নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ইসলাম ধর্মে নারীর অধিকার !
© নূর মোহাম্মদ নূরু
নারী পুরুষ বাড়ছে বিভেদ,
চাইছে সমান অধিকার।
ধর্মে আছে সঠিক নিয়ম,
অভাব শুধু বুঝিবার।
এক পুরুষের স্বাক্ষী সমান
নারীর স্বাক্ষী দুই জনের।
দুই নারীর মর্যাদা পায়,
পুরুষ স্বাক্ষী একজনের।
সৃষ্টি কর্তার বিধান এটি
কেন মিছে বিভেদ ভাই।
সৃষ্টি যাহার বিধান তাহার
এ সত্যটি মানা চাই।
অজ্ঞতায় না বুঝিলে
সত্য কী আর মিথ্যা হয়,
থাকবে নিজের অবস্থানে
কারো সাথে বিরোধ নয়।
থাকলে নিজের অবস্থানে
দৃঢ় হবে অধিকার,
বেশী কিছু পেতে গেলে
বেড়ে যাবে অত্যাচার।
নারী মাতা, নারী প্রিয়া
সকলেরই জানা তা,
তসলিমারা বিবাদ করে
নষ্ট করে সমতা।
নারী পুরুষ বন্ধু সবার
শত্রু কেন ভাবতে হয়?
ভালোবাসায় সংসারটা
স্বর্গ সুখে ভরে রয়।
উৎসর্গঃ ব্লগার মি.বিকেল,তার আজকের "Feminism – নারীবাদ: উৎস, বিকাশ এবং বর্তমান" এর প্রেক্ষিতে।
প্রকাশকালঃ
ঢাকাঃ সোমবার, ২৭ জুন' ২০২২ইং
২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই যদি ইসলাম ধর্মের নিয়ম, নীতি, আইন কানুন,
আদেশ মেনে চলে তা হলে নারীর ঘর বাড়ি, স্থাবর অস্থাবর
সম্পত্তি থেকে কেউ বঞ্চিত করতে পারে না। ইসলাম ধর্মে
নারীকে অনেক উপরের স্থান দিয়েছে যা অন্য ধর্মে খুঁজে
পাবেন না। তবে কথায় আছে "বেশী চাইতে গেলে সব
হারাতে হয়"।
২| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:০৮
সোনাগাজী বলেছেন:
ইসলামে নারী সম্পর্কে যা বলা হয়েছে, যা কার্যকরী করা হয়েছে, তাহা কি আরব বেদুইনদের সামাজিক ভালো নিয়ম, যা আরবদের জন্য ভালো, নাকি উহা ইউরোপ, আমেরিকার জন্যও কাজ করবে?
২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাগাজঈ সাব, আপনিও চাঁদগাজীর মতো শুধু ক্যাচাল করেন।
ইসলামে নারী সম্পর্কে যা বলা হয়েছে যদি তা যথাযত ভাবে পালন
করা হয় তা হলে সমগ্র পৃথিবীর চেহারা পালটে যাবে। এই নিয়ম কানুন
শুধু ইসলাম ধর্মের নয় দূনিয়ার সকল ধর্মের জন্য সমান ভাবে প্রযোজ্য।
ইউরোপ, আমেরিকা, আফ্রিকা এশিয়া, রাশিয়ার সকল মানুষের জন্য এটা
আল্লাহর বিধান।
৩| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ কবিতা।
২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মশিউর রহমান ভাই।
আসলে "যে বোঝে তার জন্য
বুঝ পাতা, আর না বুঝলে
তার জন্য তেজ পাতা"
৪| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮
রানার ব্লগ বলেছেন: তবে কথায় আছে "বেশী চাইতে গেলে সব
হারাতে হয়"।
এই বেশি চাওয়ার বিষয়টা একটু বুঝিয়ে বলবেন কি ?
অধিকারের প্রশ্ন যখন আসে তা কি সমান হওয়া উচিৎ না? নাকি তালগাছ আমার রেখে অধিকারের বন্ঠন হওয়া উচিৎ?
