নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কেন এত কুটিলতা!
© নূর মোহাম্মদ নূরু
সুন্দর এই দুনিয়াটায় জটিল মানুষ ভরা
ছদ্মবেশ লাগিয়ে চলে যায়না তাদের ধরা!
পর চর্চা পার নিন্দা করে যে দিন রাত
কারো ক্ষতি না করিলে যায়না পেটে ভাত!
হিংসে করে বন্ধু জনের দেখে তাদের ভালো
হাসি দেবে শুকনো মুখে ভিতরটা হয় কালো!
ন্যায় অন্যায় থোরাই কেয়ার বড় ভাগটা চাই
করতে হাসিল খুন করিতে এদের জুড়ি নাই।
আদর্শ আর নীতির কথা থাকে তাদের মুুখে
একটু খানি লাভ দেখিলে দিবে মামলা ঠুকে!
নিজের বেলা ষোল আনা উসুল করা চাই
পরেরও যে হিস্যা আছে সে ভাবনা নাই!
মনের মাঝে সদাই বাজে পরের ক্ষতির গান
সুযোগ পেলেই ধুলায় মিশায় মানি লােকের মান!
কুটিল মনের মানুষেরা জটিলতা বাড়ায়
সাধ্যকি নাই দেশের থেকে এদের কে কেউ তাড়ায়?
মানুষ যখন চুপ থাকিবে প্রতিবাদে নাই
আসবে তখন উপর থেকে আসমানী বালাই!
সৃষ্টিকর্তা ন্যায় ব্চিারক ধরবে চিপে টুটি
লম্ফ ঝম্ফ তোমার সেদিন হয়ে যাবে মাটি!
যাদের জন্য করো তুমি এত বাহাদূরী
পরকালে যেতে হবে সকল কিছু ছাড়ি!
ছাড়তে হবে গাড়ি বাড়ি হীরে জহরত
এসব তোমার কাজ দিবেনা হবে যে বিপদ!
সময় আছে তাঁকে স্মরো ছাড়ো কুটিলতা
মনের মাঝে না রাখিও কোন জটিলতা!
সহজ হও সত্য বলো করো ভালো কাজ
হিংসে ভুলে হাতটি মিলাও নাইতো তাতে লাজ!
প্রথম প্রকাশকালঃ ঢাকাঃশনিবারঃ১৯ জুন ২০২১ ইং
পুনঃপ্রকাশঃ ১৩ জুন ২০২২ ইং
১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য সব সময় সুন্দর।
কবিতার সাথে বাস্তবতার
মিলন ঘটলেই তা সুন্দর
হয়ে প্রকাশ পায়।
কবিতার বই পাঠক ছুঁয়েও
দেখেনা তাই অত বড়
রিস্ক নিচ্ছিনা!
আপনাকে ধন্যবাদ মন্তব্য
প্রদানের জন্য।
২| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা। আপনার কবিতার বই দেখতে চাই।
১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশিউর ভাই আপনাকে ধন্যবাদ
সুন্দর মন্তব্য করার জন্য। ভালো
থাকবেন সব সময়।
৩| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০৭
মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে আমাদের দেশে আহাম্মক এর সংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়ছে।
১) নিজের দোষ নিজে দেখেনা।
২) সারাক্ষণ অন্যের পেছনে লেগে থাকে।
৩) গালি আর ব্যক্তি আক্রমণ একমাত্র হাতিয়ার।
৪) নিজেকে মহাজ্ঞানী মনে করে কাজ করে মূর্খের মতো।
৫) নিজের বগলে গন্ধ রেখে বলে তুর বগলে গন্ধ।
১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:২৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খাঁটি কথা বলেছেন গোফরান ভাই।
এইসব বলদেরা কবে মানুষ হবে!
৪| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:১৩
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর।
১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:২৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সরকার ভাই আপনাকে ধন্যবাদ
সুন্দর মন্তব্য করার জন্য।
৫| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৪
অনন্য দায়িত্বশীল বলেছেন: পীর শুনলেই আমার রাগ উঠে। এরা কি বেহেস্তের চিঠি পেয়ে গেছে?
১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাগ হবারই কথা,
তবে সবাই কিন্তু
ভণ্ড না!
৬| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:২৩
মোহাম্মদ গোফরান বলেছেন: মাল্টিটা ব্লগে ল্যাদাচ্ছে। ছাগু নিক। এরে খোয়াড়ে ঢুকান।
১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছাগুরা ল্যাদাবে এটাই নিয়ম,
ল্যাদাইতে দেন। আর বেশী
করে কাঁঠাল পাতা খাওয়ান।
মেহমান যখন আপ্যায়ণ তো
করতেই হবে!
৭| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:২৮
জুল ভার্ন বলেছেন: মানুষ, তবুও আমাদের হয়না হুশ!
১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মান + হুস = মানুষ
যার মান নাই তার কোন হুস থাকেনা।
তা হলে সেই মানুষের হুস হয় না যার
মান নাই। মানে সে কুটিল মানুষ!
৮| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০১
সোনাগাজী বলেছেন:
জুল ভার্ন বলেছেন: মানুষ, তবুও আমাদের হয়না হুশ!
-মানুষের শরীরের শতকরা ৯০ ভাগ 'প্যারাসাইটিক' হওয়ায় সমস্যা বড়ে গেছে।
১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হলেও হতে পারে!
পরীক্ষা করে দেখেছেন?
৯| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪
রাজীব নুর বলেছেন: আমাকে বলা হয়েছে, ওদের গালি দাও। যা মন চায় তাই বলেই গালি দাও। কিন্তু ওদের নাম উল্লেখ করো না।
১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওদের কথায় কান দিবেন না।
ওরাই৷ হলো কুটিল মানুষ।
নিজের মান ময'দা জলাঞ্জলি
দিবেন না পরের কথায়।
১০| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
১৩ ই জুন, ২০২২ বিকাল ৫:৩১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন তো!
আপনাকে ধন্যবাদ
মন্তব্য প্রদানের জন্য।
১১| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:২৯
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা!
লাইক!!
১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লাইকের জন্য ধন্যবাদ দাদা।
ভালো থাকবেন সব সময়।
১২| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৭
শূন্য সারমর্ম বলেছেন:
কবিতায় মাইকেলের প্রভাব পড়লে ভালো হতো।
১৩ ই জুন, ২০২২ রাত ১০:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিতো মাইকেল না!
তার প্রভাব পরা কি জরুরী?
আমি না হয় আমার মতই লিখি!
আপনাকে ধন্যবাদ।
১৩| ১৩ ই জুন, ২০২২ রাত ৮:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: ছড়া ভালো হয়েছে।
১৩ ই জুন, ২০২২ রাত ১০:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:০৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আপনার কবিতা সবসময়ই মজার হয়। একটি কবিতার বই বের করেন।