নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
সহজ কথা যায় কি বলা সহজে !
নারীরা কি পোশাক পরবে বা কিসে তার স্বাচ্ছন্দ্য বোধ হবে তা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়। কারো ব্যক্তি স্বাধীনতায় বাধা দেবার অধিকার কারো নেই। তবে স্থান, কাল পাত্র বলে একটা কথাও গুরুত্বের সাথে বিবেচনায় রাখতে হয়। বাঙালি মেয়েরা শাড়ি পরবে না স্কার্ট পরবে এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। কিন্তু সমাধান যেই তিমিরে ছিলো সেই তিমিরেই আছে। এ নিয়ে সর্বজন শ্রদ্ধেয় আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের "বারো হাত শাড়ির তেরো হাত কেচ্ছাতে" কেউ বললেন- শাড়িতে নিজেকে দারুণ লাগে, কেউ বলেছেন-শাড়িতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার নারীবাদীদের কেউ বললেন- শাড়ি সেতো এমনি এমনি পরি।
তবে শাড়ি না টিশার্ট, বিকিনি না স্লিভলেস বিতর্কে নামা ও চাপিয়ে দেয়া শাড়ির বিরুদ্ধে প্রতিবাদে নেমে কোন বাঙালি নারী বলতে পারলেন না যে-তাকে বিকিনিতেও মানায়, টিশার্টে গরমে আরাম লাগে, জিনসে শীত কম লাগে, স্কার্টে ফুরফুরে লাগে! কারন নারী যতই স্বাধীন চেতা হোক না কেনো তাকেও স্থান, কাল, পাত্রকে মাথায় রাখতে হয়। সহজ কথাটি চাইলেই সহজে বলা সম্ভব হয়না। কবি গুরুর ভাষায়ঃ সহজ কথা যায় না বলা সহজে!
সূত্রঃ বারো হাত শাড়ির তেরো হাত কেচ্ছা
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু কম দামঈ হলেও সে কাপড়টি
হতে হবে রুচিশীল, ব্যক্তিত্ব সম্পন্ন ও
সামাজ ও পারিপার্শ্বিকতার সাথে
মানানসই।
২| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:১৯
কামাল৮০ বলেছেন: আপনি দেখি গলা কাটা দলের।প্রথমে ছবি দিয়ে শুরু।
০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই নাকি সুন্দরী নারীর ছবি দিয়ে অনেক কাঠ মোল্লাদের
সমালোচনার মুখে পড়েছেন; তাই আমি আর সে পথে হাটছি না। যে
কল্লা নিয়ে সমস্যা সে কল্লাই রাখবোনা!
কল্লা দেখতে হলে গোফরান ভাইয়ের
শরণাপন্ন হতে পারেন।
৩| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১০:৫০
মোহাম্মদ গোফরান বলেছেন: যে যেটাতে কমফোর্ট সে সেটা পড়ুক। বাঙালী নারীরা শাড়িতে সত্যি সুন্দর।
০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যা খুশি তা পড়ুক তাতে আমার আপত্তি নাই। তবে
পারিপার্শ্বিকতার কথা বিবেচনায় নিয়ে শালীনতা যাতে
বজায় থাকে সে দিকে খেয়াল রাখতে হবে।
ব্যক্তি স্বাধীনতার নামে গড্ডালিকা প্রবাহে
গা ভাসানো স্মিচীন হবেনা।
৪| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:১৪
বিষাদ সময় বলেছেন: ্্
নারীরা আনার্স পড়বে না পাস কোর্স পড়বে সে বিষয়ে আমার কিছু বলার নাই। কিন্তু কাপড় পরার সময় শালীন পোশাক না পরলে আমার একটূ আপত্তি আছে।
০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিষাদ ভাই শুধু একটু!
কিন্তু অনেক নারী আছেন
যারা তীব্র প্রিতিবাদ করেন
যদিনা মেয়েরা শালীন
পোষাক না পরেন।
অনেক মা তার মেয়েকে
অশালীন পোষাক পরতে
দেন না।
৫| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৩৪
বিষাদ সময় বলেছেন: নুরু ভাই আরেকটূ মাথা খাটান। মন্তব্যে বানান সংক্রান্ত একটি দিক নির্দেশনা আছে.....
০৯ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক আছে, এর পরে
মোল্লা লবন খাবো !
