নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভূতের রানী !!

১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:০৯


ভূতের রানী !!
(মজা লই, মজা দেই)
© নূর মোহাম্মদ নূরু

ভূতের রাজা অক্কা পাইছে বহু দিনের কথা,
বিধবা তাই ভূতের রানী মনে অনেক ব্যথা।
রাজ্য পাট রইছে পড়ে নাই যে ভূত রাজা,
ভূতের রানী কয়না কথা কাঁদে সকল প্রজা

ভূতেরা সব বায়না ধরে নতুন রাজা চাই।
তা না হলে ভূতের রাজ্যে কারো সান্তি নাই।
ভূত মন্ত্রীরা কয় রানীরে একটা কিছু করুন,
মরা রাজার ভাবনা ছেড়ে নতুন রাজা ধরুন।

ভূতের রানী আদেশ করেন সভা ডাকো কাল,
যে ভূতেরা আসবেনা তার তুলবো গায়ের ছাল।
গেছো ভূত, মেছো ভূত, শাক চুন্নী আর পেত্নী,
সবাই এসে হাজির হলো, এলো রানীর নাতনী।

ল্যাংড়া কানা,মামদো ভূত দলে বলে এলো,
ভূত রানী কয় সমস্যা সব একে একে বলো।
কেউ বলে ভূতের রাজ্যে নতুন রাজা চাই,
রাজা ছাড়া ভূতের রাজ্যে কোন মজা নাই।

শাক চুন্নী, রানীর নাতনী মিন মিনিয়ে বলে,
এত বড় হইছি ডাংগর জামাই ছাড়া চলে?
মওকা পেয়ে মেছো ভুত মাঙ্গে তাহার পানি,
নাতিন জামাই হলে আমি তুমি হবে নানী।

রানী বলে এই শয়তানি ছিলো তোদের মনে,
আমার নাতনী বিয়ে করে রাজা হবি তুই বনে?
নতুন রাজা খোঁজার কথা তোমরা বলে ছিলে,
রাজা ছাড়া রাজ্য পাটে সুখ মিলে কী দিলে।

মেনে নিলাম তোদের দাবী তোরাই রাজা রানী।
এখন থেকে রানী যে নই, থাকবো হয়ে নানী।
আজ থেকে ভূতের রাজা নাতীন জামাই তুমি,
তারে এখন লিখবো চিঠি যেথায় গেছে স্বামী ।

মানুষ যদি কভূ আসে ভূত রাজার এই বনে,
ভয় দেখাবে নাকি সুরে ভূতের কোরাস গানে।
সবাই মিলে ভূতের দল খাও নাতিনের বিয়া,
মরা মাছের কোপ্তা আছে খেয়ে পস্তাও গিয়া।

নাতনীর বিয়ের ভুরিভোজ শেষে ভূতের রানী মনের হরষে নাকি সুরে গান ধরিলো

আমি ভূতের রানী
হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়াই,
মরা মানুষের মুণ্ড নিয়ে
নিজের গলে নিজে পরাই...


প্রকাশকালঃ ঢাকা-১৫ আগষ্ট ২০২২ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৬

রানার ব্লগ বলেছেন: ভুতের রানী ভুতনী
দিচ্ছা রোজ গুতনী
খাচ্ছে ভাজা ভুজনি

ভুতের রাজা ভুতকা
প্রীয় খাদ্য ফুচকা
রানীর ভয়ে খটর খট
হচ্ছে জ্বর কাপুনী।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূতের রানী পেত্নি
মরা পঁচা খাদ্য,
ভূড়ী ভোজ হলে পরে
বাজায় নানান বাদ্য!

২| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫২

কামাল৮০ বলেছেন: ভূতদের কি রাজকন্যা নাই?

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূতদের রাজকণ্যা নয়
থাকে ভূতকণ্যা!

৩| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫৮

কামাল৮০ বলেছেন: এযে দেখছি মার ফতি ছড়া।বলে একটা বুঝায় আরেকটা।এক ঢিলে দুই পাখি।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এলোপ্যাথি, হোমিওপ্যাথি,
মারেফতি গান,
আগে বুঝে রাজনীতি
মারো সুরে টান!

৪| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৫

[email protected] বলেছেন: সুন্দর

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূত প্রেত আবা সুন্দর হয়?
আপনার সাহস আছে বলতে
হবে।

৫| ১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৪

পোড়া বেগুন বলেছেন:

আমি ভূত প্রেত ডরাই।

১৫ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূত প্রেতকে ডড়ানো ভালো,
তাইলে এরা ঘাড় মটকাবেনা!
এদের না ডড়াইলে পাট কাঠির
মতো ঘাড় ভাঙবে!

৬| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১২:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
সব ভূতেরাই হাজির দেখা যাচ্ছে।

১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই,
তাদের আপনি কী করে দেখলেন?
আমিও দেখেছি তাদের বিয়ার খানা
খেতে কিন্তু তারাতো দৃশ্যমান নয়।
সবাই অদৃশ্য।

৭| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১:০২

ককচক বলেছেন: সুন্দর ছড়া

১৬ ই আগস্ট, ২০২২ রাত ২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভূত-পেত্নীর ছড়া বলে কথা,
মজাতো হবেই !!

৮| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ২:৫৫

পাঠক০০৭ বলেছেন: সম্পাদক সাহেব,
কবিতা ভালো হয়েছে।
আপনি ভালো ছড়া লিখেন।
মন থেকে বললাম, অভিশাপ দিয়েন না।

ইতি,
পাঠক।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিও কী চিঠি লিখেয়ালাদের দলে?
ইদানিং অনেকেই চিঠি লিখছেন!
ধন্যবাদ দেরীতে হলেও চিঠি
লেখার জন্য।

৯| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৩

মোহাম্মদ গোফরান বলেছেন: আমি ভুতে ভয় পাই....

১৮ ই আগস্ট, ২০২২ রাত ১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগুন সাথে রাখবেন আমার মতো
ভূত পালাবার পথ খুঁজে পাবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.