নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
একমাসে ৮০ কোটি টাকার টোল আদায়!
আজ ২৫ জুলাই সোমবার চালুর এক মাস পূর্ণ হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর। সেতু সূত্র
থেকে জানা যায় সেতু চালুর পর থেকে প্রতিদিন গড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫ লাখ থেকে ১০ লাখ টাকা। বিগত এক মাসে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৮০ কোটি ৩৯ লাখ ৩ হাজার ৪৭০ টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত হয়ে পার হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৪৬২টি যানবাহন। এই অল্প সময়ে পাল্টে গেছে পুরো এলাকার চিত্র। আগে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ছিল শিমুলিয়া ঘাট। আর এখন হয়েছে সেতুর মাওয়া প্রান্তের পদ্মা উত্তর থানা পয়েন্ট। এই এলাকা ঘিরে এখন জমজমাট অবস্থা। সড়কে এখন রাতদিন ব্যস্ততা।৷
উল্লেখ্য সেতু কর্তৃপক্ষ বিভিন্ন যানবাহনের জন্য যে টোল নির্ধারণ করে, সে অনুযায়ী মোটরসাইকেলের জন্য ১০০ টাকা, গাড়ি বা জিপের ক্ষেত্রে ৭৫০ টাকা, পিক-আপ ভ্যানের ক্ষেত্রে ১২০০ টাকা, মাইক্রোবাস ১৩০০ টাকা, বড় বাসের ক্ষেত্রে খরচ ৪০০ টাকা , মাঝারি বাসের ক্ষেত্রে খরচ হবে দুই হাজার টাকা
সূত্রঃ আজকের সংবাদপত্র ও টিভি নিউজ
সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যম কর্মী
২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দক্ষিনাঞ্চলের মানুষও এই দেশেরই মানুষ।
সুতরাং আমরা গর্ব করে বলতে পারবো
আমাদের দেশের টাকায় আমাদের সেতু।
২| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৩
সোনাগাজী বলেছেন:
বর্তমানে সেতুর মাসিক মেইনটেন্যান্স ( কর্মচারীর বেতন, রিফেয়ার, পরিবর্ধন, সংরক্ষণ, ইত্যাদি ) খরচ সম্পর্কে সরকার কোন আইডিয়া দিয়েছে?
২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আশা করা যায় আগামী ৩৫ বছরে টোল থেকে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে। টোলের অর্থ কী কাজে এবং কিভাবে ব্যবহার করা হবে-এ বিষয়ে সেতুর প্রকল্প পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন, 'টোল থেকে আসা অর্থ কিভাবে কোন খাতে খরচ করা হবে সেসব খাত নির্দিষ্ট করা আছে। এর মধ্যে ঋণ পরিশোধ, রক্ষণাবেক্ষণ, আদায়কৃত আয়ের ওপর মূল্য সংযোজন কর, টোল আদায়কারীর খরচসহ খাতগুলোতে নিয়মিত অর্থ পরিশোধ করতে হবে কর্তৃপক্ষকে।
অর্থ মন্ত্রণালয় থেকে ঋণ নিয়ে সেতু কর্তৃপক্ষ যে চুক্তি সই করেছে, সে বিষয়ে এই পরিচালক বলেন, 'অর্থ মন্ত্রণালয়ের সাথে চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে পাওয়া ঋণ এক শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে। এ ঋণ তিন মাস পরপর মোট ১৩৬ কিস্তিতে পরিশোধ করা হবে।' এসবের বাইরেও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। সে চুক্তি অনুযায়ী পাঁচ বছরে উক্ত প্রতিষ্ঠানকে বাৎসরিক ভিত্তিতে ৬০০ কোটি পরিশোধ করতে হবে। সেতুর রক্ষণাবেক্ষণে মোট আয়ের ৭ শতাংশের বেশি ব্যয় হবে বলে জানা গেছে। এছাড়া প্রতি ১০ বছর পরপর মেরামতের জন্য টোলের টাকা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ গচ্ছিত রাখা হবে।
৩| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৪
সোনাগাজী বলেছেন:
সেতুকে এখন রিফাইন্যান্স করে, পড়ালেখা, ত=রেনিং ও চাকুরির জন্য একটা ফান্ড করার দরকার।
২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেতু বিশেষজ্ঞরা আপনার প্রস্তাবনা
খতিয়ে দেখতে পারেন। সেতু
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
৪| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৪৭
সোনাগাজী বলেছেন:
৩ নং কমেন্টে টাইপো:
*ট্রেনিং
২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধনয়বাদ গাজীসাব
সংশোধনী আমলে
নেয়া হলো।
৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৪
শূন্য সারমর্ম বলেছেন:
খরচ উঠে আসতে কত সময় লাগবে?
