নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভূতের রানীর জন্মদিনে !!

১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫০


ভূতের রানীর জন্ম দিনে !!
(মজা দেই, মজা লই)
© নূর মোহাম্মদ নূরু

উৎসর্গঃ ভূতের রানীসহ সকল ভূতদেরকে!

ভূতের রানীর জন্ম দিনে ব্যপক আয়োজন,
পঁচা মাছের কোপ্তা কাবাব মরা মুরগীর রান।
নাতীন জামাই করছে জোগাড় মরা গরুর ছাল,
তা খেতে সব হুমরি খেয়ে পরছে ভূতের পাল।৷

মামদো ভূত আর তের পেতনি নাকি সুরে গায়,
গানের সুরে নাচের তালে ভূতের দলে খায়।
মাথার খুলি ধুলির মাঝে গড়াগড়ি যায়,
ভূতের রনী মুন্ডু দিয়ে ডুগডুগি বাজায়।

মেছো ভূতে সুরা বানায় তিমি মাছের তেলে,
ভূতের রানীর নাতনী যদি তার কপালে মেলে।
ভূতের রানী বায়না ধরে মানুষ যে তার চাই,
জন্ম দিনে হাড্ডি মুন্ডু কচ কচিয়ে খাই!

ককচকেরে ধরার জন্য মেছো ভূতে ছোটে,
এতেও যদি শাক চুন্নী তার বরাতে জোটে।
ভূতের রানী হইছে রাজী নাতনী দিবে বিয়া,
ঘর বাধিবে তেতুল গাছে শাক চুন্নীকে নিয়া।

ভেবে ছিলাম ভূত ছেড়ে থাকবো দূরে গিয়া,
ফিরে এলাম দেখতে কেমন শাক চুন্নীর বিয়া।
সাথে নিছি কাচের বোতল যদি ভূতে ধরে,
সব ভূতেরে রাখবো তবে বোতল বন্দি করে।

জানি আমি আসবেনা ভূত আমার ধারে কাছে,
থাকলে আমি দূরে সরে ভূতেরা গুষ্টি বাঁচে,
ভূতরা থাকো মহা সুখে সরিষা যখন নাই,
আর বলনা ভুলেও কখন মানুষের পন্ধ পাই।

পাদ টিকাঃ সহসা ব্লগে ফিরবার ইচ্ছা ছিলোনা; কিন্তু আমার সে ঘোষণার পরে ভূতের উৎপাত বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে আবার ফিরতে হলো! কারণ এ নেশা আমায় ছাড়েনা!

ভূতের রানীর জন্মদিনে ভূতদের নাচ দেখুন আর গান শুনুন !!
তোমার বাড়ির রঙ্গের মেলায় দেখেছিলাম বায়স্কোপ,
বায়স্কোপের নেশা অমায় ছাড়েনা।


প্রকাশকালঃ ১৮ আগস্ট ২০২২ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: মামদো ভূতের ছানা
হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে
হাসবো না-না না। - কবিতা ভাই সেই রম ঐছে।

আর , যারে একবার ভূতনি ধরেছে যত ওযা দিয়ে ঝাড়ানো হোক না কেন ভূতনি তাকে ছাড়েনা। আর তাই আমনে ব্লগ ছাড়তে চাইলেও ব্লগ আপনাকে ছাড়বেনা।

আসতেই হবে বারে বারে ব্লগের বাড়ীতে।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কামরুজ্জান ভাই
একটু সাবধানে থাকবেন!
ভূতে কখন যে কার উপর
আছর করে ভীটা ছাড়া করবে
তার ঠিক ঠিকানা নাই। আমি
অবশ্য সরিষা পড়া জানি।
দেখবেন ভূত ঠিকই ধরা
পরবে! ধন্যবাদ মন্তব্যের
জন্য।

২| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৭

মিরোরডডল বলেছেন:




ছড়াটাতে যতটা রম্য, তার চেয়ে বেশি হিংসার প্রকাশ :(


১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মানুষ যেহেতু ফেরেশতা বা সয়তান নয়
সেহেতু তার মাঝে হিংসা থাকাটা বিচিত্র নয়।
রাগ ক্ষোভ মানুষের মাঝে বিরাজমান!
যে উপলক্ষ্যে এ লেখা সেখানেও এর
ব্যতিক্রম হয়নি! আশা করে দেখে
থাকবেন। ধন্যবাদ মন্তব্য করার
জন্য যদিও এটা ব্যতিক্রম।

