নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
জবাব দিবে কি?
© নূর মোহাম্মদ নূরু
খাচ্ছো তুমি গরম ভাতে খাঁটি গাওয়া ঘি
ফি্ন্নি পোলাও কোরমাও খাও লয়ে বউ ঝি!
দামী গাড়ি হাকাও তুমি কাজটি কর কি
এত টাকা কোথায় পেলে জবাব দেবে কি?
রোদে পুড়ি বর্যায় ভিজি জোগার হয়না ভাত
খিদের জা্লায় ঘুম হয়না জেগে কাটাই রাত!
উপোষ করে থাকছে আমার বউ পোলা আর ঝি
প্রতিবেশী তুমি আমার খবর নিছো কি?
নিয়ন বাতির নিচে বসে ফূর্তি করো রাতে
রঙ্গিন পানির নেশার বোতল থাকে তোমার হাতে!
পা্য়না ওষুধ জ্বরের ঘোরে অবুঝ শিশু কাঁদে।
হয়কি ব্যাঘাত তোমার নেশার মোদের আর্তনাদে?
ভাবছো বুঝি এমনি যাবে তোমার প্রতি দিন
নেশার ঘোর কেটে গেলে সব হবে মলিন।
দু'দিনের এই দূনিয়াদারি সবই মায়ার খেলা
খালি হাতে যেতে হবে তোমার বিদায় বেলা!
আসবে সময় ছাড়তে হবে দিন দুনিয়ার মায়া
মৃত্যু এসে ফেলবে যেদিন তাহার কালো ছায়া।
ধনীর ধনে হক যে আছে গরীব প্রতিবেশীর
জেনেও তুমি গা করোনা যেনো অন্ধ ও বধির।
প্রতিবেশীর হক আদায় করছো তুমি কি?
জিজ্ঞাসিলে মালিক তোমায় জবাব দিবে কি?
দিন ফুরালে পড়ে রবে মাণ্ডা মিঠাই ঘি
কেনো তবে টাকার বড়াই জবাব দিবে কি?
প্রকাশকালঃ ঢাকাঃ শুক্রবারঃ ১৭ জুন ২০২২ ইং
১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:২৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কৃষাণের গোরু মাঠে মাঠে ফেরে, ধরে নাকো আজ হাল,
গম খেত ভেঙে পানি বয়ে যায় তবু নাহি বাঁধে আল।
মনের বাঁধেরে ভেঙেছে যাহারা চোখের সাঁতার পানি
মাঠের পানি ও আলেরে কেমনে বাঁধিবে সে, নাহি জানি!
----কাজী নজ্রুল ইসলাম
২| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:১৭
সোনাগাজী বলেছেন:
শুধু ধনীরা মরে, দরিদ্ররা মরে না?
১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গরীবেরাতো প্রতি দিনই মরে!
ক্ষুধায় মরে, ধনীরা মারে!
এ আর নতুন কি?
৩| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৫
জগতারন বলেছেন:
আসবে সময় ছাড়তে হবে দিন দুনিয়ার মায়া
মৃত্যু এসে ফেলবে যেদিন তাহার কালো ছায়া।
ধনীর ধনে হক যে আছে গরীব প্রতিবেশীর
জেনেও তুমি গা করোনা যেনো অন্ধ ও বধির।
প্রতিবেশীর হক আদায় করছো তুমি কি?
জিজ্ঞাসিলে মালিক তোমায় জবাব দিবে কি?
দিন ফুরালে পড়ে রবে মাণ্ডা মিঠাই ঘি
কেনো তবে টাকার বড়াই জবাব দিবে কি?
অসাধারন একটি কবিতা পড়লাম।
কবি'দা নূর মোহাম্মদ নূরু-এর অভিন্দন ও ভালোবাসা জানাই।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা,
বেলা ডুবু ডুবু প্রায়, পারের সম্বল কিছুই
জোগাড় হলোনা দাদা। দোয়া করবেন
যেন তাঁর প্রশ্নের সঠিক জবাব
দিতে পারি।
৪| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৬
শূন্য সারমর্ম বলেছেন:
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা,শোধিতে হইবে ঋণ|
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ!
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরি গান,
তাদেরি ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান!
অথচ তোমারে দেবতা বলিব, সে ভরসা আজ মিছে!
কবিতাটি কার? সূত্রতো দেন নেই
যদি কেউ মাইণ্ড করে?
৫| ১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৪
মোহাম্মদ গোফরান বলেছেন: কবিতা ভালো লাগলো।
১৭ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ গোফরান ভাই।
কবিতাটি পড়ার জন্য।
ভালো থাকবেন।
৬| ১৭ ই জুন, ২০২২ রাত ৮:৫২
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
১৭ ই জুন, ২০২২ রাত ১১:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
৭| ১৮ ই জুন, ২০২২ সকাল ১০:৩৪
গেঁয়ো ভূত বলেছেন:
ভালো হয়েছে, লিখতে থাকুন।
শুভকামনা।
১৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
সাথে থাকার জন্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০২২ বিকাল ৫:১২
মরুভূমির জলদস্যু বলেছেন:
সুখে আছো যারা সুখে থাকো
এ-সুখ সইবে না।
দুঃখে আছো যারা বেঁচে থাকো
এ-দুঃখ রইবে না
বন্ধু এ-দুঃখ রইবে না।
----- কবির সুমন -----