২৬ শে জুলাই, ২০২২ রাত ১২:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা। অনুমান করা হচ্ছে, ২০২২ সালে এই সেতু দিয়ে বংলাদেশের ২৩ জেলায় প্রতিদিন ২১,৩০০টি যানবাহন চলাচল করবে, যা ২০২৫ সাল নাগাদ বেড়ে দাঁড়াবে ৪১,৬০০। বিশেষজ্ঞদের মতে ৩৫ এদের সবার থেকে টোল বাবদ যে আয় হবে, তা দিয়ে সেতুর ব্যয় উঠে আসতে সাড়ে ৯ বছর সময় লাগবে।
তবে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংসদের এক প্রশ্ন উত্তর কালে বলেন, পদ্মা সেতুর ওপর দিয়ে চলাচলকারী যানবাহন থেকে আদায় করা টোল দিয়ে ৩৫ বছরে ১৪০ কিস্তিতে সরকারের দেওয়া সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তিন মাস পরপর প্রতিটি কিস্তি দেওয়া হবে। সে হিসাবে ২০৫৭ সাল নাগাদ টোল আদায়ের মধ্য দিয়ে পদ্মা সেতুর জন্য ব্যয় করা অর্থ উঠে আসবে।
সুত্রঃ প্রথম আলোঃ ২৭জুন ২০২২ ইং
৬| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১১:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: এতো বিশাল পরিমান ঋণ শোধ করতে হবে তো।
২৬ শে জুলাই, ২০২২ রাত ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যার যত বড় মাথা
তার তত বড় ব্যাথা!
৭| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১২:৩৫
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন, "গাজীসাব আশা করা যায় আগামী ৩৫ বছরে টোল থেকে পদ্মা সেতুর নির্মাণ ব্যয় উঠে আসবে। "
-সাড়ে ৬ বিলিয়ন ডলার তুলে আনার জন্য ৩৫ বছর বসে থাকাটা ইডিওটিক কাজ হবে।
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিভিন্ন খরচাপাতি আছে না।
সেগুলোও এর মাঝে যোগ হবে।
আমাদের মন্ত্রীরা ইডিয়েট না!
তারা খুবই জ্ঞানী ও বুদ্ধিমান!
৮| ২৬ শে জুলাই, ২০২২ রাত ১:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। সে চুক্তি অনুযায়ী পাঁচ বছরে উক্ত প্রতিষ্ঠানকে বাৎসরিক ভিত্তিতে ৬০০ কোটি পরিশোধ করতে হবে।
অর্থাৎ বছরে ১২০ কোটি দিতে হবে শুধু একটি প্রতিষ্ঠানকেই। এছাড়াও আরো নিশ্চই খরচে খাত আছে। সেগুলি সম্পর্কে বলেনাই কিছু?
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আমার ফোকাস ছিলো টোল আদায়ের দিকে।
আপনিতো গাজীসাবের মতো অন্য দিকে পাল তুললেন,
সব বিষয়ে লিখতে গেলে আমাকে সেতু নিয়ে থিসিস
লিখতে হবে; ধান ভানতে শিবের গীত কি ঠিক হবে?
