নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণে খরা !!

২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৬


শ্রাবণে খরা !!
© নূর মোহাম্মদ নূরু

শ্রাবনে ভিষণ খরা পানি নাই পুকুরে,
কৃষকের ঘাম ঝরে বর্ষার দূপুরে।
মাঠ ফেটে চৌচির ফসল যায় শুকিয়ে,
মেঘ নাই আকাশে চাতক আছে মুখিয়ে।

প্রকৃতি কেনো করে বিরূপ এই আচরণ,
চির চেনা বর্ষার কি কারণে পলায়ন?
শ্রাবণের বৃষ্টিতে নদী নালা ভরে যায়,
এ কেমন বর্ষা মেঘ বৃষ্টির দেখা নাই!

বর্ষার রূপ নিয়ে হতো কতো কবিতা,
কদম শুকিয়ে যায় অপলকে দেখি তা।
বর্ষার পানিতে ভিজে সবুজ হবে প্রকৃতি,
বৃষ্টিতে ভিজে ভিজে নাচতো যে কেতকী।

আজ কেন হাহাকার মেঘ নেই আকাশে,
লু হাওয়া বইছে শ্রাবণের বাতাসে।
প্রকৃতি বিরূপ কেনো কি করেছি অন্যায়,
ভাবি বসি হিসাব কষি হিসাব মিলেনা হায়!

স্রষ্টার সৃষ্টিতে অনিয়ম চলে না,
সব চলে ঠিকঠাক ব্যত্যয় ঘটেনা।
প্রকৃতি নিয়মে চলে কারো ধার ধারেণা,
বিরূপ হলে প্রকৃতি কাউকে সে ছাড়েনা।

গাছ লাগাই বেশী বেশী শীতল হবে প্রকৃতি,
তানা হলে রয়ে যাবে আমাদের এই দুর্গতি।
একটা কাটিলে গাছ লাগাতে হবে তিন টা,
বর্ষায় তা হলে রয়ে যাবে প্রকৃতির ঋণ টা।

বর্ষার এমন হাল দেখিতে যে চাই না,
শ্রাবণের বৃষ্টিত দেখা কেনো পাইনা?
হে খোদা দয়াময় ছেড়ে দাও বৃষ্টি,
ক্ষমা করো অন্যায় বাঁচাও তোমার সৃষ্টি।

প্রকাশকালঃ ঢাকা-২৩ জুলাই ২০২২ ইং

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে। ভালো লাগসে। বৃষ্টি ভালো লাগে।
সুন্দর কবিতা।

২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃষ্টিতে কেটে যাক তাপদাহ খরা,
সবুজ হোক প্রকৃতি শুচি হোক ধরা।

২| ২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১১

শূন্য সারমর্ম বলেছেন:

শ্রাবণের বৃষ্টি পাচ্ছি আমি আমার এলাকায়, আপনার এলাকায় হচ্ছে না?

২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনার এলাকায় হয় না বলেই
এমন আকুতি! আমার এখনকার
তাপমাত্রা ৩১ ডিগ্রী সেলসিয়াস!
শ্রাবন মাসের সন্ধ্যা বেলা এই
তাপমাত্রা, ভাবা যায়!

৩| ২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:০৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
বর্ষার এবার খরা নেমেছে,
আপনিও খরার কবিতা লিখলেন!!

২৩ শে জুলাই, ২০২২ রাত ১১:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই বাস্তবতাকে
অস্বীকার করবেন কিভাবে ?

৪| ২৪ শে জুলাই, ২০২২ ভোর ৫:২৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।

২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ জুল ভার্ন ভাই
লেখাটি পড়ার জন্য।

৫| ২৪ শে জুলাই, ২০২২ সকাল ৭:২০

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
লাইক !!

২৪ শে জুলাই, ২০২২ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা আজ আর আদাব নয় আজ সালাম!
আপনি আমাকে খুবই পছন্দ করেন বলেই
আমার সব ছাইপাশ লেখা আপনার কাছে
অমৃত! তবে কেউ কেউ এই লেখাকে তিড়িং
বিড়িং লেখা বলে এবং হীরো আলম ও
মাহফুজুর রহমানের গানের সাথে তুলনা করে।
কিন্তু আমিতো জানি যোগ্যতায় আমি তাদের
নখের তুল্যও নই। ভালো থাকবেন।

৬| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৯

সোনাগাজী বলেছেন:



প্রকৃতি নিয়ে আমরা কিছু সামাজিক গ্রুপ গড়ে তুলবো, যারা দীর্ঘমেয়াদী প্লয়ান নিয়ে ভাববেন।

২৬ শে জুলাই, ২০২২ রাত ১২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো পরিকল্পনা!
তবে বাস্তবায়ন তত সহজ
হবে বলে মনে হয়না। আমরা
বলি যা করি তার বিপরীত!
আমরা তিনটা গাছ ঠিকই
কাটি কিন্তু একটাও লাগাইনা!
অথচ মুখে ফেনা তুলি একটা
গাছ কাটলে তিনটা লাগাও!
রাস্তায় গাছ লাগানো যেতে
পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.