নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কাঁঠালের মর্ম বেদনা !!

১২ ই জুন, ২০২২ বিকাল ৪:৫১


কাঁঠালের মর্ম বেদনা
© নূর মোহাম্মদ নূরু

মধু মাসে বলছি আমি কাঁঠালেরই কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঁঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।

আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঁঠাল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঁঠাল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?

আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঁঠালের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?

চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঁঠাল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আইসক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।

কথায় বলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাও
কাঁঠাল তাতে সরমিন্দা হয় বুঝতে কি তা পাও!
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা বড়ই খারাপ কাজ
কাঁঠাল ভাঙ্গলে পরের মাথায় পায় যে সে খুব লাজ!!

কাঁঠাল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঁঠাল কাঠের ফার্নিসার ইচেছ তাকে পাবার।
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।


উৎসর্গঃ সৈয়দ মশিউর রহমান ভাইকে।
© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০২২ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১২ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ আপু,
আপনার এক কাপ কবিতা পানে
মুগ্ধ আমি। ভালো থাকবেন।

২| ১২ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৪

রানার ব্লগ বলেছেন: ছবি খানা প্রথম দর্শনে আপত্তি জনক মনে হলেও পরবর্তিতে চোখের ত্রুটি সংশোধন হয়েছে !!!

১২ ই জুন, ২০২২ বিকাল ৫:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ ভ্রম সংশোধন
হবার জন্য। না হলেতো শরমে
মরমে মরিয়া যেতাম!

৩| ১২ ই জুন, ২০২২ বিকাল ৫:৪০

শূন্য সারমর্ম বলেছেন:

টানা কয়েকদিন বিভিন্ন মানের কাঠাল খাচ্ছি,আর সামুতে কাঠাল সম্পর্কিত পোস্ট পড়ছি।

১২ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাঁঠাল আমার খুব প্রিয় ফল,
ছোট বেলায় গাছে বসেই এক
কাঁঠাল সাবাড় করে দিতাম।
যদিও সাইজে অত বড় নয়।

৪| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৯

রাজীব নুর বলেছেন: কাঠাল পাতা ছাগলের প্রিয় খাবার।
জনাব ছাগল কিন্তু কাঠাল পাতা ছাড়াও আরো বহু কিছু খায়। ছাগল আমার প্রিয় একটা গালি। কতিপয় লোকজনকে ছাগল বলে আরাম পাই ।

১২ ই জুন, ২০২২ রাত ৮:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাগলে কি না বলে,
ছাগলে কি না খায়!
তবে কাঁঠাল পাতা
তাদের প্রিয় খাবার।

৫| ১২ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সামনে কোরবানির ঈদ। প্রচুর কাঁঠাল পাতা মজুদ করতে হবে।

১২ ই জুন, ২০২২ রাত ৮:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লাভ জনক ব্যবসায়,
ছাগল সংগ্রহের কাজ
চলছে।

৬| ১২ ই জুন, ২০২২ রাত ৮:৩২

সোনাগাজী বলেছেন:



কাঁঠাল হচ্ছে, দেশী ঠাকুর।

১২ ই জুন, ২০২২ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদেশী কুকুরের যে দাম আছে
দেশী ঠাকুরের সে দাম নাই,
এটাই দুঃখ!

৭| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৪১

জুল ভার্ন বলেছেন: আজ এবছরের প্রথম কাঠাল খেলাম।

১২ ই জুন, ২০২২ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি গত সপ্তাহে বিসমিল্লা করেছি!
তবে মনঃপুত হয় নাই, বেশী পাকা
ছিলো আর বেশী মিষ্টি!

৮| ১২ ই জুন, ২০২২ রাত ৯:৫২

জগতারন বলেছেন:
কবি'দা,
বহু আগে আপনার এই কাঁঠাল বন্দনা পড়ে ধন্য হয়েছিলাম, আজকেও আবার হলাম।

১২ ই জুন, ২০২২ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ, মধু মাসে বেচারাকে
একটু স্মরণ করি! ধন্যবাদ আপনাকে সাথে
থাকার জন্য।

৯| ১২ ই জুন, ২০২২ রাত ১১:৪৯

মানুষ বলেছেন: একটা ছোট আর একটা বড়।

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভাই মানুষের মাঝেইতো বড় ছোট আছে আর
এতো কাঁঠাল! ছোট বড় হতেই পারে তাইনা?
আপনাকে সাদর আমন্ত্রণ আমার ব্লগে।

১০| ১২ ই জুন, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন: কাঁঠালের দুঃখগাথা ভালো হয়েছে। ;)
ব্যথা বানানে আকার একটা বেশি হয়েছে।

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দস্যু ভাই ভানু কইছিলো
Pllar লিখতে নাকি একটা
L দিলেই হয় তবে দুইটা
দিলে নাকি শক্ত বেশী হয়!

তবে আমি আকারটা ফেলে দিছি
আকার না থাকায় ব্যথা বাড়ুক বা
কোমুক তাতে আমার কি!

১১| ১২ ই জুন, ২০২২ রাত ১১:৫৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: দারুন কাব্য

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সাখাওয়াত ভাই।
আপনাকে সাদর আমন্ত্রণ
আমার ব্লগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.