৩| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৯

একলব্য২১ বলেছেন: দুই চার লাইন পড়লাম। আর পড়ার রুচি হল না। আপনি মানসিকভাবে অসুস্থ। গেট ওয়েল সুন।

১৯ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার সব কিছুতে রুচি হবে এটা অন্তত আমি
বিশ্বাস করিনা। তাহলে কেউ দূধ বেচে মদ,
আবার কেউ মদ বেচে দুধ পান করতো না।
তবে রুচিহীন খাদ্যেই আপনার প্রথম পদার্পণ
সে কারনেই আশ্চর্য হচ্ছি।
কার মাল্টি আপনি? ভূতের রানী, নাকি তার
সহচরী, গেছো ভূত, মেছো ভূত, মামদো ভূত'
নাকি শাকচুন্নী? যেই হোন না কেনো; আপনার
জন্য পরামর্শ পঁচা আবর্জনা না ঘেটে সুন্দরে
নজর দিন। দুই বছরতো পার করলেন ব্লগে।
নিজের ব্লগ বাড়ি খাখা মাঠ, বিরান ভূমি।
এবার কিছু একটা লেখার চেষ্টা করুন;
দেখি রুচি হয় কিনা! পরের ছিদ্র না খুঁজে
নিজের ছিদ্র খুঁজুন!
যাহোক আপনাকে ধন্যবাদ
আমার ব্লগে আসবার জন্য।
আবার আসবেন তবে ভূত
হয়ে নয়; মানুষ বেশে আসবার
অনুরোধ রইলো

৪| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

মোহাম্মদ গোফরান বলেছেন: নুরু ভাই আপনি প্লিজ যাবেন না। আপনার ছড়া ব্লগের ব্লগারদের আনন্দ দেয়। উজ্জীবিত করে। ব্লগ প্রানবন্ত থাকে। আমি আগে সার্কাস দেখতাম। এখন সার্কাস এতো বিরক্তিকর লাগে ব্লগে টাইম স্পেন্ড করি


সার্কাসের চেয়ে ব্লগিং উত্তম।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি যাবার কথা বলেছি কখনো?
বলেছিলাম কয়েকদিন ব্লগের বাইরে
থাকবো। এটাও বলেছিলাম যে " এ
যাওয়াই শেষ যাওয়া নয়তো।
আমার ছড়া/কবিতা কাউকে
আনন্দ দিলেও অনেকের যে
গাত্রদাহ হয় তা বুঝতে পারি।

৫| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

শূন্য সারমর্ম বলেছেন:



কোথায় যাবেন? গেলে ছড়া লিখবে কে?

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার কোন কারন নাই!
বাংলাদেশে অন্য কিছুর
অভাব হলেও কবি বা
ছড়াকারের কমতি
হবেনা। কাক আর
কবি এখন সমানে
সমান!

৬| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
অর্থাৎ আপনি ভেবেছিলানে আগের কবিতাটি আপনার বিদায়ী কবিতা!!
গুরু এ বাঁধন ছেড়া সহজ নয়।

১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বিদায়ী নয়; যার উল্লেখ আছে
পাদ টিকায়। সেখানে বলেছিলা
" এ যাওয়াই শেষ যাওয়া নয়তো।"
তবে কিছুদিব বিরতী নিবার ইচ্ছা
ছিলো। কিন্তু খোঁচা খেয়ে বাধ্য
হলাম ফিরতে।

৭| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৪

পোড়া বেগুন বলেছেন:
ছড়া ভালো লেগেছে।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগার জন্য ধন্যবাদ।
ভূতেরা পোড়াচ্ছে খুব!

৮| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৬

কামাল৮০ বলেছেন: ছড়া দারুন হয়েছে।পরবর্তী ছড়ার অপেক্ষায় থাকলাম।ছড়ার যে এতোগুন আগে জানতাম না।অন্নদাশঙ্কর রায় আর আপনার ছড়ার মাঝে একটা মিল আছে।দুজনই বরিশালের লোক,তাই হয়তো।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
ভাবছি ভূতের রাজ্য ছেড়ে কয়েকদিন
বিশ্রামে যাবো। তবে ভূতের উৎপাত
বেড়ে গেলে ফিরতেও পারি।

কোথায় আগরতলা আর
কোথায় চকির তলা!
কার সাথে কার তুলনা!

৯| ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ৭:৪৯

সোহানী বলেছেন: আবার কি হলো????

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেমন কিছুই হয়নি আপু।
ব্লগটা ঝিমিয়ে পড়লে আমি একটু ঝাকুনি
দিয়ে সচল করার চেষ্টা করি, মজা দেই
নিজেও মজা লই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.