নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বহুরুপী !!

১৩ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৫৬


বহুরুপী !!
© নূর মোহাম্মদ নূরু

বহু মানুষ নিচ্ছে এখন বহুরুপীর সাজ,
বহুরুপী কথাবার্তা, তাদের বহুরুপী কাজ।
নিজের স্বার্থ করতে হাসিল রাখেনাকো লাজ।
যখন যেথায় মানায় যেমন তেমনি করে সাজ,

এক পা'য়েতে চটি পরে, জুতা অন্য পায়ে,
একদিকে তার ধুতি পরা কোট দিয়েছে গা'য়ে।
কালো চশমা চোখে দিয়ে ঘুরে বেড়ায় পাড়া,
বিপদে কেউ ডাকলে তাদের নাহি মেলে সাড়া।

মুখোশ পরা মুখে তাদের বহুরুপী লেবাস,
গায়ে মাখে আতর লোবান আহা কিযে সুবাস!
যায়না বোঝা মতি গতি কখন কি যে করে,
মনের মাঝে কুট বুদ্ধি কে যে ধরা পরে!

হারাম হালাল বলে বলে মুখে তোলে ফেনা,
মিষ্টি কথা শুনে তাদের ভিতর না যায় চেনা।
সিন্ডিকেটের হোতা এরা রক্ত খাবে চুসে,
ভালো কথায় কাজ হবেনা তুষ্ট শুধু ঘুষে।

পরিপাটি চেহারা তাদের ইয়া বড় কান,
দেশের সব গোপন তথ্য তারা শুনতে পান।
হিংস্র মানুষ ধরে এরা ভালো মানুষের ভান।
হাসি মুখে এরাই তোমার নিতে পারে প্রান।

এমন ধারার মানুষ এখন বাংলাদেশে ভরা,
সোনার বাংলা শ্মশান করে দিতে আছে তারা।
পশ্চিমারা যাবার পরে ভাবছি রবো সুখে,
হানাদারের দোশররা যে আছে বাংলার বুকে।

বহুরুপীর ধোকায় পরে সরল মনের মানুষ,
সব হারিয়ে দুই চোখে তারা দেখে শুধু ফানুশ।
বহুরুপীর সাজ দেখে কেউ করো নাকো ভুল,
ভুল করিলে জনম ভরে দিতে হবে তার মাশুল।


প্রকাশকালঃ ঢাকা-১৩ আগস্ট ২০২২ ইং

বিঃদ্রঃ যারা বহুরুপীর সাথে নিজেদের মিল খুঁজে পাবেন; তাদের মন্তব্য করার বাধ্যবাধকতা নাই!

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৮

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার কবি নূর দা
ভাল থাকবেন---------

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আওঅঅনাকে অসংখ্য ধন্যবাদ লিটন ভাই।
লেখায় প্লাস দেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ!

২| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৪

ককচক বলেছেন: সমাজ বাস্তবতা। বোকা হলে টিকে থাকা মুশকিল।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বোকা থাকা যেনন সঠিক কাজ নয়; তেম্ন্র
অতিরিক্ত চালাক হওয়াও মঙ্গল জনক নয়।
মিনে রাখতে হবে,"অতি চালাকের গলায় দড়ি"

৩| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৬

ককচক বলেছেন: অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। ব্যালেন্স করে চলতে হবে। ব্যালেন্স করে চলতে গিয়ে নীতি আদর্শ যেনো বিসর্জন দিতে না-হয় সেদিকেও খেয়াল রাখতে হবে।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অপবাদ যেমন ভালো নয়;
তেমনি অপরূপও বিপদের
কারণ। মানে কোন কিছুর
অস্বাভাবিকতাই কুফল বয়ে
আনে। ধন্যবাদ আপনাকে।

৪| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনার ছড়া বরাবরই ভালো হয়।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বরাবরের মতো আমিও তাই
বারেবার একই কথা বলে যাই
" আপনাকে অসংখ্য ধন্যবাদ" দস্যু ভাই

৫| ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:২৯

মোহামমদ কামরুজজামান বলেছেন: বরাবরের মতই চমতকার কবিতা ভাইজান।

বহুরুপী প্রিয়া তোমার এত ছলা কলা,
আমার ভাল লাগেনা।

তার পরেও কি আর করা , জয়তু বহুরুপী।

১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কামরুজ্জামান ভাই,
বহুরুপীদের মাঝে প্রিয়াকে
আনলেন কেনো? তারপরেও
জয়তু বহুরুপী।

৬| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১২

স্প্যানকড বলেছেন: আজকাল সমাজে এদের সংখ্যা বেড়ে গেছে বহুগুণ ! খুব সুন্দর করে বলেছেন মনের কথা। ভালো থাকবেন।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনের কিথা হলে সমস্যা নাই,
তবে নিজের সাথে বহুরুপীর
চরিত্র মিলে গেলে বিশাল
সমস্যা!

৭| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৩

কামাল৮০ বলেছেন: ছড়ায় ছড়ার ছড়াছড়ি।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আস্তে আস্তে, লাগাবেন না হুড়ো হুড়ি!

৮| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৪৬

নিমো বলেছেন: কাকু, সুন্দর ছড়া লিখেছেন। নিজের বেশ মিল পেলাম। সময় সুযোগ থাকলে Not Okay চলচ্চিত্রটা দেখবেন।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজের সাথে মিল পেলে
পরিবর্তনের চেষ্টা করুন।
বহুরুপী মানুষ বিপদজনক।

৯| ১৩ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৮

জুল ভার্ন বলেছেন: ছড়া কবিতা ভালো লাগলো।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ৯:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১৩ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।

১১| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহা! অতি মনোরম কবিতা।

১৪ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ আওঅঅনাকে
মশিউর রহমান ভাই।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.