২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে রানার ব্লগ।
মুসলিম আইনে মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে স্ত্রীর অধিকার রয়েছে। স্বামীর মৃত্যুর পর তার স্ত্রীকে কোনোভাবেই তার বাসস্থান থেকে জোর করে বের করে দেওয়া যাবে না। যেখানে তিনি বসবাস করছেন, এই গৃহে তার বাস করার অধিকার রয়েছে। মুসলিম আইন স্ত্রীকে উত্তরাধিকারী করেছে এবং স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে নির্ধারিত অংশ পেতে হকদার করেছে।
একজন বিধবা স্ত্রী স্বামীর রেখে যাওয়া সম্পত্তির সন্তান থাকা অবস্থায় ১/৮ অংশ (এক-অষ্টমাংশ) পাবেন এবং সন্তান না থাকলে ১/৪ অংশ (এক-চতুর্থাংশ) পাবেন। এ ক্ষেত্রে তার প্রাপ্য সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে হবে। তবে তিনি স্বেচ্ছায় অন্য কোথাও থাকতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। স্বামীর মৃত্যুর পর স্বামী ব্যাংকে কোনো টাকা রেখে গেলে কিংবা সঞ্চয়পত্র কিনে রাখলে সম্পত্তির অংশ যে অনুসারে পেতেন, সে অনুযায়ী এই টাকাও পাবেন।
একজন বিধবা নারী তার স্বামীর পরিশোধ করে না যাওয়া দেনমোহর পাওয়ার অধিকারী। স্বামীর মৃত্যু হলেই যে দেনমোহর পাবেন না, তা নয়। দেনমোহর ঋণের মতো, স্বামীর অবর্তমানে স্বামীর উত্তরাধিকারীরা তা পরিশোধ করতে বাধ্য। দেনমোহর পরিশোধ না করা হলে স্বামীর মৃত্যুর তিন বছরের মধ্যে পারিবারিক আদালতে মামলা করে তিনি তা আদায় করতে পারবেন।
স্বামীর মৃত্যু পরে স্ত্রী অন্যত্র বিয়ে না করলে তার নাবালক সন্তানদের তত্ত্বাবধান করার অধিকার থেকে বঞ্চিত হবেন না। স্ত্রী তার নাবালক সন্তানদের কাছে রাখার অধিকারী। কর্মক্ষম সন্তান থাকলে তাদের কাছ থেকে আইনত তিনি ভরণপোষণ দাবি করতে পারেন। একজন স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর প্রাপ্য অংশ যে কারও কাছে বিক্রি করতে পারেন কিংবা যেকোনোভাবে হস্তান্তর করতে পারেন।
সকল মুসলিম নারীর আইন অনুযায়ী তার স্বামী যদি বেঁচে না থাকেন তবে তিনি তার মৃত স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে নির্ধারিত অধিকার ভোগ করতে পারবেন। যদি স্ত্রীকে তার মৃত স্বামীর সম্পত্তি এবং তার অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হয়, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন।
কেউ সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে কিংবা তার সম্পত্তি দখল করে নিলে তিনি আদালতের আশ্রয় নিতে পারবেন।
দেওয়ানি আদালতে বণ্টনের মোকদ্দমা করার অধিকার রাখেন। এ জন্য আদালত থেকে উত্তরাধিকার সনদ পেতে তিনি আবেদন করার অধিকারও রাখেন।
৫| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৪২
সোনাগাজী বলেছেন:
আমেরিকার স্কুল, কলেজ, হাসপাতাল, খাবার সার্ভিস, হোটেল ব্যবসা নারীদর হাতে; আমাদের নারীদের ও আফগানিস্তানের নারীদের অবস্হা দেখেন, এরা ইসলামী জীবন যাপন করছেন।
২৮ শে জুন, ২০২২ রাত ২:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমেরিকান নারীরা কি সুখে আছে?
