নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

রিয়া নামের মেয়েটাকে কেনো করলাম বিয়া !!

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ১:২৬


রিয়া নামের মেয়েটাকে কেনো করলাম বিয়া !!
© নূর মোহাম্মদ নূরু

বাপ মায়ে তার আদর করে নাম রেখেছে রিয়া,
মিষ্টি নামের প্রেমে পরে তারে করেছিলাম বিয়া।
বিয়ের পরে মনের সুখে ঘুরছি তারে নিয়া,
সেই বউ হলো চণ্ডালিনী তাড়ায় ঝাড়ু দিয়া।

টাকা পয়সা সোনা চান্দি চাইতো যাহা দিছি,
পানের থেকে চুন খসিলে করতো চেচা মেচি।
ঘরের কাজে মন বসেনা মোবাইল নিয়া থাকে,
মাঝ দুপুরে বেরিয়ে যেতো বন্ধুদেরই ডাকে।

দিন পেরিয়ে সন্ধ্যা হতো কভু গভীর রাত,
ঝগড়াঝাটি করলে জানি যাবে চলে জাত।
বসে থাকি আশায় আশায় রাতের পরে রাত,
আজে বাজে অনেক খেতো খায়না শুধু ভাত।

এমনি করে মাসে মাসে বছর ঘুরে আসে,
বউকে নিয়ে ছিলাম আমি সুদূর পরবাসে।
মনের কষ্ট বুকে চেপে থাকি হাসি মুখে,
কেউ বোঝেনা দুঃখের নদী বইছে আমার বুকে।

বিদেশ বিভূঁই দুঃখ বোঝার মা বাবা নেই কাছে,
আমার মতো অভাগা কি এই দূনিয়াতে আছে?
কেমনে মোরা সুখি হবো অষ্ট প্রহর ভাবি,
বউয়ের মনে অন্য ভাবনা ছেড়ে যাবে সবই।

এ ঘরে তার সুখ হবেনা ডিভোর্স যে তার চাই,
আটকে রাখার ক্ষমতা যে আমার কাছে নাই।
বনের পাখি পোষ মানেনা দুধ কলা খাওয়ালে,
একদিন সে উড়েই গেলো বসলো অন্য ডালে।

শূন্য খাঁচা আছে পরে অনেক স্মৃতি নিয়ে,
রিয়া আমার চলে গেছে বুকে ব্যাথা দিয়ে।
আসবেনা সে ফিরে কভূ সুখের পায়রা পাখি।
তবুও তার স্মৃতি গুলো যতন করে রাখি।

আমার মতো যাদের ঘরে আছে এমন রিয়া,
যতন করে বেধে রেখো সোনার শিকল দিয়া।
অভাগা তাই পোষ মানেনি আমার ঘরে রিয়া,
ভাবছি এখন একা বসে করলাম কেনো বিয়া!

উৎসর্গঃ জনৈক কারো রিয়া নামের বউকে!
সতর্কীকরণঃ ছড়াটি যদি কারো জীবনের সাথে মিলে যায় তা নিতান্তই কাকতালীয়!
প্রকাশকালঃ ঢাকা-১৩ জুলাই ২০২২ ইং

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৪

ইমরোজ৭৫ বলেছেন: আমার সাবেক বউ এর নাম রিয়া। আমাদের তালাক হয়েছে ১৯-০৬-২০২২ ইং তারিখে।

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইমরোজ ভাই আমি খুবই দুঃখিত!
কি কারণে আপনাদের সংসার ভেংগে
গেলো জানিনা, আপনার জন্য
সমবেদনা রইলো।

২| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৬

শূন্য সারমর্ম বলেছেন:

আমি বিবাহীত নই,মৃত।

১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার কল্যাণ হোক!

৩| ১৩ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

এম ডি মুসা বলেছেন: বড় বেশি মজা পাচ্ছিলাম

১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মুসা ভাই,
কারও পৌষ মাস,
কারও সর্বনাশ !!

৪| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫৮

মোগল সম্রাট বলেছেন: বিবাহিত মানে প্রকারন্তরেতে মৃত
পুরুষ মানুষ দু'প্রকার, জীবিত-বিবাহিত........!!!! :D

কবিতাটি কিন্তু আসলেই নিতান্ত কাকতাল নয় :)

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কন দলে সম্রাট!
মোঘল সম্রাটরাতো আবার
বারে বারে ছাদনা তলায় যায়!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৪:১০

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দিচ্ছি উপদেশ করিস না কেউ বিয়া , শুভ কামনা রইলো ।

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন এক জ্ঞানী ব্যক্তি বলে ছিলেন,
"তিনি নিজেতো বিয়ে করবেনই না এবং
তার ছেলেকে উপদেশ দিবেন সেও যেন
বিয়ে না করে"।

৬| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৩

কামাল৮০ বলেছেন: ভুল বুঝতে পেরে ফিরে আসার ব্যবস্থা আছে।সে অবস্থায় যেনো কি করতে হবে?ইসলাম আমাদের জন্য সব ব্যবস্থাই করে রেখেছেন।

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই ভুলের কোন মাশুল নাই!
দিল্লিকা লাড্ডু খেলেও পস্তাবে
না খেলেও!

৭| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:




গত ২০ বছর সমাজের অবস্হা দেখে মনে হচ্ছে, বেশীরভাগ তরুণের স্বামী হওয়ার মতো ব্যক্তিত্ব ও যোগ্যতার অভাব আছে।

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাও সত্যি যে অধিকাংশ তরুণীরও
বউ হবার যোগ্যতা নাই!
ইমরোজ ভাই তা হাড়ে হড়ে
টের পেয়েছেন। তাই তিনি
ডিজিটাল কাবিন খুঁজছেন!