৯| ২৬ শে জুলাই, ২০২২ ভোর ৬:০৫
হাসান কালবৈশাখী বলেছেন:
ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী টোল আদায়ের মাধ্যমে ২৬ বছরর ভেতর সেতুর খরচ উঠে আসার কথা।
বিশ্বব্যাঙ্ক ও জাপানের ঋনও এরুপই, ২৫ বছর হয়ে থাকে।
তবে মানুষের উৎসাহ দেখে সেতু পারাপারে যানবাহনের বর্তমান ভলিয়ুম দেখে বোঝা যাচ্ছে ২০ বছরের মধ্যে সেতুর ব্যয় উঠে আসবে।
কিন্তু সম্প্রতি সেতুর টোলের সাথে এক্সপ্রেসওয়ের টোল যুক্ত হওয়াতে আরো দ্রুত গতিতে টাকা উঠে আসবে,
আর টোলের রেট তো ফিক্সড না, গাড়ীর সংখাও ফিক্সড না প্রতি বছর দেশে ৩০-৪০ হাজার নতুন যানবাহন যুক্ত হচ্ছে। গাড়ী বাড়লে টোল বাড়বে।
আর বছর বছর দেশের মুদ্রাস্ফিতির সাথে তাল মিলিয়ে টোল বৃদ্ধি হলে ১২ বছরেই সম্পুর্ন সেতুর দামের সমান অর্থ উঠে আসতে পারে।
টোল প্লাজায় ২টি কাউন্টারে 'ইলেকট্রনিক টোল ট্যাগ' যুক্ত হয়েছে, সেই দুই লেনে কোন গাড়ীকে কাউন্টারে থামতে হচ্ছে না।
কিন্তু প্রচার না থাকায় ঐ ২ লেনে কেউ খুব একটা ব্যাবহার করছে না
উন্নত দেশের মত সব কাউন্টারে ইলেকট্রনিক টোল ট্যাগ যুক্ত করে বাধ্যতামুলক হলে আর কোন গাড়ীকে কাউন্টারে ১ সেকেন্ডও থামতে হবে না। সেতুর মুখে জ্যামও হবে না। তখন প্রতিদিন বর্তমানের চেয়ে দ্বীগুন যানবাহন পারাপার হবে তখন ১২ বছরের আগেই সেতুর দাম উঠে আসা সম্ভব।
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
টোল আদায়ে সেতুর দাম উঠলেই বলা যাবেনা
এটাই নিট আয়, কারন ১২ বছরে রক্ষনাবেক্ষন
ব্যয় ও অন্যান্য ব্যায় সমন্বয় করতে হবে। তার
পরে বোঝা যাবে কত বছর লাগবে। গাড়ি বেশী
চলাচল করলে সেতু মেরামত ব্যয়ও বাড়বে।
১০| ২৬ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৩
ফয়সাল রকি বলেছেন: মোটরসাইকেল চলাচল বন্ধ না করলে টোলের পরিমাণ হয়তো আরো বাড়তো।
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাময়িকভাবে মটর সাইকেল চলাচল
বন্ধ আছে, শিঘ্রই তা চলাচলের
অনুমতি দেয়া হবে বলে
জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ।
১১| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৭
ইমরোজ৭৫ বলেছেন: আমাদের মেঘনা ব্রীজ থেকেও কম টোল আদায় হয় না। উল্লেখ্য মেঘনা ব্রীজ ঢাকা চট্টগ্রাম মহাসড়গে অবস্থিত। অনেক বাস, কন্টেইনার, ট্রাক যায় এই ব্রীজ দিয়ে।
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্রীজতো গাড়ি চলাচলের জন্যই
নির্মাণ করা হয়। গাড়িতো চলবেই!
১২| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৩০
নতুন বলেছেন: একটা তথ্য দরকার ছিলো, শুনলাম পদ্মাসেতু রেলের কাজের জন্য কিছু দিন বন্ধ করবে? এটা কি ঠিক? নাকি গুজব?
আমি কোথাও এই সম্পর্ক কোন তথ্য দেখছিনা।
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নতুন ভাই এটা নিছক একটা গুজব!
পদ্মাসেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে পদ্মাসেতুতে রেললাইন বসানোর কাজ শুরু হবে। রেললাইন স্থাপনের সময় সেতুতে যান চলাচল স্বাভাবিক থাকবে।
রোববার পদ্মাসেতুতে রেললাইন স্থাপন কাজের কারিগরি দিক যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান তিনি। সুতরাং পদ্মাসেতুতে রেললাইন স্থাপনের সময় স্বাভাবিক থাকবে যান চলাচল।
বিস্তারিত দেখুন এখানেঃ
১৩| ২৬ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪১
হাসান কালবৈশাখী বলেছেন:
পদ্মা সেতুতে ৩০ দিনে টোল আদায় ৭৬ কোটি টাকা।
বঙ্গবন্ধু সেতু চালুর পর প্রথম ১ বছরে যে আয় হয়েছিল, পদ্মা সেতুতে প্রথম মাসেই তার চেয়ে বেশি আয় হয়েছে।
সুত্র - প্রথম আলো।
২৬ শে জুলাই, ২০২২ বিকাল ৫:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য!
