নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শান্তিতে নিরাপদে নির্ঝঞ্ঝাট থাকতে চান?

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:০৬


ফুল পাতা, নদী আর পাখির গান!!
© নূর মোহাম্মদ নূরু

শান্ত নিরুদ্রপ, নির্ঝঞ্ঝাট থাকতে চান, ফুল পাখিদের নিয়ে গান গান !!
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

একটি কুড়ি দুটি পাতা

ও নদী রে......

নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা সই...

না.. না.. না.. পাখিটার বুকে যেনো তীর মেরোনা..

এই দূনিয়া এখনতো আর সেই দূনিয়া নাই....

দূনিয়াকো লাথ মারো, দূনিয়া সালাম করে..


একদিন মাটির ভিতরে হবে ঘর......

প্রতীকী ছবি – সৌজন্যে আন্তর্জাল ...

[email protected]
প্রকাশকালঃ ঢাকা- ৩ জুলাই, ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:১৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর।

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নদী আর ফুল পাখিরাই সুন্দর!

২| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: পুরনো গানের কথা মনে পরে গেলো

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব সময় নতুন নিয়ে থাকলে হবে?
মাঝে মাঝে পুরাতন ও অতীতের
কথাও স্মরণে আনতে হবে।

৩| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:১৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: শান্তি আসলে কে কোথায় পায় কে জানে?

০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৫:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শান্তি আসলে আপেক্ষিক ব্যাপার,
কেউ কারো পিছনের ছিদ্র খুঁজে শান্তি
পায়; কেউ অপরের ছিদ্র বন্ধ করে দিয়ে
শান্তি পায়।
তবে নদী আর ফুল পাখি
নিয়ে থাকলে জলদস্যু ভাইর
মতো আশ্রমে নিরাপদে থাকা
যায়।

৪| ০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১০

জগতারন বলেছেন:
প্রথম লাইক!
দেশে আইতাছি
আপনার সাথে দেখা করে
আপনার সাথে বইয়া চা খাইতে চাই।

কন্টাক্ট ইনফো জানাইয়েন।

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদেশ থেইক্কা আইয়া এক কাপ চা খাইলে হইবো?
সাথে পোলাউ, গোস্ত হইবোনা?

৫| ০৩ রা জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: ভালো হয়েছে

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এখানে আমার কোন ক্রেডিট নাই!
আমি নদি আর ফুল পাখিদের কাছে
আশ্রয় নিছি কারণ আমার কোন
আশ্রম নাই!

৬| ০৩ রা জুলাই, ২০২২ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:



আমি তো মনে করেছিলাম সোনাাবালু, ধুলাছাই'রমতো, এগুলো আপনি গেয়েছেন! সোনাবালু,ধুলাছাই'এর গান শুনেছেন?

০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিতো অনক সময় অনেককে
অনেক কিছু মনে করেন! সাপকে
মনে করেন দড়ি! সে জন্য পড়েন
বিপদে!

৭| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১০:৫৮

শূন্য সারমর্ম বলেছেন:


অন্তর্জাল কি জিনিস?

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Internet এর বাংলা অর্থ আন্তর্জাল।

৮| ০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৫

রাজীব নুর বলেছেন: চমৎকার।

০৪ ঠা জুলাই, ২০২২ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গানগুলো শ্রুতিমধুর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.