নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
দুটি পাখি একটি ছোট্ট নীড়ে
কেউ তো কারো পানে চায় না ফিরে।।
একি দুঃসহ ব্যাথা অস্ফুট হয়ে বাজে।
এ দুটি জীবন ঘিরে
কেউ তো কারো পানে চায় না ফিরে
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার
শিল্পীঃ শওকত হায়াত খান
(এত অভিমান! এত নিরবতা!!}
মান-অভিমান! সেকি শুধু মানুষের অধিকার নাকি মানুষের মতো পাখিদেরও কি রাগ, মা্ন অভিমান থাকে? একান্ত বাধ্য হয়ে এক ছাদের নিচে থেকেও দুটি মানুষ যেমন স্বতন্ত্র জীবন যাপন করে; পাখিদের বেলাতেও কি তাই ঘটে!! যদি নাই ঘটবে তা হলে গীতিকার কেন এমন ধারার গান রচনা করবেন! বাস্তবতা বিবর্জিত সাহিত্য মানুষের কাছে গ্রহণীয় হয় না। তা হলে কি ধরে নিবো পাখিদের মাঝেও মান অভিমান; ক্ষোভ রাগ আছে? যদিও রাগ আর অভিমানের মধ্যে অনেক পার্থক্য আছে। রাগ একটি মানসিক মনোভাব, যা বিভিন্ন কারণে সৃষ্টি হয়। রাগ হলে মানুষ নেতিবাঁচক কাজে প্রলুব্ধ হয়। যে কারওর প্রতি রাগের সৃষ্টি হতে পারে। কিন্তু রাগের মধ্যে ভালোবাসা থাকে না, আর রাগের থেকে বেশি শক্তশালী অভিমান। যে অনুভূতি অনেক মৃদু, কিন্তু এর পরিধি অনেক বেশি বিস্তৃত। শুধু কাছের মানুষের প্রতিই অভিমান সৃষ্টি হয়। অভিমানের মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। পাখিদের মাঝেও কি এমন হয়?
পুনঃপ্রকাশঃ
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বয়সের তারতম্যে রাগ অভিমান হয় না!
রাগ অভিমান হয় ভালোবাসার তারতম্য
ঘটলে!
২| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩১
শূন্য সারমর্ম বলেছেন:
পাখির মান-অভিমান নিজের চোখে পর্যবেক্ষণ করেছেন কখনো?
০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গ্রামে থাকতে দেখেছি চড়ুই ও
ঘুঘু পাখিদের মাঝে রাগ
অভিমান দেখেছি;
কাকদের মাঝেও!
৩| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
কিছু কিছু পাখি সারাজীবনের জন্য জটি বাধে।
তাদের মাঝে মান অভিমানের সুযোগ হয়তো হয়।
০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৯:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিছু পখি হয়তো সারা জীবনের জন্য জোট বাধে
যেমন চড়ুই, বাবুই, বক।
তবে কিছু কিছু পাখি আছে বদের হাড্ডি! মহা
বদমাইশ; ওরা পরকিয়া করে বেড়ায়, এর
পিছে ওর পিছে ঘুরে বেড়ায়!
৪| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:১০
মোহাম্মদ গোফরান বলেছেন: এই পোস্টে আপনি এবং আপনার পাঠকদের জন্য থাকছে একটি সুন্দর উপভোগ্য গান।
০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সু কণ্ঠের গায়ক গায়িকাদের
পরিবেশনায় সুন্দরী
সন্দর মডেলদের সুন্দর
গানের পরিবেশনা!
৫| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:২৪
রাজীব নুর বলেছেন: আমরা মানুষরা পাখিদের কথা ভাবি না। শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি। ইহা ভুল ও অন্ন্যায়।
০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজেদের কথা ভাবার সময় পাইনা
পশু পাখিদের কথা ভাবার সময় কই
পাবো!
তবে তাদের কথা ভাবা দরকার।
৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১:২৬
ভার্চুয়াল তাসনিম বলেছেন: নূরু ভাই আপনি সুন্দর ছড়া লিখেন এবার কটা ফিচার লিখুন। সুন্দর কোন বিষয়বস্তু নিয়ে।শব্দের অলংকরণ , পোষ্টে স্পেসিং ঠিকঠাক থাকবে।
০৫ ই জুলাই, ২০২২ রাত ২:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাসনিম ভাই ফিচার লিখতে গেলে কিছু কিছু
পেপার ওয়াক' করতে হয়; সম্পাদনা করতে হয়।
সেই ফিচারে যথাযথ রেফারেন্স ও সম্পাদিত
লেখার পরেও তারা সেখানে কুপি বাতির
আলো দেখে! তাই ফিচার লেখা ছেড়েই
দিয়েছি।
৭| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৩:২০
সোনাগাজী বলেছেন:
বরিশালের মানুষ পাখী শিকার করে?
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু বরিশালে নয়,
সব জেলাতেই মানুষ
পাখি শিকার করে।
ঢাকার রাজপথে
এই শিকার, এই
শিকার বলে
চিল্লায়!
৮| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: নূরু ভাই, গীতিকারের নাম বোধ হয় গাজী মাজহারুল আনোয়ার। সুরকারের নাম তো দিলেন না।
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মোস্তফা ভাই
আওঅঅনি সুকারের নান
জানতে চাইবেন জানতাম না।
আপনার জন্য শিল্পীর নামও দিলান।
শিল্পী:শওকত হায়াত খান
কথা:গাজী মাজহারুল আনোয়ার
সুরকার:সত্য সাহা
৯| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হঠাৎ করে বিরহের কাহিনী কেন?
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিরহ পাইলেন কই?
মান অভিমানের কথা
বললামতো!
১০| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ১০:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: পোস্ট ভালো লাগলো
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপু,
ভালো লাগার জন্য
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৫
কামাল৮০ বলেছেন: কথা বার্তা বন্ধ কেন? বুড় বয়সে আবার কি হলো।