৬| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:১০
বিষাদ সময় বলেছেন: ধন্যবাদ
১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অনেক সময় দেবার জন্য।
৭| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১২:২৬
ককচক বলেছেন: স্থান কাল পাত্র.. মাথায় রাখলে বিপদ। স্বাধীনতা চর্চা করতে গিয়ে নিজের জীবনকে সংশয়ের মধ্যে ফেলে দিবে কি না সেটা নারীদেরই ভাবতে। সচেতন থাকতে হবে।
বিপদের অসংখ্যা থাকলে, শাহেদ সাহেবেরাও কিন্তু বোরকা পরে।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সীমা লঙ্ঘন না করলে বিপদের আশঙ্কা কম।
"নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘন কারীদের পছন্দ করেন না"
(আল-মায়ীদা রুকু;-১২ আয়াত;-৮৭-৯৩)
৮| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১:২৩
অর্ক বলেছেন: আমাদের সবার নিজেদের দৃষ্টিভঙ্গির শালীনতা সর্বাধিক দরকারী ভাই। ঢাকার অনেক জায়গায় হাফপ্যান্ট, টি শার্ট পরে মেয়েরা। বিন্দু পরিমাণও অশ্লীলতার কিছু নেই এতে। আমি পাই না। গ্রীষ্ম প্রধান দেশ। দশ মাস ঠাঠা রোদ, লু হাওয়া নিয়ে বাঁচতে হয়। নারীদের অল্প, হালকা পোষাকে মানিয়ে নেবার জন্য জীবনের প্রথম পদক্ষেপটা এখন এখান থেকেই নিতে পারেন আপনি। আমি নিশ্চিত, আপনার লেখায় করা আমার বাকি মন্তব্যের মতো এই মন্তব্যটিও যথাযথভাবে বুঝতে পারবেন না! যাই হোক, আমাদের দেশের আবহাওয়া বিবেচনা করে, আমাদের মা বোনদের আরামের ব্যাপারটা নিয়ে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন দয়া করে। ধর্মীয় বাধ্যবাধকতা এক্ষেত্রে সম্পূর্ণ পৃথক একটি বিষয়। সাদা মনে, শতভাগ সততার সঙ্গে চিন্তা করে দেখবেন অবসর সময়ে, পোষাকের শ্লীল অশ্লীল বলে আদৌ কিছু নেই। মানুষের মনমানসিকতা চিন্তাভাবনার স্তর, ব্যক্তি ভেদে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য গড়ে দেয়।
ধন্যবাদ নূরু ভাই। শুভেচ্ছা থাকলো।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্ক ভাই,
আপনাকে ধন্যবাদ।
আপনি বলেছেনঃ আমি নিশ্চিত, আপনার লেখায় করা আমার বাকি মন্তব্যের মতো এই মন্তব্যটিও যথাযথভাবে বুঝতে পারবেন না!
আপনি ঠিকই বলেছেন। সত্যি আমি একটু কমই বুঝি। দয়া করে নিজ গুনে বুঝে নিবেন।
আমার এ লেখায় "স্থান, কাল, পাত্র" বলে একটা বাক্য আছে; দেখেছেন হয়তো! যে স্থানে যে পোষাক পরিধান করা প্রয়োজন তার ব্যতিক্রম হলে তা দৃষ্টি কটু হবেই। যে কালে মানুষ গাছের ছাল বাকল পরে লজ্জা নিবারণ করতো সে কালে (সময়) এখন যদি ফিরে যেতে চান তা কি শোভনীয় হবে? পাত্র বিভেদে পোষাক ভিন্ন হবে এটাই নিয়ম। নিয়মের ব্যতিক্রম হলে কথা ঊঠতেই পারে। সমাজে বাস করতে হলে সামাজিক নিয়ম কানুনকে মানতেই হবে। লুংগিতে কমফোর্ট ফিল করলেও লুংগি পরে সচিবালয়ে যেতে পারবেন? দূবিয়ার কথা ছাড়ুন; কবরে যেতে হলেও নিদৃষ্ট পোষাক পড়তে হয়। সুতরাং পারিপার্শ্বিকতাকে বিবেচনায় রাখুন পোষাক নির্বাচনে।
৯| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১:২৬
অর্ক বলেছেন: হঠাৎ মন্তব্যটা করে বসলাম। ৮ নং ও এটা দয়া করে ডিলিট করে দিন।
১০ ই আগস্ট, ২০২২ রাত ৩:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্ক ভাই,
আপনার অনুরোধক্রমে আপনার করা
৮ নম্বর মন্তব্যটি মুছে দিয়েছি। তবে
৯ নম্বরেওতো একই সুর শুনতে পেলাম।
আমি কি বোঝাতে চাইলাম আর আপনি
কী বুঝলেন; অথবা আপনি কী বোঝাতে
চাইছেন তা বুঝতে অক্ষম! সে যা হোক,
ভালো থাকুন।
১০| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৭:১৮
রানার ব্লগ বলেছেন: বাংগালী নারী শাড়িতে রুপসি!!!
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দরের ব্যখ্যা মানুষের দৃষ্টিভঙ্গির উপর
নির্ভর করে। কেউ শাড়িতে সুন্দর কেউ
স্কার্ট, বিকিনিতে!
১১| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৩
বিটপি বলেছেন: না, আমি চাই শুধু নারী কেন পুরুষেরাও যেখানে যে ড্রেস মানাবে, সেখানে সে ড্রেস পড়ুক। কেউ জিন্স গেঞ্জি পড়ে অফিসে এলে দৃষ্টিকটু লাগে। তেমনি কেউ বোরখা হিজাব পড়ে নাইট ক্লাবে এলেও সেটা মানানসই না।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একখান খাঁটি কথা কইছেন!
১২| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: নারী শাড়ি কেমন মিল আছে শব্দে। শাড়িতে বাঙালি রমনী সুন্দর ।
১০ ই আগস্ট, ২০২২ রাত ১০:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ কবি।
তবে তিলের সাথে কিলের
মিল খুঁজতে যাবেননা যেনো।
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০২২ রাত ৯:৫১
ইমরোজ৭৫ বলেছেন: কাপড় মানুষর পরিচয়।