নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
মিছে বংশের বড়াই !!
© নূর মোহাম্মদ নূরু
বংশ নিয়ে বড়াই করা মূর্খতারই সামিল
কাজে কর্মে কথা বার্তায় থাকে যদি অমিল।
শেখ সৈয়দ কাজী মুন্সি আছে খন্দকার
সবাইকেই দেখতে হবে গোরের অন্ধকার।
মাটিতে হয়েছে সৃষ্টি সব বংশের মানুষ
মাটিতেই মিশে যাবে নানান রঙ্গের ফানুস।
কবর থেকে লাশ যদি দেখ কভু তুলে
কে সৈয়দ কে কাজী সবই যাবে ভুলে।
সৈয়দ হলো নবীর বংশ আমরা সবাই জানি
কুকর্ম করে তারা কেউ টানছে জেলের ঘানি।
মুচি নাপিত কামার জোলা কাজ করে খায় ভাত
সৈয়দ হয়ে করলে চুরি থাকবে তোমার জাত?
কাজ না কেরে চুরি করো তাতে নাহি বাধে
কাজ করিতে বংশ তোমার কেনই বা বাধ সাধে!
বংশ ছাড়া নাই যে কেহ সে তুমি বা আমি
বংশ দিয়ে যায়না বোঝা কে কতটা দামী।
বংশ নিয়ে গর্ব করে মোটা মাথার দল
কি হবে তোর বংশ দিয়ে গায়ে লাগলে মল!
শুদ্ধ হও নিজে আগে তাতে মর্যদা বাড়ে
তা না হলে বংশ গৌরব রবে ধুলায পড়ে।
আর করোনা বংশের বড়াই সবাই যে ভাই ভাই
আল্লাহর কাছে মনুষ সবাই ভেদাভেদ যে নাই।
মিথ্যা বংশের বড়াই করে কেউ ওঠেনা জাতে।
কর্মগুনে বড় হও সম্মান বাড়ে তাতে।
প্রকাশকালঃ শনিবার ১১ জুন ২০২২ ইং
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
১১ ই জুন, ২০২২ বিকাল ৪:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বৃক্ষ তোমার নাম কি?
ফলে পরিচয়।
আপনার কথা সত্য, তবে এখন
কে কোন বংশের তা দেখা হয়না
দেখা হয় কে কতটা সুশীল।
২| ১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৯
রাজীব নুর বলেছেন: এযুগে বংশ কোনো ব্যাপার না। মানুষের আসল পরিচয় কর্মে।
১১ ই জুন, ২০২২ বিকাল ৪:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন। সৈয়দ থেকে
মুচি ভালো যদি সে সৎপথে
থেকে জীবন যাপন করে।
৩| ১১ ই জুন, ২০২২ বিকাল ৪:০১
রশিদ ফারহান বলেছেন: দারুন!!
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
১১ ই জুন, ২০২২ বিকাল ৪:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
কবিতায় ভালো লাগা
হানাবার জন্য।
৪| ১১ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৭
মোহাম্মদ গোফরান বলেছেন: "যদি অহংকারে মাটিতে পা না পড়ে তবে কবরস্থানের কাছে যাও। দেখবে তোমার চেয়েও অনেক বড় বড় হণু সেখানে শোয়ে আছে"
- দুই দিনের দুনিয়ায় কিসের এত অহংকার!
১১ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এক সেকেন্ডের যার ভরশা নাই
তারা কি করে এত বাহাদুরী তা
বুঝে আসেনা। আল্লাহ সবাইকে
হেদায়েত নসীব করুন। আমিন
৫| ১১ ই জুন, ২০২২ বিকাল ৫:১৮
নজসু বলেছেন:
জন্ম হোক যথা তথা,
কর্ম হোক ভালো।
(কমেন্ট সূত্রঃ মাধ্যমিক পর্যায়ের বাংলা ব্যাকরণ বইয়ের ভাবসম্প্রসারণ অংশ থেকে সংগৃহীত )
১১ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুত্র মুত্র দিয়ে বুদ্ধিমানের৷ কাজ করেছেন
কুপি মেসিনে ধরা পরা থেকে রক্ষা। পেলেন।
আপনার মতো সবাই বুদ্ধিমান হোক।
৬| ১১ ই জুন, ২০২২ রাত ৯:২১
মোহাম্মদ গোফরান বলেছেন: কোন মগজহীন এই পোস্টটি ৫০০+ হিট করাইছে।
১১ ই জুন, ২০২২ রাত ৯:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করতে দিন, র্যংকিংয়ে
৫০০ এর কোটায় থাকুক!
আমারতো মজাই লাগে!
৭| ১১ ই জুন, ২০২২ রাত ১০:২৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অসাধারণ হয়েছে মামা।
১২ ই জুন, ২০২২ রাত ১২:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও অসংখ্য
ধন্যবাদ মামা।
অনেকদিন পরে
দেখলাম আপনাকে।
৮| ১২ ই জুন, ২০২২ রাত ১২:০৪
মরুভূমির জলদস্যু বলেছেন: বরাবরের মতোই চমৎকার ছড়া।
১২ ই জুন, ২০২২ রাত ১:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে
জলদস্যু ভাই, মন্তব্য
প্রদানের জন্য।
৯| ১২ ই জুন, ২০২২ রাত ১২:৩৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পাঠান কাদের বংশ ছিল?
১২ ই জুন, ২০২২ রাত ১:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাঠান হলো পশতুন জাতি, আফগানিস্তান ও
পাকিস্তানভিত্তিক একটি নৃগোষ্ঠী যাদেরকে
ভারতীয় উপমহাদেশে "পাঠান" বলা হয়।
১০| ১২ ই জুন, ২০২২ সকাল ১০:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বংশের বড়াই করা একদম মূর্খতা।
১২ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অবশ্যই তাই,
বংশের বড়াই করতে নাই।
©somewhere in net ltd.
১| ১১ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৮
সোনাগাজী বলেছেন:
বৃটিশ কলোনিয়েল সিষ্টেম বংশকে মুল্যায়ন করতো।