নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বানভাসি মানুষ !!
©নূর মোহাম্মদ নূরু
পূণ্য ভূমির মানুষ গুলো ভাসছে বানের জলে,
ঘর বাড়ি আর শুকনো উঠোন গেছে পানির তলে।
ধন দৌলত টাকা কড়ি যাহা ছিলো ঘরে,
নিমিষে তা ভেসে গেল প্রবল বানের তোড়ে।
জমির ফসল গরু ছাগল সামলানো যে দায়,
হাঁস মুরগী সহায় সম্বল সবাই যে এক নায়।
চারিদিকে অথৈ জলে পানের পানি নাই,
পশু পাখি হাঁস মুরগীর খাবার কোথা পাই!
ছোট্ট শিশু ক্ষুধার জ্বালায় ক্ষনে ক্ষনে কাঁদে,
উপায় তো নাই তার জন্যে ভাত সালুন রাধে।
ওষুধ পথ্যের যোগান যে নাই ত্রাণ নাহি আসে,
নতুন ফসল অনেক স্বপন বানের জলে ভাসে।
ডাল চালের দাম বেড়ে যায় পানি বাড়ে যত,
মুনফা লোভী ব্যবসায়ীদের অযুহাত শত শত।
পাপ পূণ্যের পরোয়াতো ব্যবসায়ীদের নাই,
দুহাত ভরে অসৎ পথে করছে যে কামাই।
নতুন ধানের মওসুম এখন গোলায় ভরা ধান,
সিলেটে দাম বাড়তে পারে ঢাকায় বাড়ে কেন?
বরিশালে ধানের ন্যায্য দাম পাচ্ছে নাতো চাষী,
দাম না পেয়ে শুকায় কেনো তাদের মুখের হাসি
এক কাপড়ে ছেড়ে ছিলো যত্নে গড়া ঘর,
শূণ্য বাড়ি দেখবে ফিরে বন্যা যাবার পর।
মরছে মানুষ বানের জলে দয়া মায়া নাই,
তুমিও যে মরতে পারো সে ভাবনা নাই?
নিদান কালে মানবতা দেখাও যদি তুমি,
আখেরাতে তরাই নেবে বিচার দিনের স্বামী।
পূন্য ভূমি সিলেট বাসীর অমানিসার কালে
পাশে দাঁড়াই হাতটি বাড়াই সকল বিভেদ ভুলে।
প্রকাশকালঃ ঢাকা-১৯ জুন ২০২২ ইং
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ গোফরান ভাই
সবার আগে কবিতায় মন্তব্য প্রদানের
জন্য। শুভেচ্ছা বোনাস!
২| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:০৬
মোহাম্মদ গোফরান বলেছেন: যে কেউ পোস্ট দিলে পড়ে মন্তব্য না করে তাকিয়ে থাকিনা। আগে এই অভ্যেস ছিলো না। ইদানীং উস্তাদ থেকে শিকছি।
১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভ্যাসটি প্রশংসনীয়!
তা আপনার ওস্তাদ কই,
২/৩ দিন তার কোন
খবর নাই। সব
ঠিক ঠাক আছেতো!
ভালো থাকবেন।
৩| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
দেখতে পেলা ফেইসবুকে
নৌকা ভাড়া অর্ধলক্ষ হাকে
ত্রান বিলাতে গিয়ে লোকে
পরে যেন ভিশন বিপাকে
১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কথা সত্য!
বন্যাকে পুঁজি করে
সবাই চায় ব্যাবসা
করতে। হায়রে
মানবতা!
৪| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
মাজারগুলোর আপডেট কি?
১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই সময় যারা সিলেটের মাজার সমুহের
কাছা কাছি আছেন তারা ভালো বলতে
পারবেন। আপনার পরিচিত কেউ
আছে সিলেটে?
৫| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৬
শূন্য সারমর্ম বলেছেন:
গজার মাছগগুলো পুরো সিলেট ঘুরার সুযোগ পেল।
১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুধু গজার মাছ কেনো,
কুমির, কচ্ছপ গুলোও
মুক্ত জলাশয়ে বিচরণ
করার সুযোগ পেয়েছে
হয়তো।
৬| ১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মদ গোফরান বলেছেন: ওস্তাদের একটু বিশ্রাম প্রয়োজন প্রয়োজন। একটু ব্রেনটাকে রিলাক্স দিক।
১৯ শে জুন, ২০২২ রাত ৯:৪৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওস্তাদেরও বিশ্রাম দরকার!
দিন তাকে বিশ্রাম করতে দিন।
ভাবছি আমিও বিশ্রামে যাবো!
৭| ১৯ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৪
সোনাগাজী বলেছেন:
সরকার সেনাবাহিনী নামায়েছে শুনলাম; অবস্হা এখন কি রকম?
১৯ শে জুন, ২০২২ রাত ৯:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোথায়?
বাংলাদেশে নাকি
সিলেটে!
৮| ১৯ শে জুন, ২০২২ রাত ১১:৪৭
কালো যাদুকর বলেছেন: ঐ এলাকাতে এখন মূল সম্যসা ত্রান দেয়া। সেটি ঠিক মত হতেই হবে। তা না হলে অনেক মানুষ মারা যেতে পারে। পানি নেমে যেতে শুরু করেছে শুনলাম।
জনদরদী কবিতায় প্লাস।
২০ শে জুন, ২০২২ সকাল ৯:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সামুর ব্লগাররা ত্রাণ বিতরণের উদ্দ্যোগ
নিয়েছেন, সবাই যার যার সাধ্যমতো
সহায়তা করতে পারেন।
৯| ২০ শে জুন, ২০২২ রাত ১:৪৩
রাজীব নুর বলেছেন: আমার মন বলছে আগামী তিন দিনের মধ্যে পানি নামতে শুরু করবে।
২০ শে জুন, ২০২২ সকাল ৯:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও তেমনটা মনে হয়।
১০| ২৪ শে জুন, ২০২২ রাত ৯:৪৪
জগতারন বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ও আমার খু ভাল লেগেছে।
এখন ঠেকে আপনি বরং কবি হিসেবেই ভালো পাই।
সেই ব্লগার নূরু আর দরকার নেই।
আমি আপনার;
অন্ধের মত নয়, বিজ্ঞানের আলোকে আল্লাহকে বিশ্বাস করি
আবার একটি প্রতি মন্তব্য করেছি সময় পেলে দয়া করে দেখে আসবেন।
০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ জাগতারন দাদা
কবিতা পড়া ও ভালো লাগার জন্য।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: সময়োপযোগী সুন্দর কবিতা নূরু ভাই। কবিতা বরাবরের মতোই সুন্দর।