হবে।

২১ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি যে আমাদের দলের না তা বেশ বুঝতে পেরেছি।
তা দল ছুট হয়ে এই সীমানা অতিমক্রম করার শাস্তি
জানেনতো! ভূতের রানীর কোপানলে পড়ে পুনরায়
মরে মামদো ভূত হবেনন যেনো!

৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ৮:১৭

পোড়া বেগুন বলেছেন:
মজার গান!

২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূতের গান!
মজাতো হবেই!

৭| ২৫ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৭

জ্যাকেল বলেছেন: হা: হা: হা: মজার বটে =p~

২৯ শে আগস্ট, ২০২২ রাত ১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ, মজা লাগার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.