অবাধ সাধীনতা আর টাকা দিয়ে সুখ
কেনা যায় না।
৬| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:৫৪
সোনাগাজী বলেছেন:
ইসলামে "সাময়িক বিয়ে" (মুতা বিয়ে? ) নামে কিছু একটা আছে; উহা মিশরে কি সমস্যার সৃষ্টি করেছে জানেন? মিশরের ২০ ভাগ মেয়ে অন্য ধনী আরবদর সাথে প্রতি সপ্তাহে বিয়ে বসে; তারপর আজীবনের জন্য পরিত্যক্ত হয়।
২৮ শে জুন, ২০২২ রাত ২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যাবিচার না করে হালাল পন্থায় স্বামীর দেয়া বিশাল
অংকের সম্পত্তির মালিক হয়ে পুনরায় বিয়ে করতে
সমস্যা নাই। ইসলামের নিয়ম কানুন মানুষের
কল্যানের জন্য যা বুঝতে হলে কুরআনের
মানে বুঝতে হবে।
৭| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:২১
রানার ব্লগ বলেছেন: দিনশেষে সেই তালগাছ আমার রয়েই গেলো !!!
২৮ শে জুন, ২০২২ রাত ২:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাই ইসলামের হুকুম আহকাম।
একে রদ করা মানুষের সাধ্য নাই।
তবে যারা আল্লাহর হুকুমের তোয়াক্কা
করেনা তাদের কথা ভিন্ন।
৮| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৩
নতুন বলেছেন: পুরুষের তৈরি নিয়মে নারীকে নিয়ন্ত্রনের জন্য সব রকমের নিয়ম তৌরি করেছে।
পর্দার নামে নারীদের বাড়ীর ভেতরে রাখার কৌশল বানিয়েছে। পুরুষ কোন কারন ছাড়াই যে কোন নারীকে তালাক দিয়ে ৪ টা পযন্ত বিয়ে করতে পারে সেই নিয়ম করেছে।
পুরুষ নারীকে আঘাত করতে পারে। সেটাও ধর্মীয় ভাবে জায়েজ বানিয়েছে।
আর অনেক হাদিস পড়লে নারীকে সুধুই বাড়ী সামলানো, সন্তান সামলানো আর যৌন চাহিদা মেটানোর বস্তুই মনে হয়।
১। সহি মুসলিম; বই ৮ হাদিস নম্বর ৩৩৬৬:
আবু হুরায়রা (রাঃ) বলেছেন যে, নবী দঃ) বলেছেন, যে-স্ত্রী স্বামীর বিছানা থেকে অন্যত্র রাত্রি যাপন করে, ফেরেশতারা তাকে সকাল পর্যন্ত অভিশাপ দিতে থাকে। (সূত্র ৩)
২। সহি মুসলিম; বই ৮, হাদিস নম্বর ৩৩৬৭:
আবু হুরায়রা (রাঃ) বলেছেন যে, নবী দঃ) বলেছেন: যাঁর হাতে আমার জীবন (আল্লাহ) তাঁর নামে বলছি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে, আর সে স্ত্রী সাড়া না দেয়, তবে সে স্বামী খুশি না হওয়া পর্যন্ত আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট থাকেন। (সূত্র ৩)
২৮ শে জুন, ২০২২ রাত ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কোন পুরুষের বিধান নয়।
সয়ং আল্লাহতালা এই বিধান
দিয়েছেন যা মানলে মানুষের
লাভ ছাড়া ক্ষতি নাই। আর না
মানলে আল্লাহর কিছু যায়
আসেনা। তবে এ বিধান
মুমিনদের জন্য, বিপথ
গামীদের জন্য নয়।
৯| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১২
শূন্য সারমর্ম বলেছেন:
মধ্যপ্রাচ্যে নারীর অধিকার নিয়ে কতভাগ নারী সন্তুষ্ট?
