নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
স্বপ্নের পদ্মা সেতু !!
© নূর মোহাম্মদ নূরু
দক্ষিণ পশ্চিম এক করিলো স্বপ্নের পদ্মা সেতু,
তবু কেনো মুখটি বেজার বুঝিনা তার হেতু!
জানি তোমার লাভ নাই কোনো থাকলে মোরা সুখে,
মোদের মুখে ফুটলে হাসি পাও কি ব্যাথা বুকে?
কোন দিনই ভাবো নাইতো, এদেশটা যে সবার,
দক্ষিনেরই মানুষরাও যোগায় তোমার খাবার।
পূব উত্তরের মানুষ যেমন সবাই বাংলাদেশী,
একই দেশের মানুষ মোরা নইতো পরবাসী।
কত কষ্ট করছি মোরা ঢাকা আসার পথে,
পদ্মা নদী পাড়ি দিছি প্রাণটি নিয়ে হাতে।
লঞ্চ ডুবিতে লাশ হয়েছি, খবর কি তার রাখো,
পদ্মা সেতুর উদ্ধোধন কেন বাঁকা চোখে দেখো!
এই সেতুতে মিলবো মোরা সারা দেশের মানুষ,
বাজবে কতো বাদ্য বাদন উড়বে অনেক ফানুস।
গাড়ির সারি চলবে পথে নিচ দিয়ে রেল গাড়ি,
অল্প সময় পৌঁছে যাবো যে যার নিজের বাড়ি।
রেলের সাথে ঘুরে যাবে সবার ভাগ্যের চাকা,
উজান দিকে ঘুরবে সদা অর্থনীতির পাখা।
দক্ষিনের মাছ তরকারী পাইবে তাজা তাজা,
বাসি থেকে তাজা মাছে লাগবে অনেক মজা!
ষড়যন্ত্র কূট মন্ত্র মনের, ময়লা সকল ঝাড়ো,
জয়বাংলা বলে সবাই এবার সামনে বাড়ো।
এক দেশের মানুষ মোরা সবাই যে ভাই ভাই,
অপর ভাইয়ের উন্নতিতে হিংসা করতে নাই।
প্রকাশকালঃ ঢাকা-২৫ জুন ২০২২ ইং
পদ্মা সেতুর উদ্বোধনী দিনে
২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো হওয়া উচিৎ কিন্তু
সব উচিৎ কাজটি কি সব
সময় করা হয়?
আমারতো মনে হয় কেউ
কেউ হিংসা ও রাগে
জলছে!
২| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৭
সোনাগাজী বলেছেন:
১৯৭২ সালেই সেতুর কাজে হাত দেয়ার দরকার ছিলো; আগের সরকারগুলোতে বুদ্ধিমান মানুষ ছিলো না।
২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কি হয়নি বা কি হতে পারতো,
তা না ভেবে যা হয়েছে তা নিয়ে
সন্তষ্ট থাকি আর আনন্দ করি!
৩| ২৫ শে জুন, ২০২২ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: ঈদের পর পদ্মাসেতু যাবো। এখন নিশ্চয়ই অনেক ভিড় হবে।
২৫ শে জুন, ২০২২ রাত ৮:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পদ্মা সেতু পার হলেই
তিন ঘণ্টায় বাড়ি
পৌঁছাতে পারবো।
দেখে আসুন পদ্মা
সেতু দুই কন্যাকে
নিয়ে।
৪| ২৫ শে জুন, ২০২২ রাত ৮:১৭
রাজীব নুর বলেছেন: কবিতা অতি মনোরম হয়েছে।
২৫ শে জুন, ২০২২ রাত ৮:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
আজ কুপিবাতির
খবর নাই!
এত বলা কওয়ার
পর দুইখান ডিম!
