নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হয়তো আর ফিরবোনা !!

১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৯


হয়তো আর ফিরবোনা !!
© নূর মোহাম্মদ নূরু

থাকি সদা ম্রিয়মাণ টিপ্পনি কাটে কেউ,
সারমেয় দল বেঁধে করে শুধু ঘেউ ঘেউ।
মান নিয়ে টানা টানি করে অনেক পামরে,
হয়তো আর ফিরবোনা কলহের এই শহরে।

যা বলি তার ভুল খোঁজে তবে শুদ্ধ কি বলে না,
মনে ভাবি বলবে কি! সে তো শুদ্ধটা জানেনা।
এত যদি পণ্ডিত তবে তুমি কেনো লেখনা,
ভুল ধরা ইজি খুব লেখা অত সহজ না।

মূর্খদের পণ্ডিত হয়ে জানি কোন লাভ নাই,
না বুঝে কথা বলে ক্যাচাল করে অযথাই।
দলে ভারী এরা তাই সত্য হয় মিথ্যা,
কথাতেই বোঝা যার পেটে কত বিদ্যা।

সোনা ভাই যেই বলে প্রশ্ন ফাঁসের দল,
ব্যাস! আর যায় কোথা হয়েছেন জেনারেল।
নিজের খেয়ে বনের গাধা মানুষ করতে কেন যান?
জেনারেলের টুপি মাথায় এখন ইয়া নাফসি করেন।

একে একে অনেকই ছাড়ছে এই উষ্ণ শহর,
ভাবছি আমি চলে গিয়ে ধরবো তাদের বহর।
গন্ধ ভরা এই শহরে বইবে কি সুখের নহর !
সুখের আসায় চাইনা খেতে বিষে ভরা জহর।

তোমরা যারা গায়ে পড়ে ঝগড়া করে থাকো,
স্মরণ করে সেই দিনের বিষাদ ছবি আঁকো।
রইবেনা কেউ ধারে কাছে থাকতে হবে এক ঘরে,
নামটি তোমার কেউ নিবেনা ঠিকানা আস্তাকুঁড়ে।

সত্য বলার সত্যে চলার বিকল্প যে ধরায় নাই,
মনে রেখো বকছো যাকে সেও কিন্তু তোমার ভাই।
আজ আছো কাল চলে যাবে মিছে কেনো এই বড়াই,
এই শহরে সারা জীবন থাকার যে উপায় নাই।

আই স্যাল লিভ ইউ মে হিয়ার,
অনলি গড নোজ হুইচ ইজ বেটার।
থিংক পজেটিভ বি হ্যাপি অলওয়েজ ম্যান,
আদারওয়াইজ সাম ডে ইউ উইল বি ব্যান!

প্রকাশকালঃ ঢাকা-১৭ জুলাই ২০২২ ইং

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৭

আখেনাটেন বলেছেন: নুরু ভাইকে আজকে বেশ অভিমানী মনে হচ্ছে....আপনার উপর কে আবার চড়াও হলো? আপনি তো এখন পজিটিভ ম্যান?...

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মেঘে মেঘে বেলা কিন্তু হয়ে গেছে বেশ !
বুঝিনি যেতে হবে ফুরাবে সুগন্ধির রেশ।
শতভাগ পজেটিভ ভাই নই কিন্তু আমি,
রাগ আছে ক্ষোভ আছে জানে অন্তর্যামী।

হয়তো আসিবো ফিরে হয়তোবা নয়,
কারো জন্যই কিছু কিন্তু পরে নাহি রয়।
সবই রহিবে পড়ে ধুলা বালি ছাই,
সব কিছু অবিকল শুধু আমি নাই।

২| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অভিমান করেন কেন নূরু ভাই ! ব্লগে সব সহজ ভাবে নিতে হয়।

১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাধু পুরুষ নইতো আমি
রাগ অভিমান আছে,
এই ধরায় কেউ কারো নয়
ভালোবাসা মিছে।

৩| ১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৩৮

মোগল সম্রাট বলেছেন: খ্রাপ না। ভালো হইছে....!

১৭ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সম্রাট খুশী হলে
আর কি চাই!

৪| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৪

সোনাগাজী বলেছেন:



লেখেন, আপনার লেখার হাত আছে।

ব্লগে লেখা সহজ হলে, বাংলাদেশে ফেইসবুক এতো পপুলার হতো না; বাংগালীরা সবাই লিখতে চান, কিন্তু লিখতে গেলে বুঝতে পারেন যে, ইহা কঠিন কাজ!