২৮ শে জুন, ২০২২ রাত ২:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যারা ইসলাম ধমে' বিশাসী
তারা শত ভাগ সন্তষ্ট। আর
যারা আল্লাহর হুকুম অমান্য
করে তারা শতভাগ৷অসন্তষ্ট।
১০| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২১
রানার ব্লগ বলেছেন:
২৮ শে জুন, ২০২২ রাত ২:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই হুজুর যদি এই কথা বলে থাকেন
তা হলে এই হুজুর কোরআনের ভুল ব্যাখ্যা
করেছেন। ফেসবুকে অনেক সময় কারো
কারো বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপন
করা হয়। যদি হুজুরকে জিজ্ঞাসা করা
যেতো তা হলে এর সত্যতা যাচাই করা
যেতো।
পবিত্র কোরআনে নারীর
ময'দা আকাশ ছোঁয়া।
১১| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৪
ইফতেখার ভূইয়া বলেছেন: ইসলামের বিষয়গুলো নিয়ে অনুযোগ/অভিযোগ তোলার মতো খুব বেশী জ্ঞানী ব্যক্তি বাংলাদেশে নেই। আমার সমস্যা অন্য জায়গায়, ছবিতে লিখা "অধীকার" বানানটা খুব সম্ভবত "অধিকার" হবে। বাঙালী বাংলা ভাষার তেরটা না বাজিয়ে আর ছাড়বে না দেখছি! সবাইকে বানানের প্রতি কিছুটা যত্নবান হওয়ার অনুরোধ থাকছে। ভুল করা খারাপ কিছু নয়, তবে সংশোধন না করাটা বা না করার মানসিকতা দুঃখজনক। আপনাকে ধন্যবাদ।
২৮ শে জুন, ২০২২ রাত ২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গোস্যা করা ভালো নয়।
ভুলে ভরা জীবনের কতটুকু
শুধরাতে পেরেছেন?
ভালো থাকবেন।
১২| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৬
২৮ শে জুন, ২০২২ রাত ২:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ, তার নসিহতগুলো
মনযোগ সহকারে শুনুন।
আশা করি বুঝে আসবে।
১৩| ২৭ শে জুন, ২০২২ রাত ১০:২২
সোনাগাজী বলেছেন:
ইহা সামনের পাতায় নেই কেন?
২৭ শে জুন, ২০২২ রাত ১০:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি ইহা বুঝিতে অক্ষম!
তাই পুনঃপ্রকাশ করেছি।
আপনি ইহাকে কোথায়
খুঁজিয়া পাইলেন?
১৪| ২৮ শে জুন, ২০২২ রাত ২:৪৮
ইফতেখার ভূইয়া বলেছেন: ছবিটা বদলে দেয়ার জন্য ধন্যবাদ।
আমি গোস্যা করিনি আর আমার কোন বেয়াই নেই। সব ভুল শোধরানো মানুষের পক্ষে এক জীবনে সম্ভব নয়, তবে যতটুকু শোধরানো যায় ততটুকুর চেষ্টা না করলে তো সেই সংখ্যা বাড়তেই থাকবে। আপনার কি মনে হয় না যে আমার উপরের মন্তব্যে সেই চেষ্টাটুকু করার অনুরোধ করা হয়েছে? ব্যক্তিগতভাবে আমার সাইটেও প্রচুর ভুল আছে, তবে সেটা চোখে পড়া মাত্র সংশোধন করা হয়। আপাতত সামুতে এর চেয়ে বড় কোন ভুল নিয়ে আমি চিন্তিত নই।
২৮ শে জুন, ২০২২ রাত ২:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্যার ওটা ছিলো একটা ছবি যা
গুগল থেকে নেওয়া। ওখানে আমার
কোন হাত ছিলো না। আমার লেখার
শিরোনামে বা লেখার মাঝে "অধিকার"
শব্দটি কয়েকবার এসেছে, সেখানে কি
ব্যত্যয় ঘটেছে?
১৫| ২৮ শে জুন, ২০২২ ভোর ৬:৫১
ইফতেখার ভূইয়া বলেছেন: আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ছবি দিয়ে কোন সূত্র/কপিরাইট এই জাতীয় কিছু উল্লেখ করেন নি, তাই ভেবেছিলাম আপনার দেয়া ছবি।
২৮ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বোঝার জন্য ধন্যবাদ।
তবে লেখার মাঝে অনেক
বার "অধিকার" উচ্চারিত
হয়েছে সে খানে আপনার
দৃষ্টি প্রসারিত হয় নি, এটা
সত্য!
১৬| ২৮ শে জুন, ২০২২ ভোর ৬:৫৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ও আচ্ছা।
২৮ শে জুন, ২০২২ বিকাল ৪:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি আচ্ছা !
বৈরাগী দাদা?
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৫:০৬
রানার ব্লগ বলেছেন: সমস্ত তর্ক বিতর্ক বাদ দিয়ে একটা কথা স্পস্ট সত্য নারীর নিজেস্ব কোন বাড়ি নাই ঠিক তেমনি নারীর একান্ত নিজেস্ব কোন অধিকার নাই !!!