নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
Who are you?
©Nur Mohammad Nuru
The fake pir have given dung on his head
Knowledge has lost its intelligence.
All the juntas are pretending to be donkeys,
A stick is called from behind to shake the fake pir.
Who are you? Disciple;
I have given my name to the group of hypocritical saints.
I have no home of my own, hoping for the next
Cuckoos lay their eggs in the nests of crows..
That's why I don't have a baby in my house,
I go from house to house and eat whatever is in the alliance.
To understand good and evil, let's follow the words of Nari Pir,
I sit up and say what the pir says.
In the oil, in the butter, in the morning, in the evening, at night,
If the position of Pir can rise in service.
The house is dark with its Niko lamp,
Zero Vita pigeon ride on the chest wail!.
The day comes and the day goes away.
Year after year, Niko Hari in the oven
How long will you stay in the dark in the hope of a saint,
If you can, light a lamp in the room..
Those who risk Uki in the next room,
There is time to stop the conspiracy of the hypocrite Pir.
If the eggs were laid in the crow's house, there would be no value.
Evil crows can sting to death.
Date of publication: 2nd July 2022 Eng
০২ রা জুলাই, ২০২২ রাত ১০:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বুষ্টার ডোজের তারিখ ছিলো গত ২৮ জুন,
কিন্তু নেয়া হয়নি, ভাবছি আগামী ৭/৮ জুলাই
নিয়ে নিবো।
বুষ্টার ডোজ নিলে সমস্য হতে পারে বিধায়
মাথা গরম হবার আগেই লিখলাম ইংরেজী
সংস্করণ। আপনিও মাথা ঠান্ডা রাখুন;
গরম হলে কদুর তেল মাঝুন!
২| ০২ রা জুলাই, ২০২২ রাত ১০:৩২
ভার্চুয়াল তাসনিম বলেছেন: যারা ইনলিশ বুঝেনা তারা করবেটা কী? পরবে ক্যামনে ?
০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা বাংলা ম্যানদের জন্য নয়!
ইংলিশ ম্যান যারা আছে তারাতো
বাংলা বোঝেনা তাদের জন্যই
ইংলিশ!
ইংলিশ নিকের অনেকের দেখা
পাবেন! নাকি নাম ধরে Roll Call
করবো?
৩| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: এই কবিতা পড়ার জন্য সাহস জোগাড় করতে পারলাম না ভাইজান।
০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জল দস্যু ভাই এটা ইংলিশ ম্যানদের জন্য,
আপনার ভউ পাবার কিছু নাই!
দেখি ইংলিশ ম্যানরা কি বলে?
৪| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৭
শূন্য সারমর্ম বলেছেন:
Why English?
০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
English for
English man!
৫| ০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৩৯
মোহাম্মদ গোফরান বলেছেন: শূন্য সারমর্ম বলেছেন:
Why English?
০২ রা জুলাই, ২০২২ রাত ১১:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শূন্য সারমর্মকে বলে দিয়েছি,
আপনাকেও কি বলে দিবো?
৬| ০৩ রা জুলাই, ২০২২ রাত ১:২২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বুস্টার ডোজে স্মৃতিশক্তি কমেছে অনেকেরই - তাই বাংলা ইংলিশ দুটোই ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কবিতাটা বাংলায় তর্জমা করে ফেলুন এক্ষুনি। আর ভাবীর নামটা তাবিজে লিখে গলায় ঝুলিয়ে রাখুন - ভুলে গেলে আপনার গৃহত্যাগ করার চান্স আছে।
০৩ রা জুলাই, ২০২২ রাত ১:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্বামীজী আমিতো এখনো বুষ্টারডোজ দেই নাই!
যারা বুষ্টার ডোজ নিয়েছে তাদের সমস্যা হতেই
পারে! আপনিও কি নিয়েছেন?
আপনকা স্মৃতিশক্তি কি গ্যায়া?
বউর নাম ভুলে গেলে সমস্যা
নাই; ভাবীদের নাম না ভুললেই
চলে!
৭| ০৩ রা জুলাই, ২০২২ ভোর ৬:২৭
দ্বীপ ১৭৯২ বলেছেন: সুন্দর
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ব্লগে আসবার জন্য
আপনাকে শুভেচ্ছা!
নিন্তব্যের জন্য ধন্যবাদ।
৮| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:০৩
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খান সাহেব,
দেরীতে হলেই মন্তব্য
করার জন্য ধন্যবাদ ।
৯| ০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আবার বাংলা থেকে ইংরেজিতে গেলেন? বুস্টার ডোজ নিলে তো আরবি লেখা শুরু করবেন।
০৩ রা জুলাই, ২০২২ বিকাল ৩:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই কয়েকজন ইংলিশ ম্যান আছেন
তাদের জন্য এই ডোজ!
তারা নাম খুঁজে পায়নি বলে
ইংলিশ ছাল গায় দিয়েছে।
চিনতে কষ্ট হয়, বাংগাল না
ইংলিশ!
©somewhere in net ltd.
১| ০২ রা জুলাই, ২০২২ রাত ১০:১৮
সোনাগাজী বলেছেন:
বুষ্টার ডোজ টিকার নেয়ার পরেই কি এই কবিতা জম্ম নিয়েছে?