নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
নিকষ কালো অন্ধকার !!
© নূর মোহাম্মদ নূরু
বর্ষায় মেঘ নাই কাঠ ফাঁটা রোদ্দুর,
শুষ্ক সব পল্লব চোখে দেখি যদ্দুর।
মুখে কারো হাসি নাই কপালেতে দেখি ভাজ,
বিনা মেঘে মনে হয় মাথাতে পড়িছে বাজ।
আলো নাই চারিদিকে নিকষ কালো অন্ধকার,
ক্ষনে ক্ষনে প্রতি দিনে বাড়িতেছে হাহাকার।
কাজ নাই শ্রমিকের ঘরে চাল ডাল নাই,
উনুনে চড়েনা হাড়ি উপোষ দিতেছি তাই।
মাছ গোস্ তরকারী আকাশ ছুঁয়েছে দাম,
ব্রয়লার মুরগীর নেয়না তো কেউ নাম।
গরীবের পুষ্টি ডিমও নেই নাগালে,
কত যে দুর্ভোগ লেখা আছে কপালে।
রুই কই ইলিশের ভরা এই মৌসুম,
দাম শুনে ভুলে যাই কোনটার কিযে নাম!
তেলাপিয়া পাঙ্গাশ যা ও ছিলো নাগালে,
আক্রার বাজারেতে তা ও নাই কপালে।
প্রতিদিন হুহু করে বাড়িছে তেলের দাম,
বিদ্যুতে রেশনিং ঝড়িছে মাথার ঘাম।
বাস গাড়ি লঞ্চে ভাড়া নিয়ে বচসা,
এর থেকে পরিত্রাণ মিলবে কি সহসা?
আলো চাই বেশী আলো দাবী করি চিৎকারে,
নিভে যায় সে আলো নিরাশার ফুৎকারে।
এ আঁধার কাটবে কি আসিবে নতুন ভোর?
নিকষ কালো আঁধারে কাটেনা মনের ঘোর!
প্রকাশকালঃ ঢাকা-১৬ আগষ্ট ২০২২ ইং
১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলোর দেখাতো পাচ্ছিনা,
চারিদিকে শুধুই অন্ধকার।
২| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ছড়া ভালো হয়েছে জনাব নূর মোহাম্মদ নূরু।
১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছড়া ভালো হলেও আমি সামনে
কোন আলো দেখতে পাচ্ছিনা, যা
কোন ভাবেই ভালো বলা যায়না।
৩| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৭
নিমো বলেছেন: ব্লগ, ইন্টারনেটের পেছনে টাকা,সময় না দিয়ে সঞ্চয় করুন। তাতে নিকষ কালো অন্ধকার না কাটলেও, হয়তো কিঞ্চিৎ আলোর দেখা মিলবে।
১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ পরামর্শ সবার বেলায়
সমানভাবে প্রযোজ্য।
৪| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৩৫
পোড়া বেগুন বলেছেন:
আধার কেটে ফুটবে আলো
সে দিনের অপেক্ষায় আছি।
কবিতায় প্লাস।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার মনোবাসনা
পূর্ণ হোক।
প্লাসের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৪
কামাল৮০ বলেছেন: আলোর নিচেই অন্ধকার।