নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

অব্যবস্থাপনার বলি (কবিতা)

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৯


অব্যবস্থাপনার বলি (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

পদ্মায় পিনক-৬ লঞ্চ ডুবির ভিডিও চিত্র!

জ্যান্ত মানুষ লাশ হয়ে যায় সড়ক আর নদীতে,
হাসি খুশি মানুষ গুলো যমদূত আসে বধিতে।
নদী পথে মানুষ মরে, সড়ক পথে একই হাল,
সবখানেতে মানুষ মারার পাতা আছে মরণ জাল।

বাড়ী যাওয়া আসার পথে মানুষগুলো হচ্ছে লাশ,
তোমরা কী কেউ শুনতে পাও স্বজনদের দীর্ঘশ্বাস।
বাস ট্রেন আর লঞ্চ বিমানে কোথাও নয় নিরাপদ,
পায়ে পায়ে লেগে আছে মৃত্যু দূতের পাতা ফাঁদ।

ত্রুটিপূর্ণ বাস ট্রেন আর ভাঙাচোড়া রাস্তা ঘাট,
লঞ্চগুলোরও ফিটনেস নাই সাথে আছে যানজট।
এত কিছুর পরেও মানুষ চলছে এসব গাড়িতে
তা না হলে সাধ্যি কার পারে তাদের মারিতে।

নদীর মাঝে লঞ্চ ডুবিতে লাশ হয়েছে তাজা প্রাণ,
নিখোঁজ আছে অনেক মানুষ কাঁদে শুধু তার স্বজন
বিচার চাই দোষী যারা লঞ্চ ডুবিতে ছিলো,
প্রশ্ন করি অভাগাদের মরণ কেনো হলো?

আট বছরেও হয়নি বিচার যারা ছিলো দোষী,
মোদের দাবী দোষীদের দিতে হবে ফাঁসি।
অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,
দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।


পদ্মায় পিনাক-৬ লঞ্চ ডুবির ৮ বছর আজ
সূত্রঃ বাংলা নিউজ২৪ডটকম

১ম প্রকাশকালঃ মঙ্গলবার, ৪ আগস্ট ২০১৪ ইং
০৪ আগস্ট ২০১৪ ইং পদ্মায় পিনাক-৬ লঞ্চ ডুবিতে নিহতদের স্মরণে।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:১৫

জুল ভার্ন বলেছেন: উপায় নাই গোলাম হোসেন! পচন ধরবছে মাথায়....

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মস্তিস্কে জরুরী শল্য চিকিৎসা আবশ্যক।
তা না হলে সমস্ত শরীরে এই পচন ছড়িয়ে
পড়বে।
ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: এসব ক্ষেত্রে মানবতার বাণী ডুকরে ডুকরে কাদে। সময়োপযোগী পোস্ট ।

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আনোয়ার ভাই।
দোষীদের দৃষ্টান্তমূলক
সাস্তি না হলে অপরাধ
বাড়তেই থাকে!

৩| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ সুবাহানাতালা যার মৃত্যু যেভাবে লিখছে তার সেভাবেই মরন হবে।

০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য!
তার পরেও সতর্ক ও সাবধান
হতে হবে! কারণ মানুষকে বুদ্ধি
বিবেচনার জ্ঞান দিয়েছেন।
আগুনে হাত দিলে হাত
পুড়বে জানে বলেই সে
আগুনে হাত দেয়না!

৪| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
মর্মান্তিক ঘটনা ছিলো।

০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখনো এই ঘটনা নিহতদের
আত্মীয় স্বজনের কাছে
মর্মান্তিক ঘটনা হয়েই
আছে।

৫| ০৪ ঠা আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৮

জ্যাকেল বলেছেন: কি আর করা!

০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কিইবা আর করবেন!

৬| ০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৯

কামাল৮০ বলেছেন: পৃথীবিতে মানুষ বেশি হয়ে গেছে।অতীতে এতো মানুষ পৃথীবিতে কখনো ছিল না। তাই নানাভাবে মানুষ মরবে।

০৪ ঠা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যা একথা সত্য!
প্রকৃতি নিজের ভারসাম্য
বজায় রাখতে মাঝে মাঝেই
কিছু সুংস্কার করে থাকে যা
হয়ে থাকে খুবই মর্মান্তিক।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:৩২

আখেনাটেন বলেছেন: অব্যবস্থাপনায় মৃত্যু চাইনা স্বাভাবিক মরণ চাই,
দোষীদের শাস্তি হোক তা না হলে রক্ষা নাই।
-- ঠিক....তবে সর্ষের ভেতর থাকলে কে কাকে শাস্তি দিবে? সেখানেও যে অব্যবস্থাপনা.... :((

০৪ ঠা আগস্ট, ২০২২ রাত ৮:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনকে ধন্যবাদ আখেনাটেন ভাই,
আমার মতো চুনোপুটির ব্লগে
আপনার মতো হেভীওয়েট
ব্লগারের আগমনের জন্য।
অব্যবস্থাপনার ভূত সব
সরিষা থেকেই বের
করতে হবে শুধু
পরিবহণ থেকে
বের করলেই
সু-ফল পাওয়া
যাবেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.