নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

Delhika Laddu

১১ ই জুলাই, ২০২২ রাত ৮:৪৫


Delhika Laddu !!
© Nur Mohammad Nuru

Those who wany to get married & floating in the wind,
what happiness is in the marriage,
money will come in your bag?
Life is happier as long as you don't get married,
after marriage, the happy bird will fly away.

Is marriage are fun, why feel sad?
he who has done it understood
that he is daied in alive!
When you did get married and grow up?
there is time to stop the bad thoughts of marriage.

Want it, give it, why not?
ghaner ghaner rope in day and night.
If you give her a house, she want a car,
If you give silvers, she want gold,
no one knows what will fill their minds.

If anyone wants to get married after that,
take thuli in the eyes and kalup in mouth,
Blind and dumb husbands have great qualities,
if you do not have it,Kurukshetra will take fire.

Those who want to build happy conjugal life,
you may do it if you can tie two heart to one.
Otherwise the bird of happiness will fly away,
delhika laddu it is married or unmarried to suffer.

Date of publication: Dhaka-12th July 2022 Eng

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ;) নির্মল বিনুদন B-)

১১ ই জুলাই, ২০২২ রাত ৯:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ
ভার্চুয়াল ভ্রাতা !

২| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:১৮

নজসু বলেছেন:



দেবতারাই নাকি নারীর মন বুঝতে পারেনি।
মানুষ পারবে কেন? বউয়ের মন ভরানোতে স্বামী বেচারা তো দূরে থাকলো। ;)

তৃতীয় প্যারার তৃতীয় ও চতুর্থ লাইনের খাঁটি বাংলা অনুবাদ হলো-
বসতে দিলে খাইতে চায়
খাইতে দিলে শুইতে চায়। :-B

১১ ই জুলাই, ২০২২ রাত ৯:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একদম খাটি কথা !
এদের খুশী করতে
সৃষ্টি কতা' ই হিমশিম
খায়, মানুষতো
কোন ছার!

৩| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:৪১

কামাল৮০ বলেছেন: বিপদে আছেন মনে হয়।

১১ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার থেকে ভালো আছি!
দিল্লিকা লাড্ডু খাইছেন তো!

৪| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:২২

সোনাগাজী বলেছেন:


পরিবার পরিকল্পনাতে চাকুরী পেয়েছেন?

১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই বয়সে পরিবার পরিকল্পনাতে চাকুরী নিয়ে
কি হবে! দিল্লীর লাড্ডুর কেমন মজা তা বুঝানের
জন্য চেষ্টা করছি! বুঝলে বুঝুক না বুঝলে আমার
কোন দোষ নাই! আপনিতো গিলছেন আপনাকে
বলে লাভ নাই! আপনার শিষ্য এখনো ছুক ছুক
করে মনে হয়!

৫| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
If you give her a house, she want a car,
If you give silvers, she want gold,

ঠিকই আছে

১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
It is my observation bro,
I thik every married person
face it in their conjugal life.
May be you are not!

৬| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


Why English?

১৭ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
You are playing the same
broken record repeatedly.

৭| ১১ ই জুলাই, ২০২২ রাত ১১:১৩

সাসুম বলেছেন: হিরো আলম এর অভিনয়, মাহফুজের গান, আনান্তা জলিল এর মুভি আর নুরুর ইংরেজি কবিতা।

বাংগুস্তান এর আর্ট শিল্পের হোমাসা করা শেষ

১২ ই জুলাই, ২০২২ দুপুর ১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন: নেতিবাঁচক মানুষদের
কাছ থেকে এর চেয়ে
বড় কম্পলিমেণ্ট
আর কি হতে পারে!
যারা সব সময় আধা
গ্লাস খালি দেখে!

