নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হু আর ইউ, তুমি কে?

১৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৯


হু আর ইউ, তুমি কে?
(মজা দেই, মজা লই!)
৷© নূর মোহাম্মদ নূরু

ভণ্ড পীরে ভইরা দিছে তাহার মাথায় গোবর
জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে রাখেনা তার খবর।
সব জান্তার ভান ধরেছে গায়ে গাধার ছাল,
আড়াল থেক ভণ্ড পীরে নাড়ায় কাঠি কল।

হু আর ইউ তুমি কে, জিজ্ঞাসিলে বলে,
মুরীদ আমি নাম দিয়েছি ভণ্ড পীরের দলে।
নিজের কোন ঘর বাড়ি নাই থাকি পরের আশায়
কোকিল যেমন ডিম পাড়ে কাক পক্ষিদের বাসায়।

এই কারণে আমার ঘরে ছানা পোনা নাই,
এ ঘর থেকে ও ঘরে যাই যা জোটে তা খাই।
ভালো মন্দ বুঝতে নারি পীরের কথায় চলি,
পীরের কথায় উঠি বসি যা বলায় তা বলি।

তেল যে মাখে পীরের পদে সকাল সন্ধ্যা রাতে,
যদি পীরের পদ সেবায় উঠতে পারে জাতে।
ঘরে তাহার নাইকো বাতি থাকে অন্ধকার,
শূণ্য ভিটায় ঘুঘু চড়ে বুকে হাহাকার!

দিন আসে দিন চলে যায় শূণ্য থাকে বাড়ি,
বছরের পর বছর গড়ায় চুলোয় নাইকো হাড়ি
পীরের আশায় আর কতকাল রইবে অন্ধকারে,
যদি পারো সাধ্যে কুলায় বাতি জ্বালো ঘরে।৷

এমন যারা পরের ঘরে উকি ঝুঁকি মারো,
সময় আছে ভণ্ড পীরের কুমন্ত্রণা ছাড়ো।
কাকের বাসায় ডিম পাড়িলে থাকেনাতো মান।
দুষ্ট কাকের ঠোকর খেয়ে যেতেও পারে প্রাণ।

প্রকাশকালঃ ১৮ জুন ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০১

রাজীব নুর বলেছেন: কি সুন্দর করে সত্য কথা বলে দিলেন!!! সাপও মরলো, লাঠিও ভাঙ্গল না।
এই জন্যই আপনাকে এত পছন্দ করি।

১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খান সাব।
একদিন আপনার সাথে আপনাদের
দেশের বাড়ি যাবো। আপনার বাড়িটি
খুব সুন্দর। আমি ওই পথে নবাবগঞ্জ
পয'ন্ত যাই!

২| ১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ সবাই কে হেদায়েত দিক।

১৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন। আল্লাহ আপনার
নেক আশা পূরণ করুন।

৩| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:২০

সোনাগাজী বলেছেন:



পীর ছিলেন মওলানা ভাসানী।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার মনে হয় আপনিও
একজন পীর! অনেক
মুরীদ আছে আপনার!
পানি পড়া টরা দেন নাকি?
কোন তাবিজ কবজ!

৪| ১৮ ই জুন, ২০২২ রাত ৯:২৭

রাজীব নুর বলেছেন: হ্যাঁ আপনি আমার বাড়িতে গেলে আমি খুশিই হবো।

১৮ ই জুন, ২০২২ রাত ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ!
আল্লাহর ইচ্ছা হলে
একদিন যাবো।

৫| ১৮ ই জুন, ২০২২ রাত ১১:২২

শূন্য সারমর্ম বলেছেন:


পীর ব্যবসা শুরু করবো ভাবছি, কি বলেন?

১৯ শে জুন, ২০২২ রাত ১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব ভালো ব্যবসায়!
লাল শালু লাগলে
আওয়াজ দিয়েন!

৬| ১৯ শে জুন, ২০২২ রাত ১২:০০

মোহাম্মদ গোফরান বলেছেন: একজন ফেসবুক বন্ধু স্টেটাস দিসে -
" প্রতিবাদ ভুলে কেউ যখন নীরবে ঘৃণা করবে তখন বুঝে নিও তুমি তোমার অপরাধের মাত্রা অতিক্রম করেছো "

১৯ শে জুন, ২০২২ রাত ১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা ঈমানের সব চেয়ে নীচের স্তর!
তার পরেও মনে মনে ঘৃনা করা ভালো
নীরব থাকার চেয়ে।
তবে আমি কিন্তু
সরব!

৭| ১৯ শে জুন, ২০২২ রাত ১:১২

জগতারন বলেছেন:

এমন যারা পরের ঘরে উকি ঝুঁকি মারো,
সময় আছে ভণ্ড পীরের কুমন্ত্রণা ছাড়ো।
কাকের বাসায় ডিম পাড়িলে থাকেনাতো মান।
দুষ্ট কাকের ঠোকর খেয়ে যেতেও পারে প্রাণ।



কবি'দা,
আজকের কবিতাও খুব ভাল হয়েছে এবং আমার ভাল লেগেছে।
লাইক !

১৯ শে জুন, ২০২২ রাত ২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জাগতারন দাদা আপনাকে সব সময়
কাছে পাই বলে ধন্য আমি। আমার
সামান্য সংখক পাঠক আছেন যার
মাঝে আপনি একজন।

৮| ১৯ শে জুন, ২০২২ সকাল ১০:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুণ হয়েছে। কোরআন হাদিসে পীরের কোন অস্তিত্ব নেই, অর্থ বিকৃত করা হয়েছে আপনিও সেই সেই বিকৃত অর্থের সাফাই গেয়েছেন পূর্বের কোন এক পোস্টে।

১৯ শে জুন, ২০২২ বিকাল ৩:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর রহমান ভাই আপনি বুঝতে ভুল করেছেন।
পবিত্র কোরআনে ৩১ নম্বর সুরা লুকমানের ১৫ নম্বর আয়াতে
বলা হয়েছেঃ
"যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হয়, তার পথ অনুসরণ
করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে
এবং তোমরা যা করতে, আমি সে বিষয়ে তোমাদেরকে
জ্ঞাত করবো।

(এখানে কামেল পীরের কাছে বায়াত গ্রহন করার
ইংগীত হয়েছে শরীয়ত বিরোধী কোন নামধারী পীর এর
কাছে নয়)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.