নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
উন্নাসিকতা !!
নূর মোহাম্মদ নূরু
উন্নাসিক আচরণ বা মনোভাব। বাংলা অভিধান মতে উন্নাসিকতা একটি বিশেষণ পদ। উন্নাসিকতা এর বাংলা অর্থঃ যে সব কিছুকেই তুচ্ছ বা অবজ্ঞা করে এমন। অথবা যে সব কিছুকেই অবজ্ঞায় নাক উঁচু করে বা বাঁকায়।
ইদানিং সামু ব্লগে এমন কিছু উন্নাসিক ব্লগারের উদয় হয়েছে।
এরা কারো পোষ্টে ভালো মন্দ কোনো মন্তবই প্রদান করেন না। উপরন্ত তাহাদের পোষ্টে কেউ মন্তব্য করলেও তার প্রতিমন্তব্য করতেও নাক সিটকায়! "ভাবখানা এমন যে, আমি মহা যতনে এক খানা মহা ভারত রচনা করিয়া তোমাদের ধন্য করিয়াছি"। এবার তোমাদের পালা; আমাকে পুস্প৷পল্লবে তোমার পূঁজার ডালি সাঁজিয়ে আমাকে তুষ্ট করো! সে আশা তারা করতেই পারে কারন লেখক কোন মন্তব্যের জবাব না দিলেও কোন এক অমোঘ নিয়মে সে কেখা হিট হয়ে নিবা'চিত পাতায়ও স্থান করে নেয়। হিটের বন্যায় লেখকও গরম হতে থাকেন।
কেবল মাত্র এই সকল উন্নাসিক ব্লগারদের উন্নাসিকতার কারনে অনেকেই নিরুতসাহিত হচ্ছে তাদের লেখায় মন্তব্য করতে যার কারণে এক দিকে যেমন পাঠক হারাচ্ছে সামু ব্লগ, অন্য দিকে নতুন নতুন লেখা আসছে কম। কে কি লিখছে সেটা বড় কথা নয়, তার লেখার ভুল ত্রুটিও কেউ তুলে না ধরার কারনে তাদের লেখার মান বৃদ্ধি পাচ্ছেনা।
সবাই ভালো লিখবে বা লিখতে পারে এমন মনোভাব পোষণ করা বাতুলতা। তবে সে যেটুকু লিখেছে তার মূল্যায়ন হওয়া আবশ্যক। তাই যারা অন্তত লেখাটি পড়েন তাদের উচিত কিছু একটা বলে লেখককে অনুপ্রেরণা যোগানো।
যারা নিজেদের আঁতেল মনে করেন এবং কালে ভদ্রে অন্যের ব্লগে ঢু মারেন, তাদের জন্য নসিহত সবাই আপনাদের মতো উচু দরের লেখক নন। তাদের মাঝে যদি আপনাদের দু'একটি বাণী বষ'ণ করেন তবে তারা ধণ্য হবে।
পরিশেষে সে সকল উন্ন্নাসিক ব্লগারদের বলবো, আপনারা যদি অপরের লেখাতে মন্তব্য করতে নাক বাকান তাতে ক্ষতি নাই, তবে আপনাদের মহাকাব্যে যে সকল অভাগারা মন্তব্য করেন তাদের জন্য আপনার নাকটি কিঞ্চিত সোঁজা করে যতসামান্য প্রতি মন্তব্য করে তাদেরকে ধন্য করুন। আর সামুক অকূলে ভাসানো থেকে কিছু অবদান রাখুন!
প্রকাশকালঃ ঢাকা-২৯ জুন ২০২২ ইং
২৯ শে জুন, ২০২২ রাত ১:২৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি হনুর দল কি খুব কম?
এরা পরের পোষ্টেতো যায়ইনা,
নিজেদের পোষ্টে কে কি বলছে
তারও উত্তর দেয় না!
২| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:৫৩
শূন্য সারমর্ম বলেছেন:
পাঠক,লেখক কমে যাচ্ছে ; ভুল ধরে গঠনমূলক আলোচনাও হারিয়ে যাচ্ছে। সামু জীবিত থাকতে হবে, যেভাবেই হোক।
২৯ শে জুন, ২০২২ রাত ১:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গঠনমূলক আলোচনা যদি হারিয়েই যায়
তা হলে জীবিত রাখবেন কি করে?
৩| ২৯ শে জুন, ২০২২ রাত ১:০৮
রাজীব নুর বলেছেন: আমি যতদিন জীবিত আছি, ততদিন সামুর মৃত্যু ঘটবে না।
আমার মরার পর কি হয় সেটা বলতে পারি না।
২৯ শে জুন, ২০২২ রাত ১:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কিন্তু আজকেতো আপনার পোষ্টের
শিরোনাম " আমি আর লিখবোনা"!
৪| ২৯ শে জুন, ২০২২ রাত ১:৪৬
সোনাগাজী বলেছেন:
সেদিন ষেখলাম, পদ্মাসেতু নিয়ে ১ জন লিখেছেন, ১৭০ ক্লিক পাবার পরও কোন মন্তব্য পাননি; আমি কমেন্ট করলাম, দেখি আমি উনার কমেন-ব্যানে আছি।
২৯ শে জুন, ২০২২ রাত ১:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরা উন্নাসিক! আপনি আর রাজীব খান
না থাকলে অনেকের ফুটো থালা বছরের
পর বছর খালিই পড়ে থাকতো!
৫| ২৯ শে জুন, ২০২২ সকাল ৯:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন কয়েকজন উন্নাসিক আছে এই ব্লগে।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা আমার পর্যবেক্ষণ। আপনার
ধারনাও কি তাই?
৬| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:৩৮
রবিন.হুড বলেছেন: ঠিক বলেছেন ভাই
২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মিথ্যা বলে লাভ কি?
৭| ২৯ শে জুন, ২০২২ সকাল ১১:৪৬
জুল ভার্ন বলেছেন: কয়েকজন উন্নাসিক ব্লগারের কারণেও অনেকে ব্লগে লেখালেখির আগ্রহ হারিয়ে ফেলেছেন।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার কথা জানিনা; আমি নিজেই
উৎসাহ হারিয়ে ফেলেছি।
গাজীসাব আর রাজীব খান
আছে বলে সবাই দু একটি
মন্তব্য পাচ্ছে!
তাও শুনছি
রাজীব খান নাকি
আর লিখবেন না!
৮| ২৯ শে জুন, ২০২২ দুপুর ১২:৫৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
আপনিওতো সবার পোস্টে মন্তব্য করেন না।
আমিও করি না।
২৯ শে জুন, ২০২২ বিকাল ৩:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবার পক্ষে সব পোষ্টে মন্তব্য করা সম্ভব হয় কি?
আপনি কি সবার পোষ্টে মন্তব্য করবন?
তবে আমার পোষ্টে যে মিন্তব্য করে
আমি তার প্রতি মন্তব্য করে থাকি;
সেখানে উন্নাসিকতা করিনা।
৯| ২৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫১
লেখার খাতা বলেছেন: ভ্লগে এখন আড্ডাবাজ প্রচুরসংখ্যক । নিজেরা নিজেদের পোষ্ট পড়ে নিজেরা মন্তব্য করে। এক পোষ্টে দেখলাম একই ভ্লগারের ২২ টি মন্টব্য।এসব ছাগলামি দেখে মন্তব্যের পতি রুচির পতন ঘটতে পাড়ে।
২৯ শে জুন, ২০২২ রাত ৯:৩৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো এখন
Safe exit খুঁজছি!
©somewhere in net ltd.
১| ২৯ শে জুন, ২০২২ রাত ১২:২২
মোহাম্মদ গোফরান বলেছেন: একমাত্র আহাম্মক ছাড়া কেউ নিজেকে মুই কি হণুরে মনে করেনা।