৮| ১৩ ই জুলাই, ২০২২ বিকাল ৫:৫৫

জুল ভার্ন বলেছেন: বাহ! খুব মজা করে লিখেছেন।

১৩ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জুল ভার্ন ভাই
মজা হলেও নিম'ম
সত্য!

৯| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:০৮

ইমরোজ৭৫ বলেছেন: সোনাগাজী সাহেব,
সংসার করার বড় যোগ্যতা হচ্ছে ধৈর্য। যা বর্তমান মেয়েদের নাই। আর এখনকার প্রজন্মের মেয়েদের বউ হিসেবে বিশ্বাস করা যায় না।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইমরোজ ভাই,
সংসার করার বড় যোগ্যতা হচ্ছে ধৈর্য।
কথা সত্য, যা উভয়ের বেলাতেই প্রযোজ্য
নারীরা যেমন ধৈর্যশীলা হবেন, পুরুষদেরও
ধৈর্য ধারণ করতে হবে। এখনকার প্রজন্মের
মেয়েদের কেউ কেউ অভব্য আচরণ করলেও
সবাইকে দোষারোপ করা ঠিক নয়।
আগে কিন্তু জাত পাত দেখা হতো এখন
রূপ দেখে পতংগ তাতে ঝাপ দেয় আর
দোষ দেয় আগুনের!
মনে রাখা প্রয়োজন যে,
"নদীর পানি ঘোলাও ভালো,
আর জাতের মেয়ে কালোও ভালো"।


"স্ত্রীকে বিশ্বাস করে ঠকাও ভালো,
অবিশ্বাস করে জিতেও লাভ নাই"

১০| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: রিয়া নামে আমার এক বান্ধবী আছে।
কিছুদিন আগে তার বিয়ে হলো।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাদের দাম্পত্য জীবন সুখের হোক।
এই রিয়াকেও কি আপনার একসময়
পছন্দ হতো! আপনারতো সবাইকেই
ভালো লাগে তাই জিজ্ঞাসা করলাম!

১১| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:৩০

সোনাগাজী বলেছেন:


ইমরোজ৭৫ বলেছেন: সোনাগাজী সাহেব,
সংসার করার বড় যোগ্যতা হচ্ছে ধৈর্য। যা বর্তমান মেয়েদের নাই। আর এখনকার প্রজন্মের মেয়েদের বউ হিসেবে বিশ্বাস করা যায় না।

@ইমরোজ৭৫,

আমি আপনাকে দেখিনি, আপনার প্রাক্তন স্ত্রীকেও জানি না; তবে, আপনার লেখা থেকে কিছুটা বুঝা গেছে যে, আপনি পরিস্হিতকে সঠিকভাবে বুঝেন না।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজী ভাই, সবাই যদি
সকল ক্ষেত্রে সকল
পরিস্থিতি সামাল
দিতে পারতো
তা হলে সংসার
এত বিষাদময়
হতোনা।

১২| ১৩ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৯

সোনাগাজী বলেছেন:



@ইমরোজ৭৫,

আপনাকে অনেকবার প্ররশ্ন করে, আপনার পরীক্ষার রেজাল্ট হয়েছে কিনা জানতে পারিনি; ইহা কিন্তু আপনার সম্পর্কে অনেক কিছু বলছে; এই ধরণের আচরণ কিন্তু জীবনের উপর প্রভাব রাখে।

আমি আপনাকে দেখিনি, আপনার প্রাক্তন স্ত্রীকেও জানি না; তবে, আপনার লেখা থেকে কিছুটা বুঝা গেছে যে, আপনি পরিস্হিতকে সঠিকভাবে বুঝেন না।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন পরীক্ষার রেজাল্ট জানতে
চেয়েছেন আপনি। তার জীবন
পরীক্ষার রেজাল্ট প্রকাশ
হয়েছে,জেনেছেন
হয়তো!

১৩| ১৩ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছন্দ মিল ভালো হয়েছে।

১৩ ই জুলাই, ২০২২ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো হইলেই ভালো!

১৪| ১৪ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পড়ে মজা লাগে তবে কেউ কেউ বলছেন সংসার ভেঙ্গে গেছে তাদের জন্য সমবেদনা; সংসার ভাংগা ভালো বিষয় না।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যাদের সংসার ভেংগে গেছে তাদের জন্য
সমবেদনা। সংসার ভাংগা সত্যি বেদনা
দায়ক!

১৫| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: আমি আছি। কিন্তু আমার শরীর টা ভালো নেই।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রচন্ড গরমে শরীর
কাবু হয়ে যায়।
সাবধানে
থাকবেন।

১৬| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:৪০

জগতারন বলেছেন:
প্রতিটা সম্পর্ক পূর্ণতা পাক।
এ শহর থেকে বিচ্ছেদ উঠে যাক।
মানুষ গুলো সুখী হোক...

২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর চাওয়া
কবুল হোক।

১৭| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ৮:০৭

নীল আকাশ বলেছেন: ছন্দের লেখা ভালো লেগেছে।

১৪ ই আগস্ট, ২০২২ রাত ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগার জন্য
ধন্যবাদ নীল আকাশ।

১৮| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৯:২৩

শেরজা তপন বলেছেন: উৎসর্গঃ জনৈক কারো রিয়া নামের বউকে! সতর্কীকরণঃ ছড়াটি যদি কারো জীবনের সাথে মিলে যায় তা নিতান্তই কাকতালীয়
~ তিনিতো প্রথমেই সাড়া দিয়েছেন। আমরা আর ধারনা না-ই করলাম :)

১৭ ই আগস্ট, ২০২২ রাত ১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চুন খেয়ে মুখ পুড়লে
এমনই হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.