যারা ক্যাচাল করে, তাদের মনের জোর কম, কিছু সময় হাউকাউ করে হয়রাণ হয়ে যায়; সম্প্রতি ৩ জনের গলার স্বর তেমন শোনা যাচ্ছে না, স্বর নীচু হয়ে গেছে, মনে হয়।

লিখতে থাকেন।


১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
সিদ্ধান্ত নিয়েছি যখন তা বাস্তবায়ন
করতে চাই। তবে ব্লগ ছাড়ার কথা
বলছি না। আসব, দেখবো মন্তব্যও
করবো যে লেখা পছন্দ হবে।আপনারা
থাকুন, ক্যাচাল আর সহ্য হচ্ছেনা!

৫| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:০৯

শূন্য সারমর্ম বলেছেন:


এমন কোথায় যাবেন যে ফিরা যাবে না?

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ফিরা যাবেনা তাতো বলি নাই;
বলেছিঃ
"হয়তো আর ফিরবোনা"

৬| ১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১২

সোনাগাজী বলেছেন:



লেখাই আপনার প্রফেশান। ক্যাচাল কমে যাচ্ছে, ক্যচাল কমাতে আপনার বড় ভুমিকা আছে।

সময় আসবে, দু:খ করবেন, ক্যচাল কেন একবারে থেমে গেলো!

১৭ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাত দেয়না, কাপড় দেয়না
কিসের এটা প্রফেশান?
ঝগড়া বিবাদ ক্যাচাল করে
কাটবে কেনো এই জীবন?

থাকুক তারা মহা সুখে
নরক করুক গুলজার,
ভুল ভ্রান্তি যতই করুক
ইচ্ছা নাহি দেখিবার!

৭| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:০৮

কামাল৮০ বলেছেন: কুকুর আপনার পিছু নিলো কেন?কালো কুকুর নাতো

১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কালো নয়,
লাল কুত্তা!

৮| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৮:৫২

রাজীব নুর বলেছেন: কোথাও য এতে হবে না। আমাদের সাথেই থাকুন।

১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আছি আপনাদের সাথে
কিন্তু কিছু আর লিখবোনা।

৯| ১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৮

জুল ভার্ন বলেছেন: "যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ"- যাওয়ার কথা ভুলে যান, সুখ দুঃখ নিয়ে ভার্সুয়াল লাইফে একসাথেই থাকি। শুভ কামনা।

১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুল ভার্ন ভাই,
ভার্সুয়াল লাইফ যেহেতু
আসল লাইফ না, সে হেতু
এখানে সুখ দুঃখের হিসাব
কষে লাভ নাই। কে গেলো
কে এল তার খবর রাখার
দরকারই বা কি!

১০| ১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
অভিমানে ভড়া ছড়া
মনে মনে নাড়াচাড়া

১৮ ই জুলাই, ২০২২ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দস্যু ভাই
ভার্সুয়াল লাইফে অভিমানের
কোন মূল্য নাই, তাই অভিমান
করা বোকামী। আমাকে কি বোকা
মনে হয়?

১১| ১৮ ই জুলাই, ২০২২ রাত ১:৪৪

কামাল৮০ বলেছেন: লাল হলে ভয়ের কিছু নাই।ধর্মে লাল কুত্তা মারতে বলে নাই।কালো কুত্তা মারতে বলছে।

১৮ ই জুলাই, ২০২২ রাত ২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি লাল বা কালা কোন কুত্তাই মারিন।
আমি সব কুত্তাদের পাশ কাটিয়ে চলি!

১২| ১৮ ই জুলাই, ২০২২ সকাল ৯:২৩

জগতারন বলেছেন:
জ্বনাব নূর মোহাম্মদ নূরু প্রবীণদের প্রবীনতম ব্লগার।
আমার ভালোবাস ও শুভকামনা তাঁর প্রতি।

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্যও অনেক অনেক
শুভেচ্ছা ও শুভ কামনা।
ভালো থকবেন!

১৩| ১৮ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার কবিতায় সবসময়ই বাস্তবতার ছোঁয়া থাকে।

২০ শে জুলাই, ২০২২ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর কম্পলিমেন্টের জন্য
অনেক ধন্যবাদ। ভাকো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.