৫| ২৫ শে জুন, ২০২২ রাত ৯:১৩
ইফতেখার ভূইয়া বলেছেন: পদ্মা সেতু বাংলাদেশের জনগণের টাকায় তৈরী আর বেশীরভাগ টোলও দেবে এই জনগণই। এটা দেশের একটা সম্পদ এবং দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মতো জরুরী একটা বিষয়, তবুও এটা একটা সেতু এর চেয়ে বেশী কিছু নয়। দেশের ১৬ কোটি মানুষের জন্য এটা অর্জন হলেও এটা নিয়ে তৃপ্তির ঢেকুর তোলার মতো কোন অবকাশ নেই। আগামীতে দেশকে আর দেশের মানুষকে এর চেয়েও বড় কোন চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে তৈরী হতে হবে। আর এই সুসময়েও, দেশের অনেক মানুষ পানিতে ডুবে মারা যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, জীবিকার অবলম্বন হারিয়ে ফেলছে, আমাদের দৃষ্টি সেদিকে দেয়া জরুরী।
এটাকে নিয়ে কিছু লোক রাজনীতি করছে, দেশটাকে ব্যক্তিগত বা পারিবারিক মালিকানাধীন কোন সম্পত্তি মনে করছে। এই অর্জনকে কিছু চাটুকার জাতীয় লোক, একজন মানুষের একক অর্জন হিসেবে দেখাতে চাইছে এটা দুঃখজনক। মনে রাখতে হবে, দেশটা কারো বাবার দেয়া কোন উপহার নয়, এটা সাত কোটি মানুষের প্রচেষ্টা, লক্ষ লক্ষ শহীদ আর মা-বোনের সম্ভ্রম আর আগণিত মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া। এই দেশ, এই অর্জনের ভাগীদার দেশের প্রতিটি মানুষ।
২৫ শে জুন, ২০২২ রাত ১১:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনগণের টাকায়, জনগণের জন্য পদ্মা সেতু ঠিক আছে
শুধু কাদের উদ্দ্যোগে বাক্যটি অনুপস্থিত! ভালো উদ্দ্যোক্তা
না হলে পুঁজি থাকলেও কোন কিছুর সঠিক বাস্তবায়ন করা
সম্ভভ হয় না। তাই বিজ্ঞ উদ্দ্যোক্তাকে ধন্যবাদ জানানো
যেতেই পারে যদিও এটা দেশেরই অর্জন।
৬| ২৫ শে জুন, ২০২২ রাত ১০:২২
শূন্য সারমর্ম বলেছেন:
সেতু পেয়েছি হেটে অন্য জেলায় যাবো, কি মজা!
২৫ শে জুন, ২০২২ রাত ১১:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এত কষ্ট করে শুধু অন্য জেলায় কেনো?
হালুয়া ঘাট চলে আসুন, হেটে অন্য দেশেও
যেতে পারবেন!
৭| ২৫ শে জুন, ২০২২ রাত ১১:২৬
মোহাম্মদ গোফরান বলেছেন: সামুতে পদ্মা সেতু নিয়ে আমার পড়া সবচেয়ে সুন্দর কবিতাটি লেখার জন্য আপনাকে ধন্যবাদ নূরু ভাই।
২৫ শে জুন, ২০২২ রাত ১১:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
অদ্য পদ্মা সেতু নিয়ে সামুতে
প্রকাশিত সকল কবিতাগুলো
পড়বার জন্য। ভালো থাকবেন।
৮| ২৬ শে জুন, ২০২২ রাত ১২:১৪
রাজীব নুর বলেছেন: আজকে ফেসবুক, ব্লগ সব সেতুময় হয়ে গেছে।
২৬ শে জুন, ২০২২ রাত ১২:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাইতো হবার কথা!
এটা একটা স্মরণীয়
ঘটনা বাংলাদেশের
জন্য।
৯| ২৬ শে জুন, ২০২২ রাত ১২:৩৫
কামাল৮০ বলেছেন: এই সেতু বরিশালের লোকদের কোন কাজে আসবে না।বরিশালের লোকজন রাতে খেয়ে ঘুম দেয় সকালে ঢাকায়।
২৬ শে জুন, ২০২২ রাত ১:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সে দিন হয়েছে বাসি,
লঞ্চ ষ্টিমার ছেড়ে দিয়ে
বাস ট্রেনে চড়বে এবার
সকল বরিশালবাসী!
১০| ২৬ শে জুন, ২০২২ ভোর ৫:০৬
জগতারন বলেছেন:
কবি'দা আমিও কিন্তু আপনার মতো দক্ষিণের লোক (টেকেরহাট, মাদারিপুর)।
আমি ও আপনি জানেন এই সেতু আমদের জন্য কত গুরুওত্বপূর্ন।
স্বপ্নের পদ্মা সেতু কবিতা আমার খুব ভালো লেগেছে।
প্রথম লাইক ও আপনার প্রতি অভিন্দন ও সুভেচ্ছা জানাই আপনাকে
স্বপ্নের পদ্মা সেতু নিয়ে কবিতা লিখার জন্যে ।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ২:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে জাগতারন দাদা।
বাড়ি যাবার পথে কোন একদিন
আপনার আতিথেয়তা গ্রহণ
করার বাসনা রাখছি।
১১| ২৬ শে জুন, ২০২২ দুপুর ১২:২৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: পদ্মাসেতু নিয়ে সুন্দর কবিতা ।
১৭ ই আগস্ট, ২০২২ রাত ২:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
কবিতাটি পড়ার জন্য।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৯
কামাল৮০ বলেছেন: সবাই আনন্দ করছে।সেতু সবার প্রয়োজনে লাগবে।