নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সাঙ্গ হবে খেলা !!

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:২০


সাঙ্গ হবে খেলা !!
© নূর মোহাম্মদ নূরু

এই দূনিয়ার রঙ্গ রসে কাটলো অনেক বেলা,
যাবার সময় ঘনিয়ে এলো সাঙ্গ হবে খেলা।
শত্রু-মিত্র অনেক ছিলো হিসেব কষে দেখি,
মুখোশ পরা বন্ধু বেশে ছিলো যে সব মেকি।

সত্যিকারের ভালো মানুষ পাওয়া বড় ভার ,
সবাই খোঁজে নিজের স্বার্থ কিসে যে লাভ তার!
কেউবা আবার মিষ্টি কথায় হানে বিষের ছুঁড়ি ,
সাপের মতো ছোবল হানায় পাবেনা তার জুড়ি।

ভুল-ত্রুটি ছিলো অনেক হইছে ক্যাচাল মেলা,
আর লাগেনা ভালো এসব হানা-হানির খেলা।
ভাবছি তাই ক্ষ্যান্ত দিবো রইবো অনেক দূরে,
পুরান বাঁশি বাজে কী আর মিষ্টি মধুর সুরে।

রাগ-অভিমান হিংসা বিদ্বেষ আছে বিদ্যমান,
এ কারণে মানুষ তো নয় ফেরেশতা-শয়তান!
যাদের সাথে কইছি কথা ব্যথা দিয়ে মনে,
আশা আছে করবে ক্ষমা তাদের নিজ গুণে।৷

বিষের ব্যথার যন্ত্রণাতে ছাড়ছে যারা বাড়ি,
যাবার কালে তাদের কথা মনে মনে স্মরি।
ভালো থাকো যেথায় আছো কাছে কিবা দূরে,
যন্ত্রনাটা কমে গেলে এসো আবার ফিরে।

যাবার কালে সাথে নিলাম কলম, কালি, তুলি,
কয়েকটা দিন থাকতে যে চাই সব কিছুকে ভুলি।
কী ভালো থাকবে যারা, না আমার চলে যাওয়া?
সৃষ্টিকর্তার বিধানই হোক আমার পরম পাওয়া।

টিকাঃ আবার হবে দেখা হয়তো, এ যাওয়াই শেষ যাওয়া নয়তো!
প্রকাশকালঃ ১৭ আগস্ট ২০২২ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৭

জগতারন বলেছেন:
কবিতা ভালো পাইলাম !
সুন্দর !!
লাইক !!!

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জাগতারন দাদা,
আশা করি ভালো থাকবেন
যেখানে থাকেন। দোয়া
করবেন।

২| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৩৮

অমিত বিশ্‌বাস বলেছেন: সুন্দর

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
ভালো থাকবেন, সুন্দরের সাথে
থাকবেন।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৮:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি কবিতা/ছড়া লিখতে থাকুন। কেউ গালি ব্যক্তি আক্রমণ করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি পেয়ে যাবে। ২ দিন আগে অথবা ২ দিন পরে। হতাশ হবেন না।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিরাশ হয়োনা যদি মুমিন হও":
আমি বিশ্বাস করি আমি মুমিন মুসল্মান।
তাই নিরাশ হইনা কিছুতেই।
তবে অন্যায়ের প্রতিবাদ করি।
অন্যায়ের প্রতিবাদ ঈমানের অঙ্গ।
গুণীজনেরা বলেনঃ
"অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা তারে তৃণ সম দহে"

৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৬

কামাল৮০ বলেছেন: হজ্বে যাচ্ছেন ?নাকি ইলেকশনের জন্য তৈরি হবেন।কোনটা?

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদ্মা সেতু হইছে রেডী হুনোনাই কী জ্যেডা,
গড় গড়াইয়া বাড়ি যামু ফিরাবে কোন বেডা!

৫| ১৮ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৭

পোড়া বেগুন বলেছেন:
রাগ করে নাকি
অভিমান করে চলে যেতে চাইছেন?

১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভার্চুয়াল দূনিয়ায় রাগ অভিমানের কানাকড়ি মূল্য নাই।
তাই রাগ বা অভিমান নয় ইচ্ছে হলো তাই যেতে চাওয়া।

৬| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:২৫

মরুভূমির জলদস্যু বলেছেন: বিদায়ের সুরে লেখা কবিতা ভালো হয়েছে।

১৮ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মহাজ্ঞানী মহাজন,
যে পথে করে গমন,
হয়েছে প্রাতঃস্মরণীয় ;
সেই পথ লক্ষ্য করে
স্বীয় কীর্তি ধ্বজা ধরে
আমরাও হব বরণীয়।

৭| ১৮ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫১

খায়রুল আহসান বলেছেন: মরুভূমির জলদস্যু বলেছেন: "বিদায়ের সুরে লেখা কবিতা ভালো হয়েছে।"
আমিও তাই বলি, আমার কাছেও কবিতা ভালো লেগেছে। কিছুটা বিরতির পর আবার শীঘ্রই ফিরে আসবেন বলে আশা করি।

১৮ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনকে ধন্যবাদ পূঁজনীয়!
কোলাহল, দলাদলি, ক্যাচাল
কাহাতক আর সহ্য হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.