নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বাল্যকালের ভালো লাগা একটি কবিতাঃ প্রকৃত দাতা !!

১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৩৭

প্রকৃত দাতা
কালিদাস রায়

দাতার প্রধান জাফর নিত্য দান করে দুঃখী জনে,
তাহার তুল্য নাহি বদান্য বিশ্বাস মনে মনে |
একদা সহসা উদ্যানমাঝে সান্ধ্যভ্রমণ কালে,
হেরে তার দাস ক্ষুধায় কাতর বসে আছে আলবালে |
দিবস শেষের তিনখানি রুটি প্রাপ্য আহার তার
একে একে দিল কুকুরের মুখে,–বিচিত্র এ ব্যবহার !
কহিল জাফর, ‘ওরে কিঙ্কর, সারাদিন উপবাসী,
দিবস শেষের খাদ্য তাও কুক্কুরে দিলি হাসি ?’
চমকি বান্দা জোড় হাতে কয়,– ‘মানুষ হয়েছি ভবে,
আজিকে ভাগ্যে না হয় আহার, কালি পুনরায় হবে |
খোদার এ জীবে আহার কে দিবে ? ক্ষুধায় বাঁচাবে কেবা ?
মোরা যে ধরাতে এসেছি করিতে নিখিল জীবের সেবা |’
কহিল জাফর আঁখি ছল ছল– ‘ আবিসিনিয়ার দাস,
আজিকে দর্প করিলি চূর্ণ, ছিঁড়ে দিলি মোহ-পাশ |
গুরুর মন্ত্র কানে দিলি তুই, দে রে কোল, বুকে আয় ;
দুর্দিনে ধীর সেরা দানবীর তুই দীন-দুনিয়ায় |
রাজকোষ যে বা মুক্ত করেছে দাতা নাহি কই তারে,
সেই ত্যাগ-বীর বুকের রুধির হেলায় যে দিতে পারে |
রে চির বান্দা, নহিস বনদী– দিলাম মুক্তি প্রাণ,
এই বাগিচার মালিক হইয়া প্রাণ ভরে কর দান |


এবার মূল্যান করুন নিজেকে, আপনি কেমন দাতা!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার পোস্ট পড়ে একটা কবিতা মনে পড়ে গেলোঃ


কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তাই।
ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়
জাগে শিয়রের আগে।
বাপেরে সে বলে র্ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাতঁ?
কষ্টে হাসিয়া আর্ত কহিল
“তুই রে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের পায়ে
দংশি কেমন করে?”
কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ানো কিরে
মানুষের শোভা পায়?

বিপ্লব হোক কবিতায়।

১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোফরান ভাই মানুষ রূপী সেই সকল
সারমেয় দের যন্ত্রনায় বাড়ি ঘর ছেড়ে
পালাতে হবে দেখছি!
এরা নিজেদের নাক কেটে
পরের যাত্রা ভংগ করেই
ছাড়ে, এদেরকে ঝাড়ু
মারতেও ঘৃণা হয়।

২| ১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০২

মাস্টারদা বলেছেন: আগে কত সুন্দর সুন্দর গল্প কবিতা থাকত পাঠ‍্যবইয়ে। যার সার নির্যাস থাকত "মানুষ হতে হবে যেভাবে।" আগে পড়িনি। এগুলোই কবিতা। ছন্দ আছে, তাল আছে। আর সবচেয়ে বড় কথা শিক্ষা আছে।

গত পরশু ছাত্রীকে জিজ্ঞেস করেছিলাম, "বইয়ে (স্কুলের) সবচেয়ে বিরক্তি লাগে কোন টপিকে?"
যদিও উত্তর আমার জানা ছিল, যতগুলো পড়িয়েছি সবার কাছেই এই প্রশ্ন করে এক উত্তরই পেয়েছি বলে। (আপনিও শোনার ট্রাই করতে পারেন।) আমার উদ্দেশ্য ছিল কারণটা শোনা।

কারণে যা বলল তার সার এমন, লেবু বেশি কচলালে তেঁতো লাগে। উৎসাহী তো ভালো। অতি উৎসাহী বিষ। আর বরাবরের মতো সব স্টুডেন্টের উত্তর আশ্চর্যজনকভাবে অভিন্ন। (যদিও আমি যথাসম্ভব চেষ্টা করি তাদের ভালো লাগাবার)।
ভূষি খাইয়ে এমন প্রজন্মের কাছে আবার নৈতিকতা আশা করা বোকামি না?

১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মাষ্টার দা, আপনাকে আমার ব্লগে সাগতম।
(মোবাইল থেকে যুক্ত বণ' হচ্ছেনা)
আগের মতো কবিতা, গল্প গান নীতি কথা
নাই, তাই মানুষের মাঝেও নীতি বোধ জাগ্রত
হয়না। সব গেছে নষ্টদের দখলে!

৩| ১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৭

মাস্টারদা বলেছেন: লেখক বলেছেন: আগের মতো কবিতা, গল্প গান নীতি কথা
নাই, তাই মানুষের মাঝেও নীতি বোধ জাগ্রত
হয়না। সব গেছে নষ্টদের দখলে!

ঠিক।

মোবাইল থেকে যুক্ত বণ' হচ্ছেনা__ অনেকেই মোবাইলে লেখা নিয়ে অভিযোগ করে। কিন্তু আমি তো প্রথম থেকেই মোবাইলে। গুগলের ক্রোমে।

১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে,
পুনরায় মন্তব্য করার জন্য।
বাল্যকালে যা শেখা হয় তার
প্রতিফলন ঘটে সারা জীবনে।

মোবাইলের কি বোডে'র
ভিন্নতার করণেও হতে পারে।

৪| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার প্রিয় কবিতার একটি!

৫| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১২:১১

সোনাগাজী বলেছেন:



কালিদাস সমান্তযুগের মানউষ, সামন্ত যুগের একটা উদাহরণ দিয়েছেন; এখন দান কোনভাবে সমাজিক সমস্যার সমাধান করতে পারবে না।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তা হলে আপনি কমেন্ট ব্যান মুক্ত!
জেনারেল থাকবেন কত দিন?
মন্তব্য করার সুযোগকে হাত ছাড়া
করবেন না। ব্যাকা ত্যাড়া মন্তব্য
পরিহার করুণ নিরাপদে থাকুন!

অঃটঃ আমি সামু ছেড়ে দিচ্ছি!

৬| ১৬ ই জুলাই, ২০২২ রাত ১২:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আর লিখতে পারলাম কই!

৭| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



ব্লগটিমের দক্ষতা নেই, ওরা সোস্যাল মিডিয়া চালাচ্ছে বাংলাদেশের সরকারী অফিসারদের মতো।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের মাথা তাদের ব্যথা!

৮| ১৬ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সোনাগাজী বলেছেন:



১ বিশাল ব্লগার পাঠক বাড়ানোর জন্য, নেপোলিয়নের গোপন চিঠিও ব্লগে দিচ্ছে! কয়েকদিন পর, পর্ণ ম্যাগাজিন থেকেও কিছু নিয়ে আসবে ব্লগে।

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধুই বিনোদন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.