সমালোচনা, ভুলত্রুটি ধরিয়ে দেয়া ইতিবাঁচক
মানসিকতা, ব্যক্তি আক্রমন অশোভন ও
অশালীন মন্তব্য নীচু মনের পরিচায়ক।
অপনি অবশ্যই সে দল ভূক্ত নন!
নাকি ভুল বলেছি?৷

বিগত প্রায় এক বছরেও একটা পোষ্টের
জন্ম দিতে পারেন নাই! যদিওবা বছর
খানেক আগে একটা দেখেছিলাম তাও
জনৈক ব্লগারের প্রতি বিষোদগার!
লিখলে ভুল হতেই পারে, না লিখলে
ভুল হয় না।

আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জ য়।।

৮| ১১ ই জুলাই, ২০২২ রাত ১১:৪১

আখেনাটেন বলেছেন: সাসুম বলেছেন: হিরো আলম এর অভিনয়, মাহফুজের গান, আনান্তা জলিল এর মুভি আর নুরুর ইংরেজি কবিতা। ---- =p~ =p~

ভাইজান, হঠাৎ এই বিলাতি বোমা বর্ষন সামুতে শুরু করলেন ক্যানে। :D

১১ ই জুলাই, ২০২২ রাত ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাঝে মাঝে একটু রুচির পরিবত'ন!
যদিও কিছুই হয়না, তবুও চেষ্টা!

৯| ১২ ই জুলাই, ২০২২ রাত ১২:০৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নূরু ভাই ব্লগে বিনোদনের দরকার আছে। এই ধরণের পোস্ট বিনোদন দিবে ব্লগারদের। বুঝাই যাচ্ছে আপনি মজা দিতে লিখেছেন।
প্রথম পাতায় ১৫ টা পোস্ট স্থান পায়। একই ধাঁচের গুরুগম্ভীর পোস্ট মাঝে মাঝে বিরক্তির কারণও হয়। আপনি লিখুন। ব্লগে কারও লিখতে মানা নাই। ব্যক্তি আক্রমণে ও কপি পেস্টে মানা আছে। এই দুইটা এভয়েড করে যা খুশী লিখে যান।

১২ ই জুলাই, ২০২২ রাত ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রথম পাতার ১৫ টির মাঝে একটি পোষ্ট
দেয়া আমার অধিকার। কাহারো অভব্য
আচরণে তাহা হইতে আমি বিরত রহিবোনা

১০| ১২ ই জুলাই, ২০২২ রাত ১:৫৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনার গরু আপনি যে দিক দিয়া ইচ্ছা সেদিক দিয়া জবাই করেন, কাউরে পাত্তা দেয়ার দরকার নাই।

১২ ই জুলাই, ২০২২ রাত ২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা নেতিবাঁচক মানুষ তাদের
গুরুত্ব দেবার সময় নাই। পঁচা
গন্ধই এদের কাছে মৃগ নাভী
কস্তরী!

১১| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪০

রাজীব নুর বলেছেন: আপনি লিখে যান।
কেউ কেউ কটু মন্তব্য করলে করুক।

১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সারমেয়দের কাজ ঘেউ ঘেউ করা,
বারণ করলে আরো বেশী করে
এটাই তাদের ধম'!
আমি পাত্তা দেই না।

১২| ১২ ই জুলাই, ২০২২ সকাল ৮:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নাহা আপনি এই ইংরেজী ফিংরেজী বাদ দেন বাংলা লেখেন।
তবে ভালো লেগেছে এইটুকু ---
If you give her a house, she want a car,
If you give silvers, she want gold.

১২ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেকের সাথেই এই কথাটা মিলে যায়
তাই হয়তো ভালো লাগে!
তবে আপনি কেনো বাদ দিতে বলেন
তা বোধগম্য নয়, উপরে একজনতো
মহা ক্ষেপ্পা! মনে হয় তার আঁতে ঘা
লেগেছে!

১৩| ১২ ই জুলাই, ২০২২ দুপুর ২:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা বাঙালী মানুষ তাই বাংলা লেখেন তাছাড়াও সামু একটা বাংলাপ্লাটফর্ম এখানে বাংলা লেখাটা মানানসই।

১২ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর ভাই,
আপনার কথা ঠিক আছে, তবে এটাও সত্য যে,
সামহোয়‍্যার ইন...ব্লগ একটি উন্মুক্ত ও স্বাধীন মত
প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমরম। তাই
স্বাধীন ও উন্মুক্ত প্লাটফরমে বাংলা ইংরেজী উভয়
ভাষাতে লিখলেতো সমস্যা হবার কথা নয়।
যা হোক দশটা বাংলার মাঝে একটু আধটু
ইংরেজী থাকুক না! নিষেধ যখন নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.