১৪| ২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৫
নতুন বলেছেন: @হাসান কালবৈশাখী ভাই। এই টাকা থেকে আয়ামীলীগের সূর্যসেনা দের একটা ভাগ দেওয়া যায় না?
২৬ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মন্তব্য নিষ্প্রয়োজন!
১৫| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৩১
বিদ্রোহী সিপাহী বলেছেন: এভাবে টোল আদায় হতে থাকলে ব্যয় ওঠে আসতে সময় খুব বেশী লাগবে বলে মনে হয় না। মটর সাইকেল চলাচলের অনুমতি দ্রুতই দেয়া উচিত।
আপনার লেখার শেষ লাইনে টাইপো: বড় বাস ৪০০ নাকি ৪০০০ হবে?
২৮ শে জুলাই, ২০২২ রাত ১০:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমাদের দরকার ছিলো সেতু, তা আমরা
পেয়েছি আমরা তাতেই খুশী আমরা।
সেতুর ব্যয় উঠে আসবে নিশ্চিত, হয়তো
দুদিন আগে না হয় পরে। ব্যাপার না।
ভয়ে ভয়ে শূণ্য একটা কম দিয়ে ফেলেছি!
কি লজ্জার কথা!
১৬| ২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৫
কলাবাগান১ বলেছেন: প্রথম আলো সাহস করে এই খবর তাদের বাংলা পত্রিকায় দেয় নাই কিন্তু ইংরেজী ভার্সানে দিয়েছে যেটা সাধারন বাংলাদেশীরা পড়ে না বলেই প্রতীয়মান
Newsweek Magazoine Lauds Bangladesh's Industrializaion trend
২৮ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এভাবেই অনেক খবর হারিয়ে যায়
পুরাতন কাগজের নীচে!
১৭| ২৭ শে জুলাই, ২০২২ রাত ২:০৯
হাসান কালবৈশাখী বলেছেন:
একটা অতি প্রয়জনীয় সেতু, তৈরি হুওয়াটা জরুরি ছিল।
টাকা উঠে আসবে কিনা সেটা ভাবা হয় নি। টোল ফ্রী করেদিলেও রাষ্ট্রের বিন্দুমাত্র সমস্যা হবে না।
দেবপ্রীয়, সালাউদ্দিন আহাম্মদ সহ দেশের সকল স্বনামধন্য অর্থনীতিবিদ গন সবাই বলেছিলেন নিজের টাকায় সেতু হলে ভয়াবহ অর্থ সংকট বিপর্যয় হবে, সেতু অর্ধেকও সমাপ্ত হবে না তার আগেই টাকা ফুরিয়ে দেশ দেউলিয়া হবে।
তখন দেশে রিজার্ভ ছিল মাত্র সামান্য, ১০ বিলিয়ন।
কিন্তু সব মিথ্যা প্রমানিত হয়ে সেতুও সমাপ্ত হল, রিজার্ভ কমা তো দুরের কথা ৫ গুন বৃদ্ধি পেয়ে ৪৮ বিলিয়ন হয়ে গেল। (বর্তমানে ভিন্ন কারনে কমে তাও ৪০ আছে।
সেতু তৈরি হলে বা কোন সুভ সংবাদে একশ্রেনির মানুষের মন খারাপ হয়ে যায়।
এখন তাদের মহা দুশ্চিন্তা, সেতুর রক্ষনাবেক্ষন ব্যয় ধোয়ামোছার খরচ কোথা থেকে আসবে! সেই চিন্তায় ঘুম নেই।
২৮ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাব্লিকের ওই চিন্তা করে ঘুম নষ্ট করার
দরকার নাই যে সেতুর ব্যয় কোথা থেকে
উঠে আসবে, সে চিন্তা সরকারের উপরই
ছেড়ে দিন যেমন দিয়েছিলো সেতু গড়ার
কাজ। আমরা সেতু পাইছি তাতেই খুশী!
কিছু লোক কিছু কথা বলবেই...
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৫
জুল ভার্ন বলেছেন: পঁচিশ বছর পর আমরা গর্ব করে বলতে পারবো- আমাদের দক্ষিনাঞ্চলের মানুষের পকেটের টাকায় পদ্মা সেতু তৈরী হয়েছে।